৭টি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার for android

কম্পিউটার থেকে ভিডিও এডিট করার জন্য বিভিন্ন ফ্রি এবং প্রিমিয়াম ভার্সন ভিডিও এডিটিং সফটওয়্যার আছে তা আমরা জানি।

কিন্তু এটাও ঠিক যে মোবাইল থেকে ভিডিও এডিট করার জন্যেও এখন এরকম বহু ভিডিও এডিটর অ্যাপস ইন্টারনেটে উপলব্ধ আছে।

কারণ এরকম বহু লোক আছে যাদের কম্পিউটার নেই তাই তারা বিভিন্ন উদ্দেশ্যে মোবাইল ফোনের মাধ্যমেই ভিডিও এডিট করে থাকে।

সে কোনো ইউটিউব ভিডিও হোক, ক্লাইন্ট প্রজেক্ট ভিডিও বা নিজের ও অন্যান্য কোনো উদ্দেশ্যের ক্ষেত্রে ভিডিও এডিটিংয়ের জন্য।

আপনি গুগল প্লেস্টোরে বহু ফ্রি এবং প্রিমিয়াম মোবাইল ভিডিও এডিটিং অ্যাপস (mobile video editing app) পেয়ে যাবেন।

কিন্তু এখন প্রশ্ন হল যে তাদের মধ্যে কোন মোবাইল ভিডিও এডিটর সব থেকে ভাল বা আপনার উদ্দেশ্যপূর্ণ করতে পারবে।

তাহলে চলুন জেনেনি এরকমই ৭টি সেরা ফ্রি মোবাইল ভিডিও এডিটিং সফটওয়্যার যেখান থেকে আপনি সমস্ত রকমের ভিডিও এডিট করতে পারবেন।

অবশ্যই পড়ুন: ৭টি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার PC ইউসারদের জন্য

৭টি ফ্রি মোবাইল ভিডিও এডিটিং অ্যাপস (Mobile video editing apps)

আপনাদের প্রথমেই বলে রাখি যে এখানে যে ৭টি অ্যাপস সম্পর্কে নিচে আপনাদের বলবো তা অবশ্যই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

তবে এদের মধ্যে কিছু অ্যাপসের প্রিমিয়াম ভার্সনও আছে যা কিনলে আপনি কিছু এক্সট্রা ফিচারস বা ফ্যাসালিটি পাবেন।

১. Power Director – Video Editor App

মোবাইল ভিডিও এডিটিং সফটওয়্যার
Power Director Mobile video editor

আমাদের প্রথম মোবাইল ভিডিও এডিটরটির নাম হল Power Director আর এটি সত্যিই একটি পাওয়ারফুল ভিডিও এডিটিং অ্যাপ।

একটি ভিডিও এডিটিং অ্যাপসের মধ্যে যে টুলস এবং ফিচারসগুলি থাকা উচিত তার সমস্ত কিছুই এখানে আপনি পেয়ে যাবেন।

আর আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই অ্যাপটি আপনার জন্য আদর্শ একটি ভিডিও এডিটর প্রমাণিত হবে।

কারণ আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের এডিটিং যেরকম গ্রীন স্ক্রিন, অডিও মিক্সিং, ভিডিও স্ট্যাবিলাইজার ইত্যাদি সমস্ত কিছুই পেয়ে যাবেন।

আপনি এর ফ্রি ভার্সনটির মধ্যে আপনার ভিডিওকে 720p রিসোলিউশনে এক্সপোর্ট করে সেভ করতে পারবেন।

Power Director এর মধ্যে আপনি যেসমস্ত ফিচারস ও টুলস গুলি পাবেন:

  • Clip trim, split, and crop
  • Audio mixing
  • Video stabilizer
  • Green screen effect
  • Speed control and the reverse effect
  • Video color adjustments
  • Color filters
  • Many video and text effects
  • Massive royalty-free stock library

২. VN Video Editor

VN মোবাইল ভিডিও এডিটর
VN Video editor

আমাদের দ্বিতীয় ভিডিও এডিটরটির নাম VN Video Editor আর যেটি হল ভিডিও এফেক্টস, ট্রানসিশনসের এবং ফিল্টার্সের পাওয়ার প্যাক।

আপনার যদি ইউটিউবে একটি গেমিং বা ভ্লগিং চ্যানেল থাকে অথবা আপনি যদি একজন ফটোগ্রাফের বা ভিডিও গ্রাফের হন।

তাহলে আপনার মোবাইলে অবশ্যই এই ভিডিও এডিটরটি থাকা দরকার। কারণ আপনি নিজের ভিডিওকে এর মাধ্যমে

অসাধারণ সমস্ত ট্রানসেশন, কালার ফিল্টারস, ভিডিও FX ইত্যাদি ব্যবহার করে আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন।

