৫টি সর্বাধিক জনপ্রিয় ফ্রি ব্লগিং প্লাটফর্ম নতুন ব্লগারদের জন্য

আপনি কি আপনার নতুন ব্লগ ওয়েবসাইট খুলতে চান কিন্তু বুঝে উঠতে পারছেননা যে কিভাবে বা কোন জায়গা থেকে শুরু করবেন? তো অবশ্যই আপনি ঠিক জায়গায় এসেছেন।

আজকে আমি আপনাদের সাহায্য করবো এরকম ৫টি সর্বাধিক জনপ্রিয় ফ্রি ব্লগ সাইট দেখিয়া যেখানে আপনি ফ্রীতে নিজের ব্লগ সাইট খুলতে পারবেন। এবং তার জন্য আপনাকে কোনো HTML বা কোডিং ও জানার দরকার নেই।

তো আমি এখানে এরকম ৫টি ফ্রি এবং সব থেকে ভালো ব্লগিং সাইট তুলে ধরবো এবং তার সাথে তাদের নিজেস্ব কিছু সুবিধা ও অসুবিধাও তুলে ধরবো যেগুলি আপনাকে সাহায্য করবে আপনার পছন্দের ব্লগ সাইটটি আপনি কোন প্লাটফর্ম থেকে শুরু করবেন তা ঠিক করতে।

৫টি সর্বাধিক জনপ্রিয় ফ্রি ব্লগিং সাইট গুলি হলো:

  1. WordPress.com
  2. Blogger.com
  3. Wix.com
  4. Tumblr.com
  5. Weebly.com

তো চলুন এবার জেনেনি এই ৫টি প্লাটফর্মের কি কি বিশেষ বিশিষ্ট এবং সুবিধা ও অসুবিধা আছে।

WordPress.com (ওয়ার্ডপ্রেস)

wordpress.com ফ্রি ব্লগিং প্লাটফর্ম
Blogger.com

সবার প্রথমে আমাদের জানা দরকার যে ওয়ার্ডপ্রেসের দুটি ভাগ আছে একটি হলো WordPress.com এবং অন্যটি হলো WordPress.org।

WordPress.org হলো ওয়ার্ডপ্রেসের আসল ওয়েবসাইট এবং ১০০% ফ্রি বা ওপেন সোর্স। আপনি যদি প্রোফেসনাল ব্লগ সাইট খুলতে চান তো অব্যশই এর থেকে ভালো বিকল্প আর হয়না। কিন্তু আপনি যদি WordPress.org থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে ফ্রি তে ইনস্টল করতে চান তাহলে অবশ্যই আপনাকে তার জন্য ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে এবং তার পরেই আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারবেন।

যেহেতু আমাদের বিষয় ফ্রীতে ব্লগ সাইট খোলার তাই আমরা WordPress.com নিয়েই আলোচনা করবো।

WordPress.com অনেকটাই আলাদা WordPress.org এর থেকে এবং আরো সহজ। আপনি যদি ভালো কোয়ালিটিতর এবং উচ্ছতার মানের ব্লগ লিখতে চান তাহলে এই প্লাটফর্মটি আপনার জন্য আদর্শ ব্লগিং প্লাটফর্ম হবে। সর্বোপরি, এটি লক্ষ লক্ষ লোকের দ্বারা ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় বিনামূল্যে ব্লগিং প্ল্যাটফর্ম যা এটি নিখুঁত এবং সোজা ব্লগ তৈরির সরঞ্জাম এবং বৈশিষ্ট্যগুলি সরবরাহ করে। এই প্লাটফর্মটি সবদিক থেকে ফ্রি, যেরকম আপনাকে ফ্রি তে সাব-ডোমেইন এবং হোস্টিং প্রদান করে। কিন্তু আপনি যদি নিজের বা কাস্টম ডোমেইন ব্যবহার করতে চান বা ওয়ার্ডপ্রেসের আরো বিশেষ কিছু বিশিষ্ট বা ফিচারস ব্যবহার করতে চান তাহলে হোস্টিংএবং ডোমেইনের জন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হবে। কিন্তু আপনি যদি সবে মাত্র ব্লগিং শুরু করে থাকেন বা শুরু করার কথা ভাবেন তাহলে ফ্রি ভার্শনটি দিয়ে শুরু করুন।

