কিভাবে WordPress Login Url পরিবর্তন করবেন?

আজকে আমরা ওয়ার্ডপ্রেস সিকিউরিটির একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় WordPress Login Url পরিবর্তন সম্পর্কে জানবো।

অর্থাৎ কিভাবে ওয়ার্ডপ্রেস Wp-admin or wp-login.php url change বা পরিবর্তন করা যায় সেই বিষয় আজ আমরা বিস্তারিত শিখবো।

আমরা যারা ওয়ার্ডপ্রেস ইউসার আছি তারা জানি যে আমাদের ডিফল্ট WordPress admin login ইউআরএল হয় “mysitename.com/Wp-admin/ or wp-login/” এরকম।

কিন্তু আপনি কি জানেন এই ডিফল্ট ইউআরএল আপনার সাইট এর জন্য একদমই নিরাপদ না। এতে আপনার সাইট

হ্যাক হতে পারে, ম্যালওয়্যার এটাক হতে পারে এবং আপনি সম্পূর্ণভাবে আপনার ওয়েবসাইট এর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন।

একদমই ঠিক শুনেছেন, কারণ হ্যাকাররা আপনার সাইট হ্যাক করার জন্য সবার প্রথমে এই ডিফল্ট ইউআরএল দ্বারা লগইন করার প্রচেষ্টা করে।

এবং তারপর তারা বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করে চেষ্টা করে আপনার সাইটে লগ ইন করার জন্য। আর যেহেতু

তারা এসবে বেশ দক্ষ হয়ে থাকে এবং তাদের কাছে বিশেষ সফটওয়্যার ইত্যাদি থাকে তাই খুব সহজে নিজেদের উদ্দেশ্যে সফলও হয়ে যায়।

আরো জানুন: কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ নেবেন?

কেন ওয়ার্ডপ্রেস এডমিন বা ড্যাশবোর্ড ইউআরএল পরিবর্তন করবেন?

ওয়ার্ডপ্রেস হল সব থেকে জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) সমস্ত ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং ও ব্র্যান্ডিং সাইট গুলির মধ্যে।

সাধারণ ভাবেই ওয়ার্ডপ্রেস এর ইউসার এর সংখ্যাও অধিক। আর যেহেতু সমস্ত ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরাই বিশেষ দক্ষ হয় না.

সেই সুযোগই হ্যাকাররা কাজে লাগিয়ে ওয়েবসাইট গুলি হ্যাক ও ম্যালওয়্যার এটাক এর প্রচেষ্টা সর্বদা চালিয়ে যায়।

আর যেহেতু এই সমস্ত হ্যাকাররা সবার প্রথমে ডিফল্ট লগ ইন ইউআরএল দ্বারা সাইট লগইন এটটেমপ্ট বা চেষ্টা করে,

তাই ওয়ার্ডপ্রেস এক্সপার্টদের মতে একটি ওয়ার্ডপ্রেস সাইট সিকিউরিটির সর্বপ্রথম ধাপটি হল লগইন ইউআরএল পরিবর্তন করা।

ফলে হ্যাকার যদি আপনার লগ ইন ইউআরএলই না খুঁজে পায়, তাহলে তারা আপনার ইউসার নেম ও পাসওয়ার্ডও খুঁজে পাবে না তাই আপনি একধাপ সিকিউরিটির দিক থেকে এগিয়ে থাকলেন।

তাহলে চলুন আমরা এবার নিচে জেনেনি যে কিভাবে WordPress Login Url বা ওয়ার্ডপ্রেস dashboard or admin url পরিবর্তন করতে পারবো।

অবশ্যই পড়ুন: কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লোডিং স্পিড বৃদ্ধি করবেন?

যেভাবে WordPress dashboard login বা Wp-admin Url পরিবর্তন করা যায়

ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইউআরএল পরিবর্তন আপন দুটি উপায়ে করতে পারেন। একটি হল প্লাগিন দ্বারা অথবা ম্যানুয়ালি।

তবে এখানে আমরা প্লাগিন এর সাহায্যেই করবো কারণ এটি খুব সহজ উপায় আর যেকেউ এটি করতে পারবে। তার সাথে,

আপনি প্লাগিন এর মধ্যে আরো এরকম বেশ কিছু ফিচারস পেয়ে যাবেন যা আপনার সাইটকে আরো সিকিউরিটি প্রদান করবে।

আর এখানে আমরা যে plugin টি ব্যবহার করতে চলেছি তার নাম WPS Hide Login. এটি ওয়ার্ডপ্রেসে স্টোরে উপলব্ধ সব থেকে জনপ্রিয়, বিশস্ত এবং কার্যকরী।

ধাপ ১: তো প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এর মধ্যে গিয়ে বাম দিক থেকে Plugins > Add new এর মধ্যে ক্লিক করুন।

ধাপ ২: আপনার সামনে ওয়ার্ডপ্রেস প্লাগিন স্টোর খুলবে, সেখানে ডানদিকের সার্চ বারে WPS Hide Login লিখে সার্চ করুন।

এবং আপনার সামনে প্রথম যে প্লাগিনটি আসবে সেটি প্রথমে > Install এবং তারপর > Active করেনিন।

chnage wordpress wp-admin login url

ধাপ ৩: এরপর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এর বামদিক থেকে > Settings > WPS Hide Login ক্লিক করুন। দেখবেন,

আপনার সামনে নিচের ছবিটির মতোই একটি পেজ খুলে যাবে। তো এখন নিচের ধাপ গুলি অনুসরণ করুন।

কিভাবে WordPress Login বা অ্যাডমিন Url পরিবর্তন করবেন

১. Login url: এখানে যে বক্স বা খালি জায়গাটি দেখতে পাচ্ছেন। সেখানে আপনি Wp-admin বা Wp-login এর পরিবর্তে যা রাখতে চান তা প্রদান করুন।

এখানে আপনি নিজের নাম বা পছন্দ মত শক্ত কিছু রাখুন যা হ্যাকারদের বা কারো পক্ষে সহজে গেস করা সম্ভব হবে না।

২. Redirection url: এখানে বাই ডিফোল্ট “404” থাকবে। আর যা আমিও ওই একই রাখার পরামর্শ দেবো আপনাকে।

এটি হল যদি আপনার সাইট কেউ পুরানো অ্যাডমিন লগইন ইউআরএল দিয়ে লগইন করার চেষ্টা করে। তাহলে তাকে 404 Error দেখানো হবে।

৩. Save Changes: ওপরের সেটিংস গুলি করার পর এখন অবশ্যই নিচে Save changes এর মধ্যে ক্লিক করে সেটিংসটি সেভ করেনিন।

Save changes ক্লিক করার পর আপনি অটোমেটিক ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকে লোগউট বা logout হয়ে যাবেন।

যেহেতু আপনি সদ্য নিজের অ্যাডমিন লগইন ইউআরএল পরিবর্তিন করলেন। তো পুনরায় ড্যাশবোর্ডে লগইন করার জন্য।

আপনি Wp-admin বা Wp-login এর পরিবর্তে নতুন যে ইউআরএল যুক্ত করলে তা দিয়ে লগইন করেনিন।

তো এই হল সম্পূর্ণ পক্রিয়া WordPress Login or admin Url পরিবর্তন করার জন্য, কোন রকমের কোডিং ছাড়াই।

আরো পড়ুন: কিভাবে multilingual বা বহুভাষিক ওয়েবসাইট করবেন?

আমাদের শেষ কথা,

অবশ্যই আপনাদের জানিয়ে রাখবো যে শুধুমাত্র wordpress wp-admin বা login url পরিবর্তন করলেই যে আপনার সাইট

সর্বোত্তম সিকিউর হয়ে যাবে এবং এটাক হবে না এরকম কোনো গ্যারেন্টিই নেই। আপনার সাইটকে আরো সিকিউর করার জন্য

আপনাকে আরো পদক্ষেপ নিতে হবে। তবে যেহেতু সবার প্রথমে ডিফল্ট ইউআরএল দ্বারাই লগইন করার চেষ্টা করা হয়ে থাকে।

তাই আপনি যদি তা পরিবর্তন করেদেন সেই ক্ষেত্রে অবশ্যই অনেকটাই নিজের সাইটকে সিকিউর করে রাখছেন সে বিষয়ে কোন সন্দেহ নেই।

তো আপনি যদি ওয়ার্ডপ্রেস লগইন ইউআরএল পরিবর্তন কিভাবে করতে হয় (how to change wordpress login url)

পোস্টটি থেকে কোনো রকমের সহায়তা পেয়ে থাকেন তাহলে অবশ্যই বাকিদের সাথেও শেয়ার করুন এবং নিজের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান।

2 thoughts on “কিভাবে WordPress Login Url পরিবর্তন করবেন?”

  1. নতুন ব্লগারদের কাছে আপনার পোস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট, খুব সুন্দর সাহায্যমূলক একটা লেখা আজ পড়লাম। আমরা ভবিষ্যতে ওয়ার্ডপ্রেস সম্পর্কিত আরও নতুন নতুন পোস্ট আপনার কাছ থেকে আসা করব। তবে গুগল সার্চ কনসোলের server erros 5xx এর সমাধান নিয়ে যদি নতুন করে পোস্ট লিখেন খুব উপকৃত হব। ধন্যবাদ।

Comments are closed.