কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করতে হয় (Permanently)

চলুন আজকের এই পোস্টে জেনেনি কিভাবে ফেসবুক আইডি বা ফেসবুক একাউন্ট ডিলিট করতে হয় তাও আবার চিরতরে।

এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ফেসবুক বেশ কিছু বছর থেকে এখনো পর্যন্ত সব থেকে বড় সোশ্যাল মিডিয়া সাইট বা প্লাটফর্ম।

এবং আজকের এই স্মার্টফোন এর যুগে ১০০ জন এর মধ্যে ৯০ জন ফোন ইউসারই ফেসবুক ব্যবহার করে থাকেন।

এবং ভবিষ্যতেও এর যে চাহিদা বা ব্যবহার খুব তাড়াতাড়ি বা সহজে কম হয়ে যাবে তার সম্ভবনাও প্রায় নেই বললেই চলে।

তবে আজকে আমাদের বিষয় সম্পূর্ণ আলাদা কারণ আজকে আমরা কিভাবে ফেসবুক আইডি নষ্ট করা যায় বা চিরতরে মুছে ফেলার নিয়ম জানবো।

Facebook account permanently delete করার আপনার উদ্দেশ্য যাইহোক না কেন নিচের ধাপগুলি আপনি অনুসরণ করলে

খুব সহজেই আপনি তা নিজের ফোন বা কম্পিউটার থেকে তা মুছে ফেলতে পারবেন। তাহলে চলুন নিচে তা দেখেনি।

আরো পড়ুন: কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় জানুন

যেভাবে ফেসবুক একাউন্ট বা আইডি ডিলিট করা যায় বা করতে হয়

Permanently Facebook account কিভাবে ডিলিট করতে হয়
চিরতরে ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম

Facebook account ডিলেট করার ধাপ গুলি জানার আগে অবশ্যই আপনাদের জানিয়ে রাখবো যে আপনি চাইলে

সম্পূর্ণ ও চিরতরে আইডি ডিলিট না করে টেম্পোরারি অর্থাৎ সাময়িক সময়ের জন্যেও ফেসবুক প্রোফাইল Deactivate করে রাখতে পারেন।

আর আপনি যদি একান্তই একাউন্ট পার্মানেন্টলি ডিলেট করেনিতে চান সেই ক্ষেত্রে নিচের বিষয় গুলি অবশ্যই জেনেনিন।

Facebook ID Delete করার আগে এই বিষয় গুলি জেনেনিন

  • Delete করার পর আপনার একাউন্ট আপনি আর রিকভার বা রিএক্টিভ করতে পারবেন না।
  • আপনি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন না
  • আপনার একাউন্টের প্রোফাইল, ফটো, ভিডিও ও অন্যান্য যাবতীয় বিষয়গুলিও ডিলিট হয়ে যাবে এবং যা পুনরায় আর ফিরিয়ে নিয়ে আসা যাবেনা।
  • কোনো থার্ড পার্টি সাইট বা এপ্লিকেশন এর মধ্যে Sign in করার ক্ষেত্রে ফেসবুক ব্যবহার করতে পারবেন না।
  • আপনার ফেসবুক পেজ অথবা আপনি যদি অন্য কোন ফেসবুক পেজ হ্যান্ডেল বা ম্যানেজ করে থাকেন সেই ক্ষমতাও হারাবেন।
  • এছাড়া আপনার পাঠানো মেসেজ ওপর বেক্তিদের কাছে থেকে নাও যেতে পারে ইত্যাদি।

তাই অবশ্যই এই বিষয় গুলি মাথায় রাখবেন এবং আপনি চাইলে আপনার ফেসবুক একাউন্ট এর সমস্ত ইনফরমেশন

যেরকম ফটো, ভিডিও পোস্ট গুলি ডাউনলোডও করে নিতে পারেন। আর যা আমি অবশ্যই Account delete করার পূর্বে করার পরামর্শ দেবো।

তাহলে চলুন এবার দেখেনি How to permanently delete Facebook account,

অবশ্যই পড়ুন: কিভাবে রেকর্ড ভিডিও ফেসবুকে লাইভ স্ট্রিম করবেন

ফেইসবুক আইডি ডিলিট বা নষ্ট করার নিয়ম

মোবাইল ফোন বা অ্যাপ থেকে ফেসবুক একাউন্ট ডিলিট করার ধাপ গুলি হল:

ধাপ ১: সবার প্রথমে আপনার ফোন থেকে Facebook app -টি ওপেন করে ডানদিকে তিনটি লাইন এর ওপর ক্লিক করুন।

ধাপ ২: এরপর যে পেজটি খুলবে সেখানে ওপরে ডানদিকে সাটটিংস বা গিয়ার্ আইকনে ক্লিক করুন অথবা নিচে

Settings & Privacy তে ক্লিক করে > Settings ক্লিক করুন।

ধাপ ৩: এরপর > Personal and account information এবং > Account ownership and control এর মধ্যে ক্লিক করুন।

