৬টি ফ্রি রিংটোন ডাউনলোড ওয়েবসাইট

আমরা জানি যে কাস্টম ফ্রি রিংটোন ডাউনলোড করে আমাদের মোবাইল ফোনে ব্যবহার করলে ফোনকে এক মজাদার এবং

তার সাথেই এক অন্য পার্সোনালিটি এনে দিতে পারি। আর তার জন্য আমাদের কোনো টাকা বা পয়সাও খরচ করতে হয় না।

তাই আজকের আর্টিকেলে আমরা এরকমই কিছু সেরা রিংটোন ডাউনলোড করার ওয়েবসাইট সম্পর্কে জানবো যেখান থেকে

আপনি সম্পূর্ণ ফ্রিতে হিন্দি, বাংলা, ইংরেজি গানের, ফানি বা মজাদার ও আরো বিভিন্ন ক্যাটাগরির রিংটোন ডাউনলোড করতে পারবেন।

মোবাইল আমাদের সবারই প্রিয় জিনিস আর যাকে ছাড়া আমাদের কারোরই এক দন্ড চলে না এবং আমরা সবই চাই যে,

আমাদের মোবাইল বা স্মার্ট ফোনটি সবার থেকে ইউনিক দেখাক আর তার জন্যই আমার ইউনিক থিম, ওয়ালপেপার ও রিংটোন ইত্যাদি,

ব্যবহার করে আমাদের মোবাইলটি সবার থেকে আলাদা এবং আকর্ষণীয় দেখানোর চেষ্টা করে থাকি।

তবে তার মধ্যে রিংটোন হল সব থেকে সহজ উপায় বন্ধু-বান্ধব বা পাশের কোনো অচেনা বেক্তিকে নিজের ফোনের প্রতি দৃষ্টি আকর্ষিত করানোর জন্য।

তাহলে চলুন আর বেশি সময় ব্যয় না করে আমরা জেনেনি এরকম কিছু সেরা রিংটোন mp3 ডাউনলোড ওয়েবসাইট গুলির নাম।

অবশ্যই পড়ুন: ৬টি সেরা অনলাইন ফ্রি কল করার ওয়েবসাইট ২০২০

ফ্রি রিংটোন ডাউনলোড ওয়েবসাইট

ফ্রি বাংলা এবং হিন্দ গানের ডাউনলোড ওয়েবসাইট

১. Zedge – Free ringtones and wallpapers

আমাদের লিস্টের প্রথম ওয়েবসাইটটি হল Zedge, আর আমার মতে এটি হল রিংটোন ডাউনলোড করার জন্য ওয়ান স্টপ শপ।

আপনি এখানে সমস্ত রকমের ও ভাষার রিংটোন পেয়ে যাবেন যেরকম বাংলা গানের, হিন্দি গানের, ইংরেজি গানের ও আরো অন্যান্য ভাষার।

তার সাথে বিভিন্ন সাউন্ড ইফেক্ট, নোটিফিকেশন সাউন্ড ইত্যাদিও সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন।

রিংটোন ডাউনলোড এর পাশাপাশি আপনি এখান থেকে অসাধারন ও ইউনিক সব ষ্টীল এবং ভিডিও ও লাইভ ওয়ালপেপারও ডাউনলোড করতে পারেন।

২. Mobile9

মোবাইল নাইন থেকে রিংটোন ডাউনলোড করার জন্য আপনাকে সবার প্রথমেই সেখানে আপনার ফোনের মডেল নম্বরটি প্রদান করতে হয়।

ফলে আপনাকে শুধুমাত্র সেই সমস্ত রিংটোন ফাইল ফরমেট গুলিই দেখানো হয় যা আপনার ডিভাইস এর সাথে কম্পেটিবেল।

অর্থাৎ আপনি ১০০ শতাংশ ফ্রিতে রিংটোন ডাউনলোড করার সাথে সাথে তা অবশ্যই আপনার ডিভাইসেও সাপোর্ট করতে বাধ্য।

এখানে এই ফিচারসটি থাকার কারণ হল আপনি এখান থেকে রিংটোন ছাড়াও ওয়ালপেপার, থিম, গেম, আইকন নোটিফিকেশন সাউন্ড ইত্যাদিও ডাউনলোড করতে পারেন।

৩. Audiko

Audiko বিশেষ করে ইংলিশ এবং হিন্দি গানের রিংটোন, নোটিফিকেশন সাউন্ড এবং অ্যালার্ম সাউন্ড এর জন্য জনপ্রিয় ওয়েবসাইট।

আপনি রিংটোন ডাউনলোড করা ছাড়াও এখান থেকে নিজের পছন্দের কোনো গান আপলোড করে তার থেকে রিংটোন তৈরিও করতে পারবেন।

অর্থাৎ এটি একটি রিংটোন মেকার হিসাবেও কাজ করে আর যার আপনি প্লে স্টোরে একটি এন্ড্রোইড এপ্লিকেশন ও পেয়ে যাবেন।

