কম্পিউটার সিস্টেম কি ? কম্পিউটারের কয়টি অংশ ও কি কি?

কম্পিউটার সম্পর্কিত আজকে আরো একটি পোস্ট আমরা পড়বো। আজকে আমরা কম্পিউটার সিস্টেমের পরিচিতি ও ব্যবহার সম্পর্কে জানবো।

আমরা জানবো যে কম্পিউটার সিস্টেম কি বা কাকে বলে ? আর কম্পিউটারের উপাদান বা অংশ কয়টি বা কি কি ?

ফলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়ে যাবে যে একটি কম্পিউটার এর কাজ করার জন্য কি কি যন্ত্রাংশ বা হার্ডওয়্যার এর প্রয়জন হতে পারে।

তাহলে আর বেশি সময় ব্যয় না করে চলুন আমরা জেনেনি কম্পিউটার সিস্টেম এর উপাদান গুলি ঠিক ঠিক কি কি ?

কম্পিউটার সিস্টেম কি ? (What is Computer System?)

Computer System কে শুধু কম্পিউটার কি এর সাথে গুলিয়ে ফেলবেন না। যদিও জিনিসটি এক হলেও বিষয়টি এখানে কিছুটা আলাদা।

একটি কম্পুউটারের সমস্ত উপাদান সমূহের সমন্ধয়কে বলা হয় কম্পিউটার সিস্টেম। অর্থাৎ একটি কম্পিউটারকে

সঠিক কাজ করার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ন অংশ বা উপাদানের প্রয়োজন হয় তাদের সমষ্টিকে কম্পিউটার সিস্টেম বলা হয়।

এই কম্পিউটার এর মধ্যে বিভিন্ন অংশ থাকে যেরকম প্রসেসিং ইউনিট বা CPU, মেমরি, স্টোরেজ এবং ইনপুট ও আউটপুট ডিভাইস।

নিচে তাহলে চলুন আমরা জেনেনি কম্পিউটারের মূল অংশ কয়টি থাকে ?

অবশ্যই পড়ুন: ৫টি সেরা বাজেট গেমিং ল্যাপটপ (Gaming Laptop Under 55K)

কম্পিউটার সিস্টেমের কয়টি অংশ বা প্রধান উপাদান গুলি কি কি ?

কম্পিউটারের সিস্টেম এর প্রধান অংশ কি কি

যেরকমটি ওপরে বলেছি যে একটি কম্পিউটারের বিভিন্ন অংশ থাকে আর কম্পিউটার দ্বারা কোন কাজ সম্পাদন করার জন্য

যে সমস্ত উপাদান গুলি আবশ্যিক ভাবে প্রয়জন হয় তাদেরকে নিয়েই কম্পিউটার সিস্টেম হয়ে থাকে। আর এই সমস্ত

উপাদান গুলি নিয়ে অনেকে কম্পিউটার সিস্টেমকে তিনটি ও চারটি আবার অনেকে ৫টি বা আরো বেশি অংশে কম্পিউটার সিস্টেমেকে ভাগ করে থাকে।

তবে আমার মতে কম্পিউটারের প্রধান চারটি অংশ হয়ে থাকে। আর তার মধ্যে সমস্ত উপাদান উপস্থিত থাকে।

নিচে চলুন কম্পিউটার সিস্টেম এর মূল অংশের নাম গুলি কি আমরা জেনেনি আর তাদের কাজ।

১. প্রসেসিং ইউনিট বা CPU :

প্রসেসিং ইউনিট বা CPU এর পুরো অর্থ হল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটি হল কম্পিউটার সিস্টেম এর মাথা এবং

এই প্রসেসিং ইউনিটই কোন কাজ করার জন্য যে নির্দেশ দেওয়া হয় তার পক্রিয়া শুরু ও সম্পাদন করতে সাহায্য করে।

সিপিইউ আবার দুটি মূল উপাদান দ্বারা গঠিত। একটি হল Control unit এবং অপরটি হল ALU বা Arithmetic logic unit.

Control unit বা CU এর দায়িত্ব হয় আমাদের বা ইউসার এর দেওয়া কোন নির্দেশ মেমরি ইউনিট থেকে নিয়ে আসা এবং তা ডিকোডিং করে কার্যকর করা।

এর পাশাপাশি CPU ও কম্পিউটার সিস্টেম এর অন্যান্য উপাদান গুলির মধ্যে তথ্য প্রবাহ পাঠানো বা পরিচালনাও এই Control unit করে থাকে।

অন্য দিকে ALU কম্পিউটার সিস্টেমে পাঠানো গাণিতিক এবং যৌক্তিক জটিল ক্রিয়াকলাপ গুলি সম্পাদন করতে সাহায্য করে।

জানুন: কম্পিউটার ভাইরাস কাকে বলে ? কত প্রকার হয়, কাজ এবং লক্ষণ কি ?

