আজ আমরা জানবো কিভাবে নিজের Pan Card তথ্য চেক বা যাচাই করতে হয়। যাতে আপনার প্যান কার্ড এর কোনো ভুল ব্যবহার না হয়।
অর্থাৎ আজ আমরা শিখবো যে কিভাবে আপনি নিজের প্যান কার্ড আসল নাকি নকল তা যাচাই করবেন। এবং তার সাথে
আপনার Pan Card -টি অন্য কেই ব্যবহার করছে কিনা এবং কোনো রকমের জালিয়াতি হচ্ছে কিনা সেই ব্যাপারে।
কারণ আমরা জানি সমস্ত বিষয়ে পেন কার্ড প্রত্যক্ষ ভাবে প্রয়োজন না পড়লেও আর্থিক বা লেনদেন এর ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূণ একটি জিনিস।
তাই আপনি কখনোই চাইবেন না যে আপনার Pan কার্ডটি নিয়ে কোনো রকমের জালিয়াতি বা ভুল ব্যবহার করা হোক।
আর আমি বেক্তিগত ভাবে আপনাদের পরামর্শ দেব যে বছরে কম করে একবার হলেও আপনার এই তথ্য চেক করা উচিত।
তাহলে আর বেশি সময় না করে চলুন আমরা এই দুটি বিষয় কিভাবে দেখতে বা যাচাই করতে পারবো তা জেনেনিন।
আরো পড়ুন: কিভাবে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করবেন (How to link Pan with Aadhaar)
যেভাবে প্যান কার্ড তথ্য বা Pan Card লেনদেন চেক করবেন

আমরা সবার প্রথমে দেখে নেবো যে কিভাবে আপনি প্যান কার্ড আসল নাকি নকল তা ভেরিফাই বা চেক করবেন।
যেভাবে অনলাইন Pan Card Verify করবেন,
ধাপ ১: সবার প্রথমে নিজের ফোন অথবা কম্পিউটার থেকে আয়কর দপ্তর এর অফিসিয়াল সাইট E-Filling প্রবেশ করুন।
ধাপ ২: এরপর ওয়েবসাইট এর মেইন বা প্রথম পেজের মধ্যে বাম দিকে > Verify Your Pan এর মধ্যে ক্লিক করুন।
ধাপ ৩: Click করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে যেখানে একটি ফর্ম বা কিছু তথ্য পূরণ করতে হবে। যেমন,
- PAN
- Full Name
- Date of Birth
- Mobile Number
এই সমস্ত তথ্যগুলি বক্সের মধ্যে ভোরে দিয়ে নিচে > Continue বাটনে ক্লিক করুন।
ধাপ ৪: এখন আপনার প্রদান করা মোবাইল নম্বরে একটি OTP আসবে যা এই পেজ এর OTP বক্সে প্রদান করে নিচে > Validate বাটানে ক্লিক করতে হবে।
ক্লিক করার সাথে সাথেই একটি মেসেজ বা তথ্য আসবে যেখানে জানিয়ে দেওয়া হবে আপনার পান কার্ড এর ভেরিফিকেশন অর্থাৎ আসল নাকি নকল।
অবশ্যই পড়ুন: কিভাবে অনলাইন ই-আধার কার্ড ডাউনলোড করবেন?
যেভাবে প্যান কার্ড এর ব্যবহার বা লেনদেন তথ্য চেক করবেন
এবার আমরা চলুন জেনেনি যে কোনো আর্থিক লেনদেন আমাদের প্যান কার্ড ব্যবহার করে হয়েছে কিনা এবং যদি হয়ে থাকে
তাহলে কবে এবং ঠিক কি পরিমান অর্থের জন্য হয়েছে। আর সেগুলি যাতে আমার বা আপনার নিজের দ্বারাই হয়ে থাকে।
তবে এই তথ্য জানার জন্য আপনাকে আয়কর দপ্তরে এর অফিসিয়াল সাইটে একটি একাউন্ট তৈরি করতে হবে
যা আপনি মোবাইল ও কম্পিউটার উভয় ডিভাইস দ্বারাই করতে পারবেন। তো সবার প্রথমে চলুন দেখেনি যে ,
কিভাবে Income Tax e-Filing Portal Register or Account তৈরি করতে হয়?
