কিভাবে ওয়েবসাইট ছবি বা ইমেজ অপ্টিমাইজ করবেন?

আজকে জেনে নেবো যে কিভাবে একটি ব্লগ সাইট বা ওয়েবসাইট এর ইমেজ অপ্টিমাইজ বা কমপ্রেস করা যায় ইউসার অভিজ্ঞতা ও এসইওর জন্য।

এটি যেকোন ওয়েবসাইট বা ব্লগসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা অনেক সাইট মালিকই জানেন না।

তবে আপনাদের অবশ্যই জানিয়ে রাখবো যে এখানে আমি প্রত্যক্ষভাবে এসইও ইমেজ অপ্টিমাইজেশন এর কথা একদমই বলছিনা।

আমি বলতে চাইছি আপনি নিজের ওয়েবসাইটে যে সমস্ত ছবি, ফটো বা ইমেজ গুলি ব্যবহার করেন তা কিভাবে

কমপ্রেস ও অপ্টিমাইজ করবেন যাতে আপনার সাইট, পোস্ট ও পেজ এর লোডিং স্পিড দ্রুত থাকে এবং ইউসার এক্সপিরিয়েন্সও সঠিক থাকে।

আর যেহেতু সাইট লোডিং স্পিড এবং ইউসার অভিজ্ঞতা এই দুটিই কিছুটা হলেও এসইওর জন্য গুরুত্বপূর্ণ। তাই অপ্রতক্ষভাবে হলেও এসইওতেও অনেক সাহায্য পাবেন।

তাহলে চলুন আমরা নিচে ওয়েবসাইট বা ব্লগ সাইট এর জন্য ইমেজ অপ্টিমাইজ সম্পর্কিত সমস্ত বিষয় গুলি জেনেনি।

অবশ্যই পড়ুন: কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লোডিং স্পিড বৃদ্ধি করবেন?

কিভাবে ওয়েবসাইট ইমেজ অপ্টিমাইজ বা অপটিমাইজ Image optimization করতে হয়
ওয়েবসাইট ইমেজ অপ্টিমাইজ করার উপায়।

ইমেজ অপ্টিমাইজিয়েশন (Image optimization) কি?

এটি হল কোন ছবি বা ইমেজকে খুবই হালকা ও ছোট ফাইল সাইজে কনভার্ট ও সেভ করার পদ্ধতি। কোনো রকমের ইমেজ কোয়ালিটি না কমিয়েই।

এটি খুবই সহজ একটি পদ্ধতি যা আপনিও করতে পারেন। কারণ এর জন্য অনেক অনলাইন ফ্রি ও পেইড ওয়েবসাইট উপলব্ধ আছে।

এছাড়াও আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এই কাজ প্লাগিনস এর দ্বারাও করতে পারেন।

আর আপনি যদি ব্লগার বা অন্যান্য প্লাটফর্ম ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে বেশ কিছু অনলাইন ফ্রি ওয়েবসাইট পেয়ে যাবেন।

Image optimization এর সুবিধা বা গুরুত্ব

আপনি কি জানেন আপনি যদি নিজের ওয়েবসাইটে কোন ইমেজ বা ফটো অপ্টিমাইজ না করেই ব্যবহার করেন।

তাহলে পোস্ট বা পেজেটির লোডিং স্পিড অনেক ধীর হয়ে যাবে এবং অনেক ব্যান্ডউইথ ব্যয় হবে। আর লোডিং স্পিড ধীর হলে

সাধারণ ভাবেই ইউসার এক্সপিরিয়েন্স নষ্ট হবে আর এই সমস্ত কারণ গুলির জন্যে আপনার এসইওতে বেশ প্রভাব পরবে।

চলুন তাহলে সংক্ষেপে নিচে আমরা ইমেজ অপটিমাইজ করার সুবিধা বা গুরুত্বগুলি কি কি পেতে পারে একবার দেখেনি।

  • ওয়েবসাইট বা ব্লগ সাইট ও সাইটের পেজ ও পোস্টের লোডিং স্পিড দ্রুত থাকবে।
  • অপ্টিমাইজ ও কমপ্রেস ইমেজ এর জন্য স্টোরেজ ও ব্যান্ডউইথ কম ব্যবহার হবে।
  • আপনার ওয়েবসাইট এসইও উন্নত হবে।
  • যদি আপনার সেলস ও লিড সাইট হয়ে থাকে তাহলে কোনভার্শন রেট সঠিক থাকবে বা বৃদ্ধি পাবে।

আরো জানুন: কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ নেবেন?

কিভাবে নিজের ওয়েবসাইট এর জন্য ইমেজ অপ্টিমাইজ করবেন?

তো ওপরে আমার Image optimization সম্পর্কে বেশ কিছুটা বিষয় জানলাম। চলুন এবার আসলে জেনেনি যে ঠিক,

কিভাবে আপনিও খুব সহজে নিজের ওয়েবসাইট বা ব্লগ সাইটের জন্য পরবর্তী সময় থেকে সমস্ত ছবি বা ইমেজ অপটিমাইজ করে ব্যবহার করবেন।

১. Dimensions of image

প্রথমত, আপনি যে ছবি বা ইমেজ ব্যবহার করতে চলেছেন তা সে আর্টিকেল বা পোস্টের মধ্যে ব্যবহারের জন্য হোক বা,

পেজের অথবা ফিচার্ড ইমেজ বা থাম্বনেইল এর জন্য। অবশ্যই সবার প্রথমে জেনেনিন যে আপনার সাইট থিম অনুযায়ী

বিভিন্ন ক্ষেত্রে ঠিক কি সাইজ বা মাত্রা বা ইমেজ এর Dimensions আছে। কারণ সঠিক ইমেজ ডিমেনশন্স অনুযায়ী

ছবি ব্যবহার না করলে তা অবশ্যই সাইট লোডিং স্পিড এবং ইউসার অভিজ্ঞতা এই দুই এর ওপরই প্রভাব ফেলবে।

২. Image file format

বিভিন্ন রকমের ইমেজ ফরমেট উপলন্ধ থাকলেও। সাধারণ ভাবে আমরা নিজেদের ওয়েবসাইটে JPG, PNG এবং GIF -ই ব্যবহার করি।

তবে ওয়েবসাইটে ইমেজ ব্যবহার করার ক্ষেত্রে আমি পরামর্শ দেবো সর্বদা JPG or JPEG ফরমেট ব্যবহার করার জন্য।

কারণ PNG আনকমপ্রেসেড ফাইল, ফলে অনেক বড় সাইজ হয়ে থাকে। আর JPG ফাইল আপনি কমপ্রেস করে ফাইল সাইজ খুবই ছোট করতে পারেন।

যদিও কমপ্রেস এর ফলে ইমেজ কোয়ালিটি একটু কমে। তবে ওয়েবসাইট ফ্রেন্ডলি হওয়ায় JPG সর্বদা সেরা সব রকমের সাইট এর জন্য।

৩. Image compression

ইমেজ ডাইমেনশন ও ফাইল ফরমেট এর পর অপ্টিমাইজেশন এর শেষ ধাপটি হল সাইটে ব্যবহার বা আপলোড এর পূর্বে,

ইমেজটি কমপ্রেস করে ফাইল সাইজটি কমিয়ে নেওয়া। ফলে আপনার সাইট লোডিং স্পিডও দ্রুত থাকবে আর ইউসার ও এসইও তেও কোনো প্রভাব পড়বে না।

তো নিচে আমি বেশ কিছু ইমেজ অপ্টিমাইজ বা কমপ্রেস করার অনলাইন সাইট ও ওয়ার্ডপ্রেস প্লাগিনস দিচ্ছি যা আপনি ব্যবহার করতে পারেন।

সেরা ইমেজ অপ্টিমাইজেশন বা Image Optimization সাইট বা টুল

অনলাইন ওয়েবসাইট:

ওয়ার্ডপ্রেস Plugins:

  • Smush
  • TinyPNG
  • Optimole
  • Imagify

আরো পড়ুন: সেরা ৭টি ওয়েবসাইট কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার জন্য

আমাদের শেষ কথা,

ধীর ওয়েবসাইট আমরা কেউই পছন্দ করিনা। আর কোনো ওয়েবসাইট বা ব্লগ সাইট স্লো বা ধীর হওয়ার পেছনে

ইমেজ বা ছবির অনেক বড় ভূমিকা থাকে। আপনি যদি কোন স্টক ফটো ডাউনলোড করে সরাসরি তা নিজের সাইটে ব্যাবহার করেন।

আমি নিশ্চিত ভাবে বলতে পারি আপনার সেই পোস্ট বা পেজটি খুবই ধীরে খুলবে। আর পাশাপাশি যদি অন্য একটি পোস্ট বা পেজে

ওই একই ছবি অপ্টিমাইজ অর্থাৎ কমপ্রেস করে ব্যবহার করেন তাহলে তা অনেক দ্রুত বা আপনার সাইট এর সাধারণ স্পিডেই খুলবে।

তো আপনাদের যদি ওয়েবসাইট বা ব্লগ সাইটে কিভাবে ফটো বা ইমেজ অপ্টিমাইজ (image optimization) করতে হয় পোস্টটি ভালো লেগে থাকে।

তাহলে অবশ্যই বাকিদের সাথেও শেয়ার করুন এবং কোন প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট করে জানাতে পারেন।