৫টি অনলাইন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইট

ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং সেখানে আলাদা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন বা চেঞ্জ ফটো এডিটিং করার একটি বেসিক ও ট্রেন্ডিং বিষয়।

আর আমরা সবাই চাই যে যদি আমাদের ফটো ব্যাকগ্রাউন্ডটি ভালো না থাকে সেই ক্ষেত্রে তা রিমুভ করে নতুন একটি ভালো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে।

কিন্তু কথাটি শুনতে যতটা সহজ আর একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ ও চেঞ্জ করা কাজটি ঠিক ততটাও সহজ না।

কারণ এই কাজটি সম্পাদন করার জন্য চাই আপনার প্রফেসিনাল ফটো এডিটিং সফটওয়্যার যেরকম ফটোশপ।

তবে ফটোশপ এর একটি সমস্যা হল এটি একটি কমপ্লিকেটেড ফটো এডিটিং সফটওয়্যার যা ব্যবহার করা এতটাও সহজ না।

আর এছাড়া বাকি যেসমস্ত এডিটিং সফটওয়্যার ও মোবাইল অ্যাপ আছে সেখান থেকে photo background remove করলে

আমরা কখনোই পরিতৃপ্ত হইনা না কারণ সঠিক ও একেউরেট ফল সেখান থেকে কখনোই পুরোপুরি পাওয়া যায়না।

তবে কেমন হয় যদি আমি আপনাকে বলি যে কোন প্রফেশনাল এডিটিং সফটওয়্যার ও এডিটিং দক্ষতা ছাড়াই আপনি,

কিছু সেকেন্ডের মধ্যে একদম accurately নিজের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তাও সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে।

একদমই সঠিক শুনেছেন কারণ, আজ ইন্টারনেটে এরকম বেশ কিছু অনলাইন AI বেসড ওয়েব এপ্লিকেশন বা ওয়েবসাইট আছে,

যেখানে আপনি শুধু নিজের ফটো আপলোড করলেই সেই ওয়েবসাইট নিজে থেকেই একদম একিউরেটলি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে।

আর এই ক্ষেত্রে আপনি মোবাইল বা কম্পিউটার যেকোন ডিভাইস দাঁড়ায় খুব সহজেই এই কাজটি করতে পারবেন।

তাহলে চলুন আমরা আর বেশি সময় ব্যয় না করে এরকম ৫টি সেরা Online photo background removal website সম্পর্কে জেনেনি।

আরো জানুন: সেরা ৫টি অনলাইন ফটো এডিটর ২০২০

সেরা অনলাইন ফটো বা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইট

৫টি ফ্রি অনলাইন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইট

১. Remove.bg

অনলাইন ফটো বা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য Remove.bg খুইবি জনপ্রিয় এবং একুউরেট একটি ওয়েবসাইট।

খুব সম্ভবত এটি ইন্টারনেটে সব থেকে বেশি ব্যবহৃত সাইট খুব সহজে কম্পিউটার বা মোবাইল থেকে ছবির ব্যাকগ্রাউন্ড সরানোর জন্য।

এটি কোন সফটওয়্যার না, এটি একটি ওয়েবসাইট এবং ব্যবহার করাও খুবই সহজ। আপনি শুধু নিজের মোবাইল বা,

কম্পিউটার থেকে Remove.bg ওয়েবসাইটটিতে যান এবং সেখানে আপনি যেই ফটোর ব্যাকগ্রাউন্ড সরাতে চান তা আপলোড করুন।

ব্যাস আপনাকে আর কিছুই করতে হবেনা, ওয়েবসাইটটি অটোমেটিক সেই ফটোর ব্যাকগ্রাউন্ড একিউরেসির সাথে এরেস করে

আপনার সামনে উপস্থিত করে দেবে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে যদি কোন ছোটোখাটো দিক সঠিক না থাকে

তাহলে আপনি সর্বদাই সেই ভুল গুলি ম্যানুয়ালিও ঠিক করতে পারবেন অর্থ্যাৎ রিমুভ অথবা রিস্টোর করতে পারবেন।

২. Slazzer

আমাদের লিস্টের দ্বিতীয় ফ্রি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ (online remove background from photo) website হল Slazzer.com

এই সাইটটি AI কম্পিউটার ভিশন এলগোরিদম ব্যবহার করে, যার ফলে কমপ্লেস থেকে কমপ্লেক্স ইমেজ এরও সঠিক সাবজেক্টটি (এক বা একাধিক) বেছে নিয়ে তার অটোমেটিক ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিতে সক্ষম হয়।

এছাড়াও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তার পরিবর্তে সাদা অথবা অন্যান্য সলিড কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন বা চেঞ্জ ও করতে পারেন।

Slazzer সাইটটিও accurate ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বেশ জনপ্রিয় এবং এর আপনি মোবাইল ভার্সন অর্থাৎ মোবাইল app,