এবং তারপর > Deactivation and deletion ক্লিক করুন।

ধাপ :৪ এখন আপনি দুটি অপশন দেখতে পাবেন Deactivate accountDelete account, তো ফেসবুক আইডি ডিলিট করার জন্য

> Delete account এর মধ্যে ক্লিক করে নিচে Continiue to deletion এবং তারপর আবারও > Continiue to deletion click করুন।

ধাপ ৫: এখন আপনার সামনে ফেসবুক এর সাথে সম্পর্কিত বেশ কিছু বিষয় রিভিউ করতে বলা হবে যেরকম,

  • Messenger Deactivate
  • Facebook post save
  • Facebook information download
  • Transfer information
  • Page manage
  • Other linked apps with Facebook

তো ওপরের এই সমস্ত বিষয় গুলি ব্যাকআপ নিয়ে ও বোঝার পরে নিচে > Delete account ক্লিক করুন।

ধাপ ৬: Delete account ক্লিক করার পর আপনারকে নিজের ফেসবুক একাউন্ট পাসওয়ার্ড চাওয়া হবে তা প্রদান করে নিচে > Continue ক্লিক করুন।

Continue ক্লিক করার পর আপনার ফেসবুক account বা আইডি চিরতরে নষ্ট, ডিলিট বা মুছে দেওয়ার এর পক্রিয়া শুরু হয়ে যাবে।

ফেসবুক অনুযায়ী আপনার Facebook account permanently ডিলিট হতে ৯০ দিন এর সময় লাগবে। আর এখানে

একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখবো যে এই পক্রিয়া চলা কালীন আপনি ৩০ দিনের মধ্যে চাইলে

নিজের এফবি (FB) একাউন্ট ডিলিট করার প্রসেস Cancel বা বন্ধ করতে পারেন তবে ৩০ দিনের পর আর তা পারবেন না।

এবং আপনার ফেসবুক এর সমস্ত তথ্য মুছে যাওয়ার পর আপনি চাইলেও তা ফিরিয়ে বা রিকোভার করতে পারবেন না।

আরো পড়ুন: ফেসবুক থেকে আয় করুন ৬টি উপায়ে

কম্পিউটার বা পিসি বা ব্রাউজার থেকে ফেসবুক একাউন্ট ডিলিট করার উপায়

যদিও মোবাইল ও পিসি বা ব্রাউজার উভয় ক্ষেত্রেই প্রায় একই ধাপ FB একাউন্ট ডিলেট করার। তাও নিচে আপনাদের বলে দিচ্ছি।

ধাপ ১: প্রথমত, আপনার ব্রাউজার ওপেন করে সেখান থেকে Facebook.com এর মধ্যে প্রবেশ করুন এবং নিজের Profile এর মধ্যে ক্লিক করে > Settings & privacy ক্লিক করুন।

এরপর > Settings > Privacy > Your Facebook information ক্লিক করুন।

ধাপ ২: Your Facebook information ক্লিক করার পর নিচে Deactivation and deletion এর ওপর ক্লিক করে,

Delete account > Continiue to account deletion > Delete account click করে ফেসবুক পাসওয়ার্ড প্রদান করে নিচে > Continue ক্লিক করলেই একই ভাবে আপনার

ফেসবুক একাউন্ট রিমুভ বা ডিলিট করার প্রসেস ফেসবুক শুরু করে দেবে। এবং ৯০ দিনের মধ্যে account -টি ডিলিট হয়ে যাবে।

আর আপনি চাইলে ৩০ দিনের মধ্যে আবার Facebook account deletion cancel করেও দিতে পারেন তবে তা ৩০ দিনের মধ্যেই করতে হবে।

আর অবশ্যই খেয়াল রাখবেন যে পিসি বা ব্রাউজার দাড়াও একাউন্ট ডিলিট করার ক্ষেত্রেও আপনার ফেসবুক এর সমস্ত তথ্য

ব্যাকআপ, ডাউনলোড ও ম্যানেজ করার জন্য বলা হবে। এছাড়াও পার্মানেন্টলি একাউন্ট ডিলিট করার পরিবর্তে Temporary deactivation এর পরামর্শ করা হবে।

জানুন: কিভাবে ফেসবুক ও ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়

আমাদের শেষ কথা,

তো এই হল নিয়ম ফেসবুক একাউন্ট ডিলিট বা চিরতরে মুছে ফেলার আর যা এখন আপনি উভয় মোবাইল ও কম্পিউটার

দুই ডিভাইস এর সাহায্যেই কিভাবে করতে হয় তা জেনে গেছেন। এখানে আপনাদের অবশ্যই পরামর্শ দেবো যে চিরতরে

Facebook account delete করার পূর্বে অবশ্যই নিজের সমস্ত তথ্য ব্যাকআপ বা ডাউনলোড করেনিন আর যা ফেসবুক নিজে থেকেই করার উপায় দিচ্ছে।

এবং তার থেকেও বড় বিষয় হল যে একাউন্ট ডিলিট এর পরিবর্তে আপনি Deactivate করেও রাখতে পারেন যা আমার মতে সব থেকে ভালো।