সেরা ৫টি ফ্রি কম্পিউটার স্ক্রিন রেকর্ডার

নিঃসন্দেহে কোনো কম্পিউটার স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার (screen recorder for PC) একটি গুরুপূর্ণ ও দরকারি টুল যা আপনাকে বিভিন্ন কাজে সাহায্য করে থাকে।

যেরকম শিক্ষাগত ক্ষেত্রে অনলাইন ক্লাসে ছাত্রদের সহজে বোঝাতে এবং অনলাইন কোর্স ইত্যাদি তৈরি করতে প্রয়োজন হয়।

একজন ইউটিউবার ও ব্লগারের ক্ষেত্রে তাদের ভিয়ার্স ও ভিসিটর্সদের জন্য আকর্ষণীয় স্টেপ বাই স্টেপ গাইড ভিডিও তৈরি করতে।

আর যদি কর্মক্ষেত্রের দিক থেকে বলি তাহলে তো অবশ্যই বিভিন্ন কাজের টিউটোরিয়াল বা প্রজেক্ট ভিডিও ক্যাপচার করা ও পাঠাতে লাগেই।

এছাড়াও আপনার নিজের দৈনন্দিন জীবনেও বিভিন্ন উদ্দেশ্যে একটি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার প্রয়োজন হতে পারে।

তবে আপনার উদ্দেশ্য বা প্রয়োজন যাই হোকনা কেন ইন্টারনেটে আপনি অনেক ফ্রি ও পেইড স্ক্রিন রেকর্ডার পেয়ে যাবেন।

আর আজকে আমরা এরকমই সেরা ৫টি ফ্রি কম্পিউটার স্ক্রিন রেকর্ডার (free screen recorder for pc) সম্পর্কে জানবো।

যাদের সাহায্যে আপনি আপনার কম্পিউটার স্ক্রিনের মধ্যে আসা সমস্ত কিছু ক্যাপচার বা রেকর্ড করে নিতে পারবেন।

তা সেকোনো সাধারণ ডিসপ্লে ক্যাপচার হোক বা আপনার গেমপ্লে আপনি যেকোনো জিনিস রেকর্ড করতে পারবেন।

অবশ্যই পড়ুন: ৭টি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার for android

৫টি ফ্রি কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার বা রেকর্ডার

নিচের উল্লেখিত ৫টি সফটওয়্যারই আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন এবং এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না।

আর ডাউনলোড, ইনস্টল এবং ব্যাবহারেও প্রতিটি সফটওয়্যার খুবই সহজ ফলে আপনার পূর্ব অভিজ্ঞতা থাকার প্রয়োজন নাই।

তো আর বেশি সময় ব্যয় না করে চলুন আমরা দেখেনি সেই ৫টি সফটওয়্যারের নাম কি এবং সেখানে কি কি ফিচারস পাবেন।

১. OBS – Open Broadcaster Software

OBS ওপেন সোর্স কম্পিউটার স্ক্রিন রেকর্ডার এবং স্ট্রিমিং সফটওয়্যার (free screen recording software for pc)
Photo by OBS – open broadcaster software

আমাদের লিস্টের প্রথম স্ক্রিন রেকর্ডারটির নাম হল OBS যেটি একটি ওপেন সোর্স সফটওয়্যার অর্থাৎ সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার।

OBS থেকে আপনি যে শুধু স্ক্রিন রেকর্ড করতে পারবেন তা না আপনি অনলাইন স্ট্রিমিংয়ের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।

আর যেখানে কোনো ফ্রি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যারের কথা আসছে যেখানে কোয়ালিটি এবং ফিচার্সের দিক থেকে OBS সর্বশ্রেষ্ঠ।

আপনি নির্দিষ্ট কোনো সময়ের দৈর্ঘের সীমাবদ্ধতা ছাড়াই হাই কোয়ালিটি স্ক্রিন রেকর্ড অথবা স্ট্রিমিং করতে পারবেন।

তবে ওবিএস সেটআপ এবং ব্যবহার করতে হয়তো আপনার একটু অসুবিধা হতে পারে কারণ এর সেটিংস কিছুটা জটিল।

কিন্তু আপনি ইন্টারনেটে একটু রিসার্চ অথবা ইউটিউব ভিডিও থেকে খুব সহজেই এই সমস্যারও সমাধান বের করে নিতে পারবেন।

OBS এর মধ্যে যেসমস্ত ফিচারস বা বৈশিষ্ট্যগুলি পাবেন:

  • হাই কোয়ালিটি HD রেকর্ডিং এবং স্ট্রিমিং
  • ইন্টারনাল এবং এক্সটার্নাল মাইক্রোফোন সাউন্ড রেকর্ডিং
  • আনলিমিটেড রেকর্ডিং এবং স্ট্রিমিং কোনো ওয়াটারমার্ক ছাড়াই
  • ওয়েবক্যাম ব্যবহার
  • সম্পূর্ণ ভাবে অ্যাড ফ্রি

২. Free Cam

free cam হল ফ্রি কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার
Photo by Free Cam – Free screen recorder

Free Cam খুবই সাধারণ এবং সহজ একটি ফ্রি স্ক্রিন রেকর্ডার এবং যার মধ্যেই আপনি ভিডিও ও অডিও এডিটর পেয়ে যাচ্ছেন।

যার ফলে আপনি সহজেই ভিডিওর অপ্রয়োজনী পার্টস ডিলিট এবং অডিও নয়েস ক্লিয়ার ও একুয়ালাইজ করতে পারবেন।

Free Cam একটি ফ্রি সফটওয়্যার হওয়ার সত্বেও আপনি অ্যাড ফ্রি ও কোনো টাইম লিমিট ছাড়াই স্ক্রিন রেকর্ড করতে পারেন।

আর এর আকর্ষণীয় ও ইউসার ফ্রেন্ডলি ইন্টারফেস আপনাকে কোনো প্রফেশনাল স্ক্রিনকাস্ট সফটওয়্যারের মতোই অভিজ্ঞতা দেয়।

Free cam এর মধ্যে যে বৈশিষ্ট্য বা ফীচারস গুলি পাবেন:

  • হাই কোয়ালিটি রিসোলিউশন
  • কোনো টাইম লিমিট, ওয়াটারমার্ক এবং অ্যাড ছাড়া স্ক্রিন রেকর্ডিং
  • মাইক্রোফোন এবং কম্পিউটার সাউন্ড রেকর্ডিং
  • ইনবিল্ড ভিডিও এবং অডিও এডিটর
  • ভিডিও শুধুমাত্র WMV ফাইল ফরম্যাটেই সেভ করতে পারবেন

অবশ্যই পড়ুন: নতুন ইউটিউবারদের জন্য জরুরি ৯টি ফ্রি অনলাইন টুল

৩. Apowersoft – Free Online Screen Recorder

ফ্রি অনলাইন ব্রাউজের বেসড স্ক্রিন রেকর্ডার (free online screen recorder)
Photo by Apowersoft

আমাদের তৃতীয় সফটওয়্যারটি হল Apowersoft, এবং এটি একটি ব্রাউসার বেসড ফ্রি অনলাইন কম্পিউটার স্ক্রিন রেকর্ডার

এই স্ক্রিন রেকর্ডারটি গেম রেকর্ড করার জন্যে উপযুক্ত না হলেও প্রেজেনটেশন এবং টিউটোরিয়াল ভিডিও তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সেরা।

আপনাকে প্রথমে Apowersoft ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে এর লঞ্চার এপ্লিকেশনটি ডাউনলোড ও ইনস্টল করে নিতে হবে।

এবং ইনস্টল হয়ে যাওয়ার পর ওই ব্রাউজারের মধ্যেই “Start recording” বাটন দেখতে পাবেন ওখানে ক্লিক করতে হবে।

“Start recording” ক্লিক করার পরেই আপনার সামনে স্ক্রিন রেকর্ডিংয়ের কন্ট্রোল চলে আসবে এবং সেখান থেকে আপনি,

সহজেই আপনার প্রয়োজন মতো স্ক্রিন রিসোলিউশন, মাইক্রোফোন এবং ওয়েবক্যাম নির্বাচন ও সেটআপ করে রেকর্ডিং শুরু করতে পারবেন।

Apowersoft এর ফিচারস বা বৈশিষ্ট্য:

