আজকে আমরা দেখবো এরকম ৮টি সেরা এবং ফ্রি টু প্লে ও ডাউনলোড স্টিম গেম (Best free to play steam games)
Steam বা স্টিম হল একটি ভিডিও গেম ডিজিটাল ডিস্ট্রিবিউশন সার্ভিস যা ভালভ নামক কোম্পানি ২০০৩ সালে লঞ্চ করে।
এবং এটি এখন সব থেকে জনপ্রিয় এবং পিসি উজারদের জন্য নম্বর ১ গেম স্টোর ও থার্ড পার্টি গেম স্টোর বা ক্লায়েন্ট হিসাবে পরিচিত।
স্টিম কে সম্পূর্ণ গেম এর Encyclopedic library বা store বললেও একদমই ভুল হয়না। যা আপনি প্রতিটি পিসি ইউসারদের কম্পিউটারেই পেয়ে যাবেন।
আর সম্প্রতি গেম বা গেমিং যেরূপ জনপ্রিয়তা পেয়েছে, তাই আজ Steam সম্পর্কে আমাদের কারোরই কিছু অজানা বিষয় না।
যেহেতু গেম এর জনপ্রিয়তা চরম সীমায়, তাই তার যোগান দিতে আজ অনলাইন মার্কেটে তাবড় তাবড় ডেভলাপার ও পাবলিশারও আছে।
এবং সম্প্রতি যে সমস্ত গেমগুলি রিলিজ হচ্ছে তাদের দাম নিধারণও কম যায়না, আর এই খানেই আমরা অনেকেই মার্ খেয়ে যাই।
কারণ আমাদের সবারই পয়সা দিয়ে গেম ক্রয় করা এখনো সম্ভব হয়ে ওঠেনা, আর ঠিক এই কারণের জন্যই আমরা ফ্রি গেম এর দিকে দৌড়াই।
আর যেহেতু এখন অনলাইন মাল্টিপ্লেয়ার গেম এর চাহিদা সব থেকে বেশি তাই, ফ্রি হলেও তা যেন জনপ্রিয় এবং
একটি হিউজ এমাউন্ট অফ প্লেয়ার এক্টিভিটি থাকা চাই, নাহলে ঠিক কম্পেটেটিভ গেম প্লের বিষয়টা আসেনা বা ফীল হয়না।
আর আপনিও যদি ঠিক আপনার পিসি বা ল্যাপটপের জন্য এরকমই কিছু Free to play সিঙ্গেল বা মাল্টিপ্লেয়ার গেম চান
তাহলে চলুন আমি আপনাকে এরকম ৮টি সেরা ফ্রি স্টিম গেম (free steam games) সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছি
যা ফ্রি হলেও পেইড গেমস এর থেকেও কয়েক গুন্ ভালো এবং যা প্রফেশনাল থেকে বিগেনার সবাই খেলে থাকে।
আরো জানুন: ৬টি ওয়েবসাইট ফ্রিতে কম্পিউটার গেম ডাউনলোড করার
সেরা ৮টি ফ্রি স্টিম গেম (Free to play Steam games)
১. Apex Legends

আমাদের লিস্টের প্রথম ফ্রি স্টিম গেম (free steam game) টি হল Apex Legends, এটি একটি ফ্রি টু প্লে হিরো ব্যাটেল রয়েল গেম যা,
Respawn Entertainment ডেভলোপ করেছে এবং এই গেম এর পাবলিশার হল জনপ্রিয় ভিডিওগেম কোম্পানি EA
আপনি যদি ব্যাটেল রয়েল গেম এর ফ্যান হয়ে থাকেন যেরকম PUBG, তাহলে Apex Legends আপনার অবশ্যই ভালো লাগবে।
তবে বন্ধুরা এটি পাবাজি গেম এর মত এক না, শুধু Battle Royle কনসেপ্ট টাই কিছুটা এক। এছাড়াও এখানে আরো বিভিন্ন মোড পেয়ে যাবেন।
অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটেল রয়েল গেম এর ভক্তদের জন্য এটি Must try একটি গেম, যা আমার মতে আপনার
অবশ্যই এটি ডাউনলোড করা উচিত। আপনি এটি PC, PlayStation, Xbox এবং Nintendo গেমিং কনসোল এর জন্য পেয়ে যাবেন।
এবং খুব শিগ্রহি Apex Legends Mobile নাম এর মোবাইল ভার্সনও আসবে তা এই গেম এর ডেভলাপার ও পাবলিশাররা ঘোষণা করেছে।
২. Paladins

