চলুন আজকে আমরা দেখেনি কিভাবে আমাদের ফেসবুক এর ডিলেট বা ডিলিট হয়ে যাওয়া পোস্ট রিকোভার করতে পারি।
Facebook আমরা প্রায় প্রত্যেকেই ব্যবহার করি। আর সেখানে নিজেদের মতামত ইত্যাদি শেয়ার বা পোস্ট ইত্যাদিও করে থাকি।
আবার একই ভাবে আমাদের পূর্বে শেয়ার করা কিছু পোস্ট অপছন্দ বা কোনো কারণের জন্য রিমুভ বা ডিলেট করে দি।
তো এরকমই deleted Fcebook posts আপনি যদি আবার আপনার ফসবুক প্রোফাইল এর মধ্যে রিকভার করতে চান,
তাহলে অবশ্যই সম্পূর্ণ পোস্টটি অনুসরণ করুন ধাপে ধাপে একদম সহজ উপায়ে আমরা তা দেখে নেবো কিভাবে করতে হয়।
অবশ্যই পড়ুন:
যেভাবে ডিলেট করে দেওয়া ফেসবুক পোস্ট রিকভার করবেন

অবশ্যই আপনাদের এখানে একটি বিষয় জানিয়ে রাখবো যে আপনি নিজের সেই সমস্ত পোস্ট গুলিই রিকভার করতে পারবেন,
যা ডিলেট করার পর ৩০ দিন অতিক্রান্ত হয়ে যায়নি। কারণ ফেসবুক এর এটি নিয়ম আপনি শুধু ৩০ দিনের মধ্যেই
নিজের ডিলেট করে দেওয়া পোস্টগুলি আবার রিস্টোর বা রিকভার করতে পারবেন। আর যদি সেই সময়সীমার অধিক হয়ে যায় সেই ক্ষেত্রে পারবেন না।
জানুন: ফেসবুক থেকে আয় করুন ৬টি উপায়ে
আর এখানে আপনি শুধু নিজের পাবলিশ করা পোস্টই রিকভার করতে পারবেন অন্যের পোস্ট যা আপনি রি-শেয়ার করেছেন তার জন্য প্রযোজ্য না।
ধাপ ১: সবার প্রথমে আপনার ওয়েব ব্রাউজার খুলুন এবং সেখান থেকে Facebook.com ওয়েবসাইটে প্রবেশ করুন। আর আপনি যদি
মোবাইল ফোন ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রেও ফোনের ব্রাউজার ওপেন করে Desktop Mode on করে ধাপ গুলি অনুসরণ করুন।
ধাপ ২: ফেসবুকে প্রবেশ করার পর ডানদিকে Drop-Down Arrow এর মধ্যে ক্লিক করে আপনার Profile বা Name এর ওপর ক্লিক করে প্রোফাইলে প্রবেশ করুন।
ধাপ ৩: আপনার ফেইসবুক প্রোফাইলে প্রবেশ করার ওপর সেখানে Three Dots বা তিনটি বিন্দুর ওপর ক্লিক করে > Activity Log ক্লিক করুন।
ধাপ ৪: Activity log এর মধ্যে প্রবেশ করার পর এখন বামদিকে নিচে > Recycle bin ক্লিক করুন সেখানে আপনার সমস্ত
পূর্ব ডিলেটেড পোস্টগুলি যা এখনো ৩০ দিন পেরিয়ে যায়নি সেই সমস্ত পোস্ট গুলি দেখতে পাবেন।
ধাপ ৫: তো এখন আপনার প্রয়োজন মত যে ডিলেট করে দেওয়া পোস্টটি রিকভার করতে ক্যান তা Select বা Tick করে ওপরে > Restore ক্লিক করুন।
এখন আপনার পোস্টি Recycle bin থেকে আবার আপনার শেয়ার করা পোস্ট লিস্ট বা প্রোফাইলে এর মধ্যে চলে আসবে।
আরো পড়ুন: কিভাবে ফেসবুক থেকে ফটো Google Photos ট্রান্সফার করবেন
আমাদের শেষ কথা,
তো এই হলো উপায় ফেসবুকে এর ডিলেট বা রিমুভ করে দেওয়া পোস্ট খুবই সহজে মোবাইল ও কম্পিউটার দ্বারা রিকভার করার।
আপনি যদি ফেসবুক থেকে ডিলেট করে দেওয়া ফটো কিভাবে রিকভার করতে হয় তা জানতে চান তাহলে সেই
সংক্রান্ত পোস্ট বা গাইড আমাদের সাইটে আছে আপনি চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। তো এই পোস্টটি যদি
ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাকিদের সাথেও শেয়ার করুন এবং এরকম আরো টিপস এর জন্য আমাদের সাইট অনুসরণ করুন।