৬টি ফ্রি অনলাইন মাল্টিপ্লেয়ার পিসি গেম ২০২২

আজকে আমরা ছোট থেকে বড় সবার পছন্দের জনপ্রিয় একটি বিষয়, কিছু সেরা ও ফ্রি অনলাইন মাল্টিপ্লেয়ার পিসি গেম সম্পর্কে জেনে নেবো।

আমরা জানি যে আজ আমাদের সবার মধ্যেই গেমিং খুবই ট্রেন্ডিং একটি বিষয় যা আমরা প্রত্যেকেই খেলেছি ও খেলছি।

আর টেকনোলজির উন্নতির ও সহজলভ্যতার সাথে সাথে আগের তুলনায় গেমিং বিষয়টাও এখন আরো বৃদ্ধি পেয়েছে।

আগে অফলাইন গেমিং বা গেম বেশি খেলা হত। আর এখন গেমিং বা গেম খেলার আসল মজা অনলাইন বন্ধুদের সাথে এক সাথে খেলে।

আর যেহেতু আপনি এই পোস্টটি পড়ছেন, তাই নিঃসন্দেহে বলাই যায় আপনিও গেম খেলেন এবং কিছু ফ্রি অনলাইন পিসি গেম খুঁজছেন।

তাহলে চলুন আর সময় ব্যয় না করে। আমরা ৬টি সেরা ফ্রি অনলাইন মাল্টিপ্লেয়ার পিসি বা কম্পিউটার গেম দেখেনি।

অবশ্যই পড়ুন: ৬টি ওয়েবসাইট ফ্রিতে কম্পিউটার গেম ডাউনলোড করার

১০ ফ্রি অনলাইন পিসি গেম (best free online multiplayer games)

ফ্রি অনলাইন মাল্টিপ্লেয়ার পিসি গেম (online multiplayer pc games)
ফ্রি মাল্টিপ্লেয়ার পিসি গেমস

শুরু করার আগেই আপনাদের জানিয়ে দেবো যে, নিচের উল্লেখিত গেম গুলি খেলার জন্য আপনার হাই এন্ড পিসি বা কম্পিউটার

এর প্রয়োজন নেই কিন্তু একদম লো এন্ড পিসি হলেও আবার হবেনা। আপনার যদি মিড্ বা বাজেট নরমাল গেমিং পিসি উইথ গ্রাফিক্স থাকে।

তাহলে অবশ্যই সমস্ত গেম গুলি চলে যাবে। আর যদি ল্যাপটপ ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকা চাই।

১. Valorant

ভেলোরেন্ট বা Valorant হল একটি ফ্রি টু প্লে অনলাইন মাল্টিপ্লেয়ার ফার্স্ট পারসন শুটার গেম যা Riot Games কোম্পানি ডেভলপ ও রিলিস করেছে।

এই মুহূর্তে এটি খুবই জনপ্রিয় একটি ফ্রি অনলাইন গেম যার রিলিজ এর সাথে সাথেই বেশ সার্থকতা পেয়েছে এবং

দিন দিন এর জনপ্রিয়তা ও প্লেয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েই চলেছে। এটি কাউন্টার স্ট্রাইক এর মতোই একটি ট্যাকটিক্যাল শুটার গেম।

তবে এখনের গেম ক্যারেক্টার বা এজেন্টস এর বিশেষ এবিলিটি আছে যা অবশ্যই এই গেম প্লেকে আরো রোমাঞ্চকর করে তোলে।

আপনি এখানে বিভিন্ন গেম মোড পেয়ে যাবেন এবং আপনার গেমিং স্কিল অনুযায়ী আপনি বিভিন্ন রাঙ্কও এচিভ করতে পারেন।

অনলাইন গেম খেলতে চাইলে অবশ্যই এই গেমটি ট্রাই করতে বলবো। আর এটি Low-end pc তেও ভালোভাবে চলে যাবে।

২. CS:GO – Counter Strike: Global Offensive

কাউন্টার স্ট্রাইক বা Counter-Strike গেমটি সম্পর্কে কে না জানে। আমাদের যাদের কম্পিউটার আছে প্রত্যেকেই,

এক বার করে হলেও এই গেম খেলেছি। তবে CS:GO হল পুরানো Counter Strike এর নতুন ভার্সন যেখানে আপনি

আরো উন্নত গ্রাফিক্স ও গেমপ্লে উপভোগ করতে পারেন। এটিও একটি ফ্রি অনলাইন মাল্টিপ্লেয়ার First person shooter গেম।

তবে Valorant গেমটির মত এর গেম ক্যারেক্টার গুলির বিশেষ এবিলিটি বা শক্তি নেই। এটি সম্পূর্ণ একটি ট্যাকটিক্যাল শুটার গেম।

এটি জনপ্রিয় পুরানো অনলাইন গেম গুলির মধ্যে একটি যার জনপ্রিয়তা এখনো কমেনি বরং সময়ের সাথে সাথে আরো বেড়েছে।

আরো পড়ুন: কিভাবে ইউটিউবে লাইভ গেম ভিডিও স্ট্রিম করবেন?

৩. PUBG PC

জনপ্রিয় অনলাইন গেম এর কথা হচ্ছে আর PUBG থাকবে না। তাহলেই এই লিস্টি যে সম্পূর্ণ রূপে ব্যর্থ হবে তা আমি জানি।

PUBG হল এমন একটি সফল গেম যা গেমিং জগতে অন্য রকমের মাত্রা ও প্লেয়ারদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছিল।

সত্যি কথা বলতে অনেকেই এই PUBG এর হাত ধরেই এই অনলাইন গেমিং কমিউনিটি এর মধ্যে যোগ দিয়েছে তা বলাই যায়।

পাবজি সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। এটি একটি অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটেল রয়েল গেম যা ২০১৬ সালে মুক্তি পায়।

আমরা অনেকেই জানতাম যে পিসি বা কম্পিউটার ভার্সনটি ক্রয় করতে হতো। তবে স্টিম এর মধ্যে এখন এটি Free to play গেম করে দেওয়া হয়েছে।

কিন্তু অবশ্যই জানিয়ে রাখবো যে এই গেমটি খেলার জন্য আপনার পিসিটির মোটামোটি একটু ভালো কনফিগারেশন এর প্রয়োজন পরবে।

৪. Apex Legends

আরো একটি জনপ্রিয় এবং অধিক খেলা অনলাইন পিসি গেম হল Apex Legends. এটিও একটি ফ্রি টু প্লে ব্যাটেল রয়েল হিরো শুটার গেম।

এটি পাবাজির মতোই ব্যাটেল রয়েল সারভাইভাল গেম হলেও এর গেমপ্লে, গেমিং ক্যারেক্টার এবং গানস সম্পূর্ণই আলাদা।

এখানে আপনি যে সমস্ত গেম ক্যারেক্টারস গুলি পাবেন তাদের বিশেষ ও ভিন্ন এবিলিটি বা শক্তি আছে যা গেমেটিকে বেশ সুকৌশলী করে তোলে।

এখানে আপনি বিভিন্ন গেম মোড পেয়ে যাবেন সাথে বিভিন্ন রেঙ্ক অনুযায়ী কম্পেটেটিভ বা প্রতিযোগিমূলক মোডও পেয়ে যাবেন।

যারা ফাস্ট এবং বিশেষ করে স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পছন্দ করেন। তাদের অবশ্যই Apex Legends পরামর্শ করবো।

৫. Fortnite

এটিও একটি মাল্টিপ্লেয়ার ব্যাটেল রয়েল সারভাইভাল গেম। যা PUBG এর থেকেও বেশি জনপ্রিয় ও বেশি লোকেরা খেলেন।

Fortnite এর গেম প্লে বাকি গেম গুলির থেকে একদমই আলাদা এখানে সারভাইভ করার জন্য আপনি এবিলিটি সহ

আরো বিশেষ কিছু গামেইং বিশেষত্ব পাবেন যা বাকি গেম গুলির থেকে সম্পূর্ণ রূপে একে আলাদা করে তোলে।

এটিও ফ্রি টু প্লে গেম তবে এটি থার্ড পারসন রোল প্লে শুটার গেম। যেখানে আপনি ৩টি গামেইং মোড পাবেন খেয়ালের জন্য।

সম্পূর্ণ ভিন্ন একরকম গেমিং অভিজ্ঞতার জন্য একবার হলেও এই গেম খেলে দেখতে পারেন। অবশ্যই আপনার ভালো লাগবে।

৬. Dota 2

আমাদের লিস্টের শেষ অনলাইন মাল্টিপ্লেয়ার পিসি গেম হল Dota 2. এটি হল MODA বা Multiplayer online battle arena video game.

এটি জনপ্রিয় 5v5 ব্যাটেল ক্লেশ গেম যা মিলিয়ন মিলিয়ন প্লেয়ারস খেলেন। এটি আপনাকে সম্পূর্ণ একটি স্ট্রাটিজিক গেমপ্লে অভিজ্ঞতা দেবে।

এখানে ৫টি টীম এর একদল প্লেয়ার্স এটাক করে এবং ওপর দিকে ৫টি প্লেয়ার্স টীম তাদের ক্ল্যান ডিফেন্ড বা রক্ষা করার চেষ্টা চালায়।

অবশ্যই জানিয়ে রাখবো যে গেমটি বাকি গেম গুলির তুলনায় কিছুটা ডিফিকাল্ট এর ভিন্ন গেমিং এলিমেন্টস থাকার জন্য।

তবে একবার শিখে গেলে, গেমটি আপনার পছন্দের গেম এর তালিকায় অবশ্যই চলে আসবে সে বিষয়ে কোন সন্দেহ নেই।

আরো জানুন: সেরা ৮ ফ্রি স্টিম গেম ডাউনলোড (Free Steam Games)

আমাদের শেষ কথা,

তো বন্ধুরা এই হল ৬টি সেরা জনপ্রিয় ফ্রি অনলাইন মাল্টিপ্লেয়ার পিসি গেম (free to play online pc games)

এর মধ্যে আপনি কোন গেম গুলি জানেন ও খেলছেন। তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কোনো গেম আপনার কাছে

নতুন হলে তা অবশ্যই খেলে দেখুন আপনার পছন্দ হবেই। আপনাদের যদি পোস্টটি ভালো লেগে থাকে তাহলে বাকিদের সাথেও শেয়ার করুন

এবং এরকম আরো পোস্টের জন্য অবশ্যই আমাদের সাইট সাবস্ক্রাইব করুন।