৬টি সেরা অনলাইন ফ্রি কল করার ওয়েবসাইট ২০২২

অনেকেই হয়তো এই বিষয়টি ভেবে দেখেছে বা সার্চ করেও দেখেছে যে অনলাইন ফ্রি কল করার কোনো ওয়েবসাইট আছে কিনা।

বা কোনো ফ্রি কল করার সফটওয়্যার আছে কিনা যেখান থেকে সুম্পূর্ণ ফ্রিতে ডাইরেক্ট কাউকে কল করা যেতে পারে।

অর্থাৎ শুধু আপনি ইন্টারনেট ব্যবহার করবেন কিন্তু যাকে ফোন করবেন তার ইন্টারনেট না থাকলেও সাধারণ কলের মতোই কল করা যাবে।

তাই আপনিও যদি এই একই জিনিস খুঁজে থাকনে বা জানার প্রচেষ্টায় থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন।

কারণ আজকে এই আর্টিকেলের মধ্যে আমরা এরকমই ৬টি online free calling websites সম্পর্কে আপনাদের জানাবো।

আপনাদের বলে রাখা ভালো যে ইন্টারনেটের মাধ্যমে কল করার এই পরিষেবাটিকে VoIP বা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বলা হয়।

এই VoIP টেকনোলজি আমাদের ট্রাডিশনাল টেলিফোনি পরিষেবাটিই কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে করতে সাহায্য করে।

অর্থৎ সম্পূর্ণ ট্রাডিশনাল টেলিফোন পরিষেবাটিই এখন আপনি ইন্টারনেটের সাহায্যে কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন।

আর এই পরিষেবাটি বিশেষত ছোট বড় ব্যবসা, স্কুল কলেজ এবং বিভিন্ন সংস্থা ইত্যাদিতে ব্যাবহার হয়ে থাকে।

তবে নিচে আমরা যেই ওয়েবসাইটগুলি সম্পর্কে জানবো সেগুলি বেশিরভাগ আমাদের নিজের বেক্তিগত উদ্দেশ্যের জন্য।

যেরকম দেশের বাইরে যদি থাকেন এবং নিজের দেশে ফ্রিতে ফোন করতে চান বা দেশের বাইরে কোনো বন্ধু ও আত্মীয়কে ফ্রিতে ফোন করার জন্য ইত্যাদি।

অবশ্যই পড়ুন: ৫টি সেরা অনলাইন ইনকাম অ্যাপস ২০২০

৬টি অনলাইন ফ্রি কল করার ওয়েবসাইট

আমরা নিচে যে ৬টি ফ্রি ওয়েবসাইট সম্পর্কে জানবো তাদের মাধ্যমে আপনি প্রায় পৃথিবীর যেকোনো জায়গায় কল করতে পারবেন।

তবে আপনি যদি এই সাইট গুলি ব্যাবসার জন্য ব্যবহার করতে চান বা অধিক কিছু ফিচারস চান সেই ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় করতে হবে।

তো আর বেশি সময় ব্যয় না করে চলুন আমরা এবার ওয়েবসাইটের নাম গুলি জেনেনি।

১. Globfone

globfone অনলাইন ফ্রি কল ওয়েবসাইট

আমাদের প্রথম ওয়েবসাইটটির নাম Globfone আর এই সাইটটি আমার সব থেকে পছন্দের যা আমি নিজেও বহু দিন থেকে ব্যবহার করছি।

আর এই সাইটের সব থেকে ভালো বৈশিষ্ট্যগুলি হল আপনাকে এই সাইটটি ব্যবহার করার জন্য কোনো রেজিস্টেশন বা একাউন্ট তৈরি করতে হবে না।

তার সাথে আপনি এখানে শুধু ফ্রি কল করার সুবিধাই না তার সাথে আরো বিভিন্ন ফ্রি পরিষেবা পাবেন। যেরকম:

  • ফ্রি কল
  • ভিডিও চ্যাট
  • ফাইল শেয়ারিং
  • ফ্রি মেসেজ সেন্ডিং এর মতো সুবিধাও এখানে পাচ্ছেন।

২. Ievaphone

ievaphone ইন্টারনেট থেকে মোবাইল কল করার ওয়েবসাইট

আমাদের দ্বিতীয় ইন্টারনেট থেকে মোবাইল কল করার সাইটটি হল Ievaphone আর এই সাইটি থেকেও দেশের বিভিন্ন প্রান্তে ফ্রি কল করতে পারবেন।

এখানেও আপনাকে কোনো রকমের একাউন্ট তৈরি বা বেক্তিগত তথ্য প্রদান করতে হবে না সাইটি ব্যবহার করার জন্য।

তবে এই সাইটের কিছু সীমাবদ্ধতা আছে যেরকম আপনি কিছু সীমিত মিনিটই পাবেন কোনো ফ্রি ইন্টারন্যাশনাল কল করার জন্য।

তাই আপনি যদি অতিরিক্ত ইন্টারন্যাশনাল কলিং মিনিট চান সেই ক্ষেত্রে আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে।

অবশ্যই পড়ুন: অনলাইন ইনকাম করার ৭টি সহজ উপায় ২০২০

৩. Call2Friends

বেস্ট অনলাইন ফ্রি কল ওয়েবসাইট ফর ইন্টারন্যাশনাল কল

যদিও Call2Friends ফ্রি না আপনাকে এই প্লাটফর্মটি ব্যবহার করার জন্য অর্থাৎ ইন্টারন্যাশনাল কল করার জন্য অর্থ দিতে হবে।

