আজকে আমরা জানবো নতুন ইউটিউবারদের জন্য জরুরি ৯টি ফ্রি টুল। যার সাহায্যে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে আরো তারাতারি এগিয়ে নিয়ে যেতে পারবেন।
বিশেষত যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছে বা খুলতে চলেছে তাদের এই সমস্ত টুল বা সফটওয়্যারগুলি অবশ্যই জানা দরকার।
কারণ আপনি যখন ইউটিউবে নতুন চ্যানেল খুলবেন তখন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি একদমই নতুন।
এবং যাদের অলরেডি একটি ইউটিউবে চ্যানেল আছে তার থেকে আপনার ইউটিউব কনটেন্ট নিয়ে অভিজ্ঞতাও অনেকে কম থাকবে।
যা একটি সাধারণ বিষয়। কারণ আমরা যখন কোনো জিনিস শুরু করি তা শিখতে আমাদের প্রথমে কিছু সময় লাগে।
কিন্তু পরে আমরা আস্তে আস্তে তার প্রতিও অভিজ্ঞতা অর্জন করেনি এবং একসময় সেই জিনিসটির প্রতি দক্ষ এবং পারদর্শী হয়ে উঠি।
সেরকমই আপনি যখন ইউটিউবে একটি নতুন চ্যানেল খুলবেন এবং তার জন্য ভিডিও বানাবেন আপনাকেও এরকম কিছু সমস্যার সম্মুখীন হতে হবে।
যা প্রতিটি নতুন ইউটিউবারকে পড়তে হয়। যেরকম:
বিশেষত চ্যানেল আর্ট, চ্যানেল লোগো, ভিডিও এডিটিং, চ্যানেল ইন্ট্রো, ভিডিও থাম্বনেইল ইত্যাদি এসব জিনিস কিভাবে করবেন বা বানাবেন।
তাই আজকে আমি নতুন ইউটিউবারদের জন্য জরুরি এরকম ৯টি ফ্রি টুল বা সফটওয়্যার সম্পর্কে বলবো এবং আলোচনা করবো।
যেগুলির সাথে আপনি পরিচিত থাকলে একজন নতুন ইউটিউবার হওয়ার সর্তেও আপনার চ্যানেল এবং কনটেন্ট নিয়ে আপনাকে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না।
তো চলুন এবার দেখেনি সেই ৯টি ফ্রি টুল বা সফটওয়্যার যা আমি মনে করি যে প্রতিটি Youtuber (ইউটিউবার) দের জানা দরকার।
ইউটিউবারদের জন্য জরুরি ৯টি ফ্রি অনলাইন টুল বা সফটওয়্যার
এখানে যে টুল বা সফটওয়্যার গুলি নিয়ে বলবো তা ফ্রি এবং প্রিমিয়াম ভার্সন দুটিই আছে আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন।
ফ্রি ভার্সনের মধ্যে আপনি কিছু সীমিত ফাঙ্কশন পাবেন আর প্রিমিয়াম ভার্শনে কিনলে কিছু এক্সট্রা ফাঙ্কশন পাবেন।
কিন্তু আপনি ফ্রি বা প্রিমিয়াম যেকোন ভার্শনেই আপনার কাজ করে উঠতে পারবেন। তো চলুন এবার আসাযাক সেই সমস্ত টুল বা সফটওয়্যার গুলিতে।
এবার চলুন দেখেনি ইউটিউবের জন্য জরুরি অনলাইন টুল ও ওয়েবসাইট।
১. YouTube Name Generator

আমরা যখন ইউটিউবে একটি নতুন চ্যানেল খুলতে যাই তখন আমাদের সবারই একটি সাধারণ চিন্তা থাকে যে ইউটিউব চ্যানেলটির নাম কি দেবো।
কারণ আমরা সবাই চাই আমাদের চ্যানেলটির একটি ইউনিক (Unique) এবং সবার থেকে আলাদা যাতে নাম হয়।
শুধু তাইনা অবশ্যই আপনার চ্যানেলের নাম যাতে আপনার চ্যানেলের বিষয় বা Niche কে সূচিত করে সেই দিকেও লক্ষ রাখতে হয়।
তাই এই সমস্ত দিক ভেবে চিনতে সঠিক নাম খুঁজে বার করতে সত্যিই অসুবিধা হয়।
আপনার ইউটিউব চ্যানেলের নাম খুঁজে পেতে আপনার যদি সমস্যা হয় তাহলে অবশ্যই এই দুটি অনলাইন টুল ব্যবহার করুন:
এই দুটি ওয়েবসাইট থেকে আপনি খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলের জন্য ইউনিক নাম জেনারেট করতে পারবেন।
এখানে আপনাকে শুধু আপনার চ্যানেলর টপিক অনুযায়ী আপনার পছন্দের কিছু ওয়ার্ড বা শব্দ প্রদান করে জেনারেট বাটানে ক্লিক করতে হবে।
তার পর এই ওয়েবসাইট নিজে থেকেই আপনার প্রদান করা শব্দের সাথে আরো কিছু শব্দের মিশ্রণ করে আপনাকে ইউনিক নাম জেনারেট করে দেবে।
শুধু ইউটিউব চ্যানেল নাম না আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়া চ্যানেল নাম বা ইউসার নামের জন্যেও এই দুটি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।
২. Canva & Fotor

একটি ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেলটিকে সাজিয়ে তোলার জন্য লোগো, চ্যানেল আর্ট এবং ভিডিওর জন্য থাম্বনেইল দরকার হয়।
আর এই সমস্ত কাজগুলি করতে হলে অবশ্যই আমাদের একটি ফটো এডিটিং সফটওয়্যারের দরকার পরে তার পরেই আমরা কাজগুলি করতে পারি।
আর এই কাজগুলি খুব সহজে কিছু সেকেন্ডের মধ্যে করার জন্য Canva and Fotor এই দুটি অনলাইন ফটো এডিটর অসাধারণ দুটি টুল।
আপনি এই দুটি ফটো এডিটরের মধ্যেই ইউটিউব লোগো, চ্যানেল আর্ট, এবং ভিডিও থাম্বনেইলের টেম্পলেট পেয়ে যাবেন।
আপনাকে নিজে থেকে কিছুই তৈরী করতে হবেনা শুধু টেমপ্লেটটি বেছে নিয়ে কিছু জিনিস কাস্টোমাইজ করলেই সব তৈরী।
অর্থাৎ লোগো, চ্যানেল আর্ট বা থাম্বনেইলের টেমপ্লেটগুলি সিলেক্ট করে একটু মোডিফাই বা কাস্টোমাইজ করলেই সব রেডি।
এখানে আপনার লোগো, চ্যানেল আর্ট এবং ভিডিও থাম্বনেইল তৈরী করার জন কোনো দক্ষতার দরকার পড়বেনা।
ফ্রিতে লোগো ডিজাইন করার জন্য আমাদের সাইটে একটি আর্টিকেল পোস্ট করা আছে তা পড়তে এখানে ক্লিক করুন।
৩. Lightworks & Shotcut

ইউটিউবে ভিডিও আপলোড করার আগে অবশ্যই আমরা প্রথমে সেই ভিডিও গুলি এডিট করেনি তার পরেই তা ইউটিউবে আপলোড করি।
আর আমাদের ভিডিও গুলি এডিট করার জন্য অবশ্যই একটি ভিডিও এডিটিং সফটওয়্যারের দরকার পরে তা নাহলে তা কখনোই সম্ভব হয়ে ওঠেনা।
আপনার ইউটিউবে যেই বিষয়ে বা আপনার ভিডিও যেরকমই হোক না কেন আপনার অবশ্যই একটি ভিডিও এডিটিং সফটওয়্যারের দরকার পরবে।
সেই ক্ষেত্রে আপনি Lightworks বা Shotcut যেকোনো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন।
এই দুটি সফ্টওয়ারিই সম্পূর্ণরূপে ফ্রি অর্থাৎ আপনি ফ্রিতে ডাউনলোড এবং ব্যবহার করতে পারবেন।
বিশেষত নতুন ইউটিউবারদের জন্য এই ভিডিও এডিটিং সফটওয়্যার দুটি খুবই ব্যবহারযোগ্য হবে। এই দুটি সফ্টোয়ারিই ব্যাবহারে খুবই সহজ।
অর্থাৎ আপনার এই দুটি ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এডিট করতে কোনো সমস্যা হবে না আপনার যদি এডিটিং সম্পর্কে বেশি অভিজ্ঞতা নাও থাকে।
আপনি যদি আরো কিছু ফ্রি ভিডিও এডিটর সম্পর্কে জানতে চান তাহলে এখানে ক্লিক করুন।
৪. Panzoid & Renderforest

আমরা এরকম অনেকে আছি যারা চাই আমাদের ইউটিউব ভিডিওতে ইন্ট্রো (Intro) যুক্ত করতে কারণ এতে আমাদের ভিডিও আরো আকর্ষণীয় হয়ে ওঠে।
Panzoid এবং Renderforest এই দুটি ওয়েবসাইট থেকে আপনি খুব সহজে এবং ফ্রিতে আকর্ষণীয়ও ইন্ট্রো বানাতে পারবেন।
আপনি যদি আপনার ভিডিওতে একটি আকর্ষণীয় এবং ইউনিক ইন্ট্রো যুক্ত করতে চান তাহলে এই দুটি ফ্রি ওয়েবসাইট অবশ্যই ব্যবহার করুন।
আপনাকে শুধু এখানে একটি টেমপ্লেট সিলেক্ট করে তাতে আপনার চ্যানেলের নাম প্রদান করলেই আপনার ভিডিও ইন্ট্রো তৈরী হয়ে যাবে।
এবং সেটিকে আপনি আপনার পছন্দের ভিডিও ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার ইন্ট্রো বানানোর কোনো অভিজ্ঞতা এখনে দরকার পড়বেনা।
৫. Pexels, Pixabay, & Mixkit

প্রতিটি ইউটিউবারেরি তাদের ভিডিও তৈরী বা এডিট করার জন্য কিছু ফটো এবং ভিডিওর দরকার পরে।
যেরকম, যদি আপনি এডূকেশনাল বা মোটিভেশনাল ভিডিও দেখে থাকলে দেখবেন যে ওখানে কিছু ভিডিও বা ফটো ব্যবহার করা হয়েছে।
কম বেশি সমস্ত ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্যই ফটো বা ভিডিও ফুটেজ দরকার পরে ভিডিও এডিট করার জন্য।
কিন্তু আমাদের ভিডিওতে কোনো ফটো বা ভিডিও ফুটেজ অ্যাড করার সময় আমাদের কপিরাইটের বিষয়টি মাথায় রাখতে হয়।
কারণ আপনি যদি অন্য কারো ফটো বা ভিডিও কপি করে নিজের ভিডিওতে যুক্ত করেন তাতে ইউটিউব আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে।
আর আপনার চ্যানেলে যদি ৩টির বেশি কপিরাইট স্ট্রাইক পরে তাহলে আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে।
তাই কখনোই অন্য কারো ফটো এবং ভিডিও কপি করে নিজের ভিডিওতে যুক্ত করবেন না। সর্বদা কপিরাইট ফ্রি ফটো এবং ভিডিও ব্যবহার করুন।
কপিরাইট ফ্রি ফটো এবং ভিডিওর জন্য Pexels, Pixabay, এবং Mixkit এই ৩টি ওয়েবসাইট ব্যবহার করুন।
আপনি এই ৩টি ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ফটো এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং আপনার চ্যানেলে কোনো স্ট্রাইকও পড়বেনা।
৬. YouTube Audio Library & Copyright Free YouTube Audio Channel

নিজের ইউটিউব ভিডিওতে অন্যকারো ফটো এবং ভিডিও যুক্ত করার ক্ষেত্রে যেরকম চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে।
সেরকমই আপনি যদি অন্য কারো অডিও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিজের ভিডিওতে যুক্ত করেন তাতেও আপনার চ্যানেলে স্ট্রাইক পড়ার সম্ভবনা থাকে।
তাই আপনার ভিডিওতে আপনি যদি কোনো অডিও বা মিউজিক ব্যবহার করতে চান তাহলে ইউটিউবের নিজেস্ব অডিও লাইব্রেরি আছে সেখান থেকে অডিও ব্যবহার করুন।
বা ইউটিউবে এরকম অনেক Copyright Free Audio YouTube Channel আছে যেখান থেকে আপনি অডিও ডাউনলোড করে নিজের ভিডিওতে ব্যবহার করতে পারবেন।
এই দুই জায়গা থেকে অডিও নিয়ে আপনি নির্ভয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন এর ক্ষেত্রে ইউটিউব আপনাকে কোনো স্ট্রাইক দেবে না।
আপনি ইউটিউবে গিয়ে Copyright free music বা audio লিখে সার্চ করলেই এরকম অনেক ইউটিউব চ্যানেল পায়ে যাবেন।
যারা নতুন ইউটিউবার আছে বিশেষত তারা এসব কপিরাইটের বিষয় জানেনা তাই নতুন ইউটিউবারদের জন্য টুল গুলি জেনেরাখা দরকার।
৭. CamStudio & OBS Studio

CamStudio এবং OBS Studio এই দুটি হলো ফ্রি ওপেন সোর্স স্ক্রিন ক্যাপচার বা স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার।
কখনো কখনো ইউটিউব ভিডিও বানানোর জন্য আমাদের নিজেদের মনিটরের স্ক্রিন রেকর্ডিং করার দরকার পরে।
সেইসব ক্ষেত্রে আপনি এই দুটো ফ্রি টুল ব্যাবহার করতে পারেন। বিশেষত যাদের টেক চ্যানেল আছে তাদের ক্ষেত্রে অবশ্যই এই দুটি টুল দরকার পড়বে।
৮. Google Keyword Planner & Keywordtool.io

আমরা এরকম অনেকে আছি যারা কখনোই ইউটিউবে ভিডিও আপলোড করার আগে কীওয়ার্ড রিসার্চ (Keyword research) করিনা।
শুধু তাই না আবার এরকমও অনেকে আছে যারা তাদের ইউটিউব ভিডিওর সাথে কখনোই কোনো কীওয়ার্ড যুক্তই করেন।
এবং যার ফলে তাদের ভিডিও কখনোই বেশি লোকের কাছে যেতে পারেনা আর যার ফলস্বরূপ সেই ভিডিওগুলি পর্যাপ্ত ভিউস পায়না।
একটি ইউটিউব ভিডিওতে বেশি ভিউস নিয়ে আসার জন্য উপযুক্ত কীওয়ার্ড রিসার্চ করে তা ভিডিওর সাথে যুক্ত করা একটি বড় ভূমিকা পালন করে।
তাই আপনার পরবর্তী ইউটিউব ভিডিও আপলোড করার আগে অবশ্যই আপনার ভিডিও সম্পর্কে কীওয়ার্ড রিসার্চ করে তা ভিডিওতে যুক্ত করবেন।
Google Keyword Planner এবং Keywordtool.io এই দুটি টুলের মাধ্যম আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য সহজে কীওয়ার্ড রিসার্চ করতে পারবেন।
এই দুটি অনলাইন কীওয়ার্ড রিসার্চ টুলের মাধ্যমে আপনি কোনো কীওয়ার্ডের সার্চ ভলিউম, কম্পিটিশন এবং সিপিসি (CPC) জানতে পারবেন।
বিশেষত আপনি যদি low competition keyword ব্যবহার করেন তাতে প্রতিযোগিতা কম থাকার কারণে আপনার ভিডিও তারাতারি রেঙ্ক করতে পারবে।
তাই আপনি কি বা কোন কীওয়ার্ড আপনার ভিডিওতে ব্যবহার করলে আপনার ভিডিও রেঙ্ক করতে পারবে এবং বেশি ভিউস পাবে তা এই টুল দুটির মাধ্যম জানতে পারবেন।
এই দুটি অনলাইন টুল আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং শুধু কীওয়ার্ড রিসার্চ বা আইডিয়া না ভিডিও টাইটেলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।
এই টুল দুটি সত্যিই ইউটিউবারদের জন্য জরুরি অনলাইন টুল যা প্রতিটি ইউটিউবারদের অবশ্যই ব্যবহার করা উচিত।
৯. TubeBuddy & Vidiq

TubeBuddy এবং Vidiq এই দুটি অনলাইন টুল হলো ফ্রি “Google Chrome” এবং “Mozilla Firefox” ব্রাউজার এক্সটেনশন।
এই দুটি এক্সটেনশনের মাধ্যমে আপনি আপনার সাথে সাথে অন্য কারো ভিডিও এবং চ্যানেল Analyze করতে পারবেন।
এই দুটি টুল আপনাকে সত্যি সত্যি সাহায্য করবে আপনার ইউটিউব ভিডিওগুলিকে বেশি ভিউস পাইয়ে দিতে এবং আপনার চ্যানেলকে বাড়িয়ে তুলতে।
TubeBuddy এবং Vidiq এই দুটি এক্সটেনশন আপনাকে সঠিক ভাবে ভিডিও টাইটেল, থাম্বনেইল এবং উপযুক্ত কীওয়ার্ড খুঁজতে সাহায্য করবেন।
আপনি এই দুটি টুলের মাধ্যমে খুব সহজেই আপনার চ্যানেল এবং চ্যানেলের ভিডিও গুলিকে Analyze এবং Monitor করতে পারবেন।
যার মাধ্যমে বুছতে পারবেন কোন ভিডিওগুলি ভাইরাল হয়েছে, কোন কীওয়ার্ডগুলি রেঙ্ক করেছে এবং ভিডিওর কোন বিষয়গুলি ইম্প্রোভ বা উন্নত করা উচিত।
শুধু তাই না আপনি এই দুটি টুলের মাধ্যমে যেকোনো ইউটিউব ভিডিও analyze করে জানতে পারবেন যে সেই ভিডিওতে কোন keyword tag ব্যবহার করা হয়েছে।
এরকম কোনো ভিডিও যা অনেক ভিউস পেয়েছে সেই ভিডিওর ট্যাগ সহজে পেয়ে যাবেন এবং যা আপনি নিজের ভিডিওতে ব্যবহার করে আপনার ভিডিওর ভিউসও বাড়াতে পারবেন।
এই দুটি ব্রাউসার এক্সটেনশন প্রতিটি ইউটিউবারদের জন্য জরুরি অনলাইন টুল যা অবশ্যই ব্যবহার করা উচিত।
মনে রাখবেন যে এই পোস্টের কিছু লিঙ্ক অ্যাফিলিয়েট লিঙ্ক এবং যদি আপনি তাদের মাধ্যমে ক্রয় করতে যান তবে আমি একটি কমিশন উপার্জন করব।
Disclosure
আমাদের শেষ কথা:
তো বন্ধুরা আজকে জানলাম নতুন ইউটিউবারদের জন্য জরুরি ৯টি ফ্রি অনলাইন টুল যা আমার মোতে সব ইউটিউবারদের ব্যবহার করা উচিত।
আসা করছি যে আপনারা এখন থেকে কিছু হোক সাহায্য পাবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য।
আমাদের এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন এবং আমায় কমেন্ট করে জানান।
আর এরকম কোনো টুল যদি আপনার জানা থাকে যা আমি এই আর্টিকেল “নতুন ইউটিউবারদের জন্য জরুরি ৯টি ফ্রি অনলাইন টুল” তুলে ধরিনি তাও কমেন্ট করে জানান।