আপনার যদি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ব্লগ সাইট থাকে আর তা আপনি মাল্টি ল্যাংগুয়েজ বা multilingual বা বহুভাষিক ওয়েবসাইট করতে চান।
তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন। কারণ আজ এই পোস্টে আমি আপনাদের কোনো রকমের কোডিং ছাড়াই
কিভাবে নিজের বাংলা, হিন্দি অথবা ইংলিশ ওয়েবসাইট বা ব্লগ সাইটকে একাধিক ভাষার সাইট করা যায় তার সব থেকে সহজ উপায় বলবো।
এতে আপনি একাধিক দেশের লোকেদের টার্গেট করে নিজের ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন আপনার আর্টিকেল পড়ার জন্য ,
তাও আবার তাদেরই ভাষাতে। অর্থাৎ আপনার ওয়েবসাইট বাংলাতে থাকলেও তারা তাদের জানা ভাষায় আপনার ওয়েবসাইট কনটেন্ট পড়তে পারবে।
আর যদি আরো সহজ ভাবে বলি তাহলে কিভাবে নিজের ওয়েবসাইট এর ভাষা পরিবর্তন করবেন ইউসারদের ভাষা অনুযায়ী।
তাহলে চলুন আমরা জেনেনি কিভাবে কোনো কোডিং ছাড়াই একটি ওয়ার্ডপ্রেস সাইট multilanguage বা বহুভাষিক করা হয়।
আরো জানুন: কিভাবে ব্লগার থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মুভ করবেন
যেভাবে নিজের ওয়েবসাইট multilingual বা বহুভাষিক বানাবেন
তো আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট বা ওয়েবসাইটকে মাল্টি ল্যাংগুয়েজ অথবা বহুভাষিকে রূপান্তর করার জন্য আমরা
এখানে একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন এর সাহায্য নেবো যার নাম হল Translate WordPress with GTranslate অথবা GTranslate.
এটি ওয়ার্ডপ্রেস স্টোরে উপলব্ধ বাকি সমস্ত multilingual বা translation Plugin এর থেকে সেরা, সিকিউর এবং জনপ্রিয় প্লাগিন যার ৫ ষ্টার রেটিং আছে।
এই প্লাগইন্সটি নিজের AI এর সাথে সাথে গুগল ট্রান্সলেটর এর সাথেও কানেক্টেড থাকায় এর একুরেসি নিয়ে কোন সন্দেহই নেই।
তো চলুন নিচে আমরা ধাপে ধাপে জেনেনি কিভাবে এই multilingual plugin -টি সেটআপ করে আমাদের সাইটকে একাধিক ভাষার ট্রান্সলেট করা যায়।
ধাপ ১: সবার প্রথমে আপনি নিজের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এর মধ্যে যান এবং সেখান থেকে Plugins > Add new এর মধ্যে ক্লিক করুন।
ধাপ ২: এখন আপনার সামনে ওয়ার্ডপ্রেস প্লাগইন্স বা Plugins store খুলবে যেখানে আপনি ডানদিকে একটি সার্চ বার দেখতে পাবেন।
তো সার্চ বার এর মধ্যে GTranslate লিখে সার্চ করুন এবং সবার প্রথমে আসা plugin টি Install ও তারপর Active করেনিন।

ধাপ ৩: প্লাগিনটি Active হওয়ার সাথে সাথে আপনি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে Installed plugins এর মধ্যে চলে যাবেন।
এখন সেখানে GTranslate এর > Settings এর মধ্যে ক্লিক করুন। আথবা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Settings > GTranslate ক্লিক করুন।
ধাপ ৪: GTranslate plugin টির সেটিংস এর মধ্যে প্রবেশ করার পর আপনার সামনে নিচের ছবিটির মতো একটি উইন্ডো আসবে। এখন,

- Widget look – Nice dropdown with flags করুন।
- Translate from – এটি আপনার ওয়েবসাইটটি অরিজিনালি যে ভাষায় আছে তা নির্বাচন করুন।
- Show in menu – No বা আপনার পছন্দ মত রাখতে পারেন।
- Show floating language selector – Top right বা আপনার পছন্দ মত রাখুন।
- Flag languages – আপনি যে যে ভাষা গুলিতে নিজের সাইট প্রদর্শন করতে ইচ্ছুক সেগুলি টিক করেনিন।
এখন আপনি চাইলে বাকি সেটিংস গুলি নিজের প্রয়োজন মত ব্যবহার করতে পারেন অথবা যা আছে তা রেখে অবশ্যই নিচে > Save Changes ক্লিক করুন।
তারপর আপনার ওয়েবসাইটে ভিসিট করে পেজটি রিফ্রেশ করলেই দেখবেন ডানদিকে অথবা আপনার নির্বাচিত
সেটিংস অনুযায়ী ওয়েবসাইট কনটেন্ট ট্রান্সলেট এর জন্য মাল্টিপল ল্যাঙ্গুয়েজ বা ভাষা পরিবর্তন করার অপশন প্রদান করা হচ্ছে।
এছাড়াও যে দেশ থেকে ভিসিটর্স আপনার সাইটে আসবে তার জানা ভাষাতেই আপনার সাইট অটোমেটিক ট্রান্সলেট করতেও সাহায্য করবে এই প্লাগিনটি।
অবশ্যই পড়ুন: বাংলা অন পেজ এসইও চেকলিস্ট ব্লগ সাইট এর জন্য
আমাদের শেষ কথা,
তো বন্ধুরা এই হলো খুবই সহজ উপায় কোনো রকমের কোডিং ছাড়াই আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটকে বহুভাষিক বা Multi-language করার উপায়।
আর অবশ্যই আপনাদের জানিয়ে রাখবো যে এই প্লাগিন বা পরিবর্তনের জন্য এসইওর মধ্যে কোনো রকমের এফেক্ট পরবে না।
উপরন্তু আপনি একাধিক ভাষাভাষীর মানুষদের আপনার সাইটে নিয়ে আসার ফলে নিজের Earning বা ইনকাম বৃদ্ধি পেতে পারে।
তো পোস্টটি ভালো লাগলে অবশ্যই বাকিদের সাথেও শেয়ার করুন ও কোন প্রশ্ন থাকলে নিয়েছে কমেন্ট করে জানাতে পারেন।