ফটোশপ প্লাগিন, ওয়ার্ডপ্রেস প্লাগিন, এমনকি Windows, Linux এবং Mac এর জন্য অফলাইন সফটওয়্যারও পেয়ে যাবেন।

অবশ্যই পড়ুন: সেরা ৫টি ফ্রি লোগো ডিজাইন ওয়েবসাইট

৩. PhotoScissors

PhotoScissors হল আরো একটি সেরা এবং জনপ্রিয় অটোমেটিক photo background removal ওয়েবসাইট।

এখান থেকে আপনি একটি ক্লিকে কমপ্লেক্স ছবিরও ব্যাকগ্রাউন্ড যেরকম ফেস উইথ হেয়ার, প্রোডাক্ট ইমেজ, ট্রান্সপেরেন্ট ইমেজ

এর মত্ ছবি থেকেও খুবই সহজে ব্যাকগ্রাউন্ড এমনকি ফোরগ্রাউন্ড সরিয়ে সেখানে সলিড কালার যুক্ত করে ফটো এডিট করতে পারেন।

এছাড়াও এখানে আপনি ম্যানুয়ালিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন আর যার ক্ষেত্রে আপনার

বিশেষ কোনো গ্রাফিক্স বা ফটো এডিটিং স্কিল এর একদমই প্রয়োজন নেই, সমস্ত বিষয়টিই খুবই সহজ এবং কিছু সেকেন্ডের।

PhotoScissors এই মধ্যে আপনি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ ফিচারস ছাড়াও, কোলাজ, ব্যাকগ্রাউন্ড সোয়াপ এর মত বিভিন্ন ফিচারস পেয়ে যাবেন।

৪. Removal.ai

Remove.bg এর সাথে Removal.ai সাইটটি গুলিয়ে ফেলবেন না যেন, দুটিও সম্পূর্ণ আলাদা সাইট তবে এদের কাজের উদ্দেশ্য এক।

এছাড়াও আপনি Remove.bg এর মতোই এবং তার থেকেও বেশ কিছু অধিক ফিচারস বা বৈশিষ্ট্য এখানে পেয়ে যাবেন।

ওপরের বাকি সাইট গুলির মতোই এখানেও ক্লিক এন্ড ড্র্যাগ করে ফটো আপলোড করলেই অটোমেটিক এই সাইট

খুব সহজে সেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে এবং আপনি নিজের পছন্দ মত আবার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন,

সলিড কালার অথবা নিজের কোন পছন্দের ব্যাকগ্রাউন্ড ফটো দ্বারা।

আর আপনি যদি একসাথে অনেক গুলি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান যাকে আমরা Bulk Removal বলে থাকি,

সেই ক্ষেত্রে আপনি Removal.ai সাইট থেকে ফ্রি উইন্ডোজ সফটওয়্যারটি ডাউনলোড করে Bulk photo background remove করতে পারেন।

৫. Adobe Photoshop Express

আমাদের লিস্টের শেষ সেরা অনলাইন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ (Photo background remove) করার সাইটটি হল Adobe Photoshop Express.

এটি হল Adobe Photoshop Express এর ওয়েব বেসড ভার্শন যার সাহায্যে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড সরাতে পারেন।

এটি Adobe এর ফ্রি একটি টুল যা আপনি ব্যবহার করতে পারেন তবে আপনাদের অবশ্যই বলে রাখবো যে বাকি সাইটগুলির মত

এখানে আপনি তত ভালো অর্থাৎ accurate ব্যাকগ্রাউন্ড রিমুভাল সবসময় পাবেন না, আপনাকে ম্যানুয়ালি হাত লাগাতে হবেই।

তবে আপনার যদি কিছু ক্ষেত্রে একটু সময় দিয়ে ম্যানুয়ালি কাজ করতে সমস্যা না থাকে তাহলে আপনার জন্য এটি সেরা একটি সাইট।

এছাড়াও এখানে আপনি আরো বিভিন্ন ফিচারস পেয়ে যাবেন যা ওপরের উল্লেখিত প্রতিটি সাইট এর থেকে অবশ্যই বেশি ও ইউনিক।

যেরকম রিসাইজ ও ক্রপ ইমেজ, ইমেজ লাইট অ্যাডজাস্টমেন্ট, ব্যাকগ্রাউন্ড Blur, ব্যাকগ্রাউন্ড আর্ট এফেক্ট add ইত্যাদি।

আরো জানুন: ৬টি সেরা অনলাইন ফ্রি কল করার ওয়েবসাইট ২০২০

আমাদের শেষ কথা,

তো বন্ধুরা আপনাদের এই সাইট গুলি ব্যবহার করে কতটা ভালো লাগছে বা কাজে আসছে তা আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন।

এবং আপনার যদি এই ৫টি অনলাইন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইট আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না।