ডোমেইন ও হোস্টিং এর মধ্যে পার্থক্য কি?

আজকের আর্টিকেলে আমরা জানবো যে ডোমেইন ও হোস্টিং এর মধ্যে পার্থক্য কি (Domain vs hosting) এবং একে ওপরের সাথে এরা কিভাবে সম্পর্কিত।

অনেকেই আছে, বিশেষ করে যারা নতুন তারা ভাবেন যে ডোমেইন এবং হোস্টিং দুটি একই জিনিস কিন্তু আসলে তা একদমই না।

একটি ওয়েবসাইট তৈরির করার জন্য এই দুটি জিনিস প্রধান উপাদান হলেও ডোমেইন ও হোস্টিং সম্পূর্ণ দুটি আলাদা বিষয়।

অর্থাৎ একটি ওয়েবসাইট তৈরি করার জন্য এই দুটি জিনিস আপনার অবশ্যই লাগবে তবে এরা একদমই একই বস্তু না।

তাহলে চলুন আমরা নিচে বিস্তারিত জেনেনি ডোমেইন ও হোস্টিং কি এবং এদের একে ওপরের সাথে সম্পর্ক ও পার্থক্য কি।

ডোমেইন নেম কি?

ডোমেইন নেম হল ওয়েবসাইটের ঠিকানা বা এড্রেস যা বিভিন্ন মানুষ তাদের ব্রাউজার ইউআরএল বারে লিখে কোনো ওয়েবসাইটে ভিসিট করে।

বিষয়টি যদি আরো সহজ ভাবে বলি তাহলে আপনার ওয়েবসাইট যদি একটি বাড়ি হয় তাহলে ডোমেইন নেম হল সেই বাড়ির ঠিকানা।

উদাহরণ হিসাবে আপনি আমার ওয়েবসাইটের ডোমেইন নেমটিকেই দেখতে পারেন “technobong.in”

ডোমেইন ও হোস্টিং এর মধ্যে পার্থক্য
ডোমেইন নেম যেরকম হয়ে থাকে

ডোমেইন নেম এর মধ্যে দুটি অংশ বা পার্ট থাকে যা ডট দ্বারা আলাদা করা হয়। প্রথম অংশে আপনার সাইট বা ব্র্যান্ড নাম থাকে।

এবং তার পরের অংশ টুকু হল ডোমেইন এক্সটেনশন যেরকম .com, .in, .net, .org. ইত্যাদি হয়ে থাকে।

ডোমেইন সম্পর্কে আরো ভালো ভাবে জানতে হলে অবশ্যই আমাদের পূর্বে পাবলিশ করা আর্টিকেল গুলি পড়ুন অথবা নিচের লিংকে ক্লিক করুন।

ওয়েব হোস্টিং কি?

হোস্টিং হল সেই জায়গা যেখানে আপনার ওয়েবসাইটের সমস্ত ফাইল স্টোর থাকে বা বাড়ি যেখানে ওয়েবসাইটটি থাকে।

বিষয়টি আরো ভালো ভাবে বোঝার জন্য, ডোমেইন যদি ওয়েবসাইটের এড্রেস হয় তাহলে সেই ঠিকানার বাড়িটি হল ওয়েব হোস্টিং।

অবশ্যই মনে রাখবেন যে ইন্টারনেটে সমস্ত ওয়েবসাইটের জন্যই ডোমেইন এবং হোস্টিং দরকার।

যখন কেউ ব্রাউজার ইউআরএল বারে ওয়েব এড্রেস বা ডোমেইন নেম লিখে সার্চ করে তখন তার রিকোয়েস্ট সবার প্রথমে ওয়েব হোস্টিং সার্ভার এর কাছে যায়।

এবং তারপর হোস্টিং সার্ভার ওয়েবসাইটের ফাইলস গুলি ইউসারের ব্রাউজারে সেন্ড করে ফলে সেই ওয়েবসাইটের সমস্ত ফাইলস গুলি দেখতে পায়।

ওয়েব হোস্টিং আবার বিভিন্ন রকমের হয়ে থাকে। যেরকম,

  1. Shared hosting
  2. Managed hosting
  3. Cloud hosting
  4. VPS hosting
  5. Dedicated hosting

ওয়েব হোস্টিং সম্পর্কে আরো ভালো জানার জন্য আপনি নিচের আর্টিকেলগুলি পড়তে পারেন।

ডোমেইন ও হোস্টিং এর মধ্যে পার্থক্য (Difference between domain and hosting)

যেরকম আমরা ওপরে জানলাম যে ডোমেইন এবং হোস্টিং দুটি সম্পূর্ণ আলাদা জিনিস তবে একে ওপরে সাথে সম্পর্কিত বা কানেক্টেড।

তাই আপনার একটি ওয়েবসাইট তৈরি করার জন্য দুটিই প্রয়োজন অর্থাৎ এদের একটিকে ছাড়া আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না।

আর যদি এদের মধ্যে পার্থক্যের বিষয় বলি তাহলে প্রতিটি ডোমেইন নাম হল নির্দিষ্ট কোনো সাইটের ওয়েব এড্রেস যা আপডেট হতে থাকে।

তবে প্রতিটি ডোমেইন নেম ইউনিক হয়ে এবং ডোমেইন ছাড়া কোনো নির্দিষ্ট ওয়েবসাইট এক্সেস বা ভিসিট করাও সম্ভব না।

এবং অন্যদিকে হোস্টিং হল যেখানে আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটি থাকে অর্থাৎ আপনার সাইটের যাবতীয় কাজ করা ও ফাইল রাখতে পারেন।

যেরকম কোনো এড্রেস বা ঠিকানা (Domain) ছাড়া কোনো জায়গা বা বাড়িতে (Hosting) যাওয়া যায়না, সেরকমই শুধু এড্রেস থাকলেই,

আবার কোনো ঠিকানা বা বাড়িতে গিয়ে লাভ হয়না। অর্থাৎ domain ও hosting একে ওপরের সাথে সম্পর্কিত ও নির্ভরশীল।

একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে সবার প্রথমে ডোমেইন নেম নির্বাচন ও তা রেজিস্টার করতে হয় কোন ডোমাইন রেজিস্টার কোম্পানি থেকে।

বেশির ভাগ ডোমেইন কোম্পানীগুলি থেকে আপনি কম করে ১ বছরের সময়সীমার জন্য ডোমেইন নেম ক্রয় বা রেজিস্টার করতে পারেন।

এবং ওই নির্দিষ্ট সময়সীমা উত্তীর্ণ হয়ে যাওয়ার পর আপনাকে আবার তা নির্দিষ্ট কিছু ফী বা অর্থের বিনিময়ে রিনিউ করতে হবে।

অন্যদিকে ডোমেইন রেজিস্টার হয়ে গেলে তারপর আপনাকে কোনো হোস্টিং কোম্পানি থেকে যেকোন একটি হোস্টিং ক্রয় করতে হবে।

এবং ক্রয় করা বা রেজিস্টার ডোমেইন নেমটি আপনার ওয়েব হোস্টিং এর সাথে লিংক বা কানেক্ট করতে হবে।

ডোমেইন এর মতোই বেশিরভাগ ওয়েব হোস্টিং কোম্পানিগুলিই মিনিয়াম ১ বছরের সময়সীমাতে হোস্টিং প্রোভাইড করে থাকে।

এবং একইভাবে সেই সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর আপনাকে তা রিনিউ করতে হবে নির্দিষ্ট ফী বা চার্জ এর পরিবর্তে।

ডোমেইন ও হোস্টিং কি একই কোম্পানি থেকে ক্রয় করা যায়?

অবশ্যই করা যায়। আর আপনি যদি একটি কোম্পানি থেকেই ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং ক্রয় করেন, তাহলে বেশ কিছু সুবিধাও পাবেন।

যেরকম, একই কোম্পানি থেকেই Domain Hosting ক্রয় করলে এদের সেটআপ ও মেইনটেন্যান্স করতে অনেক সুবিধা হয়।

কাস্টমার সাপোর্ট এর জন্যেও আপনি সমস্ত সহায়তা বা ডোমেইন ও হোস্টিং সংক্রান্ত সহায়তা ওই একই জায়গা তাই পেয়ে যান।

এছাড়াও বেশিরভাগ হোস্টিং কোম্পানি গুলি এখন হোস্টিং ক্রয় করলে তার সাথে সম্পূর্ণ ফ্রিতে ১ বছরের জন্য ডোমেইন নেম প্রদান করে।

অর্থাৎ আপনি শুধু হোস্টিং ক্রয় করলেই সেখান থেকে আপনাকে ১ বছরের জন্য ফ্রিতে একটি ডোমেইন (.com) প্রদান করা হবে।

আপনি যদি একই জায়গা থেকে ডোমেইন ও হোস্টিং ক্রয় করতে চান তাহলে আমি আপনাকে Bluehost রেকমেন্ড করবো।

কারণ ব্লুহোস্ট হল সেই সমস্ত হোস্টিং কোম্পানি গুলির মধ্যে একজন যে ন্যায্য মূল্যে ওয়েব হোস্টিং ও তার সাথে ১ বছরের ফ্রি ডোমেইন প্রদান করে।

এছাড়াও ব্লুহোস্ট অনেক পুরনো এবং বিশ্বাসযোগ্য হোস্টিং প্রোভাইডার যেখানে আপনি ২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট পাবেন।

Bluehost ডোমেইন ও হোস্টিং ক্রয় এর জন্য সেরা জায়গা
Bluehost hosting provider

Try Bluehost with Free Domain

আমাদের শেষ কথা:

তো বন্ধুরা আশা করছি যে আপনারা বুছতে পেরেছেন যে ডোমেইন ও হোস্টিং কি এবং ডোমেইন এবং হোস্টিং এর মধ্যে পার্থক্য ও সম্পর্ক কি।

এই দুটি বিষয়ে আমাদের সাইটে পূর্বেই আরো বিস্তারিত ভাবে আর্টিকেল পাবলিশ করা আছে আপনি চাইলে দেখতে পারেন।

আপনাদের যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন এবং আমায় কমেন্ট করে জানান।