আজ আমরা জানবো কম্পিউটার কীবোর্ড ও মাউস কি বা কাকে বলে। অথবা What is keyboard and mouse in computer?
আমরা জানি যে আমাদের জীবনে কম্পিউটার আজ একটি অত্যাবশকীয় বা গুরুত্বপূর্ণ একটি অংশ হিসাবে ব্যবহৃত হয়।
অফিস ও কল-কারখানা থেকে শুরু করে স্কুল কলেজ এবং বাড়িতে বাড়িতে কম্পিউটার এর ব্যবহার করা হয় কঠিন কঠিক কাজকে
সহজ করে করার জন্য। আর এই কম্পিউটার এরই দুটি গুরুত্বপূর্ন পার্টস বা অংশ হল Keyboard & mouse যে বিষয়ে নিচে জানবো।
জানুন যে: কম্পিউটারে বাংলা যুক্তাক্ষর বা যুক্তবর্ণ লেখার নিয়ম জেনেনিন
কীবোর্ড কি বা কাকে বলে ? (What is Keyboard?)

তো কীবোর্ড বা Keyboard হল কম্পিউটার এর একটি এক্সটার্নাল হার্ডওয়্যার ও খুবই গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস।
এই কীবোর্ড দ্বারা কম্পিউটারে সংখ্যা, শব্দ বা অক্ষর ইত্যাদি লিখতে পারি এবং কম্পিউটারকে বিভিন্ন কমেন্ড বা আদেশ দিতে পারি।
কম্পিউটার পরিচালনা করার জন্য এবং কোনো কাজ কম্পিউটার দ্বারা করার জন্য কীবোর্ড খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পিউটার হার্ডওয়্যার।
কীবোর্ড একটি নির্দিষ্ট লেয়ার বিশিষ্ট হয়ে থাকে যেখানে বেশ কিছু বাটন এর মধ্যে সংখ্যা, অক্ষর ও সিম্বল থাকে যা প্রেস করে আমরা কম্পিউটারে তা ইনপুট করতে পারি।
আমাদের সুবিধার্তে এও জানিয়ে রাখবো Christopher Latham Sholes বেক্তি 1867 সালে কীবোর্ড (The QWERTY keyboard) এর আবিষ্কার করেন।
কীবোর্ড এর ব্যবহার (Whats are the uses of a Keyboard)
- প্রথমত, ডাটা (Data) ইনপুট করা
- অক্ষর বা Letters টাইপ করা
- নম্বর টাইপ করা
- কম্পিউটার এর মধ্যে স্পেশাল সিম্বল ও ক্যারেক্টার টাইপ করার
- কোনো পেজ ইত্যাদি ওপর, নিচে ও ডানদিক বামদিক -এ যাওয়ার জন্য ইত্যাদি।
কম্পিউটার কীবোর্ড এর প্রকার (Types of computer keyboard)
আপনি কি জানেন এই কীবোর্ড আবার বিভিন্ন রকমের হয়ে থাকে? চলুন নিচে তাহলে সেগুলো দেখেনি,
- QWERTY keyboard
- Membrane keyboard
- Wired Keyboard
- Wireless Keyboard
- USB Keyboard
- Bluetooth Keyboard
- Numeric Keyboard
- Gaming or Mechanical Keyboard
- Magic Keyboard
- Ergonomic Keyboard etc.
তো এরকম আরো বেশ কিছু কীবোর্ড মার্কেটে উপলব্ধ আছে তবে স্ট্যান্ডার্ড কীবোর্ড হলো QWERTY এবং এখন Membrane keyboard
আসলে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার এর জন্য বিভিন্ন রকমের কীবোর্ড আছে কাজকে আরো সহজলভ্য করে তোলার জন্য।
আরো জানুন: ৭টি সেরা কম্পিউটার মাউস টিপস ও ট্রিকস
মাউস কি বা কাকে বলে? (What is Mouse?)

একটি কম্পিউটার মাউস হলো হস্ত পরিচালিত নির্দেশনা বা পয়েন্টিং ডিভাইস যা কম্পিউটার এর ইনপুট ডিভাইস ও হার্ডওয়্যার।
এটি কোনো সমতল জায়গা বা পৃষ্ঠতলে রাখা হয় এবং এর মধ্যে থাকা মেশিন এর সাহায্যে যে মোশন (Motion) বা গতি তৈরী হয়
তা একটি পয়েন্টারকে নয়ন্ত্রিত করে এবং যার ফলে আমরা কম্পিউটারে বিভিন্ন ফাইল সিলেক্ট, মুভ ও পয়েন্ট করতে পারি।
অবশ্যই জানিয়ে রাখবো যে এই মাউস দ্বারাও আমরা কম্পিউটারকে কম্যান্ড বা নির্দেশ দিয়ে থাকি বিভিন্ন কার্য সম্পাদন বা কাজ করতে।
অবশ্যই এটিও জেনে রাখুন যে Douglas Engelbart, 1964 সালে কম্পিউটার মাউস আবিস্কার করেন।
কম্পিউটার মাউস এর ব্যবহার (Uses of a computer Mouse)
- মাউস বা কম্পিউটার এর মধ্যে থাকা পয়েন্টারটা পরিচালনা বা নিয়ন্ত্রণ করা
- ফাইল বা প্রোগ্রাম খোলা ও বন্ধ করা
- কোনো কম্পিউটার ফাইলকে সিলেক্ট করা
- কম্পিউটার এর মধ্যে থাকা ফাইল ইত্যাদিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো বা নিয়ে যাওয়া
- কোনো পেজ বা ভিউ কে স্ক্রল বা নিচে ও ওপরে করা ইত্যাদি এরকম আরো কম্পিউটার ফাঙ্কশন সঞ্চালন এর জন্য মাউস ব্যবহার করা হয়।
এবার চলুন নিচে আমরা জেনেনি মাউস কত প্রকার এর হয়ে থাকে।
কম্পিউটার মাউস এর প্রকার (Types of Computer Mouse)
- Trackball Mouse বা ট্র্যাকবল মাউস
- Optical Mouse বা অপটিক্যাল মাউস
- Mechanical Mouse মেকানিকাল মাউস
- Wireless Mouse
- Touchpad (Glidepoint) যা আমরা ল্যাপটপে দেখে থাকি
- Air mouse
- Joystick ও J Mouse ইত্যাদি এরকম আরো মাউস আছে ও ছিল।
আমাদের শেষ কথা,
তাহলে আজকে আমরা জানলাম যে কম্পিউটার কীবোর্ড ও মাউস কি, তাদের কাজ এবং তাদের কিছু প্রকার বা কি কি ধরণের হয়ে থাকে।
আশা করছি আপনাদর এই পোস্টটি পড়ে কিছটা হলেও সাহায্য হবে। তো আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বাকিদের সাথেও শেয়ার করুন।
এবং এই Computer mouse and keyboard সম্পর্কে কোনো প্রশ্ন ও মন্তব থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান।