কিভাবে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করতে হয়

জানুন কিভাবে ইনস্টাগ্রাম থেকে ভিডিও, ইনস্টাগ্রাম রিলিজ ভিডিও এবং ফটো ইত্যাদি ডাউনলোড করতে হয় মোবাইল ও কম্পিউটার দ্বারা।

পূর্বে আমরা জেনেছি যে কিভাবে ফেসবুক এবং ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায় আমাদের মোবাইল ও কম্পিউটার এর মাধ্যমে।

আমরা জানি যে ইন্সটাগ্রাম একটি খুবই জনপ্রিয় ফটো এবং ভিডিও শেয়ারিং সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস এবং একটি মেসেজিং এপ্লিকেশন।

যেখানে আমরা ইউটিউব এবং ফেসবুকের মতোই বিভিন্ন মজাদার এবং ক্রিয়েটিভ কনটেন্ট এই সোশ্যাল মিডিয়া সাইটটিতে দেখতে পাই।

আর ঠিক এই কারণের জন্যই আমাদের অনেকেরই বিভিন্ন উদ্দেশ্যের জন্য কিছু ভিডিও এখান থেকে ডাউনলোড করার প্রয়োজন পরে।

তবে উদ্দেশ্য যাইহোক না কেন আপনিও যদি ইন্সটাগ্রাম থেকে ভিডিও অথবা ইনস্টাগ্রাম রিলিজ ডাউনলোড করতে চান তাহলে,

অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন কারণ এখানে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে তা ডাউনলোড করতে হয়।

আর এখানে আমি মোবাইল ও কম্পিউটার উভয় ডিভাইস এর মাধ্যমেই দেখাবো যাতে আপনার কোন সমস্যা না হয়। তাহলে চলুন শুরু করা যাক।

আরো জানুন: ৪ টি উপায়ে ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করুন

যেভাবে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করবেন

প্রথমেই বলে রাখি যে এখানে আমি আপনাদের মোবাইল এবং কম্পিউটার এই দুটি ডিভাইস দ্বারাই কিভাবে ইনস্টাগ্রাম থেকে,

ভিডিও এবং ইনস্টাগ্রাম রিলিজ ভিডিও ডাউনলোড করতে হয় তা স্টেপ বাই স্টেপ দেখাবো, তাহলে চলুন আর বেশি সময় ব্যয় না করে জেনেনি।

ক) মোবাইল ইউসাররা যেভাবে ডাউনলোড করবেন:

ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড

ধাপ ১: প্রথমে আপনার ফোন থেকে Google Play Store খুলুন এবং সেখানে Downloader for Instagram লিখে সার্চ করুন।

অথবা এখানে ক্লিক করে সরাসরি এপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড ও ইনস্টল করেনিন।

ধাপ ২: এখন আপনার ফোন থেকে Instagram অ্যাপটি ওপেন করুন এবং আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান তা খুঁজে বার করুন।

তারপর সেই ভিডিওর ওপরে ডানদিকে তিনটি ডট বা বিন্দুর মধ্যে ক্লিক করুন > এবং তারপর “Copy link” এর মধ্যে ক্লিক করুন।

ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করার জন্য ভিডিও লিংক কপি করা

ধাপ ৩: Copy link ক্লিক করার পর সেই ভিডিওর লিংকটি কপি হয়ে যাবে, তাই এখন প্রথমে ডাউনলোড করা Downloader for Instagram,

অ্যাপটি ওপেন করুন, ওপেন করলেই আপনার সদ্য কপি করা ইনস্টাগ্রাম ভিডিও লিংকটি এই অ্যাপটি অটোমেটিক ডিটেক্ট করে,

আপনার কাছে ঠিক সেই ভিডিওটিই প্রদর্শন করে দেবে অথবা আপনি ওপরের বক্সে ম্যানুয়ালি কপি করা লিংকটি পেস্ট করে,

নিচে “Check URL” ক্লিক করলেই একই ভাবে সেই ভিডিওটি আপনার স্ক্রিনে প্রিভিউ করে দেবে। এখন এখানে আপনি তিনটি অপসন পাবেন।

অপশন গুলি হল Repost image, Save video, এবং Save image. আর ভিডিও ডাউনলোড করার জন্য > “Save video” তে ক্লিক করুন।

মোবাইল থেকে যেভাবে ইনস্টাগ্রাম এবং ইন্সটাগ্রাম ইনস্টাগ্রাম রিলিজ ডাউনলোড করতে হয়

ধাপ ৪: Save video ক্লিক করার পর আপনার সামনে আর একটি অপশন আসবে যেখানে আপনাকে ভিডিও ডাউনলোড লোকেশন ঠিক করতে হবে।

তা আপনি যেখানে ইন্সটাগ্রাম ভিডিও ডাউনলোড করতে চান তা ঠিক করেনিন অর্থাৎ লোকেশন নির্বাচন করুন এবং > “Download” ক্লিক করুন।