এখানে আপনি প্রিমেড ভিডিও ট্রানসেশন, গ্রীন স্ক্রিন, স্পিড কন্ট্রোলের সাথে স্পিড ফ্রীজ এবং রিভার্সের মতো অ্যাডভান্স টুল পেয়ে যাচ্ছেন।

এবং ব্যবহারের দিক থেকে এই অ্যাপসটি খুবই সহজে অল্প একই অভিজ্ঞতা থাকলে যে কেউ এটি সহজেই ব্যবহার করতে পারবে।

আপনি এর ফ্রি ভার্শনটিতেই আপনার ভিডিওকে সর্বোচ্চ 4K রিসোলিউশনে সেভ বা এক্সপোর্ট করতে পারবেন।

VN Video Editor এর মধ্যে আপনি যেসমস্ত ফিচারস ও টুলস গুলি পাবেন:

  • Basic split, trim, and crop
  • Video transitions preset
  • Color filters and adjustments
  • Curve speed adjustment
  • Video FX and stickers
  • Time freeze and reverse
  • multi-layer timeline

৩. Kinemaster

Kinemaster ভিডিও  এডিটিং অ্যাপস for android
Kinemaster video editor and video maker

আপনি হয়তো অবশ্যই এই অ্যাপসটির নাম শুনেছেন অথবা ব্যবহারও করেছেন কারণ এটি জনপ্রিয় একটি মোবাইল ভিডিও এডিটর।

প্রায় প্রতিটি ইউটিউবার যারা মোবাইল থেকে তাদের চ্যানেল পরিচালনা করে ও সেই চ্যানেলের জন্য ভিডিও এডিট করে থাকে।

তাদের প্রথম পছন্দের ভিডিও এডিটিং অ্যাপসটি হল Kinemaster আর হবেই না কেন, কারণ যথেষ্ট পুরানো এবং ফিচারসে পরিপূর্ণ এই অ্যাপটি।

আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের এডিটিংও এর মাধ্যমে করতে পারেন। অনেকে আবার এর সাথে কিছু কম্পিউটার ভিডিও এডিটরগুলিরও তুলনা করে থাকে।

তবে যারা নতুন বা যাদের ভিডিও এডিটিং সম্পর্কে অভিজ্ঞতা নেই তাদের জন্য প্রথমে এটি ব্যবহার করতে একটু অসুবিধা হতে পারে।

তবে অসম্ভব অবশ্যই না এবং আপনি যখন একবার ব্যবহার করা শিখে যাবেন তখন আপনি নিজের ভিডিওকে এক অন্য মাত্রা দিতে পারবেন।

আপনি Kinemaster টির ফ্রি ভার্সন থেকে আপনার ভিডিওকে 720p রিসোলিউশনে আপনার ফোনের মধ্যে এক্সপোর্ট করতে পারবেন।

Kinemaster এর মধ্যে যেসমস্ত ফিচার্স গুলি পাবেন:

  • Multiple timeline layers for all types of media
  • Premade video resolution template for all kind of platform
  • Color filters, correction, and adjustments
  • Keyframe animation tool
  • Audio mixing, EQ, voiceover, sound effects, and voice changer
  • Blending modes
  • Speed control and reverse video effect
  • Clip graphics, transitions effects, stickers, fonts style, and many more.

অবশ্যই পড়ুন: নতুন ইউটিউবারদের জন্য জরুরি ৯টি ফ্রি অনলাইন টুল

৪. Video Show

Videoshow এন্ড্রোইড ভিডিও এডিটিং সফটওয়্যার
Video Show Video Editor

এটি একটি সিম্পল কিন্তু খুবই এফেক্টিভ একটি মোবাইল ভিডিও এডিটিং সফটওয়্যার যেকোনো রকমের ভিডিও এডিট করার জন্য।

আপনি এখানে ভিডিও এবং স্লাইডশো এর জন্য আকর্ষণীয় ফ্রি টেমপ্লেট বা থিম পেয়ে যাবেন যা আপনার এডিটিংকে আরো সহজ করে তুলবে।

এছাড়াও আপনি এর নিজেস্ব ফ্রি এস্সেটস স্টোর থেকে মিউজিক ক্লিপ, স্টিকার, ভিডিও এফেক্টস, সাউন্ড এফেক্টস, ফিল্টারস ও

বিভিন্ন ফন্টস স্টাইল এবং ট্রানসিশন ডাউনলোড করে নিজের ভিডিও এডিট করার জন্যে ব্যবহার করতে পারেন।

Video show এর মধ্যে আপনি যে ফিচারস গুলি পেয়ে যাবেন:

  • Trim and split
  • Video canvas
  • Free assets store
  • Video transitions
  • Filters and effects
  • Stickers and fonts style
  • Fast and slow motion
  • Video reverse

