৫টি ফ্রি বাংলা গান ডাউনলোড করার ওয়েবসাইট

আজকে এই আর্টিকেলের মধ্যে আমরা জানবো এরকম ৫টি সম্পূর্ণ ফ্রি বাংলা গান ডাউনলোড করার ওয়েবসাইট সম্পর্কে।

আমরা জানি যে এখন ইন্টারনেটে এরকম বহু অনলাইন মিউজিক স্ট্রিমি এপ্লিকেশন এবং ওয়েবসাইট উপলব্ধ আছে।

আর সেখান থেকে আমরা নতুন ও পুরানো যে কোনো বাংলা গান চালিয়ে শুনতে পারি আমাদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে।

কিন্তু যখন কোনো গান ডাউনলোড করার কথা আসে তখন আমরা অনেকেই এই বিষয়ে একটি হতভম্ব হয় যাই।

কারণ যেসমস্ত মিউজিক স্ট্রিমিং অ্যাপস অথবা ওয়েবসাইটগুলি আছে সেখান থেকে আমরা সরাসরি অনলাইনে গান শুনতে তো পারি,

কিন্তু ডাউনলোড করে আমাদের ফোন রাখতে পারিনা। আর যদি ডাউনলোড করে ফোনের মধ্যে রাখতে হয় সেই ক্ষেত্রে আমাদের সেই মিউজিক স্ট্রিমিং এপটির প্রিমিয়াম ভার্সন ক্রয় করতে হয়।

তাই আপনি যদি অফলাইন গান শোনার জন্য আপনার ফোনের স্টোরেজে অথবা মেমোরি কার্ডে গান ডাউনলোড করে রাখতে চান।

সেই ক্ষেত্রে আপনাকে কিছু ফ্রি বাংলা অডিও গান mp3 ডাউনলোড করার ওয়েবসাইটের ওপরেই নির্ভর থাকতে হয়।

কিন্তু এই ক্ষেত্রেও একটি অসুবিধা আছে আর তা হল কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ফ্রিতে গান ডাউনলোড করা অবৈধ কাজ।

তাই অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন এবং শুধুমাত্র অফলাইনে গান শোনার ও বেক্তিগত উদ্দেশ্যেই এই পদ্ধতি অবলম্বন করবেন।

অবশ্যই পড়ুন: ৫টি সেরা অনলাইন ইনকাম অ্যাপস ২০২০

৫টি ফ্রি বাংলা গান ডাউনলোড ওয়েবসাইট

১. Webmusic.live

webmusic.live আগে webmusic.in নামে পরিচিত ছিল যা জনপ্রিয় এবং অনেক পুরানো গান ডাউনলোডিং ওয়েবসাইটগুলির মধ্যে একটি।

যখন প্রথম প্রথম মোবাইলে ইন্টারনেটের ব্যবহার শুরু হয় তখন গান ডাউনলোডিংয়ের জন্য এই সাইটটি অনেক ব্যবহার করা হতো।

আর যা এখনো ইন্টারনেটে সক্রিয় আছে এবং আপনি এখানে নতুন পুরানো যেকোনো অ্যালবাম, মুভি এবং গায়ক ও গায়িকাদের গান পেয়ে যাবেন।

এখানে আপনি লেটেস্ট ও A to Z মুভি গান, আর্টিস্ট কালেকশন, বাংলা ব্যান্ড থেকে শুরু করে আধুনিক ও পপ সমস্ত গান পেয়ে যাবেন।

এছাড়াও এখানে হিন্দি এবং ইংলিশ গানেরও প্রচুর কালেকশন আপনি দেখতে পাবেন।

২. Music.com.bd

বাংলা অডিও গানের জন্য Music.com.bd একটি অসাধারণ ওয়েবসাইট এখানে আপনি সমস্ত রকমের বাংলা গান পেয়ে যাবেন।

নতুন হোক কিংবা পুরানো সমস্ত ব্র্যান্ড, আর্টিস্ট, অ্যালবাম, মুভি এবং দেশাত্ববোধক গানের অসংখ্য কালেকশন আপনি এখানে পেয়ে যাবেন।

আপনি এই সাইটে প্রবেশ করলেই সেখানে A to Z আলফাবেটিক আর্টিস্ট ও অ্যালবাম সার্চ অপসন পাবেন এবং আলফাবেটিক্যালি বা,

আর্টিস্ট, অ্যালবাম এবং ব্র্যান্ড নামের প্রথম অক্ষর অনুযায়ী বিভিন্ন গান সার্চ করে সহজে ডাউনলোড করতে পারবেন।

অবশ্যই পড়ুন: ফেসবুক থেকে আয় করুন ৬টি উপায়ে ২০২০

৩. Sumirbd.mobi

আমাদের দুই নম্বর সাইটটির মতোই এই সাইটটিও ভারত ও বাংলাদেশ দুই দেশেই বেশ জনপ্রিয় গান ডাউনলোডিং সাইট।

তবে এখানে আপনি সেই সাদা কালো মুভির বাংলা গান হয়তো পাবেন না তবে একটু আধুনিক ও একদম লেটেস্ট গান গুলি অবশ্যই পেয়ে যাবেন।

আর শুধু যে বাংলা গান তা না বলিউড সং, MP3 রিংটোন, নতুন পুরানো ভিডিও গান এবং বিভিন্ন ওয়ালপেপারও ডাউনলোড করতে পারবেন।

৪. Mp3skulls.to

এটি একটি মিউজিক বা সং সার্চ ইঞ্জিন আর আমার সব থেকে পছন্দের এবং ওয়ান স্টপ প্লেস বাংলা গান ডাউনলোড করার ওয়েবসাইট।

কারণ আমার মতে আপনি এখানে প্রায় সমস্ত নতুন ও পুরানো মুভি, অ্যালবাম ব্যান্ড যাই হোকনা কেন সমস্ত বাংলা গানই পেয়ে যাবেন।

আপনার যদি অনলাইনে কোনো গান ভালো লেগে থাকে আর তা আপনি ডাউনলোড করতে চান তাহলে সেই গানের নামটি কপি করুন এবং Mp3skulls.to ওয়েবসাইটে চলে আসুন।

ওয়েবসাইটে প্রবেশ করার পর সেখানের সার্চ বক্সে সেই গানের নামটি পেস্ট করে সার্চ করুন আপনার পছন্দের গানটি আপনার কাছে চলে আসবে।

তারপর সার্চ রেজাল্ট থেকে আপনার গানটি সিলেক্ট করে সেখানে ডাউনলোড বাটনে ক্লিক করে নিজের ডিভাইসে সেভ করে নিন।

এছাড়াও আপনি কোনো অ্যালবাম, মিউজিক ব্যান্ড অথবা আর্টিস্ট নাম লিখে সার্চ করলেও তার সমস্ত গান আপনি এখানে পেয়ে যাবেন।

অবশ্যই পড়ুন: জানুন অনলাইন শপিং করার গুরুত্বপূর্ণ টিপস ও ট্রিকস

৫. Jiomix.in

jiomix.in একটি ভারতীয় মিউজিক ডাউনলোডিং ওয়েবসাইট তবে এখানে আপনি দুই বাংলারই সমস্ত Mp3 গান পেয়ে যাবেন।

আপনি যদি কলকাতা বা ভারতীয় বাংলা গানের পাশাপাশি বাংলাদেশী পুরানো, সেড, নতুন মুভির গান এবং অ্যালবাম ও নাটকের গান চান তাহলে অবশ্যই এই সাইটটি ভিসিট করুন।

এছাড়াও আপনি এখানে হলিউড, বলিউড, ডিজে গান এবং পুরুলিয়া গানের মতো বিভিন্ন সংগীত পেয়ে যাবেন।

আমাদের শেষ কথা:

যখন নতুন নতুন মাল্টিমিডিয়া ফোন গুলি বাজারে আসে এবং ইন্টারনেটের ব্যবহার শুরু হয় তখন এরকম প্রচুর গান ডাউনলোডিং ওয়েবসাইট ছিল।

কিন্তু যেহেতু এই থার্ড পার্টি সাইটগুলি সরাসরি যেকোনো গান ডাউনলোড করার উপায় প্রদান করছিলো আর যা অবৈধ।

তাই তাদের বেশিরভাগ ওয়েবসাইট গুলিকেই ব্লকড করে দেওয়া হয়েছে এবং যেগুলি ইন্টারনেটে আর উপস্থিত নেই।

তবে কিছু কিছু সাইট এখনো রয়ে গেছে আবার কিছু সাইট নতুন ভাবে চালু হয়েছে যেখান থেকে আপনি এখনো কোনো গান ডাউনলোড করতে পারেন।

আর তাদের মধ্যে থেকে আমরা এরকমই ৫টি সেরা বাংলা গান ডাউনলোড করার ওয়েবসাইট সম্পর্কে জানলাম যা এখনো ইন্টারনেটে উপস্থিত আছে।