ভিডিও ডাউনলোড লোকেশন নির্বাচন করা

অবশ্যই পড়ুন: ৬টি ফ্রি রিংটোন ডাউনলোড ওয়েবসাইট

ইনস্টাগ্রাম রিলিজ ডাউনলোড

ইনস্টাগ্রাম ফিড ভিডিও ডাউনলোড করার পদ্ধতি আমরা ওপরে যা দেখলাম, ইনস্টাগ্রাম রিলিজ ভিডিও ডাউনলোড করার করার পদ্ধতিও ঠিক একই।

ধাপ ১: প্রথমে আপনার ফোন থেকে ইন্সটাগ্রাম ওপেন করুন এবং তারপর “Reels” সেকশন এর মধ্যে যান। এখন আপনি যে ভিডিও,

ডাউনলোড করতে চান তা খুঁজেবার করুন।

ধাপ ২: আপনার পছন্দের ভিডিও নির্বাচনের পর সেই Reels বা ইনস্টাগ্রাম রিলিজ ভিডিওটির নিচে তিনটি ডট বা বিন্দু পাবেন সেখানে ক্লিক করুন।

তিনটি ডটে ক্লিক করার পর আগের মত সেখানেও “Copy link” একটি অপশন থাকবে সেখানে ক্লিক করে সেই রিলিজ ভিডিওটির লিংকটি কপি করেনিন।

ধাপ ৩: তারপর আবার প্লেস্টোর থেকে ডাউনলোড করা Downloader for Instagram অ্যাপটি খুলুন এবং সেখানে লিংক পেস্ট করে,

নিচে “Check URL” এর মধ্যে ক্লিক করুন এবং তারপর সেই ভিডিওটের একটি প্রিভিউ আসবে, তার নিচে > “Save video” ক্লিক করুন।

ধাপ ৪: এবং এরপর আপনি ভিডিওটি যেই স্টোরেজ লোকেশনে ডাউনলোড করতে চান তা ঠিক করে > “Download” ক্লিক করুন।

আরো জানুন: কিভাবে গুগল সার্চ থেকে ফেসবুক প্রোফাইল সরাবেন

খ) কম্পিউটার ইউসাররা যেভাবে ইন্সটাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করবেন

কম্পিউটার থেকে ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড করা আরো সহজ কারণ এখানে আপনাকে কোন সফটওয়্যার বা এপ্লিকেশন নস্টাল করতে হয়না।

সম্পূর্ণ কাজটাই ব্রাউজার দ্বারা ওয়েবসাইট এর মাধ্যমে হয়ে যায়। যদিও এরকম বেশ কিছু পিসি সফটওয়্যার আছে যা অবশ্যই,

আপনাকে আরো বিশেষ কিছু ফিচারস প্রদান করে, তাই চাইলে অবশ্যই সফটওয়্যারও ব্যবহার করতে পারেন। তাহলে চলুন আমরা জেনেনি।

যে কিভাবে ইনস্টাগ্রাম এবং ইনস্টাগ্রাম রিলিজ ভিডিও ডাউনলোড করতে হয় কম্পিউটার বা পিসি থেকে।

ধাপ ১: সবার প্রথমে আপনি যে ইন্সটাগ্রাম অথবা রিলিজ ভিডিওটি ডাউনলোড করতে চান তার ওপরে ডানদিকে তিনটি ডট এর ওপর ক্লিক করুন।

কম্পিউটার দ্বারা ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড

তিনটি ডটে ক্লিক করার পর মোবাইল ফোনের অপশন এর মতোই এখানেও “Copy link” অপশনটি আসবে, এখন সেখানে ক্লিক করুন।

ধাপ ২: ভিডিও লিংকটি কপি হয়ে যাওয়ার পর ingramer.com এর ওয়েবসাইটটিতে যান। সেখানে লিংক পেস্ট করার একটি,

বক্স বা ঘর দেখতে পাবেন সেখানে কপি করা লিংকটি পেস্ট করে ডানদিকে > “Search” বাটানে ক্লিক করুন।

ingramer instagram video downloader

ধাপ ৩: Search ক্লিক করার পর কিছু সেকেন্ড অপেক্ষা করুন দেখবেন সেই কপি করা লিংকের ভিডিওটি ঠিক একটু নিচে প্রদর্শিত হচ্ছে।

এবং সেই ভিডিওর নিচেই একটি “Download” বাটন দেখতে পাবেন সেখান ক্লিক করলেই ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।

রিলিজ ভিডিও

আমাদের শেষ কথা:

তো বন্ধুরা আশা করছি আপনারা এখন জানতে পেরেছেন কিভাবে ইন্সটাগ্রাম ভিডিও ডাউনলোড করতে হয় (how to download instagram video)

তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোন সোশ্যাল প্লাটফর্মই চাইবেনা তাদের উজারদের ভিডিও অন্য কেউ ডাউনলোড করুক।

তাই এখান থেকে ভিডিও ডাউনলোড ইনস্টাগ্রাম এর প্রাইভেসী পলিসি উল্লঙ্খন করে অর্থাৎ কখনোই অসৎ উদ্দেশ্যে এই ভিডিও কাজে লাগাবেন না।

আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে আপনার মন্তব্য জানান এবং অন্যদের সাথে শেয়ার করুন।