HDD বা হার্ড ডিস্ক কাকে বলে? হার্ড ড্রাইভ এর বৈশিষ্ট্য, কাজ ও প্রকার কি?

হার্ড ডিস্ক বা হার্ড ডিস্ক ড্রাইভ (HDD) হল কম্পিউটার এর একটি অত্যাবশকীয় হার্ডওয়ার তাই আজ আমরা জানবো Hard Disk কি বা হার্ড ডিস্ক কাকে বলে।

তার সাথে এও জানবো যে এইচডিডি বা HDD এর বৈশিষ্ট্য কী, কিভাবে কাজ করে, কত প্রকার এর হয় এবং এর সুবিধা ও অসুবিধা।

তো আপনি যদি হার্ড ডিস্ক ড্রাইভ সম্পর্কে এই সমস্ত বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

What is HDD এন্ড Hard Disk এর কাজ, বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা
হার্ড ডিস্ক কি? Hard Disk এর কাজ, বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা

হার্ড ডিস্ক কি বা কাকে বলে? (What is Hard Disk?)

তো, হার্ডডিস্ক কম্পিউটারের কি বলা হয়?

Hard Disk হল একটি ইলেক্ট্রো মেকানিক্যাল স্টোরেজ ডিভাইস যা ডিজিটাল ডেটা স্টোর ও আবার পুনরূদ্ধার এর কাজে ব্যবহার করা হয়।

এটি একটি কম্পিউটার এর গুরুত্বপূর্ণ ইন্টারনাল হার্ডওয়্যার যা কম্পিউটার পরিচালনা করার ক্ষেত্রে এবং ডেটা সংরক্ষণ ও ব্যবহার করার জন্য প্রয়োজন হয়।

HDD বা Hard Disk এর পুরো শব্দ হলো Hard Disk Drive (হার্ড ডিস্ক ড্রাইভ) এবং এটি একটি non-volatile data storage device.

নন-ভোলাটাইল বলতে বোঝায় যে যেখান থেকে ডেটা সহজেই স্টোর করা যায় আবার নেওয়া যায় এবং যার জন্য

ইলেক্ট্রিক্যাল পাওয়ার এর ওপর নির্ভর করেনা। মানে পাওয়ার অফ করে দিলে এই স্টোরেজ এর ডেটা মুছে যায় না। যেরকমটি Ram এর ক্ষেত্রে হয়ে থাকে।

আরো সহজ ভাবে বললে হার্ড ড্রাইভ একটি পার্মানেন্ট স্টোরেজ ডিভাইস যেখান থেকে ডেটা মুছে যায়না যদি না

হার্ড ডিস্ক খারাপ হয়ে যায় বা আমরা নিজে থেকে স্টোর করে রাখা ডেটা ডিলেট বা মুছে দিচ্ছি।

অবশ্যই পড়ুন: HDD ও SSD কি এবং এদের মধ্যে পার্থক্য ?

HDD এর প্রকার (Types of HDD)

Hard Diks Drive আবার বিভিন্ন রকমের হয়ে থাকে। যদি একদম শুরু থেকে ধরা হয় সেই ক্ষেত্রে চার রকমের হয়।

এবং যদি এখন প্রচলিত ও ব্যবহৃত হয় সেই দিক থেকে দুই রকমের বা প্রকারের হার্ড ড্রাইভ হয়ে থাকে।

  1. PATA – Parallel Advanced Technology Attachment
  2. SATA – Serial Advanced Technology Attachment
  3. SCSI – Small Computer System Interface
  4. SSD – Solid State Drive

অনেকে যে আবার হার্ড ডিস্ক কে দুই প্রকার এর বলে থাকে তা হলো শুধু HDD ও SSD .

হার্ডডিস্ক এর বৈশিষ্ট্য (Features of HDD or Hard Disk Drive)

  • হার্ড ডিস্ক হল একটি Non-volatile ডিজিটাল স্টোরেজ ডিভাইস
  • HDD বিভিন্ন রকমের হয়ে থাকে
  • এটি একটি ইলেক্ট্রো মেকানিক্যাল ডিভাইস যার মধ্যে স্পিনিং প্লাটার ও অন্যান্য মেকানিক্যাল যন্ত্রাদি আছে
  • হার্ড ডিস্ক এর মধ্যে ডাটা মেগনিটিক্যালি রিড ও রাইট হয়ে থাকে যেখানে সর্বদা একটি ডিস্ক ঘুরতে থাকে এবং তার ওপরে একটি আর্ম সংযুক্ত থাকে
  • হার্ড ডিস্ক এর ক্যাপাসিটি বা স্টোরেজ ক্ষমতা বেশি ও ভিন্ন ভিন্ন হয়ে থাকে
  • হার্ড ডিস্ক একটি প্রাইমারি ডেটা স্টোরিং ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়ে থাকে