কিন্তু আপনার যদি ছোট কোনো ব্যবসা থাকে যেখানে ইন্টারন্যাশন কল করতে লাগে বা দেশের বাইরে বন্ধু, পরিবারের কেই বা আত্মীয় থাকে।

তাদের কল করার জন্য সাধারণ মোবাইল প্যাকেজ ক্রয় করার থেকে এই প্লাটফর্মটি ব্যবহার করা অনেক গুন্ লাভজনক।

কারণ এই সাইটটি থেকে আপনি ৫ ডলারের প্যাকেজ ক্রয় করে USA এবং UK এর মতো দেশে ৫০০ থেকে ১৫০০ মিনিটেরও বেশি কল পাবেন।

এছাড়াও আপনি যদি প্যাকেজ নিয়ে সন্তুষ্ট না হন তাহলে খুব সহজেই তাদের সাথে যোগাযোগ করে নিজের প্যাকেজ মিনিট ও দাম নিয়ে কথা বলতে পারেন।

৪. Poptox

poptox free internet calling website

আরো একটি ওয়েবসাইট বেসড ফ্রি অনলাইন কল সাইট হল Poptox এখান থেকেও আপনি নিজের দেশে ও ইন্টারন্যাশনাল কল করতে পারবেন।

ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মতো ইন্টারন্যাশনাল দেশে আপনি সম্পূর্ণ ফ্রিতে মোবাইল কল করতে পারবেন এখান থেকে।

এরকম বেশ কিছু দেশে আপনি একদমই ফ্রিতে কল করতে পারবেন তবে বিশেষ কোনো দেশে কল করার জন্য কিছু অর্থ চার্জ করা হবে তবে তার রেট খুবই সামান্য।

তারসাথে এখানে আপনি ব্রাউসার বেসড কলিং এপ পাবেন যেটি আপনাকে আলাদা ভাবে প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হবে না।

কিন্তু কোনো রেজিস্ট্রেশন ও পেমেন্ট ছাড়াই যেকোনো মোবাইল ফোন এবং ল্যান্ডলাইন নাম্বারে সম্পূর্ণ ফ্রিতে কল করতে পারবেন।

অবশ্যই পড়ুন: কিভাবে অনলাইনে ছবি বিক্রি করে আয় করবেন

৫. CitrusTel

ফ্রি কল ওয়েবসাইট

Poptox এবং CitrusTel এই দুটি ওয়েবসাইটই একে ওপরের সাথে অনেকাংশে এক এবং এদের সাইট ইন্টারফেস এবং রেটও প্রায় একই।

আপনি যদি ভারত বা বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে USA এবং আরো অন্যান্য কিছু দেশে একদমই ফ্রিতে মোবাইল কল করতে পড়বেন।

Poptox এর মতো এখানে ব্রাউসার বেসড এপ নেই তাই অন্যান্য বেশকিছু দেশে ইন্টারন্যাশনাল কালের জন্য চার্জ করা হবে।

তবে Poptox এর মতোই এখানেও মোবাইলে ইন্টারন্যাশনাল প্যাকেজ ভরানোর তুলনায় এই সাইটের কলিং রেট খুবই কম।

তাই ইন্টারন্যাশনাল কলের জন্য এরকম সাইট ব্যবহার করা বেশি যুক্তিযুক্ত হবে। এখানে আপনি পেপাল, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দ্বারা পেমেন্ট করতে পারেন।

৬. Make Free Calls Online

makefreecallsonline দেশের বিভিন্ন প্রান্তে ফ্রিতে ইন্টারন্যাশন কল করার জন্য।

আমাদের শেষ অনলাইন ফ্রি কল ওয়েবসাইট (Online free call website) এর নাম হল Makefreecallsonline.com

ওপরের উল্লেখ করা কিছু ফ্রি ইন্টারনেট থেকে মোবাইল কল করার সাইটের মতো এই সাইটটিও সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

Makefreecallsonline.com থেকে ফ্রি ইন্টারন্যাশনাল কল করা জন্য আপনাকে রেজিস্ট্রেশন, পেমেন্ট ও ডাউনলোড কিছুই করতে হবে না।

শুধু সাইটটি ভিসিট করুন তারপর কোনো দেশে ফোন করতে চাইছেন তার নাম্বার প্রদান করুন এবং Call ক্লিক করুন।

আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনার মোবাইল, ট্যাবলেট ও কম্পিউটার যেকোনো একটি থেকে ইন্টারন্যাশনাল কল করতে পারবেন।

অবশ্যই পড়ুন: ySense থেকে অনলাইন সার্ভে করে আয় করুন

আমাদের শেষ কথা:

সবার শেষে এটাই বলবো যে কখনই কোনো খারাপ উদ্দেশ্যে বা Prank জাতীয় বিষয়ে এই সাইটগুলি ব্যবহার করবেন না।

আপনি যদি দেশের বাইরে থাকেন বা আপনার কোনো আত্মীয়, বন্ধু এবং পরিবারের সদস্য যদি দেশের বাইরে থাকে।

তাহলে অবশ্যই ওপরের উল্লেখিত সাইট গুলির মধ্যে যেকোনো একটি ব্যবহার করুন এবং ফ্রিতে তাদের সাথে কথা বলুন।

আসা করছি যে আপনাদের এই ৬টি অনলাইন ফ্রি কল করার ওয়েবসাইট আর্টিকেলটি ভালো লেগেছে যদি ভালোলেগে থাকে তাহলে অবশ্য আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন।

তারসাথে আমাকেও কমেন্ট করে জানান যে কেমন লাগলো এবং আর কোন কোন বিষয় নিয়ে আপনি আর্টিকেল চান তাও কমেন্ট করে জানাতে পারেন।