৯টি সেরা ওয়ার্ডপ্রেস প্লাগিন (WordPress Plugins) ২০২২

আজকে আমরা জানবো এরকম ৯টি সেরা ওয়ার্ডপ্রেস প্লাগিন সম্পর্কে যা আপনার ওয়ার্ডপ্রেস সাইটকে আরো পরিপূর্ণ করে তুলবে।

ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের একটি সুবিধা হল তারা বিভিন্ন প্লাগিন্স এর মাধ্যমে তাদের সাইটকে নিজেদের মতো করে সাজিয়ে তুলতে পারে।

যা একজন ব্লগস্পট বা অন্যান্য প্লাটফর্ম ব্যাবহারকারীরা করে উঠতে পারেন না, তাদের প্লাটফর্মের দেওয়া সীমিত টুল ও ফীচারসের মধ্যেই তাদের থাকতে হয়।

অন্যদিকে আপনি সঠিক প্লাগিন্স এর মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের কার্যক্ষমতকে আরো বিস্তারিত বা বাড়িয়ে তুলতে পারেন।

শুধু তাই না আপনার সাইট ও সাইটের কাজকে আরো সহজ ও সাবলীলভাবে পরিচালিত করার জন্যও অনেক সাহায্য করে।

আর আপনি যদি একজন নতুন ওয়ার্ডপ্রেস ব্যাবহারকারী হন যে ভাবছেন কোন প্লাগিন্স গুলি সেরা ও ভালো এবং ইনস্টল করবেন।

তাহলে একদমই সঠিক জায়গায় এসেছেন। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আমাদের মূল বিষয়ে আসা যাক।

ওয়ার্ডপ্রেস প্লাগিন কি?

ওয়ার্ডপ্রেস প্লাগিন্স হল PHP প্রোগ্রমিং ল্যাঙ্গুয়েজে দ্বারা তৈরি একধরণের স্ক্রিপ্টস বা সফটওয়্যার যা আপনার সাইটের ফাঙ্কশনালিটি বাড়িয়ে দেয়।

অর্থাৎ এই প্লাগিন্স এর মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের কার্যকারিতা, ফিচারস এবং কাস্টোমাইজেশন আরো বাড়িয়ে তুলতে পারেন।

৯টি সেরা ওয়ার্ডপ্রেস প্লাগিন (WordPress Plugins)

শুরু করার আগে সবার প্রথমেই আপনাদের বলে রাখি যে এখানে আলোচিত প্রতিটি প্লাগিন্সই সম্পূর্ণ ফ্রি তে ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন।

এটা ঠিক যে এদের মধ্যে কিছু প্লাগিনন্সের প্রিমিয়াম ভার্সনও আছে যা ক্রয় করলে আরো এক্সট্রা ফিচারস পাবেন তবে তা সম্পূর্ণ আপনার ওপর।

১. Rank Math SEO

rank math ওয়ার্ডপ্রেস প্লাগিন
Image Source: RankMatch WordPress plugin

Rank Math হল একটি এসইও প্লাগিন আর যেকোন ওয়েবসাইট বা ব্লগ সাইটের জন্য এসইও একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়।

তাই প্রতিটি ওয়ার্ডপ্রেস সাইটে এসইও প্লাগিন্স থাকা অবশ্যই প্রয়োজন বিশেষ করে যারা নতুন ব্লগ বা ওয়েবসাইট শুরু করেছে।

এই প্লাগিনটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার সাইটের সমস্ত অন পেজ এসইও বিষয়গুলি কভার করতে পারবেন।

প্লাগিনটি অত্যান্ত পাওয়ারফুল এবং ব্যবহারে খুবই সহজ একজন নতুন ব্লগারের ক্ষেত্রেও ব্যবহার করা কঠিন হবে না।

আর এই প্লাগিনটি রেকমেন্ড করার উদেশ্য হল এখানে আপনি এরকম কিছু অতিরিক্ত ফিচারস বা ফাঙ্কশন ব্যবহার করতে পারবেন যা অন্য এসইও প্লাগিনগুলির পেইড ভার্শনের মধ্যে থাকে।

আমি Yoast প্লাগিন এর পরিবর্তে আপনাদের Rank Math ব্যবহার করার পরামর্শ দেবো কারণ Yoast এর প্রিমিয়াম ফিচারসগুলি আপনি Rank Math এ ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

২. Wordfence Security

Wordfence Security wordpress plugin
Image Source: Wordfence Security WordPress Plugin

Wordfence হল একটি সিকিউরিটি প্লাগিন যা আপনার সাইটকে বিভিন্ন হ্যাকার ও সাইবার এটাক থেকে রক্ষা করবে।

আপনি অবশ্যই চাইবেন না যে আপনার প্রিয় সাইটটি হ্যাকার বা বিভিন্ন সাইবার এটাক দ্বারা হ্যাক হয়ে যাক আর সমস্ত তথ্য মুছে যাক।

তাই আপনার সাইটকে এরকম সাইবার এটাক ও হ্যাকারদের থেকে রক্ষা করার জন্য আপনার অবশ্যই একটি সিকিউরিটি প্লাগিন ব্যবহার করা উচিত।

আপনি Wordfence Security প্লাগিনটি থেকে যে সুবিধাগুলি পাবেন:

  • আপনার ওয়ার্ডপ্রেস ফাইল ইন্টিগ্রিটি ভেরিফাই, স্ক্যান ও রিপেয়ার করবে।
  • সাইটে কোন ম্যালওয়্যার ও ভাইরাস আছে কিনা তা স্ক্যান করবে।
  • আপনার সাইটকে ফায়ারওয়াল প্রটেকশন দেবে যেরকম লিমিট লগ ইন, ফেক বট, এবং IP ব্লকিং ইত্যাদি।
  • Brute force হ্যাকিং থেকে প্রটেকশন দেবে।
  • এবং আপনার সাইটকে আরো বিভিন্ন ভাবে সিকিউর রাখার চেস্ট করবে।

৩. WP Fastest Cache

WP Fastest Cache প্লাগিন্স
Image Source: WP Fastest Cache WordPress Plugin

রেকমেন্ডেড প্লাগিন্সগুলির মধ্যে আরো একটি হল ক্যাশিং (Caching) প্লাগিন। ক্যাশিং প্লাগিন আপনার ওয়েবসাইট লোডিং স্পিড বাড়াতে সাহায্য করে।

WP Fastest Cache এর মাধ্যমে আপনি আপনার সাইটের ক্যাশে ক্লিন, CSS এবং JS মিনিফাই এবং ডেটাবেস অপ্টিমাইজ করে সাইটের লোডিং স্পিড ইম্প্রোভ করতে পারবেন।

আপনি যদি একজন নতুন ব্লগার হয়ে থাকেন তাহলে জেনে রাখুন যে একটি ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক গুরুত্বপূর্ণ।

এতে আপনার সার্চ ইঞ্জিনে রেঙ্ক করতে সুবিধা হবে তার সাথে ভিসিটর্সদের আপনার সাইট ব্যবহার করতেও সুবিধা হবে।

এই ২০২০ সালে স্পিডই সমস্ত কিছু আর আপনার সাইটের লোডিং স্পিড যদি ধীর হয় তাহলে তা ভিসিটর্সের সাথে সাথে গুগলও পছন্দ করবে না।

৪. Smush

Smush ইমেজ কম্প্রেসর প্লাগিন
Image Source: Smush WordPress Plugin

আমাদের চতুর্থ ওয়ার্ডপ্রেস প্লাগইনটি হল Smush এটি আপনার সাইটের সমস্ত ফটো বা ইমেজগুলিকে অপ্টিমাইজ ও কমপ্রেস করে দেবে।

ওয়েবসাইট স্লো বা ধীর হওয়ার একটি বড় কারণ হয়ে থাকে যখন আমরা কোনো ইমেজকে কমপ্রেস বা অপ্টিমাইজ না করেই আপলোড করে দিই।