সুবিধা (Advantages)

  • কোনো সেটআপ লাগেনা অর্থাৎ আপনার ওয়েবসাইট সেটআপ করার জন্য বিশেষ অভিজ্ঞতা বা কোডিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা প্রয়োজন পড়েনা।
  • নতুন ব্লগারদের জন্য সবথেকে আদর্শপ্লাটফর্ম।
  • ব্যবহার এবং নিয়ন্ত্রণ দুটিই সহজ।
  • সম্পূর্ণ ফ্রি বা ওপেন সোর্স।
  • অনেক ফ্রি থিম নির্ণয়ের সুবিধা।

অসুবিধা (Disadvantages)

  • ফ্রি হওয়ার সাথে সাথে বিভিন্ন বৈশিষ্ট বা অপসন গুলি ব্যবহার করতে পারবেন না।
  • ওয়ার্ডপ্রেস নিজেস্ব বিজ্ঞাপন আপনার ব্লগ পেজে দেখাবে।
  • আপনি যদি ওয়ার্ডপ্রেস এর কোনো নিয়ম বা নীতি ভেঙে থাকেন তাহলে ওয়ার্ডপ্রেস আপনার ব্লগ সাইটটি বন্ধ করে দিতে পারে আপনার অজান্তেই।

Blogger.com (ব্লগার)

Blogger.com  একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম যারা নতুন ব্লগিং শুরু করতে চায়।
Blogger.com

ব্লগিং প্লাটফর্ম এর মধ্যে আরেকটি সব থেকে জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম হলো Blogger.com। Google এর একটি সার্ভিস বা পরিষেবা হলো Blogger.com এবং যা সম্পূর্ণরূপে ফ্রি।

Blogger.com তার সমস্ত ইউসারদেড় অতি সহজ এবং দ্রুত উপায়ে সাইট বানাতে বা বিল্ড করার সুযোগ প্রদান করে থাকে। শুধু মাত্র আপনার একটি গুগল একাউন্ট থাকলেই আপনি Blogger.com এ নিজের ব্লগ সাইট খুলতে পারেন।

সুবিধা (Advantages)

  • সম্পূর্ণরূপে ফ্রি বা ওপেন সোর্স।
  • খুবই সহজ এবং দ্রুত, কোনো বিশেষ অভিজ্ঞতার প্রয়োজন হয়না।
  • যেহেতু এটি গুগলের একটি সার্ভিস বা প্রোডাক্ট তাই অনেক সিকিউর এবং বিশ্বাসযোগ্য।

অসুবিধা (Disadvantages)

  • বেসিক ব্লগিং সরঞ্জামগুলির মধ্যেই সীমাবদ্ধ এবং আপনার ব্লগ জনপ্রিয়তার বাড়ার সাথে সাথে নতুন কোনো বৈশিষ্ট্য যুক্ত করতে পারবেন না।
  • সীমিত থিম এবং ফ্রি থেম যেগুলি আছে সেগুলি যথেষ্ট ভালো না এবং থার্ড পার্টি থিম গুলোর গুণমান ও যথেষ্ট ভালো হয়না।
  • অন্যান্য ব্লগ প্লাটফর্ম এর মতো বেশি আপডেট আসেনা।

Wix.com (উইক্স)

Wix.com একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম যেখান থেকে আপনি ফ্রীতে একটি ব্লগিং ওয়েবসাইট খুলতে পারবেন।
Wix.com

