কিভাবে পিসি থেকে মোবাইলে ফাইল শেয়ার বা ট্রান্সফার করবেন

মোবাইল থেকে মোবাইলে কিংবা পিসি টু পিসি ফাইল শেয়ার করার জন্য অনেক সফটওয়্যার ও উপায় ইন্টারনেটে উপলব্ধ থাকলেও।

পিসি থেকে মোবাইলে ফাইল শেয়ার বা ট্রান্সফার করার ক্ষেত্রে সেরকম কোনো উপায় বা সফটওয়্যার খুবিই কম দেখা যায়।

তাই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইউএসবি ক্যাবল অথবা পেনড্রাইভ ইত্যাদির এর মাধ্যমেই কম্পিউটার থেকে ফোনে অথবা

ফোন থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করে থাকি এবং অন্যদেরও এই একই উপায়েই ফাইল শেয়ার করতে করতে দেখি।

তবে আজকের আর্টিকেলে আমরা এরকম দুটি উপায় জানবো যেখানে আপনি USB ক্যাবল ছাড়াই কম্পিউটার থেকে মোবাইলে,

এবং মোবাইল থেকে কম্পিউটারে ফাইল শেয়ার এবং ট্রান্সফার (PC to mobile file transfer) করতে পারবেন।

তাহলে চলুন আর বেশি বিলম্ব না করে USB cable ছাড়াই computer to mobile ফাইল ট্রান্সফার করার সেই দুটি উপায় নিচে জেনেনি।

যে দুটি উপায়ে পিসি থেকে মোবাইলে ফাইল শেয়ার করতে পারবেন

১. Pushbullet

আমাদের প্রথম ফাইল শেয়ার বা ট্রান্সফার সফটওয়্যার এর নাম হল Pushbullet যা অবশ্যই এন্ড্রোইড, উইন্ডোজ এবং ব্রাউজার এক্সটেনশন হিসাবেও উপলব্ধ আছে।

আর আমরা এখানে ফোনের সাথে কম্পিউটার কানেক্ট করে ফাইল ট্রান্সফার এর জন্য ব্রাউজার এক্সটেনশনটিই ব্যবহার করবো।

এবার চলুন আমরা জেনেনি কিভাবে Pushbullet এর মাধ্যমে মোবাইল ও কম্পিউটার কানেক্ট করে ফাইল ট্রান্সফার করতে হয়।

ধাপ ১: সবার প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে যান এবং সেখানে Pushbullet লিখে সার্চ করুন এবং তা ইনস্টল করেনিন।

Pushbullet পিসি থেকে মোবাইল ফাইল শেয়ার ও ট্রান্সফার

ইনস্টল হয়ে গেলে তা ওপেন করুন এবং সেখানে “sign in with Google” এবং “Sign in with Facebook” দুটি অপশন থাকবে।

পুসেবুলেট বা pusebullet log in

আপনি এর মধ্যে যেকোন একটি অপশন সিলেক্ট করে (আপনার যেটি পছন্দ) Pushbullet এর মধ্যে লগ ইন করেনিন।

এরপর আপনার কাছ থেকে কিছু পারমিশন চাওয়া হবে সেগুলি অবশ্যই allow ও enable করে দেবেন।

ধাপ ২: এখন গুগল ক্রোম, ফায়ারফক্স বা অপেরা, আপনি যেই ব্রাউজার ব্যবহার করেন তার এক্সটেনশন স্টোরে যান।

এবং সেখানে একই ভাবে Pushbullet লিখে সার্চ করুন এবং তা আপনার ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজারের মধ্যে এড করে নিন।

pusebullet ফাইল শেয়ার ক্রোম এক্সটেনশন

এছাড়াও সরাসরি Pushbullet সাইট থেকেও আপনি যেই ব্রাউজার ব্যবহার করেন তার এক্সটেনশন ডাউনলোড করতে পারেন।

Pushbullet এক্সটেনশনটি আপনার ব্রাউজারে ইনস্টল হয়ে যাওয়ার পর, তার ওপর ক্লিক করে “Sign up on Pushbullet.com” ক্লিক করুন।

pushbullet log in

এরপর আপনি ফোনে লগইন করার ক্ষেত্রে যেই মেথডটি সিলেক্ট করেছিলেন এখানেও সেই একই মেথডে লগ ইন করেনিন।

ধাপ ৩: লগইন হয়ে যাওয়ার পর এখন ব্রাউজারের টপ বার থেকে Pushbullet এক্সটেনশনটির ওপর ক্লিক করুন, দেখবেন সেখান থেকে ফাইল শেয়ার বা ট্রান্সফার করার অপশন দেখতে পাবেন।

pusebullet থেকে মোবাইলে ফাইল শেয়ার যেভাবে করবেন

একই ভাবে আপনি যদি Pushbullet মোবাইল এপ্লিকেশনটি ওপেন করেন সেখানেও সেই একই ফাইল শেয়ার করার অপশন দেখতে পাবেন।

২. AirDroid

এয়ারড্রইড হল একটি মোবাইল ম্যানেজমেন্ট সুইট যার মাধ্যমে ওয়্যারলেস ভাবে ফাইল মোবাইল ও কম্পিউটারের মধ্যে আদানপ্রদান করা যায়।

ফাইল ট্রান্সফার ছাড়াও আপনি কম্পিউটার থেকে আপনার এন্ড্রোইড ফোন রিমোটলি ম্যানেজ ও কন্ট্রোলও করতে পারেন।

তবে এটি ব্যবহার করার জন্য আপনার ফোন ও কম্পিউটার বা ল্যাপটপ একই ওয়াইফাই নেটওয়ার্কের এর সাথে কানেক্ট থাকতে হবে।

এয়ারড্রইড এর মাধ্যমে ফাইল ট্রান্সফার করার জন্য আপনার ফোনে এর এন্ড্রোইড অ্যাপটি ইনস্টল করতে হবে যা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন।

এবং কপিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে আপনি এর পিসি সফটওয়্যার অথবা সরাসরি ব্রাউজার থেকেও ব্যবহার করতে পারেন।

তাহলে চলুন AirDroid কিভাবে ডাউনলোড, ইনস্টল এবং ব্যবহার করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ জেনেনি।

ধাপ ১: সবার প্রথমে আপনার ব্রাউজার থেকে AirDroid লিখে সার্চ করুন এবং এর অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।

ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে সবার প্রথমে লগ ইন বা সাইন আপ করার জন্য জিজ্ঞাসা করা হবে তাই নিচে “Create an account” ক্লিক করুন।

AirDroid মোবাইল থেকে পিসি তে ফাইল শেয়ার বা ট্রান্সফার

এবং তারপর সেখানে আপনার “Email, Password এবং Nickname” দিয়ে নিচে Next বাটানে ক্লিক করুন।

airdroid একাউন্ট তৈরি

Next ক্লিক করার পর আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনার প্রদান করা ইমেইল আইডিতে একটি ভেরিফিকেশন মেইল যাবে।

তাই অবশ্যই মেইল ইনবক্স খুলে সেখান থেকে ইমেইল আইডিটি ভেরিফাই করে নেবেন। (এবং ব্রাউজার থেকে AirDroid ট্যাবটি ওপেনই রাখবেন)

ধাপ ২: এখন আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করুন এবং সেখানে AirDroid লিখে সার্চ করে আপনার ফোনে তা ইনস্টল করে নিন।

AirDroid পিসি থেকে মোবাইলে ফাইল শেয়ার করার এন্ড্রোইড এপ্লিকেশন

এয়ারড্রইড ইনস্টল হয়ে যাওয়ার পর তা ওপেন করুন এবং নিচে “Log in” ক্লিক করে সেখানে সেই একই ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন যা আপনি ধাপ ১ এর ক্ষেত্রে ব্রাউজারে করেছিলেন।

এয়ারড্রয়েড লগ ইন

ধাপ ৩: এখন আবার আপনার ব্রাউজারে ফিরে যান এবং সেখানও ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে ব্রাউজার মোডে লগ ইন করে নিন।

লগ ইন হয়ে গেলেই দেখবেন আপনার ফোনের সাথে কম্পিউটার কানেক্ট হয়ে যাবে এবং আপনি রিমোটলি ফাইল ট্রান্সফার এবং আরো অন্যান্য জিনিস গুলি করতে পারবেন।

আমাদের শেষ কথা:

অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে Shareit এবং Xender এর মতো এপ্লিকেশন গুলি কেন এই লিস্টে যুক্ত করা হয়নি।

তাদের উদ্দেশ্যে বলে রাখি যে হ্যাঁ share বা xender অবশ্যই দুটি ভালো এপ্লিকেশন মোবাইল থেকে পিসি তে বা পিসি থেকে মোবাইলে ফাইল শেয়ার করার জন্য।

তবে এই দুটি অ্যাপ বেশকিছু দেশে উপলব্ধ নেই বা ব্যান্ড করা হয়েছে যেরকম ভারতে। এছাড়াও Pushbullet এবং AirDroid

এর সাহায্যে আপনি আরো সহজে এবং এক্টিভলি ফাইল শেয়ার করার পাশাপাশি অন্যান্য যেসমস্ত ফিচারস গুলি পাবেন, তা share বা xender কোনোটিতেই সেরকম কিছু পাবেন না।