কিভাবে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করবেন (How to link Pan with Aadhaar)

ভারতীয় সংবিধানে ইনকাম ট্যাক্স ধারা 139AA (2) অনুযায়ী আধার কার্ড এর সাথে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করাতে চান।

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) অনুযায়ী আপনি যদি পান কার্ড আধার কার্ডের সাথে লিংক না করান তাতে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হতে পারে।

আর প্রতিটি ভারতীয়র জন্য প্যান কার্ড কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি কারণ এটি আমাদের বিভিন্ন অর্থনৈতিক লেনদেন এবং জাতীয় পরিচয় প্রমান পত্র হিসাবও কাজে লাগে।

CBDT জানিয়েছেন যেসমস্ত Pan card ৩১ মার্চের ২০২০ এর মধ্যে Aadhaar card এর সাথে লিংক করা হবে না তা সম্পূর্ণ ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।

তবে এই বিষয়েও জানিয়েছেন যে ৩১ মার্চের পর যদি লিংক করা হয় তখন সেই নিষ্ক্রিয় প্যান কার্ডটিকে আবার সক্রিয় হয়ে যাবে।

আপনি যদি এখনো লিংক না করে থাকেন তাহলে অবশ্যই জেনেনিন যে কিভাবে আপনার প্যান কার্ডটি আধার কার্ডের সাথে লিংক করবেন (how to link pan with aadhaar)

আর এই ক্ষেত্রে আপনাকে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বা অন্য কারো সাহায্য নিয়ে পয়সা খরচ করে তা করতে হবে না।

আপনি নিজের মোবাইল ফোন বা কম্পিউটার যেকোনো একটি ডিভাইসের মাধ্যমেই খুব সহজে এই কাজটি করতে পারবেন।

অবশ্যই পড়ুন: ySense থেকে অনলাইন সার্ভে করে আয় করুন

যেভাবে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করবেন

ধাপ ১: সবার প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এই লিংকটিতে ক্লিক করুন incometaxindiaefiling.gov.in

ধাপ ২: ওপরের লিংকটিতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক নিজে দেখানো ফোটোটির মতোই ওয়েবসাইটটি সামনে আসবে।

এবং ওয়েবসাইটের বাম দিকে “Link Aadhaar” বলে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।

আধার কার্ডের সাথে প্যান লিংক করার ওয়েবসাইট
e-Filing link Aadhaar website

ধাপ ৩:Link Aadhaar” এর মধ্যে ক্লিক করার পর আপনার সামনে আধারের সাথে প্যান লিংক করার অনলাইন ফর্মটি ওপেন হবে।

আধার কার্ড প্যান কার্ড লিংক করার জন্য অনলাইন ফর্ম
Link Pan with Aadhaar card

এখন আপনার প্যান ও আধার কার্ডটি নিজের সামনে রাখুন এবং নিচের ধাপগুলি একে একে অনুসরণ করুন:

  1. PAN: এখানে আপনার প্যান কার্ডের নম্বরটি প্রদান করুন।
  2. Aadhaar number: এখানে আপনার আধার কার্ডের নম্বরটি প্রদান করুন
  3. Name as per AADHAAR: এখানে আপনার আধার কার্ডের মধ্যে যে ও যেরকম ভাবে নামটি দেওয়া আছে ঠিক তাই লিখুন।
  4. I have only year of birth in Aadhaar card: এই বক্সটি শুধুমাত্র তারাই ক্লিক করবেন যাদের আধার কার্ডে শুধু জন্ম বছর দেওয়া আছে নতুবা এটি ক্লিক করবেন না।
  5. I agree to validate ma Aadhaar details with UIDAI: এরপর এই বক্সটিতে অবশ্যই ক্লিক করুন।
  6. Enter the code as in the above image: এখানে আপনি ওপরের ছোট একটি ছবির মধ্যে যে শব্দ ও নম্বর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তাই লিখুন।
  7. সবার শেষে আপনার প্রদান করা তথ্যগুলি সব ঠিক আছে কিনা মিলিয়ে নিন এবং একদম নিচে “Link Aadhaar” ক্লিক করুন।

ধাপ ৪: ফর্মটি পূর্ণ করে “Link Aadhaar” ক্লিক করার পর আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করার আবেদন চলে যাবে।

এবং আপনি ঠিক নিচে দেখানো ফোটোটির মতোই একটি মেসেজ দেখতে পাবেন।

আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করার আবেদন চলে গেছে
Your request has been sent for validation of Aadhaar

তাহলে চলুন এখন আমরা জেনেনি যে আপনার প্যান কার্ডটি আধার কার্ডের সাথে লিংক হয়েছে কিনা তা কিভাবে জানবেন।

অবশ্যই পড়ুন: রিসেলার বিজনেস কি এবং কেন করবেন?

যেভাবে লিংক আধার স্ট্যাটাস (Link Aadhaar status) জানবেন

. সবার প্রথমে পাশের লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন incometaxindiaefiling.gov.in

২. ওয়েবসাইটে প্রবেশ করার পর একই ভাবে আগের মতো বাম দিকে “Link Aadhaar” দেখতে পাবেন ওখানে ক্লিক করুন।

লিংক আধার স্টেটাস যেভাবে দেখবেন
Show link Aadhaar status

৩. এরপর আপনার সামনে আধার লিংক করার সেই একই পেজটি ওপেন হবে যেখানে,

Click here to view the status if you already submitted Link Aadhar request” অপশনটি দেখতে পাবেন। এখন ওই >>”Click Here” ক্লিক করুন।

লিংক স্টেটাস জানার জন্য Click here ক্লিক করুন

৪. তারপর নিচে দেখানো ফটোটির মতোই প্রথমে প্যান এবং তারপরে আধার নম্বর দিয়ে “View Link Aadhaar Status” ক্লিক করুন।

প্যান এবং আধার কার্ড নম্বর প্রদান স্ট্যাটাস জানার জন্য
Provide your Pan and Aadhaar number to see link Aadhaar status

৫. এবার আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে আপনার প্যান কার্ড আধার কার্ডের সাথে লিংক হয়ে গেছে কিনা।

লিংক হয়ে গেলে এই মেসেজটি দেখতে পায় যাবে
Your Pan is linked to Aadhaar

আমাদের শেষ কথা: