কিভাবে ছবি থেকে পিডিএফ ফাইল তৈরি করবেন – Image to PDF

আজকে আমরা জানবো যে ছবি বা ফটোকে পিডিএফ করার নিয়ম, অর্থাৎ কিভাবে ছবি থেকে পিডিএফ ফাইল করা যায়।

এরকম অনেক সময়ই আমাদের ফোনে বা কম্পিউটারে থাকা ফটোকে PDF ফাইলে পরিবর্তন বা কনভার্ট করার প্রয়োজন পরে।

যেরকম কোন ওয়েবসাইট পোর্টালে যদি ফটো ফরমেট JPG বা PNG সাপোর্ট না করে সেই রকম ক্ষেত্রে, এবং বিশেষ করে যখন স্কুল বা

কলেজ প্রজেক্ট অনলাইন পাঠাতে হলেও তার জন্য প্রজেক্ট এর ফটো তুলে তা এক জায়গায় করে পিডিএফ ফাইল হিসাবে পাঠাতে হয়,

ইত্যাদি ইত্যাদি এরকম আরও বিভিন্ন কারণে আমাদের সবারই প্রায় দরকার পরেই যায়। তাহলে এখন প্রশ্ন হলো যে কিভাবে photo to pdf কনভার্ট করব?

তো বন্ধুরা আজকের এই মডার্ন ইন্টারনেটের যুগে বাকি সমস্ত বিষয় গুলির মতোই এই কাজটিও খুবই সহজে আপনি করতে পারবেন,

আপনার হাতে থাকা মোবাইল অথবা যদি আপনার কম্পিউটার থাকে তা ব্যবহার করে। অর্থ্যাৎ সাইবার ক্যাফেতে যাওয়ার একদমই দরকার নেই।

তাহলে চলুন আমরা নিচে স্টেপ বাই স্টেপ জেনেনি কিভাবে মোবাইল ও কম্পিউটার থেকে ফটোকে পিডিএফ ফাইলে কনভার্ট করা যায়।

আরো পড়ুন: কিভাবে পিডিএফ ফাইল এডিট করা যায়

ছবি থেকে পিডিএফ ফাইল কনভার্ট এর নিয়ম (Convert Image to PDF)

১. মোবাইল থেকে ফটোকে পিডিএফ ফাইল কনভার্ট

ধাপ ১: প্রথমত, প্লে স্টোর থেকে Image to PDF Converter (By Simple Design) এপ্লিকেশনটি ডাউনলোড ও ইনস্টল করেনি।

ছবি থেকে পিডিএফ ফাইল কিভাবে কনভার্ট করবেন

এটি খুবই ছোট এবং হালকা একটি এপ্লিকেশন যা সমস্ত এন্ড্রোয়েড ফোনেই চলে যাবে এবং ছোট হওয়ায় ডাউনলোড ডেটা প্রায় লাগবেনা বললেই চলে।

ধাপ ২: অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল হয়ে যাওয়ার পর তা ওপেন করুন এবং > Select Image এর মধ্যে ক্লিক করে,

ছবি পিডিএফ করার নিয়ম

ফোন গ্যালারি বা স্টোরেজ এর পারমিশন দিয়ে, আপনি যে ছবিটি বা ছবিগুলিকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে চান,

ইমেজ to pdf

তা সিলেক্ট করেনিন এবং তারপর নিচে > Import বাটানে ক্লিক করুন।

ধাপ ৩: ইমপোর্ট ক্লিক করার পর আপনি যেই ফটো বা ফটোগুলি নির্বাচন করেছেন তার একটি প্রিভিউ দেখানো হবে।

প্রথমে তা যাচাই করেনিন সঠিক ফটো গুলি নির্বাচন করা হয়েছে কিনা এবং তারপর নিচে > Convert To PDF এর মধ্যে ক্লিক করুন।

ছবি থেকে পিডিফ কনভার্ট

ধাপ ৪: এরপর আপনাকে পিডফ বা PDF ফাইল এর নাম ও অন্যান্য বিষয়গুলি সেটআপ করার বেশ কিছু অপশন দেবে

সেগুলি আপনার প্রয়জন মত করে নিয়ে নিচে ডানদিকে > Convert বাটানে ক্লিক করুন।

দেখবেন কিছু সময়ের মধ্যেই ছবি থেকে পিডিএফ ফাইল তৈরি হয়ে যাবে, এবং আপনি ওখানেই সেই পিডিএফ ফাইল ওপেন

ও শেয়ার করার অপশন পেয়ে যাবেন।

আরো পড়ুন: কিভাবে ইমেইল কে পিডিএফ ফাইল হিসাবে সেভ করবেন?

২. কম্পিউটার দ্বারা ছবি থেকে পিডিএফ ফাইল করার নিয়ম

কম্পিউটার এর ব্যবহার করে কোন ছবি বা ফটোকে পিডিএফ (PDF) ফাইলে কনভার্ট করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন।

ধাপ ১: প্রথমে আপনার ব্রাউজার থেকে Smallpdf.com ওয়েবসাইটটিতে ভিসিট করুন এবংএবং নিচে JPG to PDF অপশনটিতে ক্লিক করুন।

image to pdf convert website

অবশ্যই বলে রাখবো যে অপসনটি জেপিজি টু পিডিএফ দেখালেও আপনি png ফটো ফাইলও আপলোড করে তা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন।

ধাপ ২: এরপর > Choose Files ক্লিক করে ফটো বা ফটো গুলি সিলেক্ট করেনিন এবং তারপর ওপরে ডানদিকে > Convert -এ ক্লিক করুন।

how to convert photo to pdf

ধাপ ৩: Convert এর মধ্যে ক্লিক করার কিছু সময়ের মধ্যেই আপনার ফটোগুলি একটি পিডিএফ ফাইল হিসাবে তৈরি হয়ে যাবে।

যা আপনি ডানদিকের ডাউনলোড বাটানে ক্লিক করে নিজের কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করে নিতে পারেন।

আমাদের শেষ কথা,

তো বুচতেই পারলেন যে কত সহজে এবং অল্প সময়ের মধ্যেই নিজের ফোন এবং কম্পিউটার থেকে image to pdf convert করা যায়।

আশা করছি আপনাদের পোস্টটি ভালো লেগেছে, আর যদি তা লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে ও নিজের

মতামত জানতে একদমই ভুলবেন না। আর যদি ছবি বা ফটো থেকে পিডিএফ ফাইল কনভার্ট সংক্রান্ত কোন প্রশ্ন থাকে তাও আমায় কমেন্ট করে জানান।