ধাপ ১: এই ক্ষেত্রেও সবার প্রথমে আয়কর দপ্তর এর অফিসিয়াল সাইট E-Filling প্রবেশ করুন। এবং সেখানে ওপরে Register আইকনে ক্লিক করুন।
আর কোনো ভাবে যদি আপনার আগে থেকেই একাউন্ট থেকে থাকে তাহলে Login আইকনে ক্লিক করে একাউন্টে লগ ইন করেনিন।
ধাপ ২: তো যাদের একাউন্ট নেই তারা Register এর মধ্যে ক্লিক করে,
- Register as – Taxpayer নির্বাচন করুন।
- Pan – নিজের Pan card এর নম্বর প্রদান করে পাশে Validate আইকনে ক্লিক করে দেখেনিন আপনার প্যান সঠিক প্রদান হয়েছে কিনা।
- Please confirm if you want to register as “Individual taxpayer” – Yes ক্লিক করে Continue প্রেস করুন।
ধাপ ৩: আর একটি নতুন পেজ লোড হবে এবং আপনাকে আরো বেশ কিছু তথ্য প্রদান করতে বলা হবে। যেরকম,
- Last Name, Middle Name and First Name
- Date of Birth
- Gender
- Residential Status
এই সমস্ত তথ্য গুলি সঠিক ভাবে প্রদান করে নিচে Continue বাটনে ক্লিক করুন।
ধাপ ৪: এখন আপনার কাছ থেকে Contact Details ও Postal Address চাইবে তো এই ক্ষেত্রেও সঠিক ভাবে তা প্রদান করে (আপনার প্যান কার্ড অনুযায়ী) নিচে Continue এর মধ্যে ক্লিক করুন।
ধাপ ৫: এবার আপনার প্রদান করা Mobile Number ও Email এর মধ্যে OTP আসবে তা এই নতুন পেজে প্রদান করে Continue তে প্রেস করুন।
ধাপ ৬: Verify Details নামে এখন একটি পেজ আসবে যেখানে আপনাকে নিজের প্রদান করা তথ্য যাচাই ও পরিবর্তনের
একবার সুযোগ দেওয়া হবে তো সেই তথ্য সঠিক ভাবে দেখে নিয়ে যদি সব সঠিক মনে হয় তাহলে নিচে Confirm আইকনে ক্লিক করুন।
ধাপ ৭: Secure Your Account নামে ধাপে এবার আপনাকে নিজের একাউন্ট এর জন্য Password সেট করতে বলা হবে।
এখানে ক্রাইটেরিয়া বা Criteria অনুযায়ী পাসওয়ার্ড সেট করে নিচে Register এর মধ্যে ক্লিক করুন আপনার একাউন্ট তৈরী হয়ে যাবে।
আরো পড়ুন: কিভাবে আধার পিভিসি কার্ড (Aadhaar PVC card) বানাবেন
Pan Card এর ব্যবহার বা লেনদেন তথ্য চেক এর ধাপ
ধাপ ১: এখন আপনার একাউন্ট তৈরী হয়েই গেছে। তো এখন আয়কর দপ্তরের ওয়েবসাইট থেকে Login অপসন নির্বাচন করে।
নিজের Pan Card No. ও পাসওয়ার্ড প্রদান করে লগইন করেনিন।
ধাপ ২: লগইন করার পর আপনার সামনে ড্যাশবোর্ড খুলে যাবে। এখন ওপরের মেনুবার থেকে e-File > Income Tax Returns > View Form 26AS ক্লিক করুন।
ধাপ ৩: একটি Disclaimer আসবে তা Confirm করুন এবং তারপর একটি Check box আসবে তা Tick করে Proceed ক্লিক করুন।
এবং এই পেজ এর মধ্যেই “View Tax Credit (Form 26AS/Annual Tax Statement)” ক্লিক করুন।
ধাপ ৪: এবং সবার শেষে Assessment Year ও View As নির্বাচন করে নিজের স্টেটমেন্ট আপনি চেক করতে পারবেন।
- Assessment Year (যে বছরের স্টেটমেন্ট আপনি দেখতে চান তা সিলেক্ট করুন)
- View As (HTML নির্বাচন করুন)
এরপর নিচে View/Download click করলেই আপনার কাজ হয়ে যাবে।
আরো জানুন: অনলাইন আধার কার্ড রেশন কার্ড লিংক কিভাবে করবেন?
আমাদের শেষ কথা,
আশা করবো এখন আপনারা জানতে পেরেছেন যে নিজের Pan card আসল নাকি নকল কিভাবে ভেরিফাই বা চেক করতে হবে।
তার সাথে আনার প্যান কার্ড এর ভুল ব্যবহার হচ্ছে কিনা সেই Pan card তথ্য চেক ও স্টেমেন্ট কিভাবে দেখতে হবে তাও জেনে গেছেন।
কেমন লাগলো আপনাদের পোস্টটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং বাকিদের সাথেই শেয়ার করে তাদেরও জানার সুযোগ করেনিন।
আর এরকম আরো অনলাইন গাইড এর জন্য অবশ্যই আমাদের সাইট ভিসিট করতে থাকুন এবং নিজের জ্ঞান বৃদ্ধি করতে থাকুন।