কারণ ওই ইমেজগুলির রিসোলিউশন এবং সাইজ অনেক বড় ও ভারী হয়ে থাকে যার ফলে আপনার সাইট লোড হতে অনেক দেরি হয়।

তাই অটোমেটিক্যালি আপনার সাইটের ইমেজগুলিকে অপ্টিমাইজ ও কমপ্রেস করার জন্য এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন।

শুধুতাই না এই প্লাইনটির মধ্যে Lazy Load এর মতো ফাঙ্কশন পাবেন যা আপনার সাইটের স্পিড আরো ইম্প্রোভ করতে সাহায্য করবে।

৫. UpdraftPlus

UpdraftPlus ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইন
Image Source: UpdraftPlus

এই প্লাগিনটি আপনার সম্পূর্ণ ওয়েবসাইট ও তার ফাইলকে ব্যাকআপ নিয়ে রাখতে সাহায্য করবে ভবিষ্যতের কোনো ক্ষতি থেকে।

আপনি যদি অজান্তেই আপনার ওয়েবসাইট কোডিংয়ের মধ্যে কিছু ভুল করে থাকেন সেই ক্ষেত্রে আপনি আপনার সাইটটি হারাতে পারেন।

আর তখন আপনার দীর্ঘদিন ধরে করে যাওয়া সমস্ত পরিশ্রম এক সেকেন্ডের মধ্যে নষ্ট হয়ে যাবে যদি না ব্যাকআপ নেওয়া থাকে।

তাই অবশ্যই আপনার সম্পূর্ণ সাইট ও তার ফাইল গুলির ব্যাকআপ নিয়ে রাখুন ভবিষ্যতের যেকোনো দুর্ঘটনা এড়াতে।

৬. JetPack

jetpack plugin
Image Source: Jetpack

JetPack হল একটি অসাধরণ পাওয়ার প্যাকেজ ও মাল্টি ফিচার্ড ওয়ার্ডপ্রেস প্লাগিন যা প্রতিটি ওয়ার্ডপ্রেস উজারের ব্যবহার করা উচিত।

আপনি এর মধ্যেই এরকম বিভিন্ন ফিচারস পেয়ে যাবেন যার ফলে আলাদা আলাদা ভাবে অন্য প্লাগিনগুলি ইনস্টল করার প্রয়োজন হবে না।

JetPack এর বিভিন্ন ফিচারস গুলি হল:

  • সোশ্যাল মিডিয়ায় শেয়ারিং বাটান যাতে ভিসিটর্সরা আপনার পোস্ট বিভিন্ন সোশ্যাল সাইটে শেয়ার করতে পারে।
  • স্প্যাম কমেন্ট ব্লকিং।
  • আপনার সাইটে লগ ইন করার জন্য Brute force এটাক হচ্ছে কিনা জানতে পারবেন।
  • বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যেরকম ফেইসবুক, টুইটার এবং গুগল প্লাস ইত্যাদিতে অটো পোস্ট।
  • ব্লগ পোস্টের মধ্যে রিলেটেড পোস্ট দেখানো।
  • ইমেইল সাবস্ক্রিপশন।
  • কতজন ভিসিটর্স আপনার সাইট ভিসিট করছে তার দৈনিক ও মাসিক সংখ্যা দেখতে পারবেন।
  • আপনার সাইটের ডাউন টাইম মনিটর করতে পারবেন এবং সেই সংক্রান্ত মেইল এলার্ট পাবেন।
  • সাইট এক্সেলারেটর, CDN, কন্টাক্ট ফর্ম এর মতো আরো বিভিন্ন ফিচারস JetPack-এ পাবেন।

৭. Google Analytics Dashboard for WP By Monster Insight

Image Source; Google Analytics WP By Monster Insight

আপনি যদি ওয়েবসাইটের ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চান তাও আবার আপনার ওয়ার্ডপ্রেস ডেশবোর্ড থেকেই তাহলে আপনি এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন।