জানুন: গ্রাফিক্স কার্ড কি? Graphics Card এর কাজ ও প্রকার

হার্ড ড্রাইভ এর কাজ কি ও কিভাবে কাজ করে? ( Works and Function of HDD)

ওপরের আলোচনা থেকে বুছেই গেছেন যে হার্ড ডিস্ক এর প্রধান কাজ হলো ডিজিটাল ডাটা স্টোর করা ও তা ব্যবহার ও পুনরুদ্ধার করা।

কম্পিউটার হার্ড ডিস্ক আমরা ব্যবহার করে থাকি কম্পিউটার অপারেটিং সিস্টেম এর জন্য এবং কম্পিউটার এর বিভিন্ন ফাইলস যেরকম,

ডকুমেন্টস, ইমেজ, মিউজিক ও ভিডিও ইত্যাদি আরো বিভিন্ন রকমের ফাইল স্টোর করে রাখার জন্য ও ব্যবহার করার জন্য।

আর যদি বলেন যে Hard Disk কিভাবে কাজ করে? সেই ক্ষেত্রে বলবো যে, হার্ড ডিস্ক এর ভেতরে গোলাকার ডিস্ক প্লেটারস বা চাকতি রয়েছে

আর যেটি একটি স্পিন্ডেল নামক যন্ত্রের সাথে সীল বা এসেম্বেল করা থাকে। এবং তার সাথে একটি ইলেক্ট্রনিক মোটর আছে

যা ডিস্ক প্লেটারসকে ঘোড়ায় বা ঘুরতে সাহায্য করে এবং ওপর দিক থেকে একটি রিড ও রাইট মেগনেটিক হেড বা আর্ম আছে

যা ডিস্ক প্লেটারস এর ওপর থেকে যুক্ত আর এর দ্বারাই ইনফরমেশন রেকর্ড হয়ে থাকে।

হার্ড ডিস্ক ড্রাইভ (HDD) এর সুবিধা ও অসুবিধা (Pros and Cons of Hard Disk)

সুবিধা (Pros.):

  • হার্ড ডিস্ক এর স্টোরেজ ক্যাপাসিটি বেশি হয়ে থাকে
  • হার্ড ডিস্ক একটি Non-Volatile ডিজিটাল স্টোরেজ ডিভাইস
  • হার্ড ড্রাইভ এর দাম বা প্রাইস কম হয়
  • HDD সাধারণত অনেক দিন ব্যবহার করা যায় বা দীর্ঘায়ু হয়ে থাকে
  • মার্কেটে হার্ড ড্রাইভ এর উপলব্ধতাও অনেক বেশি

অসুবিধা (Cons.)

  • হার্ড ডিস্ক এর স্পিড SSD এর তুলনায় স্লো বা ধীর
  • HDD এর পাওয়ার বা বিদ্যুৎ কনসাম্পশন বেশি হয়
  • যেহেতু হার্ড ডিস্ক এর মধ্যে বিভিন্ন মেকানিকাল পার্টস থাকে সেই ক্ষেত্রে Error বা Failure দেখা যায়

আরো জানুন: Ram ও Rom কাকে বলে এবং রেম ও রম এর মধ্যে পার্থক্য কি ?

আমাদের শেষ কথা,

আশা করছি আপনি এখন জানতে পেরেছেন যে হার্ড ডিস্ক বা Hard Disk কি বা কাকে বলে। HDD এর কাজ কি ও কিভাবে কাজ করে।

এছাড়াও আমরা জানলাম হার্ড ড্রাইভ এর বৈশিষ্ট্য এবং সুবিধা ও অসুবিধা গুলি ঠিক কি কি। তো আপনাদের যদি

পোস্টটি থেকে অল্প হলেও সাহায্য হয়ে থাকে তাহলে বাকিদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। আর আপনার কোনো মন্তব্য

থাকলে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। এবং এরকম আরো কম্পিউটার সংক্রান্ত পোস্ট আমাদের সাইটে

উপলব্ধ আছে তা চেক করতে ভুলবেন না। সাথে সাথে এরকম আরো পোস্ট এর জন্য বার বার আমাদের সাইট ভিসিট করুন।

হার্ড ডিস্ক বা Hard Disk কাকে বলে এবং একটি Hard Drive (HDD) এর কাজ কি কিভাবে কাজ করে, হার্ড ড্রাইভ বা এইচডিডি এর বৈশিষ্ট্য আর সুবিধা অসুবিধা