আমরা সবাই জানি যে গুগল ইনপুট টুলস বা সরঞ্জাম (Google input tools) একটি খুবই প্রয়োজনীয় এবং দরকারি টুল।
এটি হল একটি টাইপিং প্রোগ্রাম যা গুগল ক্রোম ব্রাউজারের জন্য এক্সটেনশন হিসাবে উপলব্ধ আছে। তবে আপনি কি জানেন,
গুগল ইনপুট সরঞ্জাম টুলটি আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে অনলাইনে ব্যবহার করা ছাড়াও, এটি নিজের কম্পিউটারে
সরাসরি ইনস্টল করে অফলাইনে যেকোন জায়গায় বা ওয়ার্ড প্রোগ্রামের মধ্যে আপনার পছন্দের ভাষাতে লিখতে পারেন কোন সমস্যা ছাড়াই ?
যদি না জেনে থাকেন তাহলে চলুন আমরা জেনেনি যে কিভাবে গুগল ইনপুট টুলস আমরা নিজেদের কম্পিউটারে বা ল্যাপটপে
ইনস্টল করে সেখানে নিজের পছন্দের ভাষায় যেরকম, বাংলাতে লিখতে পারবো, ইন্টারনেট ছাড়া এবং যেকোন ওয়ার্ড সফটওয়্যার এর মধ্যে।
আরো জানুন: কিভাবে কম্পিউটারে বাংলা লেখা যায় (বাংলা টাইপিং সফটওয়্যার)
যেভাবে গুগল ইনপুট টুলস বা সরঞ্জাম ডাউনলোড, ইনস্টল এবং ব্যবহার করবেন
প্রথমেই আপনাদের বলে রাখি যে Google input tools অফিসিয়ালি বা গুগল এর অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ নেই।
তবে আপনি এটি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এই সফটওয়্যারটির ডাউনলোড লিংক আমি
এখানে নিজের ওয়েবসাইটেই আপনাদের প্রদান করবো যেখান থেকে খুব সহজেই আপনি এই টুলটি নিজের পিসিতে ডাউনলোড ও ইনস্টল করে ফেলতে পারবেন।
আর এর মধ্যে শুধুমাত্র ২২টি ভাষাই উপলব্ধ আছে বা সাপোর্ট করে আর যার মধ্যে আমাদের প্রিয় বাংলাও অন্তর্ভুক্ত।
তাহলে চলুন এবার আমারা জেনেনি কিভাবে ডাউনলোড, ইনস্টল এবং ব্যবহার করতে পারবো আমরা এই অফলাইন Google input tools
ধাপ ১: সবার প্রথমে গুগল ইনপুট টুলস বাংলা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
আপনি যদি অন্যান্য উপলব্ধ ভাষার জন্য এই টুলটি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করুন।
ধাপ ২: লিংকটিতে ক্লিক করার পর আপনার সামনে গুগল ড্রাইভ এর একটি পেজ ওপেন হবে, এখন ওখানে ডানদিকে
ডাউনলোড বাটানটিতে ক্লিক করে ফাইলটি নিজের কম্পিউটারে ডাউনলোড করে নিন ঠিক নিচের ছবিটির মতো।

ধাপ ৩: এখন আপনি যেই ফাইলটি ওপরের লিংকে ক্লিক করে ডাউনলোড করলেন বা করবেন তা Zip ফাইলে আছে।
অর্থাৎ তা আপনাকে সবার প্রথমে Unzip করতে হবে এবং তা করার পর আপনি সেখানে ২টি ফাইল বা সফটওয়্যার দেখতে পাবেন
- GoogleInputBengali.exe
- GoogleInputTools.exe
অবশ্যই পড়ুন: ১০+ ফ্রি কম্পিউটার সফটওয়্যার যা অবশ্যই ইনস্টল করা উচিত

ধাপ ৪: এখন সবার প্রথমে ‘GoogleInputTools’ এই সফটওয়্যারটি ডাবল অথবা রাইট ক্লিক করে ওপেন করে ইনস্টল করেনিন।
এবং ইনস্টল হয়ে যাওয়ার পরে ওই একই ভাবে ‘GoogleInputBengali’ এই সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করেনিন।
ধাপ ৫: এখন আপনার কম্পিউটারে গুগল ইনপুট টুলস এবং ইনপুট টুলের জন্য বাংলা ভাষা দুটিই ইনস্টল হয়ে গেছে।
এবার অফলাইন এবং অনলাইন যেকোন জায়গায় Google input tools দ্বারা বাংলাতে লেখার জন্য সবার প্রথমে,
Windows বাটন হোল্ড করে Space Bar ক্লিক করে “Bengali language” টি সিলেক্ট করেনিন। ঠিক নিচের ছবিটির মত।

ব্যাস, একবার সিলেক্ট করার পর মাইক্রোসফট ওয়ার্ড, এক্সসেল অথবা যেকোন অফলাইন এবং অনলাইন জায়গায় এখন আপনি
বাংলা অথবা আপনি যে ভাষার জন্য ইনপুট টুলস ইনস্টল করেছেন সেই ভাষাতে খুব সহজেই লেখালেখি করতে পারবেন।

আমাদের শেষ কথা,
Google input tools আমার নিজের বেক্তিগত উদ্দেশ্যের জন্য খুবই দরকারি একটি প্রোগ্রাম যা আমার প্রত্যেক দিনের কাজে প্রয়োজন পরে।
আর শুধু যে আমার তা একদমই না, আমি জানি যে এরকম বহু লোক আছে যারা বাংলাতে লেখার জন্য এর ক্রোম এক্সটেনশন এবং
মোবাইলে এর এন্ড্রোইড এপ্লিকেশন Google Indic Keyboard ব্যবহার করছে। তবে কম্পিউটার ব্যবহারকারীদের
কাছে যেহেতু এটি ক্রোম এক্সটেনশন হিসাবেই উপলব্ধ ছিল তাই তারা অফলাইনে এবং ক্রোম ব্রাউজার ব্যতীত অন্য কোনো
জায়গায় বা ওয়ার্ড সফটওয়্যার এর মধ্যে বাংলাতে লেখার সুযোগ ছিলনা। তবে এখন আপনি জেনে গেছেন যে কিভাবে
অফলাইনেও সরাসরি নিজের কম্পিউটারে গুগল ইনপুট টুলস ইনস্টল করে যেকোন জায়গায় বাংলাতে লিখতে হয়।
তো বন্ধুরা আপনাদের যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন এবং কোন প্রশ্ন,
বা জিজ্ঞাসাবাদ থাকলে কোন সংকোচ ছাড়াই আমায় কমেন্ট বা মন্তব্য করে জানান।