গুগল এনালিটিক্স একটি প্রয়োজনীয় টুল আমাদের সাইটের ও সাইটের ভিসিটর্সের বিভিন্ন গতিবিধি মনিটর বা লক্ষ রাখার জন্য।

এতে আমাদের সাইটের কনটেন্ট ও ভিসিটর্সদের ক্রিয়াকলাপের দিকে লক্ষ রেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি।

আর এই সম্পূর্ণ গুগল এনালিটিক্স এর বিষয়গুলি আপনি এই প্লাগিনটি থেকে আপনার ওয়ার্ডপ্রেস ডেশবোর্ডের মধ্যেই দেখতে পাবেন।

আপনাকে আলাদা ভাবে বরংবার গুগল এনালিটিক্স সাইটে গিয়ে লগ ইন করে তা দেখতে হবে না।

৮. Elementor

Elementor ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার
Image Source: Elementor

Elementor হল একটি পেজ বিল্ডিং প্লাগিন যার মাধ্যমে আপনি খুব সহজেই ড্র্যাগ এবং ড্রপ পদ্ধতিতে প্রফেশনাল লুক পেজ বা সাইট ডিসাইন করতে পারবেন।

এটি একটি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পেজ বিল্ডিং প্লাগিনগুলির মধ্যে একটি যা বিশেষ করে ওয়েবসাইট ডিসাইনাররা ব্যবহার করে তাদের ক্লায়েন্টদের সাইট ডিসাইন করে দিতে।

আপনিও যদি আপনার সাইটকে একটি প্রফেশনাল ওয়েবসাইটের মতো লুক দিতে চান তাহলে অবশ্যই এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন।

প্লাগিনটি ফ্রি এবং প্রিমিয়াম দুটি ভার্সনই আছে এবং ব্যবহারের দিকে থেকে অনেক সহজ ও ইউসার ফ্রেন্ডলি।

৯. Contact Form 7

কন্টাক্ট ফর্ম্ম প্লাগিন
Image Source: Contact Form7

প্রতিটি ওয়েবসাইট বা ব্লগ সাইট যাই হোক না কেন একটি কন্টাক্ট পেজ তো অবশ্য থাকা প্রয়োজন সাইটের ভিসিটর্সদের জন্য।

শুধু ভিসিটর্সই না অনেক সময় সাইটের মালিক এবং গুগলের মতো সার্চ ইঞ্জিনের ক্ষেত্রেও কন্টাক্ট পেজ প্রয়োজন হয়।

আর আপনি যদি একটি কন্টাক্ট পেজ তৈরি করতে চান তাহলে Contact Form 7 এই প্লাগিনটির মতো আর একটিও বিকল্প টুল পাবেন না।

এই প্লাগিনটির মাধ্যমে এক্সট্রা কোনো কোডিং ছাড়াই খুব সহজে এবং সল্প সময়ের মধ্যে যেকোনো পেজে আপনি কন্টাক্ট ফর্ম তৈরি করতে পারবেন।

এছাড়াও আপনি এখানে রি-ক্যাপচা এর মতো ফিচারস এবং একটি ভিসিটর্সের কন্টাক্ট ফর্মে যাওয়ার গতিবিধিও আপনি দেখতে পারবেন।

আমাদের শেষ কথা:

আপনি যদি একজন নতুন ব্লগার হয়ে থাকেন যে সদ্য একটি ওয়ার্ডপ্রেস সাইট শুরু করেছেন তাহলে আপনাকে এখানের প্রতিটি প্লাগিইন্স অবশ্যই ব্যবহার করার পরামর্শ দেবো।

তো বন্ধুরা আপনাদের যদি এই ৯টি সেরা ওয়ার্ডপ্রেস প্লাগিন পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন।

তার সাথে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকলেও আমায় কমেন্ট করে জানাতে পারেন আর এরকম আরো ব্লগ সংক্রান্ত পোস্টের জন্য আমাদের সাইটটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।