কিভাবে নিজেই হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করবেন

চলুন আজকে আমরা জেনেনি যে, কিভাবে নিজে আমরা WhatsApp sticker তৈরি করতে পারবো তাও নিজের ফটো দিয়েই।

এই মুহূর্তে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এর জগতে রাজ করছে হোয়াটসঅ্যাপ, আর যার নতুন নতুন আপডেট এর সাথে সাথে

যে সমস্ত নতুন ফিচারস গুলি আসছে তা সত্যিই দারুন। আগে আমরা শুধু টেক্সট এর মাধ্যমেই মনের ভাব প্রকাশ করতে পারতাম।

তবে আজ টেকনোলজির উন্নতির সাথে সাথে টেক্সট ছাড়াও আমরা এমজি, গিফ, ফটো এবং স্টিকারের মাধ্যমেও কথোপ কথন বা ভাব প্রকাশ করছি।

আর এই প্রতিটি ফিচারসই হোয়াটসঅ্যাপ এর মধ্যে বর্তমান আছে। আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি,

সবাই হোয়াটসঅ্যাপ স্টিকার (WhatsApp sticker) সম্পর্কে অবশ্যই পরিচিত, যা সত্যিই মজাদার একটি ফিচারস

নিজের ভাব বা ইমোশনকে মজার এক উপায়ে প্রকাশ করার। আর হোয়াটসঅ্যাপ স্টিকার এর এই জনপ্রিয়তার সাথে সাথে

অনলাইনে বেশ কিছু মজাদার স্টিকারও এসেছে যেরকম এনিমেটেড স্টিকার, ফানি স্টিকার, মিম স্টিকার এবং আরো অন্যান্য।

তো আজকে আমরা এই আর্টিকেলে জানবো যে আপনি নিজে কিভাবে নিজের ফটো বা অন্য কোন ফটোকে হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করবেন।

আরো জানুন: ৭টি ফ্রি অ্যান্ড্রয়েড রিংটোন ডাউনলোড অ্যাপস

যেভাবে হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করা যায়

WhatsApp stickers তৈরির জন্য আজ প্লে স্টোরে এরকম বেশ কিছু হোয়াটসঅ্যাপ স্টিকার মেকার বা স্টিকার তৈরি অ্যাপ

উপলব্ধ আছে , যাদের সাহায্যে খুব সহজে আপনি মজাদার বিভিন্ন ফটোকে স্টিকারে রূপ দিতে পারবেন এবং

সাথে আপনি নিজের ছবি থেকেও স্টিকার বানাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং খুব সহজে আপনার মোবাইল থেকেই।

তো এখানে WhatsApp stickers তৈরি করার জন্য আজকে আমরা যে অ্যাপটি ব্যবহার করবো তার নাম হল Sticker.ly

চলুন আমরা নিচে ধাপে ধাপে জেনেনি নিজের ছবি থেকে অথবা নিজে কিভাবে হোয়াটসঅ্যাপ স্টিকার বানাতে পারবো।

ধাপ ১: প্রথমত, আপনি Google Play Store থেকে Sticker.ly এই WhatsApp sticker maker অ্যাপটি ডাউনলোড করেনিন।

নিজের ছবি বা ফটো কে হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি কিভাবে করবো

ধাপ ২: অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল হয়ে যাওয়ার পর, ওপেন করুন এবং Google অথবা Facebook দ্বারা লগ ইন করেনিন।

ধাপ ৩: এখন আপনি নিচে একটি প্লাস(+) আইকন দেখতে পাবেন, তার মধ্যে ক্লিক করুন। দেখবেন দুটি অপসন পাবেন,

  1. Animated: এটি হল অ্যানিমেশন স্টিকার এর জন্য অর্থাৎ ভিডিও দ্বারা এনিমেটেড স্টিকার তৈরির জন্য এই অপশনটি বেছেনিন।
  2. Regular: আপনি যদি স্টিল ফটো থেকে স্টিকার বানাতে চান সেই ক্ষেত্রে Regular এর মধ্যে ক্লিক করুন।

এই পোস্টের উদ্দেশ্যে আমরা দ্বিতীয় অর্থাৎ Regular অপশনটি নির্বাচন করে এগিয়ে যাবো।

ধাপ ৪: Regular অপশনটি ক্লিক করার পর এখন আপনার সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে, তো আপনি যেই ফটোটিকে

হোয়াটসঅ্যাপ স্টিকার হিসাবে তৈরি করতে চান তা সিলেক্ট করুন।

ধাপ ৫: ফটো সিলেক্ট করার পর আপনি ৩টি টুল বা অপশন পাবেন স্টিকার তৈরি করার ক্ষেত্রে, যেরকম

  1. Auto: এই ক্ষেত্রে অটোমেটিক অ্যাপটি আপনার নির্বাচন করা ফটো থেকে স্টিকার তৈরি করে দেবে।
  2. Manual: এই অপশনটি বাই ডিফল্ট থাকবে অর্থাৎ ম্যানুয়ালি আপনাকে নিজে ফটোটি থেকে স্টিকার কাট করতে হবে।
  3. Crop: আপনি যদি ফটোটি কিছুটা ক্রপ করেই তার স্টিকার তৈরি করতে চান, তাহলে এই অপসনটি নিন।

তো আপনি ওপরের যেকোন একটি টুল বেছেনিয়ে নিজের ফটো থেকে স্টিকারটি কাট করে ওপরে ডানদিকে >> Next ক্লিক করুন।

ধাপ ৬: Next -এ ক্লিক করার পর আপনি আরো বেশ কিছু কাস্টোমাইজেশন টুল পাবেন যা আপনি চাইলে ব্যবহার করতে পারেন।

এবং তারপরও আবার ওপরে > Next আইকনে ক্লিক করে আপনার স্টিকার এর নাম দিয়ে > Save বাটানে ক্লিক করে স্টিকারটি সেভ করেনিন।

ধাপ ৭: স্টিকারটি সেভ হয়ে গেলে আপনি ওখানেই > Add to WhatsApp অপশন পেয়ে যাবেন, যেখানে ক্লিক করে

আপনি নিজের তৈরি স্টিকারগুলি হোয়াটসঅ্যাপে যুক্ত করে সেই স্টিকার বন্ধু অথবা পরিবারের সদস্যদের পাঠাতে পারবেন।

অবশ্যই পড়ুন: সেরা ৬টি মোবাইল ওয়ালপেপার ডাউনলোড করার ওয়েবসাইট

আমাদের শেষ কথা,

তো এই হল উপায় নিজের ছবিকে হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করার, যা আপনিও এখন জেনে গেছেন এবং চাইলে

খুব সহজেই নিজেও এই স্টিকার মেকার দ্বারা এনিমেটেড অথবা রেগুলার স্টিকার বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই।

আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে ফিডব্যাক জানান এবং বন্ধুদের সাথেও শেয়ার করে জানার সুযোগ করেদিন।

2 thoughts on “কিভাবে নিজেই হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করবেন”

  1. খুব সুন্দর একটি ট্রিক আজ আমাদের সঙ্গে শেয়ার করলেন তার জন্য ধন্যবাদ। পরবর্তী আর্টিকেল টা গুগল নিউজে কিভাবে ওয়েব সাইট তুলে ধরতে হয়, এই নিয়ে একটি বিস্তারিত সুন্দর লেখা যদি আমাদের দেন, তাহলে উপকৃত হব।

    1. অবশ্যই চেষ্টা করবো ! ধন্যবাদ আপনার ফিডব্যাক এর জন্য।

Comments are closed.