আপনি যদি ফ্রীতে একটি আকর্ষণীয় ব্লগ সাইট বানাতে চান তো উইক্স হলো তাদের মধ্যে আরেকটি জনপ্রিয় প্লাটফর্ম। উইক্স এর আরো বেশি জনপ্রিয় হওয়ার কারণ হলো Drag & Drop ওয়েবসাইট বিল্ডারের জন্য। অতি সহজেই ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি নিজের ওয়েবসাইট সাজিয়ে নিতে পারেন।এখানে আপনি ৫০০ বেশি ফ্রি টেম্প্লেটস বা আপনার ওয়েবসাইট থিম পাবেন।

আপনি ৫০০MB স্টোরেজ এবং ১GB ব্যান্ডউইথ এর সাথে ফ্রি উইক্স একাউন্ট খুলতে পারবেন। উইক্স হলো একটি জনপ্রিয় হোস্টিং কোম্পানি আপনি যদি এর বিশেষ কিছু ফিচারস ব্যবহার করতে চান তো আপনি উইক্স এর বিভিন্ন প্ল্যান কিনতে পারেন।

সুবিধা (Advantages)

  • আপনি উইক্স এ ফ্রি অনেক থিম এবং টুলস ব্যবহার করার সুযোগ পাবেন।
  • খুব সহজ এবং দ্রুত ড্র্যাগ এন্ড ড্রপ করে নিজের ওয়েবসাইট সাজিয়ে নিতে পারবেন। কোনো কোডিং এর দরকার পড়েনা।
  • উইক্স এর সেটআপ অনেক সহজ।

অসুবিধা (Disadvantages)

  • যেহেতু আপনি ফ্রি একাউন্ট ব্যবহার করবেন তাই উইক্স আপনার সাইটে এড বা বিজ্ঞাপন শো করবে।
  • আপনি একবার যদি টেম্পলেট বা থিম বেছেনেন পরে সেটি আর পরিবর্তন করতে পারবেন না।
  • অন্যান্য প্লাটফর্ম থেকে এতে অনেক ফিচারস কম। অন্য ফিচারস ব্যবহার করতে হলে আপনাকে তার জন্য বায় করতে হবে।

Tumblr.com (টাম্বলার)

Tumblr হলো একটি মাইক্রোব্লগিং ওয়েব হোস্টিং সাইট ফ্রিতে ব্লগ সাইট খোলার জন্য।
Tumblr.com

Tumblr হলো অন্য সব ব্লগ প্লাটফর্মের থেকে একটু আলাদা। Tumblr হলো মাইক্রোব্লগ প্লাটফর্ম যেটা সোশ্যাল মিডিয়া সাইটের মতো কাজ করে। যেরকম আপনি এই প্লাটফর্ম থেকে অন্যান্য বা অন্যদের ব্লগ গুলিকে ফলো করতে পারবেন, রিব্লগিং ইত্যাদি করতে পারবেন।

সুবিধা (Advantages)

  • Tumblr একটি ফ্রি ব্লগিং সাইট, এবং আপনি নিজের কাস্টম ডোমেইন ও ব্যবহার করতে পারবেন।
  • Tumblr সেট আপ এবং ব্যবহার দুটিই খুবই সহজ।
  • এর মধ্যে ইন্টিগ্রেটেড সোশ্যাল মিডিয়া কম্পোনেন্টস আছে।
  • যেহেতু এটি একটি মাইক্রোব্লগ, তাই ভিডিও, GIFs, ফটো এবং অডিও এই সব ধরণের ব্লগিং করতে পারবেন।

অসুবিধা (Disadvantages)

  • সীমিত ফিচারস। আপনার ব্লগ জনপ্রিয় হতে থাকলেও আপনি সেরকম কোনো অধিক ফিচারস পাবেন না আপনার ব্লগের জন্য, সাধারণত অন্যান্য ব্লগ সাইটে যেগুলি পেয়ে থাকেন।
  • সীমিত থিম। ফ্রি থিম এর সংখ্যা অনেক কম।
  • আপনি আপনার ব্লগ সাইট ব্যাকআপ করার জন্য বা অন্য কোনো হোস্টিংয়ে মুভ করতে গেলে তা সহজে হয়ে ওঠেনা।