৫. Quik – Free Video Editor

ফ্রি ভিডিও এডিটর for android
Quik free video editor

এই Quik একটি অসাধারণ ফ্রি এন্ড্রোইড ভিডিও এডিটিং অ্যাপ ছোট ভিডিও ক্লিপ এবং বিশেষ করে ফটো ভিডিও এডিট করার জন্য।

আপনি যদি ছোট মিউজিক ভিডিও, ভ্লগিং ভিডিও অথবা কিছু ফটো দিয়ে একটি আকর্ষণীয় স্টাইলিশ ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই এই অ্যাপটি ট্রাই করুন।

এখানে আপনি প্রিমিয়াম কোয়ালিটির সব ভিডিও টেমপ্লেট, ট্রানসিশন প্রিসেটস এবং ফিল্টার ও ভিডিও এফেক্টস পেয়ে যাবেন।

এছাড়াও অন্যান্য যেসমস্ত ফিচারস গুলি এখানে পাবেন তা হল:

  • Awesome video template
  • Great video transitions preset
  • Lots of video filters and effects
  • Basic trim, cut, split, and crop
  • Speed control and many more

অবশ্যই পড়ুন: কিভাবে মোবাইল ক্যামেরাকে কম্পিউটার ওয়েবক্যাম বানাবেন

৬. Motion Ninja

Motion ninja video editor
Motion Ninja Pro Video Editor

এটি হল বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ইউটিউব ভিডিও এডিট করার জন্য আরো একটি শ্রেষ্ঠ ভিডিও এডিটিং অ্যাপ।

আপনি যদি ইউটিউব ভিডিও এডিট করতে চান তাহলে সমস্ত ধরণের ইউটিউব ভিডিও আপনি এর মাধ্যমে এডিট করতে পারবেন।

এছাড়াও আপনি এখানে কিছু প্রিলোডেড গ্রীন স্ক্রিন এফেক্টস পেয়ে যাবেন যেরকম ইউটিউব সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক ইত্যাদি।

যার মাধ্যমে আপনি আরো সহজে এবং ভালোভাবে নিজের ইউটিউব ভিডিওকে আকর্ষণীয় করে তুলতে পারবেন।

Motion ninja এর মধ্যে যেসমস্ত ফিচারস গুলি পাবেন:

  • Video filters and color adjustments
  • Keyframe video editing and animation editor
  • Chroma key and green screen
  • Freeze Frame and speed control
  • Multi-layer timeline
  • Funny video editor
  • Stickers and text effects
  • Trim, split, crop, and more .

৭. InShot Video Maker

সাধারণ এবং ব্যাবহারে সহজ ভিডিও এডিটর InShot
InShot – somple and easy to use video editor

আমাদের শেষ মোবাইল ভিডিও এডিটিং সফটওয়্যার হল InShot যেটি খুবই সাধারণ এবং সহজ যা প্রত্যেকেই ব্যবহার করতে পারবে।

আপনি যদি মোবাইল ভিডিও এডিটিং না জেনে থাকেন তাহলে নিঃসন্দেহে এটি ব্যবহার করতে পারেন যেকোনো ধরণের ভিডিও এডিট করতে।

InShot এর মধ্যে আপনি যে ফিচারস গুলি পাবেন:

  • Video canvas
  • Stickers and text effects
  • Video effects and Filters
  • Many video transitions
  • Trim, split, and crop
  • Speed control

অবশ্যই পড়ুন: ইউটিউব ভিডিও এসইও (YouTube SEO) কিভাবে করবেন

আমাদের শেষ কথা:

আপনি ভিডিওগ্রাফার হন বা একজন ইউটিউবার যে কোনো রকমের ভিডিও এডিট করার জন্য অ্যাপসগুলি ব্যবহার করতে পারবেন।

ওপরের প্রতিটি অ্যাপসই শ্রেষ্ঠ এবং প্রায় সমান ভাবে কাজ করে আপনি বৈশিষ্ট্য অনুযায়ী নিজের পছন্দের অ্যাপটি বেছে নিতে পারেন।

তাছাড়া এই ৭টি মোবাইল ভিডিও এডিটরই প্লেস্টোর থেকে এক একটি করা বাছাই করা সর্বোচ ব্যবহৃত এবং অধিক রিভিউ প্রাপ্ত।

তো বন্ধুরা আশা করছি যে আপনাদের এই ৭টি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার for android আর্টিকেলটি ভালো লেগেছে।

আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানান এবং অন্যদের সাথেও এই আর্টিকেলটি শেয়ার করুন।

2 thoughts on “৭টি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার for android”

  1. খুব সুন্দর তথ্য। আমাদের সামনে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই এগিয়ে চলুন।

Comments are closed.