Pixel Experience ROM কি ও কিভাবে ডাউনলোড করবেন?

আমরা যারা স্মার্ট ফোন ব্যবহার করি বিশেষ করে এন্ড্রয়েড ইউসাররা। অনেকেই এই Pixel Experience ROM কথাটি শুনে থাকবেন।

তো আজকের আমাদের বিষয় হল এই পিক্সেল এক্সপেরিয়েন্স রম কি, কি কাজে লাগে এবং কিভাবে তা ডাউনলোড ও ইনস্টল করা যায়।

প্রথমেই আপনাদের জানিয়ে রাখবো যে এই Pixel Experience ROM হল জনপ্রিয় AOSP বেসড কাস্টম রোম যা,

পিক্সেল ডিভাইস এর মতোই আপনাকে স্টক এন্ড্রয়েড এর অভিজ্ঞতা প্রদান করে। সহজ ভাবে বললে এটা হল Stock Android ROM.

আপনি যদি Pixel বা অন্যান্য কোনো Stock এন্ড্রোয়েড ডিভাইস দেখে থাকেন। তাহলে লক্ষ করে থাকবেন যে সেখানে

আলাদা কোনো OS বা UI থাকেনা। খুবই সাদা মাটা ও সহজ দেখতে হয়। আর এটিই হল Stock Android ROM.

Pixel Experience ROM কি?

পিক্সেল এক্সপেরিয়েন্স হল AOSP অর্থাৎ Android Open Source Project ভিত্তিক একটি ROM বা স্টক এন্ড্রোইড রম।

এই রোম ফ্ল্যাশ বা ব্যবহার করলে আপনি এখানে সম্পূর্ণ পরিষ্কার একটি সিস্টেম পাবেন যেখানে শুধু প্রয়োজনীয় কিছু গুগল এপ্লিকেশনই ইনস্টল থাকবে।

অর্থাৎ এর মধ্যে আপনি Pre-installed অতিরিক্ত কোনো রকমের এপ্লিকেশনই পাবেন না যা অযথা আপনার ফোন স্টোরেজ ভর্তি করবে।

আপনার কাছে এটি সম্পূর্ণ একটি bloat-free অভিজ্ঞতা হবে। এবং এই পিক্সেল এক্সপিরিয়েন্স ডেভোলাপ ও ব্যবহার করার মূল উদ্দেশ্যই হল,

আপনার ডিভাইস এর স্টেবিলিটি, সিকিউরিটি বা নিরাপত্তা এবং পারফরমেন্স বৃদ্ধি ও আরো বিশেষ কিছু ফিচারস প্রদান করা।

অবশ্যই পড়ুন: ৫টি সেরা পিসি ওয়েবক্যাম অ্যাপস (Webcam apps for computer)

কেনো পিক্সেল এক্সপেরিয়েন্স ব্যবহার করবেন?

যদিও ওপরের অংশে কিছুটা আপনি জানতে পেরেইছেন যে এর বিশেষ সুবিধা গুলি ঠিক কি কি পেতে পারেন আপনি।

যেরকম, এখানে আপনি সম্পূর্ণ স্টক এন্ড্রয়েড পাবেন তাও আবার bloat-free অর্থাৎ কোনো রকমের অপ্রয়োজনীয়

অতিরিক্ত প্রি-ইনস্টলড এপ্লিকেশন থাকবে না। এবং আপনার ডিভাইসকে আরো স্টেবেল, সিকিউর ও পারফরমেন্স বৃদ্ধিতে সাহায্য করবে।

আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, সমস্ত এন্ড্রয়েড ফোনেই নির্দিষ্ট একটি সময়ের পর এন্ড্রোইড আপডেট এর সাথে সাথে,

সিকিউরিটি এবং বাগ fix এর আপডেট আসা বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি পিক্সেল এক্সপেরিয়েন্স রম ব্যবহার করতে পারেন।

যেমন, আমি Redmi 6 Pro ব্যবহার করছি। আর যার শেষ আপডেট হল Android 10 অর্থাৎ আমি আর কোনো আপডেট পাচ্ছিনা যদিও এখন Android 11, 12 এবং 13 ও প্রায় এসে গেছে।

তবে আমি খুব সহজেই Pixel Experience Android 12 ROM নিজের ওই Redmi 6 Pro ফোনে ফ্ল্যাশ করে লেটেস্ট Android এর ফিচারস ও সিকিউরিটি উপভোগ করতে পারি।

আরো জানুন: কিভাবে পিসি থেকে মোবাইলে ফাইল শেয়ার বা ট্রান্সফার করবেন

কিভাবে Pixel Experience ROM ডাউনলোড ও Flash করবেন?