  • হাই কোয়ালিটি রেকর্ডিং
  • ওয়াটারমার্ক এবং টাইম লিমিট ছাড়া স্ক্রিন রেকর্ডিং
  • মাইক্রোফোন এবং কম্পিউটার সাউন্ড রেকর্ডিং
  • ওয়েবক্যাম রেকর্ড
  • বিভিন্ন ফাইল ফরম্যাটে ভিডিও এক্সপোর্ট করার সুযোগ
  • গেম রেকর্ডিং করার ক্ষেত্রে উপযুক্ত না

৪. FlashBack Express

Flashback express free screen recorder
Photo by Flashback express

আপনি যদি OBS Studio এর মতোই একটি ফ্রি এবং পাওয়ারফুল বিকল্প স্ক্রিন রেকর্ডার চান তাহলে Flashback Express ব্যবহার করতে পারেন।

এর আপনি দুটি ভার্সন পাবেন একটি ফ্রি এবং প্রিমিয়াম বা পেইড ভার্সন তবে আমরা এখানে ফ্রি ভার্সন নিয়েই কথা বলবো।

আপনি Flashback Express এর ফ্রি ভার্সন ব্যবহার করলেও এখানে ভিডিওতে কোনো ওয়াটারমার্ক ও টাইম লিমিট পাবেন না।

এটি ব্যাবহারের দিক থেকেও এতটাই সহজ যে এর আগে কোনো স্ক্রিন রেকর্ডার ব্যবহার না করলেও আপনি এটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন।

Flashback Express এর বৈশিষ্ট্যগুলি হল:

  • ইউসার ফ্রেন্ডলি ইন্টারফেস অর্থাৎ ব্যবহারে সহজ
  • স্ক্রিন এবং সাউন্ড রেকর্ডিং
  • মাইক্রোফোন রেকর্ডিং
  • ওয়েবক্যাম ক্যাপচার
  • সময় লিমিট ও ওয়াটারমার্ক নেই
  • MP4, AVI, WMV ফরম্যাটে ফাইল সেভ করতে পারবেন

অবশ্যই পড়ুন: ৭টি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার PC ইউসারদের জন্য

৫. CamStudio

camstudio ফ্রি ডেস্কটপ রেকর্ডার সফটওয়্যার
Photo by CamStudio

CamStudio একটি লাইট ওয়েট এবং ওপেন সোর্স কম্পিউটার স্ক্রিন রেকর্ডার (Open source screen recorder for PC)

আপনি যদি একটি ছোট, হালকা এবং কম ফিচারস যুক্ত ফ্রি স্ক্রিন রেকর্ডার চান যা কখনও কখনও ব্যবহার করবেন তাহলে এটি আদর্শ টুল।

তবে CamStudio এর ইন্টারফেস এবং ব্যবহারের দিক থেকে সহজ হলেও এর মধ্যে অনেক ফিচার্সের ঘাটতি আপনি দেখতে পাবেন।

CamStudio এর বৈশিষ্ট্যগুলি হল:

  • হালকা সফটওয়্যার এবং সাধারণ ইন্টারফেস
  • কোনো টাইম লিমিট এবং ওয়াটারমার্ক নেই
  • ছোট ভিডিও সাইজ
  • ছোটো খাটো ভিডিও এবং কখনও কখনও ব্যবহারের ক্ষেত্রে উপযোগী
  • মাইক্রোফোন এবং কম্পিউটার সাউন্ড রেকর্ডিং
  • ভিডিওতে Annotations যুক্ত করতে পারবেন

অবশ্যই পড়ুন: সেরা ৫টি অনলাইন ফটো এডিটর ২০২০

আমাদের শেষকথা:

ইন্টারনেটে আপনি এরকম আরো বিভিন্ন স্ক্রিন রেকর্ডিং বা ক্যাপচার সফটওয়্যার পেয়ে যাবেন তবে তাদের মধ্যে বেশিরভাগিই পেইড।

কিন্তু আপনি যদি সম্পূর্ণ ফ্রি কম্পিউটার স্ক্রিন রেকর্ডার (free screen recorder for pc) চান তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী ওপরের যেকোনো একটি ব্যবহার করতে পারেন।

আসা করছি আপনাদের এই আর্টিকেলটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তো অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না।