আজ আমরা জানবো এরকম কিছু সেরা ফ্রি কম্পিউটার সফটওয়্যার সম্পর্কে যা আপনার কম্পিউটারে বা ল্যাপটপে অবশ্যই থাকা উচিত।
আমরা জানি যে এখনো মোবাইলের যুগ কিন্তু সত্যি কথা বলতে আসল কাজ করার জন্য আমাদের কম্পিউটারের ওপরই নির্ভর হতে হয়।
আর কম্পিউটারে যেকোন কাজ করার জন্য আমাদের প্রয়োজন হয় সফটওয়্যার, আর কিছু সফটওয়্যার হয় অনেক ব্যয়বহুল।
কিন্তু ইন্টারনেটে আপনি পেইড এবং ফ্রি দুই রকমের সফটওয়্যারই পেয়ে যাবেন যেকোন রকমের কাজ করার জন্য।
আর আমি আপনাদের এরকমই কিছু বহুল ব্যবহৃত এবং পেইড সফটওয়্যারের বিকল্প কম্পিউটারের গুরুত্বপূর্ণ সফটওয়্যার
গুলি এখানে উল্লেখ করবো যা সাধারণত সমস্ত কম্পিউটার ব্যবহারকারীর অবশ্যই প্রয়োজন হবে বা প্রয়োজন পড়তে পারে।
তাই আপনারও যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে অথবা সদ্য কম্পিউটার নিয়ে থাকেন কিংবা কেনার চিন্তা ভাবনা থাকে,
তাহলে অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি পরে জেনেনিন সেই সমস্ত free essential computer eoftwares গুলির নাম কি যা আপনার অবশ্যই ব্যবহার কর উচিত।

১. Opera
সেরা এবং ফ্রি কম্পিউটার সফটওয়্যার এর লিস্ট এর মধ্যে ব্রাউজার সবার প্রথমে আসবে না এটা হতেই পারেনা তবে,
আমি এখানে গুগল ক্রোম বা ফায়ারফক্স ব্রাউসার এর কথা বলবো না কারণ আমি জানি যে তার ব্যাপারে আপনি আগে থেকেই জানেন
এবং হয়তো অলরেডি ইনস্টলও হয়ে আছে। আমি এখানে Opera ব্রাউজার এর কথা বলছি আর যার নামও হয়তো আপনি শুনে থাকবেন।
তবে Opera ব্যবহার করার পরমর্শ দিচ্ছি কারণ ক্রোম বা ফায়ারফক্স এর মতোই ফাস্ট কিন্তু ক্রোম বা ফায়ারফক্স যে পরিমান,
কম্পিউটার রিসোর্স খায় বা পারফর্ম্যান্সের ওপর এফেক্ট করে তার থেকে কয়েক গুন কম রিসোর্স খায় অপেরা ব্রাউজার।
এছাড়াও এর মধ্যে আপনি বিল্ট ইন ভিপিএন পাবেন যার দ্বারা খুব সহজেই ব্লকড সাইট গুলি নিজের লোকেশন লুকিয়ে রেখে ভিসিট করতে পারবেন।
আর সব থেকে ভালো বিষয়টি হল আপনি সমস্ত গুগল ক্রোম এক্সটেনশন গুলিই এখানেও ব্যবহার করতে পারবেন।
২. JDownloader
JDownloader হল একটি ফ্রি ও ওপেন সোর্স ডাউনলোড ম্যানেজার যা আপনার ডাউনলোড প্রসেস আরো সহজ ও দ্রুত করতে সাহায্য করে।
তাই এই গুরুত্বপূর্ণ ফ্রি সফটওয়্যার -টি আমরা আগে জানছি কারণ ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করার জন্য এটি আমাদের অনেক সাহায্য করবে।
যদিও এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় ও বুহুল ব্যবহৃত ডাউনলোড ম্যানেজমেন্ট টুল হল ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার।
তবে তা একদমই ফ্রি না, আপনি ৩০ দিন তা ট্রায়াল হিসাবে ব্যবহার করলেও তার পরে তা একদমই ব্যবহার করতে পারবেন না।
আর IDM এর সব থেকে ভালো এবং ফ্রি অল্টারনেটিভ হল এই JDownloader যেখানে আপনি সবটাই IDM এর মতোই পেয়ে যাবেন।
আপনি একই স্পিডে ফাইল ডাউনলোডও করতে পারবেন আর সেই সমস্ত ফিচারসই পেয়ে যাবেন যা IDM এর মধ্যে আছে।
৩. VLC Media Player
ভিএলসি বা VLC হল একটি মিডিয়া প্লেয়ার যা ইন্টারনেটে উপলব্ধ বাকি মিডিয়া প্লেয়ার গুলির মধ্যে শ্রেষ্ঠ এবং জনপ্রিয় একটি ফ্রি কম্পিউটার সফটওয়্যার
VLC ফ্রি হলেও আপনি এখানে যে সমস্ত ফিচার্স গুলি পাবেন তা অন্য যেকোন ফ্রি বা পেইড মিডিয়া প্লেয়াররের মধ্যে পাবেন না।
কম্পিউটারে মুভি, ভিডিও এবং গান চালানোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার যা খুবই সিম্পেল, লাইটওয়েইট এবং ফিচার্সে পরিপূর্ন।
এটি এমন একটি মিডিয়া প্লেয়ার যা আপনি যেকোন কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে পেয়ে যাবেন এবং যা অবশ্যই আপনারও ইনস্টল করা উচিত।
৪. LibreOffice
LibreOffice হল একটি পাওয়ারফুল ফ্রি এবং ওপেন সোর্স অফিস সুইট সফটওয়্যার যার মধ্যে আপনি ওয়ার্ড প্রসেস,
স্প্রেডশিট, প্রেসেন্টেশন, ড্রয়ইং, গ্রাফিক্স ডিসাইন, ডাটাবেস এবং ম্যাথ ফর্মুলা এডিটর এর মতোই আরো বিভিন্ন টুল পেয়ে যাবেন।
আমরা জানি যে এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় এবং লিডিং অফিস সুইট হল মাইক্রোসফট অফিস, তবে আমরা এটাও জানি যে,
মাইক্রোসফট অফিস কোন ফ্রি সফটওয়্যার বা প্রোগ্রাম না। মাইক্রোসফ্ট অফিস সুইট ব্যবহার করার জন্য আমাদের তা,
আগে ক্রয় করতে হয় এবং তার পরেই তা আমরা ব্যবহার করতে পারি আর যার দাম বা প্রাইসও যে কম তা একদমই না।
তবে আমাদের সবার কম্পিউটারে অবশ্যই অফিস সুইট এর দরকার পরে,আর এই জায়গায় MS Office এর সেরা এবং ১ নম্বর
ফ্রি অল্টারনেটিভ হল এই LibreOffice, যা আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এবং এখানে,
সেই সমস্ত জনপ্রিয় ফাইল ফরমেট সাপোর্ট করে যা ইন্টারনেটে উপলব্ধ আছে যেরকম পিডিএফ এবং MS Office এর ফাইলও।
৫. GIMP
গিম্প বা GIMP একটি GNU ফ্রি এবং ওপেন সোর্স ফটো এডিটিং ও ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রাম যা ক্রস প্লাটফর্মের জন্য উপলব্ধ আছে।
যখন ফটো এডিটিং এর কথা হয় তখন সবার প্রথমেই আমাদের মাথায় যে কম্পিউটার সফটওয়্যারটির নাম আসে তা হল ফটোশপ।
ফটোশপ নিঃসন্দেহে একটি সেরা এবং শ্রেষ্ঠ ফটো এডিটিং এবং ফটো ম্যানিপুলেশন সফটওয়্যার যা আজ ইন্টারনেটে উপলব্ধ আছে।
তবে যেকোন ভালো জিনিসের সাথে যে বিষয়টি জড়িয়ে যায় তা হল প্রাইস বা দাম, আর ফটোশপও এর ব্যতিক্রমী না।
ফটোশপ ব্যবহার করার জন্য আপনাকে বেশ মোটা অর্থ ব্যয় করে তা ক্রয় করতে হবে, ক্রয় করতে হবে বললে আবার,
কিছুটা ভুল হবে কারণ এখানে কোন ওয়ান টাইম পার্চেস নেই আপনাকে মান্থলি বেসিসে এর সাবস্ক্রিপশন ব্যবহার করতে হবে।
আর GIMP হল ফটোশপের টক্করের একটি ফ্রি অল্টারনেটিভ ইমেজ এডিটিং ও ম্যানিপুলেশন সফটওয়্যার যা আপনি,
ফটোশপের পরিবর্তে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এখানে আপনি প্রায় সেই সমস্ত ফিচার্সগুলি,
পেয়ে যাবেন যা ফটোশপের মধ্যে আছে।
৬. Kaspersky Security Cloud – Free
এখন আমরা আসবো কম্পিউটারের নিরাপত্তা অর্থাৎ সিকিউরিটির বিষয়টিতে আর তা হল কোন এন্টিভাইরাস সফটওয়্যার বা প্রোগ্রাম।
উইন্ডোজ ১০ ও আগের ভার্সন অপরেটিং সিস্টেম গুলির মধ্যে যে বিল্ট ইন উইন্ডোজ ডিফেন্ডার আছে তা আপনার পিসির জন্য যথেষ্ট না।
কারণ বিল্ট ইন উইন্ডোজ এন্টিভাইরাস সফটওয়্যার আগের থেকে কয়েক গুন্ উন্নত হয়েছে ঠিকই তবে তা চরম পর্যায়ের সিকিউরিটি দিতে এখনো অক্ষম।
তাই আপনার কম্পিউটারকে অনলাইন ও অফলাইন সব রকম ভাবে প্রটেক্ট করার জন্য Kaspersky Security Cloud Free এই ফ্রি কম্পিউটার এন্টিভাইরাস সফটওয়্যার বা প্রোগ্রামটি ব্যবহার করুন।
তবে আপনার যদি গুরুত্বপূর্ণ ফাইল থাকে এবং প্রায়ই অনলাইন লেনদেন করতে হয় বা হবে, সেই মুহূর্তে অবশ্যই আপনার একটি,
থার্ড পার্টি এন্টিভাইরাস সফটওয়্যার দরকার পড়বে বা আমি বেক্তিগত ভাবে পরামর্শ দেবো কোন পেইড এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করার।
কিন্তু আপনি যদি সাধারণ ইন্টারনেট সার্ফিং গেমিং ও পিসি ব্যবহার করেন সেই ক্ষেত্রে Kaspersky Security Cloud Free আপনার জন্য যথেষ্ট।
৭. Revo Uninstaller
এটি আমার খুবই পছন্দের এবং প্রয়োজনীয় একটি ফ্রি পিসি সফটওয়্যার যা আমার ল্যাপটপ ও কম্পিউটারে সর্বদা রাখি।
Revo Uninstaller এমন একটি সফটওয়্যার যা আপনার কম্পিউটারের যেকোন প্রোগ্রাম সহজে আন-ইনস্টলার করতে সাহায্য করে।
তার সাথে সেই সফটওয়্যারের যেসমস্ত লেফটওভার ফাইল গুলি থাকে সেই ফাইল গুলিও অটোমেটিক খুঁজে বার করে
তা ডিলেট বা ক্লিন করতে সাহায্য করে যা সাধারণ বা সরাসরি পিসি থেকে কোন প্রোগ্রাম আন-ইনস্টল করলে সম্ভব হয় না।
আমরা অনেকেই এরকম থার্ড পার্টি আন-ইনস্টলার সম্পর্কে জানিনা তাই কিছু আন-ইনস্টল করতে হলে সরাসরি তা করে থাকি।
কিন্তু আমাদের অজান্তে সেই প্রোগ্রামের অপ্রয়োজনীয় ফাইল সেই প্রোগ্রাম আন-ইনস্টল করার পরেও থেকে যায় আর যা,
আমাদের কম্পিউটার স্পেস বা হার্ড ডেস্ক বিশেষ করে C Drive ভরিয়ে দেয় অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইলে।
৮. 7-Zip
এটি হল একটি উইন্ডোজ আর্কাইভার এবং আনপাকিং সফটওয়্যার যার মাধ্যমে আপনি যেকোন কম্প্রেসড ফাইলকে এক্সট্র্যাক্ট করতে পারেন।
যেরকম Zip file, Rar ফাইল ইত্যাদি। এছাড়াও আপনি নিজেও যেকোন ফাইলকে আবার কমপ্রেস করতে পারেন এর মাধ্যমে।
এটি যেকোন কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য খুবই প্রয়োজনীয় একটি কম্পিউটার সফটওয়্যার যা আপনার অবশ্যই ইনস্টল করে রাখা উচিত।
৯. Audacity
অডাসিটি একটি পাওয়ারফুল ফ্রি এবং ওপেন সোর্স অডিও রেকর্ডিং ও সাউন্ড এডিটিং সফটওয়্যার যা নবীন থেকে প্রফেশনাল সবাই ব্যাবহার করেন।
আপনার যদি অডিও রেকর্ড ও তা সম্পাদন বা এডিট করার প্রয়োজন পরে তাহলে এর থেকে ভালো কোন সফটওয়্যার পাবেন না।
আপনি যতটা কল্পনা করতে পারেন তার থেকেও বেশি ফিচার্স এর মধ্যে আছে এবং এর মাধ্যমে কাজ করতে পারবেন।
১০. Discord
Discord হল টেক্সট, ভয়েস এবং ভিডিও চ্যাটিং কম্পিউটার বা পিসি সফটওয়্যার যা অবশ্য মোবাইলের জন্যেও উপলব্ধ আছে।
এটি বিশেষত গেমারদের ফোকাস করেই তৈরি করা আছে এবং যার এই মুহূর্তে ১২০ মিলিয়ানেরও বেশি একটিভ ইউসার আছে।
এই ২০২১ দাঁড়িয়ে কেউ কম্পিউটারে অনলাইন গেম খেলেনা তা হতেই পারে না তাই অবশ্যই এই সফটওয়্যারটি ইনস্টল করেনিন।
যার দ্বারা গেমিং এক্সপিরিয়েন্স আরো ভালো করার সাথে সাথে সবার সাথে চ্যাটিং, ভয়েস ও ভিডিও কল দ্বারা কানেক্ট থাকতে পারবেন।
Discord আপনি স্ক্রিন শেয়ার, নিজের সার্ভার চ্যানেল তৈরি ইত্যাদির মতো আরো বিভিন্ন ফিচারস আছে যা আপনার অবশ্যই চেক করা উচিত।
১১. CCleaner
CCleaner যার পুরো কথা বা শব্দটি হল “Crap Cleaner” এবং এই গুরুত্বপূর্ণ সফটওয়্যারটি কম্পিউটার পরিষ্কার এবং দ্রুত রাখতে সাহায্য করে।
আপনি যদি অনেক পরিমান সফটওয়্যার ইনস্টল করেন, ইন্টারনেট সার্ফিং করেন এবং বিভিন্ন ফাইল ডাউনলোড করেন।
সেই ক্ষেত্রে আপনার কম্পিউটার কিছুটা স্লো বা ধীর হয়ে যায় এবং জাঙ্ক, ক্যাশে, টেম্পোরারি ফাইল ও আনউসড ফাইলে ভোরে যায়।
তখন আপনার দরকার পরে কম্পিউটার পারফরমেন্স ইম্প্রোভ করার এবং কম্পিউটার থেকে অব্যবহৃত ফাইল পরিষ্কার করার।
আর তার জন্য CCleaner সব থেকে সেরা এটি আপনার সেই সমস্ত কাজ গুলি করে দেবে যা আমি ওপরে উল্লেখ করলাম।
এছাড়াও CCleaner আপনার কম্পিউটারের Bad registry ফাইল ক্লিয়ার করতেও সাহায্য করে।
১২. Ninite
Ninite হল প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম যা আপনাকে অটোমেটিক জনপ্রিয় ফ্রি সফ্টওয়ারগুলি ইনস্টল করতে সাহায্য করে।
আপনি এর ওয়েবসাইটে গেলে সেখানে সমস্ত জনপ্রিয় সফটওয়্যারগুলি দেখতে পাবেন যার মধ্যে এই আর্টিকেলের পিসি সফটওয়্যার লিস্ট -ও
অন্তর্ভুক্ত বা এখানে উল্লেখিত সফটওয়্যারগুলিও আছে যাদের আপনি একেবারে সিলেক্ট করে সমস্ত সফটওয়্যারগুলি,
একসাথে ডাউনলোড ও আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন আর অর্থাৎ আপনাকে প্রতিটি সফটওয়্যার ডাউনলোড করার জন্য,
একে একে সেই সফটওয়্যার গুলির ওয়েবসাইটে ভিসিট করে এক এক করে ডাউনলোড এবং ইনস্টল করতে হবে না।
আমাদের শেষ কথা,
তো বন্ধুরা আজকের এই ফ্রি কম্পিউটার সফটওয়্যার এর লিস্টটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান।
তার সাথে আপনি এরকম কোন সফটওয়্যারটি জানেন যা আমি এখানে উল্লেখ করিনি কিন্তু করলে ভালো হতো, তাও আমায় জানান।
সবার শেষে একটা কোথায় বলবো যদি আজকের পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।