এখন জেনে নেবো কিভাবে বা কোথা থেকে আপনি নিজের ডিভাইস এর জন্য পিক্সেল এক্সপিরিয়েন্স রম ডাউনলোড করবেন।

এবং কিভাবে তা সঠিকভাবে নিজের ডিভাইস বা ফোনে ইনস্টল বা ফ্ল্যাশ করবেন।

ধাপ ১: প্রথমে নিজের কম্পিউটার অথবা মোবাইল ব্রাউজার ওপেন করুন এবং Pixel Experience লিখে সার্চ করুন।

আপনার সামনে সবার প্রথমে যে লিংক বা সার্চ রেজাল্টটি আসবে এখন তার ওপর ক্লিক করে সাইটটিতে প্রবেশ করুন।

ধাপ ২: Pixel Experience সাইটে প্রবেশ করার পর আপনি প্রথমেই একটি সার্চ বার দেখতে পাবেন যেখানে “Search Your Device” লেখা আছে।

এখন ওই সার্চ বারে নিজের ফোনের মডেল নম্বর বা সিরিজ লিখে সার্চ করে তা সবার আগে সিলেক্ট বা নির্বাচন করেনিন।

ধাপ ৩: আপনার ডিভাইস সিলেক্ট করার পর আপনার সামনে আরো একটি পেজ খুলবে যেখানে ওই ডিভাইস এর জন্য

বেশ কিছু Pixel Experience ROM যেরকম Android 10,11 অথবা 12 দেখতে পাবেন। তো আপনি যেই এন্ড্রয়েড ভার্সন,

ব্যবহার বা ডাউনলোড করতে চান এখনো তারপর ক্লিক করুন এবং তারপর নিচে লেটেস্ট বিল্ডভার্শন দেখে > Download build ক্লিক করে ডাউনলোড করেনিন।

how to download and install Pixel Experience ROM
Download Pixel Experience ROM

How to flash Pixel Experience?

পিক্সেল এক্সপেরিয়েন্স রোম ফ্ল্যাশ বা ইনস্টল করার জন্য বিশেষ কিছু সাবধানতা ও পদ্ধতি অবলম্বন করতে হয়।

তাই আপনার যদি এর আগে কখনো কাস্টম রম ফ্ল্যাশ বা ইনস্টল করার অভিজ্ঞতা না থাকে সেই ক্ষেত্রে কখনই এই ঝুঁকি নিতে যাবেন না।

এতে আপনার ডিভাইস ব্রিক ও সিস্টেম ড্যামেজ হওয়ার সম্ভবনা থাকে ফলে ডিভাইস অন হবে না এবং শেষ মেশ আপনাকে সার্ভিস সেন্টার এর সাহায্য নিতে হবে।

তাই যদি কারো পূর্ব অভিজ্ঞতা থাকে তবেই করুন বা এরকম কাউকে দিয়ে করান। তাই এই বিষয় গুলি মাথায় রেখে, এখানে আমি কাস্টম রম ফ্ল্যাশ সংক্রান্ত কোনো স্টেপ দিলাম না।

আমি আপনাদের পরামর্শ দেবো এই কাজে অভিজ্ঞ কোনো বেক্তির সাহায্য নেওয়ার অথবা ইউটিউব টিউটোরিয়াল দেখে শেখার।

অবশ্যই পড়ুন: ৬টি ফ্রি ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপস

আমাদের শেষ কথা,

তাহলে এই হল Pixel Experience ROM যা আপনি এখন জেনে গেছেন, সাথে কিভাবে তা ডাউনলোড করতে হয়।

তো আপনাদের যদি পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বাকি বন্ধুদেরও শেয়ার করুন যারা এই বিষয়ে জানতে ইচ্ছুক।

আর এরকম আরো পোস্ট, টিপস ও আপডেট এর জন্য অবশ্যই আমাদের সাইটকে সাবস্ক্রাইব করেনিন হোম পেজ থেকে।