কিভাবে জিও ফোনে মুভি ডাউনলোড করা যায়

এই আর্টিকেলে আজকে আমরা জানবো যে, কিভাবে Jio phone বা জিও ফোনে মুভি ডাউনলোড (Download movie on jio phone) করা যায় বা করার পদ্ধতি কি।

জিও ফোন সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, কারণ আমার জানি এটি একটি সেরা 4G কীয়-প্যাড বা ফীচার মোবাইল

আর আপনি এই পোস্টটি পড়ছেন তার মানে অবশ্যই আপনার অথবা আপনার পরিচিত কারো একটি জিও মোবাইল আছে।

তো আপনার যদি একটি জিও ফোন থাকে এবং তাতে আপনি ফ্রিতে মুভি বা ভিডিও ডাউনলোড করতে চান তাহলেই এই আর্টিকেল পরে খুব সহজেই তা করতে পারবেন।

আর যেহেতু জিও ফোন এর ইন্টারনেট প্ল্যান আমাদের সাধারণ মোবাইল প্ল্যান এর তুলনায় অনেকেই কম এবং,

জিও ইন্টারনেট অন্য জায়গায় শেয়ারও করা যায়না তাই এই ফোন থেকে মুভি ডাউনলোড আপনি চাইলে করতেই পারেন।

এখানে একটি কথা উল্লেখ না করে পারছি না যে রিলায়েন্স কোম্পানীর এই জিও নেটওয়ার্ক ও জিও ফোন এর উদ্যোগকে সত্যিই বাহবা দেওয়ার মত।

কারণ সত্যি কথা হল এই জিও ফোনের জন্যই সেই সমস্ত মানুষ গুলিও আজ সেমী স্মার্ট ফোন ও ইন্টারনেট ব্যবহার করতে পারছে,

যারা কোনোদিন তা কল্পনাও করতে পারেনি এবং আর্থিক ভাবে হয়তো তারা পেরেও উঠতেন না। তাই জিও কোম্পনীকে অবশ্যই ধন্যবাদ জনাব।

তাহলে চলুন এবার আমরা জেনেনি যে কিভাবে জিও মোবাইলে মুভি ডাউনলোড করা যায় (how to download movies and videos on jio phone)

আরো পড়ুন: ৫টি ফ্রি বাংলা গান ডাউনলোড করার ওয়েবসাইট

যেভাবে জিও ফোনে মুভি ডাউনলোড করতে হয়

ইন্টারনেটে হাজার হাজার মুভি ডাউনলোড ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা জিও মোবাইল ব্রাউজার ব্যবহার করে

সেই সাইট গুলি থেকে মুভি ডাউনলোড করতে পারি। তবে অবশ্যই জানিয়ে রাখবি যে এই সমস্ত সাইট গুলি হয় অবৈধ।

অর্থাৎ এই সমস্ত সাইট গুলি থেকে মুভি ডাউনলোড করা নিষিদ্ধ আর বেশির ভাগ সময়ই এই সাইট গুলি কাজ করে না,

সরকারি ক্ষেত্র থেকে বন্ধ রে দেওয়া হয় এবং এই সাইট গুলিতে মুভির ফাইল অনেকেই বড় হয় এবং ডাউনলোড স্পিড হয় অনেক ধীর।

তাই আমি আপনাদের সব থেকে সহজ উপায় বলবো জিও ফোন দ্বারা মুভি ডাউনলোড করার জন্য, আর তা হল ইউটিউব বা YouTube.

আমি আপনাদের একটি ট্রিক বলব যার দ্বারা আপনি জিও মোবাইল থেকে ইউটিউবে উপলব্ধ যেকোন মুভি ও ভিডিও খুবই দ্রুত ও সহজে ডাউনলোড করতে পারবেন।

তাহলে চলুন জেনেনি কিভাবে তা করবেন।

ধাপ ১: সবার প্রথমে আপনার জিও ফোন এর মোবাইল বা ইন্টারনেট ডাটা অন করুন তারপর ফোন এর ব্রাউজার টি খুলুন।

ফোনের এর ব্রাউজার খুলে গেলে আপনার সামনে Google আসবে, সেখানে YouTube লিখে সার্চ করুন এবং সবার প্রথমে যে

সার্চ রেজাল্টটি আসবে, যা কিনা ইউটিউব ওয়েবসাইটই হবে এখন তার মধ্যে ক্লিক করুন।

ধাপ ২: YouTube বা ইউটিউব ওপেন হয়ে যাওয়ার পর, এখন আপনি যেই মুভি অথবা ভিডিও ডাউনলোড করতে চান

তা এখনো ইউটিউব সার্চ বারে সার্চ করুন এবং সেই ভিডিওটির ওপর ক্লিক করে ভিডিওটি চালু বা প্লে করে নিন।

ধাপ ৩: আপনি এখান থেকেও অনলাইনে মুভিটি দেখতে পারেন তবে যেহেতু আমরা এখানে ডাউনলোড পদ্ধতি জানছি তাই,

ভিডিওর ওপরে ইউআরএল বা URL বারে ক্লিক করে m.youtube.com মধ্যে ডট কম (.Com) এর আগে > “pp” অর্থাৎ m.youtubepp.com করে সার্চ বা ওকে প্রেস করুন।

জিও মোবাইল ফোন থেকে মুভি ও ভিডিও ডাউনলোড করার পদ্ধতি
এভাবে ইউআরএল বাড়ে ডট কম এর আগে “pp” লিখুন।

অবশ্যই পড়ুন: ৬টি ফ্রি ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপস

ধাপ ৪: ডট কম এর আগে “pp” যুক্ত করে সার্চ করলেই দেখবেন আপনার সামনে সেই নির্দিষ্ট মুভি বা ভিডিওটি ডাউনলোড এর জন্য

বিভিন্ন ফাইল সাইজ অনুযায়ী অপশন প্রদান করা হচ্ছে। তো এখন আপনি যেই সাইজ এর মধ্যে ডাউনলোড করতে চান,

তার পাশে Download ক্লিক করুন দেখবেন আপনার সামনে একটি বক্স ওপেন হবে যেখানে কিছুক্ষণ লোডিং হওয়ার পর

আপনার সামনে ফাইনাল ডাউনলোড বাটন চলে আসবে, এখনো যার মধ্যে ক্লিক করে আপনি নিজের জিও ফোনে মুভি ডাউনলোড করতে পারবেন।

আরো পড়ুন: ৭টি ফ্রি অ্যান্ড্রয়েড রিংটোন ডাউনলোড অ্যাপস

আমাদের শেষ কথা,

ছবি সহ ব্যাখ্যা না করতে পারার জন্য দুঃখিত, কারণ জিও মোবাইল এর মধ্যে স্ক্রিনশট এর কোন রকমেরই সুবিধা নেই।

তবে এই আর্টিকেল পরে বুছতে আপনার একদিমই সমস্যা হবে না, কারণ খুবই সহজ এবং স্বল্প পদ্ধতিতে উপায়টি তুলে ধরার চেষ্টা করেছি।

তো আপনাদের যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাকি জিও মোবাইল ব্যবহারকারীদের সাথেও শেয়ার করুন।

আর যদি কোন প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারেন।