কিভাবে কম্পিউটারে বাংলা লেখা যায় (বাংলা টাইপিং সফটওয়্যার)

মোবাইল ফোন থেকে বাংলা লেখার পদ্ধতি আমরা সবাই জানি কিন্তু কিভাবে কম্পিউটারে বাংলা লেখা যায় সেই বিষয়টি অনেকেরই জানা নেই।

কারণ মোবাইলের জন্য বিভিন্ন বাংলা টাইপিং এপ্লিকেশন প্লে স্টোরে উপলব্ধ থাকলেও ইন্টারনেটে কম্পিউটারের ক্ষেত্রে তা খুবই কম।

আর প্রতিটি বাঙালি যাদের বাড়িতে কম্পিউটার আছে বা কর্মসূত্রে হলেও কম্পিউটারের মাধ্যমে বাংলা লেখার প্রয়োজন পরে।

উদাহরণ হিসাবে আমাকেই ধরে নিন এই যে আমার একটি বাংলা ব্লগ সাইট আছে তার জন্য অবশ্যই আমার লেখার প্রয়োজন হয়।

তাহলে এখন প্রশ্ন হল যে কিভাবে কম্পিউটারে বাংলা লেখা যায় বা কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার গুলি কি?

আর আপনিও যদি এই একই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান তাহলে একদমই সঠিক জায়গায় এসেছেন এবং অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

কারণ আজকের এই আর্টিকেলে আমরা সব থেকে সহজ দুটি উপায় জানবো আমাদের কম্পিউটার থেকে বাংলা লেখার জন্য।

অবশ্যই পড়ুন: নতুন ইউটিউবারদের জন্য জরুরি ৯টি ফ্রি অনলাইন টুল

কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার দুটি হল

১. অভ্র কীবোর্ড (Avro Keyboard) – বাংলা টাইপিং সফটওয়্যার

ইন্টারনেটে যে সমস্ত বাংলা টাইপিং সফটওয়্যার গুলি উপলব্ধ আছে তাদের মধ্যে অভ্র কীবোর্ড নিঃসন্দেহে সব থেকে সেরা এবং অভ্রান্ত।

এবং যা আপনার কম্পিউটারে বাংলা লেখার সর্বোচ্চ চাহিদা পূরণ করার ক্ষেত্রে শেষতম বাংলা কীবোর্ড হিসাবেও বিবেচিত হবে।

মাইক্রোসফট অফিস, ফটোশপ এবং ওয়েব ব্রাউজার থেকে শুরু করে আপনার কম্পিউটারের যেকোন সফটওয়ারের মধ্যে এর মাধ্যমে আপনি বাংলা লিখতে পারবেন।

অভ্র কীবোর্ড ফুললি ইউনিকোড কমপ্লায়েন্ট, বিল্ড ইন বাংলা স্পেলিং চেকার, এফিসিয়েন্ট এবং বিভিন্ন বাংলা ফন্ট ও ANSI সাপোর্টেড।

যেভাবে অভ্র কীবোর্ড ব্যবহার করবেন:

ধাপ ১: সবার প্রথমে Avro Keyboard ওয়েবসাইটে যান এবং সেখান থেকে ডাউনলোড বাটানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

কম্পিউটারে বাংলা লেখার জন্য অভ্র কীবোর্ড হল সেরা বাংলা টাইপিং সফটওয়্যার
Download Avro Bangla keyboard

ধাপ ২: অভ্র কীবোর্ড সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে এখন তা ওপেন করে আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন।

যেভাবে অভ্র কীবোর্ড ইনস্টল করবেন
Install Avro Bangla typing keyboard

ধাপ ৩: এখন আপনার কম্পিউটারে অভ্র কীবোর্ড ইনস্টল হয়ে গেছে। এরপর আপনি যেই সফটওয়্যারের মধ্যে বাংলা লিখতে চান তা ওপেন করুন।

এবং তারপর আপনার ডেস্কটপ থেকে অভ্র কীবোর্ড আইকনে ক্লিক করে অভ্র কীবোর্ড সফটওয়্যারটিও ওপেন করে নিন।

আমি এখানে আপনাদের সুবিদার্থে উদাহরণ হিসাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে অভ্র কীবোর্ড ব্যবহার করছি।

ধাপ ৪: অভ্র কীবোর্ড ওপেন করার পর আপনার কম্পিউটার স্ক্রিনে অভ্র কিবোর্ডের একটি লেআউট ভেসে উঠবে।

বাংলাতে লেখার জন্য বাংলা ভাষা সিলেক্ট করা
Switch language to Bengali

সেখানে সরাসরি “English” বাটনে ক্লিক করে অথবা কম্পিউটার কীবোর্ড থেকে F12 প্রেস করে আপনার ভাষা “বাংলায়” পরিবর্তন করে নিন।

তারপর আপনার কম্পিউটারের যেকোনো সফটওয়্যারে বা ব্রাউজারের মধ্যে বাংলা লেখা শুরু করুন দেখবেন এখন বাংলায় লেখা যাচ্ছে ঠিক নিচের চিত্রটির মতোই।

যেভাবে অভ্র কিবোর্ডের মাধ্যমে বাংলা লেখা যায়
Now you can typy in Bangla

ধাপ ৫: এখন যদি আপনি মনে করেন যে আপনার বাংলা লেখার মধ্যে কোন ভুল শব্দ বা স্পেলিং মিস্টেক আছে বা থাকতে পারে।

তাহলে Ctrl + F7 প্রেস করে অভ্র স্পেল চেকার ওপেন করে সেখানে আপনার বাংলা রাইটিং কপি পেস্ট করে “Spell check” অথবা F7 ক্লিক করুন।

Check your Bangla spelling with Avro spell checker

তাহলে আপনার লেখার মধ্যে যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে তা দেখিয়ে দেবে এবং আপনি সেখান থেকে তা সঠিকও করতে পারবেন।

অবশ্যই পড়ুন: সেরা ৫টি অনলাইন ফটো এডিটর ২০২০

২. Google Input Tools – বাংলা টাইপিং ক্রোম এক্সটেনশন

কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার গুলির মধ্যে আমাদের লিস্টের দ্বিতীয় বা শেষ সফটওয়ারটি হল “Google Input Tools”

যদিও গুগল ইনপুট টুল কোনো সফটওয়্যার না এটি একটি গুগল ক্রোম এক্সটেনশন যার মাধ্যমে খুব সহজে কম্পিউটারে বাংলা লেখা যায়

এবং এটি আমার সব থেকে পছন্দের বাংলা টাইপিং টুল কারণ এর মাধ্যমেই আমি আমার ব্লগের সমস্ত আর্টিকেল লিখে থাকি।

আর ব্যবহারের দিক থেকেও এটি অনেকেই সহজ আর যেহেতু এটি গুগলের একটি টুল তাই এর একেউরেসি নিয়ে চিন্তা করতে হয়না।

তবে যেহেতু এটি একটি ব্রাউজার এক্সটেনশন তাই শুধুমাত্র ব্রাউসারের মধ্যেই আপনি বাংলা লেখার জন্য এটি ব্যবহার করতে পারবেন।

যেভাবে Google input tools ইনস্টল ও ব্যবহার করবেন:

ধাপ ১: সবার প্রথমে ক্রোম এক্সটেনশন স্টোরে যান এবং সেখানে Google input tools সার্চ করুন এবং “Add to chrome” বাটনে ক্লিক করে এক্সটেনশনটি এড করে নিন।

যেভাবে বাংলা টাইপিং সফটওয়্যার গুগল ইনপুট টুলস ব্যবহার করে কম্পিউটারে বাংলা লেখা যায়
Google input tools

ধাপ ২: এক্সটেনশনটি আপনার ক্রোম ব্রাউজারে ইনস্টল বা এড হয়ে গেলে, তার ওপর লেফট ক্লিক করে “Extension option” ক্লিক করুন।

গুগল ইনপুট টুলস এক্সটেনশন অপসন
Google input tools extension option

এরপর আপনার একটি নতুন ট্যাব বা পেজ ওপেন হবে এবং সেখান থেকে “বাংলা” ভাষা সিলেক্ট করে এড করে নিন ঠিক নিচে দেখানো ফটোটির মতো।

ইনপুট টুলস যেভাবেবাংলা ভাষা এড করবেন
Add Bangla to Input tools

ধাপ ৩: আপনার ভাষা এড করা হয়ে গেছে এখন বাংলা ভাষা এনাবল বা সক্রিয় করে লিখতে, ব্রাউজার টপ বার থেকে Google input tools ক্লিক করে “বাংলা” তে ক্লিক করুন।

বাংলা সিলেক্ট করে ইনপুট টুলস এর মাধ্যমে কম্পিউটারে বাংলা লেখা
Enable Bangla font in Input tools

এখন আপনি ক্রোম ব্রাউজার থেকে যেকোনো ওয়েবসাইট বা ট্যাব ওপেন করে তার মধ্যে বাংলাতে লিখতে পারবেন।

অবশ্যই পড়ুন: সেরা ৫টি ফ্রি কম্পিউটার স্ক্রিন রেকর্ডার

আমাদের শেষ কথা:

আমি বেক্তিগত ভাবে এই দুটি টুলসই ব্যবহার করি, যখন ব্রাউজারে প্রয়োজন হয় তখন গুগল ইনপুট টুল আর অন্যান্য ক্ষেত্রে অভ্র কীবোর্ড।

তো বন্ধুরা আশা করছি যে আপনারা এই বার জানতে পেরেছেন যে কিভাবে কম্পিউটারে বাংলা লেখা যায় বা লিখতে পারবেন।

আশা করছি যে আপনাদের এই আর্টিকেলটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন।