কেউ আপনাকে ইনস্টাগ্রামে ব্লক করলে কিভাবে বুঝবেন?

ফেসবুক এর পর ইনস্টাগ্রাম হল সব থেকে জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত ফটো ও ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া সার্ভিস।

যা অক্টোবর ২০১০ সালে কেভিন সিস্ট্রম এবং মাইক ক্রিগের এই দুইজন বেক্তি লঞ্চ করছিলেন IOS ইউসারদের জন্য।

যদিও এখন ইনস্টাগ্রাম প্লাটফর্মটি ফেসবুকের অধীনেই কারণ ২০১২ সালে ফেসবুক, ইনস্টাগ্রাম প্লাটফর্মটি $১ বিলিয়ন ক্রয় করে নেয়।

তবে ইতিহাস যাই হোকনা কেন, ইনস্টাগ্রাম আমাদের মধ্যে খুবই জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া এপ্লিকেশন যা কম বেশি,

আমরা সবাই এটি ব্যবহার করি, এখানে আমরা একে অপরকে ফলো করে তাদের সাথে কানেক্টেড থাকতে পারি,

তাদের শেয়ার করা ফটো, ভিডিও এবং ডেইলি এক্টিভিটি দেখতে পারি এবং সরাসরি তাদের DM বা টেস্ট মেসেজ ও করতে পারি।

কিন্তু ইনস্টাগ্রামে যদি আপনার বন্ধু বা অন্যকেউ আপনাকে ব্লক বা প্রতিবন্ধক করে দেয় তা, আপনি কিভাবে জানবেন বা বুঝবেন।

তাহলে চলুন আমরা জেনেনি যে “How to know if someone blocked you on Instagram”

অবশ্যই পড়ুন: ফেসবুক থেকে আয় করুন ৬টি উপায়ে ২০২০

ইনস্টাগ্রামে আপনাকে কেউ ব্লক করলে তা যেভাবে চেক করবেন (know if someone blocked you on Instagram/0

আপনাকে ইনস্টাগ্রামে ব্লক করলে তা যেভাবে জানবেন বা বুঝবেন

উপায় ১: সার্চ বার

আপনার যদি মনে হয় বা সন্দেহ হয়, যে ইনস্টাগ্রামে কেউ আপনাকে ব্লক করে দিয়েছে, তাহলে নিশ্চিত হতে সবার প্রথমে,

ইনস্টাগ্রাম সার্চ বার থেকে সেই বেক্তির নাম অথবা ইউসার নাম সার্চ করুন। যদি সার্চ করার পর কোনো রেজাল্ট না আসে,

বা ওই বেক্তিকে খুঁজে না পান, অথবা সার্চ রেজাল্ট আসলেও সেই প্রোফাইলে কোন পোস্ট না দেখতে পান এবং সেখানে,

“No Posts Yet” লেখা থাকে তাহলে, নিশ্চিত যে আপনি সেই বেক্তিদ্বারা ইন্সটাগ্রাম থেকে ব্লক হয়েছেন।

উপায় ২: DM বা মেসেজ ও পুরানো কমেন্ট চেক করুন

ইনস্টাগ্রামে যদি আপনাকে কেউ ব্লক করে রাখেন তা জানার আরো একটি উপায় হল, সেই বেক্তির সাথে করা ডাইরেক্ট মেসেজ,

অথবা যদি সেই বেক্তি আপনার কোন পোস্টে কমেন্ট করে থাকে সেই কমেন্ট চেক করা, কারণ সেখানে আপনি, সেই বেক্তির,

প্রোফাইল আইকন দেখতে পাবেন, এবং ওই আইকনে ক্লিক করলে সেই বেক্তির প্রোফাইলে ভিসিট করতে পারবেন।

এবং ভিসিট করার পর যদি দেখেন যে, সেখানে কোন পোস্ট দেখাচ্ছেনা এবং “No Posts Yet” দেখানো হচ্ছে তাহলে আপনাকে উনি ব্লক করে রেখেছে।

উপায় ৩: ব্রাউজার থেকে সার্চ করুন

সমস্ত ইনস্টাগ্রাম ইউসারদের প্রোফাইল লিংক হয়ে থেকে instagram.com/”USERNAME”, আপনার যদি সেই বেক্তির

ইউসার নেম জানা থাকে তাহলে, আপনার ওয়েব ব্রাউজার থেকে ঠিক ওরকমভাবে ইউসার নেম দিয়ে সার্চ করুন,

আপনি যদি লগড ইন (logged in) থাকনে এবং “Sorry, this page isn’t available” মেসেজটি দেখতে পান তাহলে আপনাকে ব্লক করা হয়েছে।

আরো পড়ুন: কিভাবে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করতে হয়

উপায় ৪: পুনরায় ফলো (Follow) করুন

কোন ভাবে যদি আপনি সেই বেক্তির প্রোফাইল দেখতে পান তাহলে অবশ্যই চেষ্টা করুন, ফলো বাটানে ক্লিক করে আবার ফলো করার।

কারণ আপনাকে যদি ওই বেক্তি Instagram এর blocked করে রাখনে তাহলে Follow বাটানটি একদমই কাজ করবে না।

অর্থাৎ আপনি Follow তে ক্লক করার পরেও, তা একই থাকবে এবং “Followed” বলে কিছু দেখতে পাবেন না।

উপায় ৫: অন্য একাউন্ট বা ডিভাইস দ্বারা চেক করুন

কোন বেক্তি ইনস্টাগ্রামে আপনাকে ব্লক করে রেখেছে কিনা তা জানার সোজা ও সহজ উপায় হল, আপনি অন্য ইনস্টাগ্রাম একাউন্ট,

অথবা আপনার কোনো কোন বন্ধুকে বলুন সেই বেক্তির একাউন্ট সে দেখতে পাচ্ছে কিনা? যদি আপনার বন্ধুর বা আপনার,

নিজিরই কোনো একাউন্ট থেকে আপনি সেই বেক্তির প্রোফাইল ও পোস্টস গুলি দেখতে পান, তাহলে অবশ্যই আপনাকে উনি ইনস্টাগ্রামে ব্লক করে রেখেছেন।

অবশ্যই পড়ুন: ৪ টি উপায়ে ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করুন

আমাদের শেষ কথা,

তো বন্ধুরা হটাৎ করে যদি আপনার কাছে আপনার বন্ধুর অথবা ইনস্টাগ্রামে ফলো করা অন্য কোন বেক্তির ইনস্টাগ্রাম পোস্টস আসা,

বন্ধ হয়ে যায় এবং আপনার সন্দেহ হয় যে সেই বেক্তি আপনাকে Instagram এর মধ্যে block করেছে কিনা, সেই সময় আপনি

ওপরের উল্লেখিত উপায়গুলি, অনুসরণ করে খুব সহজেই জেনে নিতে পারবেন এবং এই বিষয়ে নিশ্চিত হয়ে পারবেন।