সেরা ৫টি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার For PC

উইন্ডোস ডিফেন্ডার দিন দিন আপডেট ও উন্নত হতে থাকলেও ভাইরাস ও অন্যান্য ক্ষতিকর জিনিস গুলি থেকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার জন্য যথেষ্ট না।

তাই প্রতিটি কম্পিউটার বা ল্যাপটপের এর ক্ষেত্রে একটি মিনিমাম সিকিউরিটির জন্য অবশ্যই এন্টিভাইরাস সফটওয়্যার এর প্রয়োজন হয়।

আর আজকে আমরা এরকমই সেরা ৫টি সম্পূর্ণ ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার (free antivirsu software) সম্পর্কে জানবো .

যা আপনার কম্পিউটারকে বা ল্যাপটপকে অনলাইন এবং অফলাইন সব দিক থেকেই একটি মিনিমাম প্রোটেকশন দেবে।

আর তার জন্য আপনাকে কোন গাঁটের কোরিও খসাতে হবে না। কিন্তু ফ্রি এন্টিভাইরাস কথাটির সাথে একটি প্রশ্ন চলেই আসে যে,

কোন ফ্রি এন্টিভাইরাস কি পেইড বা প্রিমিয়াম এন্টিভাইরাস এর মতো সুরক্ষা বা প্রটেকশন আমাদের ল্যাপটপ বা কম্পিউটারকে দিতে পারবে?

তাহলে আপনাদের জেনে রাখা উচিত যে একটি free antivirus আপনাকে কমন বা সাধারণ ভাইরাস থেকে ব্যাসিক প্রটেকশনই দেয়।

যেখানে একটি পেইড বা প্রিমিয়াম এন্টিভাইরাস সফটওয়্যার আপনার মেশিনকে অ্যাডভান্স লেভেলের প্রটেকশন দিয়ে থাকে।

চলুন এবার আমরা আজকের লিস্টের সেই ৫টি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার সম্পর্কে জেনেনিন (free antivirus software download)

ফ্রি ডাউনলোড কম্পিউটার এন্টিভাইরাস সফটওয়্যার

১. Kaspersky Security Cloud Free

Kaspersky নামটি সম্পৰ্কে তো অবশ্যই আমরা সবাই পরিচিত যা জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য সাইবার সিকিউরিটি ও এন্টিভাইরাস সফটওয়্যার কোম্পানি।

আর Security cloud হল Kaspersky এর নতুন একটি ফ্রি এবং সাবস্ক্রিপশন বেসড antivirus software, কম্পিউটার ও মোবাইলের জন্য।

Kaspersky Security Cloud Free আপনার ডেস্কটপ বা ল্যাপটপকে প্রটেক্ট করার জন্য আইডিয়াল একটি এন্টিভাইরাস।

যা আপনার কম্পিউটারকে অনলাইন এবং অফলাইন দুই দিক থেকেই বেসিক সমস্ত সুরক্ষা বা প্রটেকশন প্রদান করে।

কেস্পারস্কাই সিকিউরিটি ক্লাউড এর মধ্যে আপনি যে সমস্ত ফিচারস গুলি পাবেন তা হল,

  • এন্টিভাইরাস প্রটেকশন
  • অন ডিমান্ড ও অন এক্সেস ম্যালওয়্যার স্ক্যান
  • ওয়েবসাইট প্রটেকশন
  • মালিসিয়াস ইউআরএল ব্লকিং
  • ফিশিং প্রটেকশন
  • Vulnerability স্ক্যান

অবশ্যই পড়ুন: কিভাবে পিসি থেকে মোবাইলে ফাইল শেয়ার বা ট্রান্সফার করবেন

২. Avira Free Antivirus

আমাদের লিস্টের দ্বিতীয় ফ্রি এন্টিভাইরাস প্রোগ্রামটি হল অভিরা বা Avira যা সব থেকে লাইটওয়েট বা হালকা এন্টিভাইরাস হিসাবে পরিচিত।

আপনি অভিরা এর মধ্যে এরকম কিছু ফিচারসও পাবেন যা শুধুমাত্র পেইড সফটওয়্যার গুলিতেই সাধারণত পাওয়া যায়।

আপনি এর মধ্যে সেই সমস্ত অত্যাবশক সিকিউরিটি টুল বা ফিচারস গুলি পেয়ে যাবেন যা আমরা কোন paid এন্টিভাইরাস সফটওয়্যারের মধ্যে প্রত্যাশা করে থাকি।

যেরকম রিয়েল টাইম স্ক্যানিং, রানসামওয়ার এটাক প্রটেকশন, ম্যালওয়্যার প্রেটেকশন এবং ব্রাউজার ও অনলাইন প্রটেকশন।

আপনি ফ্রি এন্টিভাইরাস এর সাথে সাথে যদি একটি হালকা বা লাইটওয়েট সফটওয়্যার চান যা আপনার ল্যাপটপ বা কম্পিউটারকে স্লো করবেন।

তাহলে Avira আপনার জন্য শ্রেষ্ট antivirus software হতে পারে যা এই সমস্ত বৈশিষ্ট্যের সাথে সাথে অল রাউন্ড সুরক্ষায়ও দেবে।

  • এন্টিভাইরাস স্ক্যানার
  • রিয়েল টাইম প্রটেকশন
  • ম্যালওয়্যার এবং রানসামওয়ার এটাক সুরক্ষা
  • ফ্রি ভিপিএন
  • ব্রাউসিং সিকিউরিটি
  • ডিভাইস অপ্টিমাইজেশন

৩. Avast Free Antivirus

কিছু সিকিউরিটি ফিচারস থাকে যা আমরা শুধু পেইড এন্টিভাইরাস সফটওয়্যার গুলির মধ্যেই পাওয়ার অনুমান করে থাকি।

কিন্তু এখন এরকম বহু ফ্রি এন্টিভাইরাস প্রোগ্রাম উপলব্ধ আছে যারা আমাদের এরকম বেশকিছু ফিচারস ফ্রিতে প্রদান করে।

আর তাদের মধ্যে একটি হল এভাস্ট ফ্রি এন্টিভাইরাস যেখানে আপনি wifi সিকিউরিটি স্ক্যান, পাসওয়ার্ড ম্যানেজার, সাইলেন্ট গেমিং মোড এবং এক্সট্রা লেয়ার Ransomeware security পাবেন।

তবে এভাস্ট একটি হেভি বা ভারী এন্টিভাইরাস সফটওয়্যার যা Low-end ল্যাপটপ বা PC কে পারফরমেন্স এর দিক থেকে স্লো করে দিতে পারে।

কিন্তু ব্যাসিক ভাইরাস প্রটেকশন এবং উপরোক্ত ফিচারস গুলিকে নিয়ে এভাস্ট অবশ্যই একটি ভালো এন্টিভাইরাস প্রোগ্রাম।

  • ব্লক ভাইরাস, ম্যালওয়্যার এবং অন্যান্য থ্রেটস ইন রিয়েল টাইম স্ক্যান
  • WiFi সিকিউরিটি স্ক্যান
  • ওয়েব ও ইমেইল প্রটেকশন
  • গেম সাইলেন্ট মোড
  • পাসওয়ার্ড ম্যানেজার
  • পারফরমেন্স স্ক্যান

অবশ্যই পড়ুন: কিভাবে মোবাইল ক্যামেরাকে কম্পিউটার ওয়েবক্যাম বানাবেন

৪. Bitdefender Antivirus Free Edition

Bitdefender একটি অ্যাওয়ার্ড উইনিং এবং মার্কেটে উপলব্ধ এন্টিভাইরাস গুলির মধ্যে সেরা একটি এন্টিভাইরাস এবং সাইবার সিকিউরিটি প্রোগ্রাম।

যা ব্যবহারের দিক থেকে খুবই সহজ এবং লাইটওয়েট বা হালকা হাওয়াও সহজেই কম্পিউটারে ডাউনলোড ও ইনস্টল হয়ে যায় কম্পিউটার ও ল্যাপটপের পারফরমেন্সর ওপর কোনো রকমের ইফেক্ট না করেই।

Bitdefender নতুন ও পুরানো অনলাইন থ্রেটস এবং বিশেষ করে ম্যালওয়্যার প্রটেকশন এর জন্য সব থেকে বেশি জনপ্রিয় ও ব্যবহার করা হয়।

Bitdefender এর মধ্যে আপনি যে সমস্ত ফিচারস গুলি পাবেন তা হল,

  • রিয়েল টাইম থ্রেট ডিটেকশন
  • ভাইরাস স্ক্যানিং এবং ম্যালওয়্যার রিমুভাল
  • আন্টি ফীসিং এবং আন্টি ফ্রড
  • ওয়েব আত্তসাজ প্রিভেনশন
  • পারফরমেন্স স্ক্যান ও ইম্প্রোভ

৫. Panda Free Antivirus

আমাদের লিস্টের শেষ সেরা এন্টিভাইরাস সফটওয়্যারটি হল Panda, যা অবশ্যই বিভিন্ন সিকিউরিটি ফিচারসে পরিপূর্ণ একটি ফ্রি প্রোগ্রাম।

এটি আপনাকে রিয়েল টাইম স্ক্যানিং, পেরেন্টাল কন্ট্রোল, ফাইল এনক্র্যাপট, ডাটা সিল্ড এবং রানসমওয়ার এর মতো প্রিমিয়াম ফিচারস প্রদান করছে।

আমার ব্যবহার করা free antivirus software গুলির মধ্যে নিঃসন্দেহে পান্ডা এন্টিভাইরাস অবশ্যই একটি ভালো প্রোগ্রাম।

পান্ডা এন্টিভাইরাসের মধ্যে যে সমস্ত ফিচারস গুলি পাবেন,

  • এন্টিভাইরাস স্ক্যানিং
  • রিয়েল টাইম প্রটেকশন
  • গেমিং মোড
  • USB ম্যালওয়্যার প্রটেকশন
  • রেসকিউ কিট
  • ফ্রি ভিপিএন (সীমিত ব্যান্ডউইথ)
  • পেরেন্টাল কন্ট্রোল

অবশ্যই পড়ুন: কিভাবে মোবাইল ক্যামেরাকে কম্পিউটার ওয়েবক্যাম বানাবেন

আমাদের শেষ কথা,

ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার এবং পেইড বা প্রিমিয়াম ভার্শনের মধ্যে অবশ্যই পার্থক্য থাকে, তবে ফ্রি ভার্সন যে কাজের না সেরকম কখনোই না।

আপনি যদি অফিসিয়াল কাজ করেন ও খুবই গুরুত্বপূর্ণ ফাইল স্টোর করে রাখতে হয় এবং অনেক অনলাইন লেনদেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে হয়ে থাকে।

তাহলে অবশ্যই পরামর্শ দেবো যে প্রিমিয়াম ভার্সন এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করার জন্য।

কিন্তু আপনার সাধারণ এবং ডেইলি কম্পিউটার ও ইন্টারনেট ইউসের জন্য একটি Free antivirus আপনার কপিউটার বা ল্যাপটপকে সিকিউর রাখার জন্য যথেষ্ট।

এবং যা আপনি আপনার পছন্দ এবং চাহিদা মতো এই লিস্ট থেকে বেছে নিয়ে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।