এখানে আপনি মুভি, ওয়েব সিরিজ, অ্যালবাম এবং অন্যান্য সমস্ত ক্যাটাগরির রিংটোন, নোটিফিকেশন ও অ্যালার্ম সাউন্ড পাবেন।

৪. Notification Sounds

এর নাম দেখেই হয়তো আপনি বুছতে পারছেন যে এই সাইটটিতে নোটিফিকেশন টোন পাওয়া যাবে।

অনেক সময় আমরা রিংটোন বাদেও ফোনের ডিফল্ট নোটিফিকেশন টোনটিও পরিবর্তন করতে চাই আর তার জন্য এটি আদর্শ জায়গা।

আপনি এখানে বিভিন্ন রকমের ছোট এবং সুন্দর নোটিফিকেশন টোন এবং সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন আপনার এন্ড্রোইড, আইফোন এবং উইন্ডোজ ডিভাইস এর জন্য।

এখানের প্রতিটি নোটিফিকেশন টোনই আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড এবং ব্যবহার করতে পারেন।

৫. MobCup

MobCup-কে আপনি রিংটোন এর সার্চ ইঞ্জিনও বলতে পারেন কারণ এখানে আপনি প্রায় সমস্ত রিংটোনই পেয়ে যাবেন।

আপনি শুধু এই সাইটে এসে সেখানে সার্চ বক্সে যে রিংটোন বা ক্যাটাগরির রিংটোন ডাউনলোড করতে চান তার কীওয়ার্ড লিখে সার্চ করুন।

সেই কীওয়ার্ড সম্পর্কিত সমস্ত রিংটোনের সার্চ রেজাল্ট আপনি পেয়ে যাবেন।

এন্ড্রোইড এবং আইফোন মোবাইলের জন্য বাংলা, হিন্দি এবং ইংলিশ গানের ফ্রি রিংটোন ডাউনলোড করার জন্য এটি সব থেকে জনপ্রিয়।

তবে এখানে আপনি নতুন এবং ট্রেন্ডিং গান থেকে শুরু করে পুরানো সমস্ত বাংলা হিন্দি গানের ও মুভির রিংটোন, গেম রিংটোন,

ইনস্ট্রুমেন্ট টোন, অ্যালার্ম টোন, নোটিফিকশন সাউন্ড সমস্ত কিছুই এখান থেকে আপনি সার্চ করে পেয়ে যাবেন।

৬. Itunemachine

ওপরের প্রতিটি সাইটের মতোই আপনি এখানেও বিভিন্ন ক্যাটাগরির বিপুল পরিমান মোবাইল রিংটোন পেয়ে যাবেন যা ফ্রিতে ডাউনলোডও করতে পারবেন।

তবে এই সাইটের মধ্যে আর একটি যে নতুন ফিচারস বা বৈশিষ্ঠ আছে তা হল আপনি নিজের নাম দিয়ে রিংটোন তৈরি করতে পারবেন।

আর যা তৈরি করাও খুবই সহজ, আপনাকে সবার প্রথমে এই সাইটে গিয়ে সেখানে মেনু থেকে “Name Ringtones” ক্লিক করতে হবে।

তারপর “New Ringtone Maker” এ ক্লিক করে পছন্দের গান সিলেক্ট করুন এবং সেখানে নিজের নাম লিখে নিচে “Create Ringtone” ক্লিক করুন।

তাহলেই আপনার নিজের নামের রিংটোন তৈরি হয়ে যাবে এবং আপনি তা এন্ড্রোইড অথবা আইফোনের জন্য ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

আমাদের শেষ কথা:

ওপরের প্রতিটি সাইটই সম্পূর্ণ ফ্রি এবং আমি নিশ্চিত যে আপনার পছন্দের রিংটোন ওপরের যেকোন একটি সাইট থেকে অবশ্যই পেয়ে যাবেন।

তা সে কোন বাংলা গানের রিংটোন হোক বা হিন্দি আউডি গানের অথবা অন্য কোনো সাউন্ড ইফেক্টই হোক।

তবে অবশ্যই পরামর্শ দেবো যে ওপরের সাইট গুলি থেকে ফ্রিতে রিংটোন ডাউনলোড করতে পারলেও তা কখনোই কমার্শিয়াল কাজে ব্যবহার করবেন না।

কারণ এই রিংটোন বা সাউন্ড ইফেক্ট গুলি কপিরাইট কনটেন্ট হয়ে থাকে। তাই শুধুমাত্র নিজের বেক্তিগত কাজের উদ্দেশ্যেই ব্যবহার করুন।

বাংলা, হিন্দি ও অন্যান্য গানের ও ক্যাটাগরির ফ্রি রিংটোন ডাউনলোড করার জন্য এই ৬টি ওয়েবসাইট যদি আপনার ভালো লেগে থাকে।

তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন এবং আমায় কমেন্ট করে জানান এর মধ্যে কোনটি আপনার সব থেকে পছন্দের সাইট।