২. স্টোরেজ ইউনিট (Storage Unit)

কম্পিউটার সিস্টেম এর আরো একটি গুরুত্বপূর্ন অংশ হল এই স্টোরেজ ইউনিট বা ডিভাইস যেখানে সিস্টেম এর

বিভিন্ন তথ্য জমা বা সংগৃহিত থাকে। এবং প্রয়জন অনুযায়ী কম্পিউটার সিস্টেম যা ব্যবহার করে কার্য সম্পাদন করে ইউসার এর নির্দেশ অনুযায়ী।

আর এই কম্পিউটার স্টোরেজ ইউনিট দুই রকমের হয়ে থাকে। যেমন,

  1. RAM
  2. ROM

১. র্যাম বা Ram

Ram এর পুরো অর্থ হল Random Access Memory এবং এটি একটি volatile memory, অর্থাৎ এখানে অস্থায়ীভাবে বা টেম্পোরারি

ভাবে কম্পিউটার এর তথ্য সংগৃহিত থাকে যতক্ষণ সিস্টেম অন বা চলে। আর সিস্টেম বন্ধ করে দিলে তথ্য আবার মুছে যায়।

রেম থাকার ফলে এটি সিপিইউ কে দ্রুত তথ্য পাঠাতে সাহায্য করে ফলে কম্পিউটার সিস্টেম দ্রুত কোন কাজ সম্পাদন করতে পারে।

২. রোম বা ROM

ROM এর পুরো অর্থ হল Read Only Memory আর এটি Non-volatile memory মানে র্যাম এর ঠিক উল্টো হয়ে থাকে।

অর্থাৎ এখানে থাকা ডাটা বা তথ্য দীর্ঘস্থায়ী ভাবে সঞ্চিত থাকে এবং সিস্টেম বন্ধ করে দেওয়ার পরেও মুছে যায় না বা হারিয়ে যায়না।

রোম এর কিছু উদাহরণ হল HDD বা হার্ডডিস্ক, SSD বা সলিড স্টেট ড্রাইভ ইত্যাদি।

আর জানুন: Ram ও Rom কাকে বলে এবং রেম ও রম এর মধ্যে পার্থক্য কি ?

৩. ইনপুট ডিভাইস বা Input Device

ইনপুট ডিভাইস হল সেগুলি যার বা যাদের দ্বারা আমরা কম্পিউটার সিস্টেমে এর মধ্যে কোনো তথ্য বা নির্দেশ পাঠাই।

উদাহরণ দিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। ইনপুট ডিভাইস গুলি হল কীবোর্ড, মাউস, মাইক্রোফোন জয়স্টিক ইত্যাদি।

তো এই উপাদান গুলির সাহায্যে আমরা কম্পিউটার সিস্টেমকে কোন তথ্য বা নির্দেশ পাঠাই আর তা মেমোরির মধ্যে

সংরক্ষিত হয় এবং সেখান থেকে প্রসেসিং ইউনিট বা সিপিইউ সেই তথ্য বা নির্দেশ গ্রহণ করে তা প্রক্রিয়া করে কাজ সম্পাদন করে।

আরো পড়ুন: HDD বা হার্ড ডিস্ক কাকে বলে? হার্ড ড্রাইভ এর বৈশিষ্ট্য, কাজ ও প্রকার কি?

৪. আউটপুট ডিভাইস বা Output Device

Output device গুলি হল সেগুলি যাদের সাহায্যে আমরা কম্পিউটার দ্বারা সংঘটিত কোন কাজের ফলাফল বা তথ্য দেখতে শুনতে পারি।

অর্থাৎ যখন ইনপুট ডিভাইস বা ইউনিট দ্বারা কম্পিউটার সিস্টেম বা প্রসেসিং ইউনিটকে কোনো কাজ করতে তথ্য পাঠানো হয়,

এবং প্রসেসিং ইউনিট বা সিপিইউ সেই তথ্য প্রসেস করে তার অন্তিম ফল দেয়, তা জানার জন্য যে ডিভাইস গুলি হয় তাদের আউটপুট ডিভাইস বলে।

Output Device এর উদাহরণ গুলি বললে ভালো ভাবে বুঝতে পারবেন। যেমন স্পিকার, ডিসপ্লে বা মনিটর, প্রিন্টার ইত্যাদি।

অবশ্যই পড়ুন: ল্যাপটপ বা কম্পিউটারে ওয়াইফাই সংযোগ করার উপায়

আমাদের শেষ কথা,

তাহলে আপনারা জেনে গেলেন যে কম্পিউটার সিস্টেম কি ? আশা করছি সহজ ভাবে আপনাদের সামনে তা উপস্থাপন করতেপেরেছি।

এবং কম্পিউটারের প্রধান অংশ কি কি হয় এবং সেই সমস্ত উপাদান গুলি কিভাবে কাজ করে সেই সম্পর্কেও সংক্ষেপে বোঝাতে পেরেছি।

তো আপনাদের যদি এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে এখনই তাদের সাথেও শেয়ার করুন যারা এই বিষয়ে জানতে চায়।

এবং এরকম আরো পোস্ট বা আপডেটস গ্রহণ করার জন্য অবশ্যই আমাদের সাইট ভিসিট করতে থাকুন।

আর যদি এই পোস্ট সংক্রান্ত কোন মতামত বা প্রশ্ন জিজ্ঞাসা করতে চান তাহলে কমেন্ট করে নিচে জানাতে পারেন।