Yllix অ্যাড নেটওয়ার্ক কি এবং কিভাবে ব্যবহার করবেন? – Yllix Review

আজকের পোস্টে আমরা জানবো যে yllix এড নেটওয়ার্ক কি? কিভাবে এটি কাজ করে আর কিভাবে আমরা ব্যবহার করবো?

Yllix হলো একটি অনলাইন অ্যাডভার্টাইজিং প্লাটফর্ম বা advertising platform যা ওয়েবসাইট মালিকদের সাইট মনিটাইজ করতে দেয়,

তাদের ভিসিটর্সদের অ্যাড দেখানোর মাধ্যমে। ঠিক যেরকম ভাবে বিভিন্ন ওয়েবসাইটে আমরা গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন দেখতে পাই।

অর্থাৎ এই ওয়াইলিক্স বা Yllix কে আপনি অবশ্যই Google Adsense এর একটি বিকল্প অ্যাড নেটওয়ার্ক হিসাবেও ধরতে পারেন।

আপনি Yllix দ্বারা নিজের সাইটে ভিসিটর্সদের অ্যাড প্রদর্শন করে Ad ক্লিক, ইম্প্রেসসন বা কোনভার্শন দ্বারা অর্থ উপার্জন করতে পারবেন।

এই Ad network platform এর মধ্যে আপনি display ads, pop-under ads, mobile redirects, sliders সহ আরো ad formats পেয়ে যাবেন।

এছাড়াও রিয়েল টাইম স্ট্যাটিস্টিক্স ও হাই কোয়ালিটি কাস্টমার সাপোর্ট এর মধ্যে পাবেন যা এই সাইটটি দাবি করে থাকে।

এটি হলো একটি সাধারণ বা ছোট বিবরণ নিচে আমরা Yllix ad network সম্পর্কে আরো ভালো ভাবে জানবো যেরকম,

কিভাবে Yllix পাবলিশার একাউন্ট তৈরী করতে হয় ও কিভাবে নিজের সাইট Yllix এড নেটওয়ার্ক এর মধ্যে যুক্ত ও ব্যবহার করতে হয়।

তবে তার আগে চলুন জেনেনি এর বিশেষ কিছু বৈশিষ্ট্য বা ফিচারস যা আপনার জেনে রাখা ভালো।

  • বাংলা, Hindi ও English যেকোন সাইটে সাপোর্ট করে
  • ওয়ার্ডপ্রেস ও Blogger সহ আরো বিভিন্ন ব্লগিং প্লাটফর্ম -এই ব্যবহার করতে পারবেন
  • Instant account approval পাবেন
  • ডেইলি বা প্রত্যেকদিন টাকা উত্তোলন করতে পারবেন Minimum withdrawal $5
  • বিভিন্ন রকমের এড ফরমেট উপলব্ধ আছে
  • yllix এর affiliate program
  • ভালো কাস্টমার সাপোর্ট

Yllix payment method এর মধ্যে আপনি Paypal, Payoneer এবং Bank wire ট্রান্সফার সহ বেশ কিছু ক্রিপ্টো ওয়ালেট পেয়ে যাবেন।

এবার চলুন নিচে আমরা জেনেনি কিভাবে একাউন্ট তৈরি, আমাদের ওয়েবসাইট যুক্ত করতে হয় ও ব্যবহার করতে হয়।

কিভাবে Yllix Account তৈরি ও ব্যবহার করতে হয় ?

১. How to create Yllix Account?

ধাপ ১: সবার প্রথমে Yllix এর অফিসিয়াল সাইটে প্রবেশ করুন, এবং ওপরে ডানদিকে > Publisher এর মধ্যে ক্লিক করুন।

ধাপ ২: তারপর একটু নিচে রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে,

  • Title:
  • First Name:
  • Last Name:
  • E-mail:

প্রদান করে নিচে > Create Account এর মধ্যে ক্লিক করুন।

ধাপ ৩: Create Account ক্লিক করার পর আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে এবং প্রদান করা ই-মেইল আইডিতে

একটি Activation Link সহ ID ও Password যাবে আপনার Yllix Account এর জন্য। তো এখন সেই

মেইল এর মধ্যে প্রবেশ করে > Activation Link ক্লিক করুন এবং তার পর সেই মেইল এর মধ্যেই ID ও Password দেওয়া থাকবে,

তা Login বক্সে প্রদান করে লগইন করেনিন। আপনার ওয়াইলিক্স একাউন্ট এক্টিভেট হয়ে যাবে।

ধাপ ৪: এখন আপনার সামনে একটি মেসেজে বক্স আসবে যেখানে বলা হবে যে আপনার একাউন্ট একটিভ হয়ে গেছে। এখন Registrationটি সম্পূর্ণ ভাবে কমপ্লিট করুন।

how to add website to Yillix

তো Tick Box এর মধ্যে ক্লিক করে নিচে > Complete Registration এর মধ্যে ক্লিক করুন। তারপর ধাপে ধাপে,

  • Ownership details
  • Mobile numbers
  • Recipes payments mode or method

এই গুলি সম্পূর্ণ করুন দেখবেন আপনার একাউন্ট একদম তৈরি হয়ে গেছে।

এখানে আপনাদের পেমেন্ট মেথড এর জন্য Paypal নির্বাচন করতে বলবো কারণ এটিই আপনাকে সর্বনিম্ন পেআউট মূল্য যাকিনা $5 সুযোগ দিচ্ছি।

২. How to use and add a website to Yllix Account?

এখানে সব থেকে ভালো বিষয় হলো যে Yllix এড নেটওয়ার্ক ব্যবহার করার জন্য আপনার কোনো সাইট approval

বা কোনো রকমের বিশেষ নীতি ইত্যাদির শর্তাবলীর দরকার পরে না আর এখানে আপনার সাইট add করারও দরকার নেই।

আপনি নিজের পছন্দ মত অ্যাড ফরম্যাট সিলেক্ট করে কোড কপি পেস্ট করলেই আপনার সাইটে Ad Show করা শুরু হয়ে যাবে।

চলুন এবার জেনেনি আপনার সাইটে yllix ad কিভাবে ব্যবহার করবেন অর্থাৎ অ্যাড কোড কিভাবে পাবেন।

ধাপ ১: দেখুন yllix ড্যাশবোর্ড এর ওপর এর দিকে > Ad Tags অপশনটি আছে তার মধ্যে ক্লিক করুন। এরপর যে অ্যাড ফরম্যাট

আপনি নিজের সাইটে ব্যবহার করতে চান তা নির্বাচন করে > Get Ad Tag এর মধ্যে ক্লিক করে yllix ads কোড জেনারেট করে তা কপি করুন

এবং নিজের ওয়েবসাইটে যেই জায়গায় অ্যাড ব্যবহার করতে চান অ্যাড ফরমেট অনুযায় তা ব্যবহার করে নিজের সাইট মনিটাইজ করতে পারেন।

আমাদের শেষ কথা,

এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে এই yllix কি safe বা বিশ্বাসযোগ্য আর এর yllix payment proof কি আছে ? সেই ক্ষেত্রে

আমি আপনাদের বলবো যে, আমি নিজে রিসার্চ করেছি এবং এর মিলিত রিভিউ পেয়েছো যেখানে অনেকে এটি ব্যবহার করে

ভালো ইনকাম করেছে আবার অনেকে কম। এবং অনেকেই পেমেন্ট পেয়েছো তো কেই আবার আটকে আছে ইত্যাদি ইত্যাদি।

তো আমার পরামর্শ হল আপনার সাইট যদি নতুন হয়ে থাকে বা কোনো কারণে যদি অ্যাডসেন্স এপ্রুভাল না পেয়ে থাকেন

তো সেই ক্ষেত্রে ব্যবহার করে দেখতে পারেন। তবে অ্যাডসেন্স এর সাথে ব্যবহার করতে যাবেন না। অথবা যতদিন না

Adsense ব্যবহার এর সম্মতি পাচ্ছেন, অপেক্ষা করুন এবং ভালো ভালো কনটেন্ট তৈরী করুন। এবং আমাদের এই সাইটে

দ্রুত ও সঠিক ভাবে Google Adsense approval পাওয়া এবং ইউনিক ও কোয়ালিটি কনটেন্ট লেখা সংক্রান্ত পোস্ট আছে তা চেক করুন।

এই Yllix এড নেটওয়ার্ক পোস্টটি সম্পূর্ণ ভাবে শিক্ষামূলক একটি পোস্ট এটি ব্যবহার করার আগে অবশ্যই এদের শর্তাবলী পরে নেবেন।