Paladins হল আরো একটি খুবই জনপ্রিয় free to play ফ্যান্টাসি টীম বেসড অনলাইন shooter গেম যা আপনি খেলতে পারেন।
যা Hi-Rez Studios ২০১৮ সালের মে মাসে এই গেমটি রিলেস করে এবং এই মুহূর্তে এর ২৫+ মিলিয়ন এরও বেশি প্লেয়ার আছে।
আপনি যদি অনলাইন টীম বেসড ফার্স্ট ও থার্ড পারসন ভালো কোন গেম এর খোঁজে থাকেন তাহলে এটি one of the best গেম হতে পারে।
আপনি এখানে কালারফুল সাইফাই ফ্যান্টাসি ম্যাপস পাবেন যেখানে নিজের পছন্দ অনুযায়ী চ্যাম্পিয়ন নির্বাচন করে
নিজেদের মধ্যে ৫টি প্লেয়ার এবং বিপক্ষ টীম এর মধ্যে ৫টি প্লেয়ার এর মধ্যে কম্ব্যাট করতে পারবেন।
আপনি যদি Overwatch গেমটির নাম শুনে থাকেন তাহলে, আমি অবশ্যই বলবো যে এটি প্রায় একদমই সেরকমই গেম।
তবে Overwatch একটি paid গেম, আর Paladins তারই সেরা বিকল্প একটি গেম বলতে পারেন যা ফ্রি স্টিম গেম (free steam games)
৩. Counter-Strike: Global Offensive (CSGO)

কাউন্টার স্ট্রাইক গেম সম্পর্কে আমরা কেনা জানি, আমাদের সবারই কত স্মৃতি জড়িয়ে আছে এই গেম এর সাথে।
তাই আমি Counter Strike গেম সম্পর্কে বিশেষ কিছু বলবোনা, কারণ আমরা সবাই জানি যে এটি একটি অনলাইন
বা মাল্টিপ্লেয়ার ফার্স্ট পারসন শুটার গেম। তবে বন্ধুরা আপনারা যদি কাউন্টার স্ট্রাইক এর নতুন বা কারেন্ট ভার্সন
যা Counter-Strike: Global Offensive, না খেলে থাকেন তাহলে অবশ্যই জেনেনি যে এটি এখন Steam এর মধ্যে,
ডিসেম্বর ২০১৮ থেকে সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে যা এক সময় পেইড ছিল তবে এখন আপনি ফ্রিতে ডাউনলোড করেই বন্ধুদের সাথে খেলতে পারেন।
কাউন্টার স্ট্রাইক হল লেজেন্ডারি গেম এর মধ্যে একটি যা ১৯৯৯ থেকে শুরু হয়েছিল এবং এখনো এর দাপট সমস্ত গেম এর থেকেই আলাদা এবং বেশি।
আরো পড়ুন: PUBG Mobile ভারতে কিভাবে ডাউনলোড করবেন ও খেলবেন?
৪. Brawlhalla

অনলাইন বন্ধুদের সাথে অথবা রেন্ডম প্লেয়ারদের সাথে খেলার জন্য এটি অসাধারণ একটি খুবই ছোট এবং ফ্রি গেম।
Brawlhalla একটি ফ্রি 2D ফাইটিং গেম যা আপনি PC থেকে শুরু করে Xbox, Playstation, iOS এবং Android এর জন্যেও পেয়ে যাবেন।
গেমটির ফাইল সাইজ ছোট হওয়ায় আপনাকে গ্রাফিক্স এবং পিসি কনফিগারেশন নিয়ে একদমই ভবতে হবেনা, কারণ Low-end পিসি থেকে
আপনার যদি খুবই স্বল্প কনফিগারের ল্যাপটপও থাকে তাতেও অনহাসে এই গেম চলে যাবে এটি 2D গেম হওয়ায়।
আপনি এই গেমে বিভিন্ন ক্যারেক্টারস সহ তাদের বিভিন্ন রকমের বিশেষ এবিলিটি ও weapons দেখতে পাবেন, যা প্লেয়ারদের
প্রথমবার খেলাতেই এই গেম মুগ্ধ করে দেবে।
৫. Dota 2

Steam এর জনপ্রিয় এবং তাবর তাবড় ফ্রি ও পেইড গেমগুলির মধ্যে একটি সেরা এবং জনপ্রিয় গেম হল এই Dota 2
এটি হল অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটাল এরিনা ভিডিও গেম যা ২০১৩ সালে Valve অর্থাৎ যা কিনা Steam নিজেই রিলেস করে।
এটি একটি ম্যাসিভ স্ট্রাটিজিক MOBOs টাইপ গেম যার সাথে মিলিয়ন মিলিয়ন প্লেয়ার যুক্ত আছে এবং প্রচুর অনলাইন টুর্নামেন্ট এই গেম নিয়ে হয়ে থাকে।
এবং জনোপ্রিয়তার দিক থেকে যদি বলি তাহলে সম্পূর্ণ স্টিম এর মধ্যে ফ্রি ও পেইড গেম এর মধ্যে Dota 2 দ্বিতীয় স্থানে আছে।
Dota 2 হল MOBAs টাইপ গেম এর শিকড়, এই গেমে আপনি ১০০ ও বেশি পাওয়ারফুল হিরোস পেয়ে যাবেন তাদের বিশেষ এবিলিটি সহ।
এবং এর প্রতিটি হিরোস এবিলিটি ও স্কিল ট্রাই করার জন্য আপনার গোটা একটি দিনও কম পরে যেতে পারে।
আপনার যদি Multiplayer online battle arena (MOBA) স্ট্রাটিজিক গেম ভালো লেগে থাকে তাহলে এই বিষয়ে
কোন সন্দেহ নেই যে Dota 2 হল ইন্টারনেটে উপলব্ধ সব থেকে সেরা MOBA গেম যা আপনি Steam থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারেন।
৬. Black Squad

Black Squad হল একটি ফ্রি ফার্স্ট পারসন অনলাইন মাল্টিপ্লেয়ার শুটার গেম ঠিক কাউন্টার স্ট্রাইক গেম এর মতোই।
তবে এখানে আপনি ইম্প্রোভ এবং অসাধারন ভালো গ্রাফিক্স কোয়ালিটি পাবেন যা অনেক পেইড গেমকেও হার মানায়।
আপনি যদি Call of duty এর নতুন সিরিজ এর মাল্টিপ্লায়ার গেম খেলে বা দেখে থাকেন, তাহলে জেনেনিন ঠিক সেরকমই গ্রাফিক্স কোয়ালিটি এর মধ্যে পাবেন।
তাই অনেকেই একে Call of duty এবং Counter strike গেম এর হাইব্রিড ভার্সন ও বলে থাকেন।
গেম এর গ্রাফিক্স এর সাথে সাথে আপনি এখানে বিভিন্ন রকমের গানস এর রিয়ালিস্টিক গ্রাফিক্স ও রিকইল ফিল করতে পারবেন।
আমার নিজের বেক্তিগত পছন্দের ফ্রি মাল্টিপ্লায়ার গেম এর তালিকাতে Black Squad পরে যা আমি এখনও খেলি।
এবং আমি অবশ্যই আপনাদেরও রেকমেন্ড করবো এর রিয়ালিস্টিক গ্রাফিক্স, গানস এবং গেমপ্লে অবশ্যই ট্রাই বা উপলব্ধ করার জন্য।
৭. Team Fortress 2

Valve corporation এর মেগা পপুলার গেম গুলির মধ্যে আরো একটি হল এই Team Fortress 2, যা ১৯৯৬ এর ক্লাসিক Team Fortress এর,
সিকুয়াল, যেটি ২০০৭ সালে ভালভ কর্পোরেশন রিলিজ করে এবং তখন থেকে এখনো প্রচুর প্লেয়ার এই গেমটি খেলেন আর প্রায়শই আপডেট আসে।
এটি একটি টীম বেসড মাল্টিপ্লেয়ার ফার্স্ট পার্সন শুটার গেম যেখানে ক্লাসিক ক্যাপচার পয়েন্ট, co-op গেম মোডস পেয়ে যাবেন।
বন্ধুদের সাথে অথবা রেন্ডম প্লেয়ারদের সাথে টীম আপ করে খেলার জন্য Team Fortress ২ খুবই মজাদার একটি গেম।
এটি একটি ফ্রি স্টিম গেম (free steam game) যা PC, PS, Linux এবং Xbox গেম কনসোল এর জন্যেও উপলব্ধ আছে।
৮. Path of Exile

আমাদের লিস্টের শেষ সেরা ফ্রি স্টিম গেমটি হল Path of Exile যেটি একটি অনলাইন অ্যাকশন RPG টাইপ গেম।
এটি ডার্ক ফ্যান্টাসি ওয়ার্ল্ড এর রোল প্লে গেম যেখানে আপনি সুন্দর স্টোরি এবং বিশেষ এবিলিটি সহ হিরোস ও তাদের স্কিল পাবেন।
এটিও MOBAs type স্ট্রাটিজিক RPG গেম, যেখানে আপনি Dota এর মতোই অনেকটা সিমিলারিটি পাবেন গেম প্লের মধ্যে।
RPG স্ট্রাটিজিক গেম এর ভক্ত হলে নিঃসন্দেহে এটি একটি সেরা গেম যা আপনি স্টিম থেকে ফ্রিতে ডাউনলোড করে খেলতে পারেন।
অবশ্যই পড়ুন: ১০+ ফ্রি কম্পিউটার সফটওয়্যার যা অবশ্যই ইনস্টল করা উচিত
আমাদের শেষ কথা,
তো বন্ধুরা এর মধ্যে কোন গেমটি আপনার সব থেকে বেশি পছন্দ হল এবং তা আপনি ডাউনলোড করবেন, তা অবশ্যই কমেন্ট করে জানান।
তার সাথে যদি এরকম কোন সেরা ফ্রি স্টিম গেম (best free steam game) থেকে থাকে যা এই লিস্টে উল্লেখ নেই কিন্তু আপনার মতে তা অবশ্যই ভালো,
তাও এখানে মন্তব্য করে জানাতে একদমই ভুলবেন না। আর এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন।