Python ও Java প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ?পাইথন এবং জাভা এর মধ্যে পার্থক্য

চলুন জেনেনি পাইথন এবং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং Python ও Java এর মধ্যে কি কি পার্থক্য আছে।

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলির মধ্যে পাইথন ও জাভা হল সব থেকে জনপ্রিয় এবং ব্যবহারে সহজ আরএর জন্য সমস্ত টেকনোলজি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়।

যদিও এই দুটি programming language এর মধ্যেই কিছু ভালো আর কিছু দুর্বল দিক আছে তাই এদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য

গুলি ভালো ভাবে জানলে আপনি সহজেই বুঝে বা বেছে নিতে পারবেন আপনার জন্য কোন প্রোগ্রামিং ভাষাটি সঠিক বা গুরুত্বপূর্ণ হবে।

তবে আর সময় ব্যয় না করে চলুন আমরা এবার সবার প্রথমে দেখেনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বা কাকে বলা হয়?

জাভা ও পাইথন প্রোগ্রামিং কি ও পার্থক্য
Python ও Java প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ?

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ? ( What is Programming Language? )

Programming language বা প্রোগ্রামিং ভাষা হল কিছু নির্দিষ্ট নির্দেশাবলীর একটি সেট যা আমরা কম্পিউটারকে দিয়ে থাকি কোন নির্দেশিত কাজ সম্পাদন করার জন্য।

যদি খুব সহজ ভাবে বলি তো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হল কম্পিউটারের ভাষা যা কম্পিউটার এর সাথে কথা বলার জন্য আমরা ব্যবহার করি।

মানুষ ও কম্পিউটারের মধ্যে এটি একটি যোগাযোগ এর মাধ্যম। এবং প্রোগ্রামিং ভাষার দ্বারাই কম্পিউটার কিছু নির্দিষ্ট কাজ করতে পারে।

একজন ইউসার কম্পিউটারে নির্দিষ্ট কোনো কাজ করানোর জন্য এই ভাষা দ্বারা নির্দিষ্ট কমান্ড ব্যবহার করে থাকে।

আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকমের আছে যাদের মধ্যে থেকে আমরা নিচে Python ও Java প্রোগ্রামিং সম্পর্কে জানবো।

অবশ্যই পড়ুন: কম্পিউটার সিস্টেম কি ? কম্পিউটারের কয়টি অংশ ও কি কি?

পাইথন প্রোগ্রামিং কি ? ( What is Python? )

Python হল একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা যা ১৯৯১ সালে Guido van Rossum দ্বারা প্রথম প্রকাশিত করা হয়। এটি একটি interpreted language

বা যার অর্থ পাইথন হলো একটি বস্তু ভিত্তিক, ব্যাখ্যা করা এবং গতিশীল শব্দার্থবিদ্যা মূলক কোডিং ল্যাঙ্গুয়েজ বা ভাষা।

এটি নতুন এবং অভিজ্ঞ উভয়ের জন্যই জনপ্রিয় ও উপযোগী কারণ এটি কোডিং ভাষা গুলির মধ্যে একটি সহজ বা সরল,

সুপাঠ্যতা এবং সহজে ব্যবহার বা গ্রহণ যোগ্যতা হয়ে থাকে। আপনি কি জানেন পাইথন প্রোগ্রামিং বেশিরভাগ কম্পিউটার অপারেটিং সিস্টেম এর জন্য ব্যবহার করা হয়।

এছাড়াও ওয়েব ও সফটওয়্যার ডেভোলপেন্ট, মেশিন লার্নিং, ডেটা সাইন্স এবং স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে python বেশি ব্যবহার করা হয়।

আরো জানুন: HDD বা হার্ড ডিস্ক কাকে বলে? হার্ড ড্রাইভ এর বৈশিষ্ট্য, কাজ ও প্রকার কি?

জাভা কি ? ( What is Java ? )

Java বা জাভা একটি উচ্ছ স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটি হল object-oriented programming language

অর্থাৎ উদ্দেশ্য-ভিক্তিক বা বস্তু-অভিমুখী ভাষা যা Sun Microsystems নামক একটি টেকনোলজি কোম্পানি দ্বারা তৈরি ও ১৯৯৫ সালে প্রকাশিত করা হয়।

যদিও বর্তমানে জাভা প্রোগ্রামিং ভাষাটি Oracle Corporation এর মালিকানাধীন। জাভা এর ক্ষেত্রে একটি কথা ব্যবহার করা হয় যে,

“write once, run anywhere” অর্থাৎ জাভায় লেখা কোডগুলি আপনি যে কোনো প্লাটফর্মে চালাতে পারবেন যেখানে জাভা ভার্চুয়াল মেশিন সাপোর্ট করে।

এন্টারপ্রাইস সফটওয়্যার ডেভলাপমেন্ট কোম্পানি গুলির মধ্যে জাভা ব্যাপক ভাবে জনপ্রিয় এবং বহুলব্যবহিত একটি প্রোগ্রামিং ভাষা,

যা বিশেষত ব্যাঙ্কিং সেক্টর, ইন্সুরেন্স এবং হেলথকেয়ার এর মধ্যে ব্যবহার করা হয়। এছাড়াও সাধারণত এটি এন্ড্রোয়েড এপ্লিকেশন,

ওয়েব বেসড এপ্লিকেশন ও সায়েন্টিফিক কম্পিউটার এপ্লিকেশন নির্মাণ ও বিকাশে এর জন্য ব্যবহার করা হয়।

চলুন এবার আমরা জেনেনি পাইথন এবং জাভা এর মধ্যে পার্থক্য গুলি কি কি হয়ে থাকে।

আরো পড়ুন: কম্পিউটার ভাইরাস কাকে বলে ? কত প্রকার হয়, কাজ এবং লক্ষণ কি ?

পাইথন এবং জাভা এর মধ্যে পার্থক্য ( Differences between Python and Java )

Python (পাইথন)Java (জাভা)
পাইথন একটি Interpreted ভাষাজাভা হল Compiled ভাষা
এটি Dynamically বা গতিশীল ভাবে লেখা হয়েছে আর Statically বা স্থির ভাবে
পাইথন শেখা ও ব্যবহার করা সহজজাভা তুলনামূলক কঠিন
Scripting and rapid development এর জন্য উপযোগীLarge-scale enterprise applications তৈরিতে বেশি উপযোগী
কোড পঠনযোগ্যতার ওপর বেশি গুরুত্ব দেয়কর্মক্ষমতা উপর দৃঢ় গুরুত্ব দেয়
এটি ইন্ডেন্টেশন-ভিত্তিক সিনট্যাক্সজাভা কারলি বন্ধনী-ভিত্তিক সিনট্যাক্স
পাইথন এর কোড সম্পাদন গতি ধীর হয় জাভা এর কোড সম্পাদন অনেক দ্রুত হয়
একই কাজ করানোর ক্ষেত্রে কম কোড লাইন এর প্রয়জনআর ওই একই কাজ করানোর জন্য এখানে অধিক কোড লাইন প্রয়জন হয়
Data analysis and scientific computing এর জন্য বেশি ব্যবহার করা হয়Data analysis আর scientific computing এর জন্য উপযুক্ত নয়

জানুন : HDD ও SSD কি এবং এদের মধ্যে পার্থক্য ?

আমাদের শেষ কথা,

আশা করছি আপনারা এখন জানতে পেরেছেন যে পাইথন ও জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বা কাকে বলা হয়।

তার সাথে আমরা এও জানলাম যে এই Java এবং Python এর মধ্যে কি কি পার্থক্য আছে এদের ব্যবহার করে কি কি করা যায় ইত্যাদি।

যদিও এই পোস্টিতে এদের নিয়ে খুবই সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করা হয়েছে। তবে আশা করছি আপনারা কিছুটা হলে উপকৃত হবেন।

আর যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে বাকিদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করতে ভুলবেন না।

1 thought on “Python ও Java প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ?পাইথন এবং জাভা এর মধ্যে পার্থক্য”

Comments are closed.