Weebly.com (ওয়েবলি)

weebly জনপ্রিয় ফ্রি ওয়েব হোস্টিং সাইট নতুন ব্লগাররা এখানে ফ্রীতে ব্লগ সাইট ওপেন করতে পারবে।
Weebly.com

Weebly হলো ফ্রি ব্লগ ওয়েব হোস্টিং প্লাটফর্মের মধ্যে একতো খুবই জনপ্রিয় হোস্টিং প্লাটফর্ম। আপনি খুব সহজেই ড্র্যাগ এন্ড ড্রপ করে নিজের ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। Weebly এর মধ্যে যেই জিনিসটি সবাইকে আকর্ষণ করে তা হলো ওয়েবসাইট লোডিং স্পিড। Weebly সাইট গুলির লোডিং স্পিড অনেক দ্রুত, যা পাঠকদের জন্য অনেক সুবিধা প্রদান করে। এবং এর থিম বা টেম্পলেট গুলি রেস্পন্সিভ হয় যা আপনার ব্লগ সাইটকে অনেক দ্রুত এব SEO Friendly করে তোলে এবং যার ফল স্বরূপ আপনার ওয়েবসাইটে বেশি ট্রাফিক আসে।

সুবিধা (Advantages)

  • সহজ ড্র্যাগ এন্ড ড্রপ ওয়েব বিল্ডিং।
  • ফ্রি SEO Tool
  • ফ্রি রেস্পন্সিভ থিম যার অর্থাৎ বেশি ট্রাফিক পাওয়ার সুবিধা।
  • নিজেস্ব App সেন্টার।
  • দ্রুত লোডিং স্পিড।

অসুবিধা (Disadvantages)

  • ফ্রি ভার্সন এর সীমিত ব্লগিং টুলস, যদি অন্যান্য টুলস ব্যবহারের জন্য বায় করতে হবে।
  • পার্সোনাল রিস্টোরের কোনো রাস্তা নেই অর্থাৎ আপনার ওয়েবসাইটের কোনো সমস্যা দেখা দিলে আপনাকে পুরোপুরি ভাবে সাপোর্ট টীমের ওপর নির্ভরশীল হতে হবে।

তো সবার শেষে আমি এটাই বলবো যে এই ৫টি ব্লগিং প্লাটফর্মের মধ্যে আপনি যেকোনো একটি বেছে নিয়ে নিজের ব্লগিং শুরু করতে পারেন। সবারই কিছু নিজেস্ব সুবিধা ও অসুবিধা থাকলেও প্রতিটি প্লাটফর্মই অনেক জনপ্রিয়। আপনি যদি আমার পরামর্শ চান তো আমি আপনাকে বলবো Blogger বা WordPress এই দুটির মধ্যে যেকোনো একটা বেছে নিতে পারেন। আমি নিজের ব্লগিং ক্যারিয়ার শুরু করেছিলাম Blogger থেকে এবং এখন আমি WordPress ব্যবহার করছি দুটো প্লাটফর্মের সাথেই আমার অভিজ্ঞতা অনেক ভালো।

আপনি যদি ওপরের ৫টি প্লাটফর্ম সম্পর্কে অধিক জানতে চান তো ওপরে দেওয়া প্লাটফর্ম গুলের নামে ক্লিক করুন।

আশা করবো আপনাদের নিজেদের ব্লগিং সাইট খুঁজে দিতে এই ব্লগটি কিছুটা হোক সাহায্য করবে। আপনার যদি এই ব্লগটি ভালো লেগে থাকে অন্যদের সাথে শেয়ার করেনিন। আর এই পোস্ট বা ব্লগ সম্পর্কে যদি কোনো মতামত থাকে বা কিছু জানার থাকে তো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানান।

1 thought on “৫টি সর্বাধিক জনপ্রিয় ফ্রি ব্লগিং প্লাটফর্ম নতুন ব্লগারদের জন্য”

Comments are closed.