কিছু মজাদার জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এর নাম

আপনি কি জানেন ২০১৯ এর সমীক্ষা অনুযায়ী ইউটিউবে সর্বমোট ৩১ মিলিয়ানেরও বেশি ইউটিউব চ্যানেল আছে এবং দিন দিন আরো বাড়ছে।

ইউটিউব হলো পৃথিবীর সব থেকে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম যেখানে প্রতি মিনিটে ৫০০ ঘন্টারও বেশি ভিডিও আপলোড হয়ে থাকে।

একটা সময় ছিল যখন ইন্টারনেট, গুগল এবং ইউটিউব কি আমরা তা জানতাম না কিন্তু এখন বিশ্বের 57-60% মানুষ তা ব্যবহার করছে।

যদিও ইউটিউব সম্পর্কেও একসময় অল্প কিছু লোকই জানতো এবং সেখানে চ্যানেলের সংখ্যাও ছিল খুবই কম।

কিন্তু এখন চিত্রটি সম্পূর্ণ আলাদা। আজ যাদের কাছে একটি স্মার্ট ফোন এবং ইন্টারনেট আছে তারা বেশির ভাগ সময় কাটাচ্ছে ইউটিউব ভিডিও দেখে।

যত দিন গেছে ইউটিউব জনপ্রিয় হয়েছে এবং সেখানে কনটেন্ট ক্রিয়েট এবং ভিয়ার্সের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

আজ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটরা তাদের নিজেস্ব ভাষায় ইউটিউবে ভিডিও বানিয়ে অন্য দের বিনোদন এবং শিক্ষা প্রদান করছে।

আর তার মধ্যে আমাদের বাংলা কনটেন্ট ক্রিয়েটরাও আছে যারা ইউটিউবে বিভিন্নরকম ভিডিও বাংলাতে বানিয়ে আমাদের বিনোদন প্রদান করছে।

আজকে আমরা জানবো এরকমই কিছু সেরা বাংলা ইউটিউব চ্যানেল সম্পর্কে যারা ইউটিউবে বেশ খেতি বা জনপ্রিয়তা পেয়েছে।

তো চলুন আর বেশি দেরি না করে জেনেনি এরকম কিছু মজাদার জনপ্রিয় সেরা বাংলা ইউটিউব চ্যানেলের নাম।

জানুন: কিভাবে ইউটিউব চ্যানেল তৈরী করবেন মোবাইল ফোন থেকে

১. The Bong Guy

  • Channel Type – Comedy or Roasting Video Channel
  • Total Videos – 53
  • Total Subscriber – 2.75M
  • Channel Created – Sept. 24th, 2015

The Bong Guy ভারতীয় একজন জনপ্রিয় ইউটিউবার যিনি তার ইউটিউব চ্যানেলে বিনোদন মূলক বা কমেডি ভিডিও আপলোড করে থাকেন।

ওনার নাম কিরণ দত্ত। যিনি খুব অল্প সময়ে এবং কম ভিডিওতে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা প্রথম বাংলা ইউটিউবার।

যিনি বাংলা ইউটিউব জগতে এক অন্য মাত্রা এনে দিয়েছেন। শুধু তাই না The Bong Guy কে দেখে অনুপ্রাণিত হয়ে অনেকে এই প্লাটফর্মে নেমেছেন।

এই চ্যানেলটির যাত্রা শুরু হয় ২৪ সেপ্টেম্বর ২০১৫ সাল থেকে। এখন পর্যন্ত চ্যানেলটির সর্বমোট সাবস্ক্রাইবার হল ২.৭৫ মিলিয়ন এবং সর্বমোট ভিডিও সংখ্যা হল ৫৩টি।

চ্যানেলটি ২০১৫ সালে খোলা হলেও ওনার এই কমেডি চ্যানেলের যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সাল থেকে।

আপনার যদি কমেডি ভিডিও পছন্দ হয়ে থেকে এবং আপনি হাস্তে হাস্তে উন্মাদ হতে চান তাহলে অবশ্যই Bong Guy এর ভিডিও দেখুন।

ইউটিউব ব্যবহার করে আর Bong Guy কে চেনেনা এরকম বাঙালি নেই বললেই চলে। ভারত ও বাংলাদেশ দুই বাংলা মিলিয়ে ইনি সব থেকে বেশি জনপ্রিয় বাঙালি ইউটিউবার।

The Bong Guy এর মতোই আরো কিছু কমেডি এবং রোস্টিং ইউটিউব চ্যানেলের নাম হল:

  • Wonder Munna
  • Khilli Buzz Chiru

২. MKTV Bangla

  • Channel Type – Educational & Knowledge Base Video Channel
  • Total Videos – 220
  • Total Subscriber – 2.77M
  • Channel Created – Aug 6th, 2017

MKTV Bangla একটি এডুকেশনাল এবং নলেজ বেস ইউটিউব ভিডিও চ্যানেল যেখানে আপনি রহস্য রোমাঞ্চে ভরা তথ্যপূর্ণ ভিডিও দেখতে পাবেন।

আজকের তারিখে এই চ্যানেলটি হলো বাংলা ইউটিউব চ্যানেলের মধ্যে সর্বোচ্চ সাবস্ক্রাইব করা বাংলা ইউটিউব চ্যানেল যার সাবস্ক্রাইবার সংখ্যা হল ২.৭৭ মিলিয়ান।

এই চ্যানেলটি তার যাত্রা শুরু করে ৬ অগাস্ট ২০১৭ সাল থেকে এবং এই ইউটিউব চ্যানেলটিতে এখনো পর্যন্ত ২২০টি ভিডিও আপলোড করা হয়েছে।

আপনি যদি পৃথিবীতে ঘটা এরকম কিছু অজানা ঘটনা জানতে চান এবং কোনো রহস্য রোমাঞ্চে ভরা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।

৩. জীবন-সমস্যার সমাধান

  • Channel Type – Motivational Video Channel
  • Total Videos – 204
  • Total Subscriber – 1.74M
  • Channel Created – Feb 9th, 2017

জীবন সমস্যার সমাধান ইউটিউব চ্যানেলটি হল একটি বাংলা মোটিভেশনাল বা প্রেরণামূলক ইউটিউব ভিডিও চ্যানেল।

আমি বেক্তিগত ভাবে সবাইকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো কারণ এই চ্যানেলটিতে অসাধারণ মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয় যা আপনার জীবনের দিশা বদলে দিতে পারে।

এই চ্যানেলটিতে এরকম কিছু অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে পাবেন যেগুলি আপনাকে শেখাবে কিভাবে আপনার জীবনের বিভিন্ন সমস্যাগুলি কাটিয়ে উঠতে হয়।

আপনি জীবন সমস্যার সমাধান চ্যানেলটি থেকে এরকম বিভিন্ন অনুপ্রেরণা পাবেন যা আপনাকে নতুন করে লোরাই করার শক্তি যোগান দেবে।

জীবন সমস্যার সমাধান ইউটিউব চ্যানেলটি তার যাত্রা শুরু করে ২৪ ডিসেম্বর ২০১৭ থেকে এবং এখনো পর্যন্ত এই চ্যানেলটিতে ২০৪টি ভিডিও আছে।

আজকের তারিক অবধি এই চ্যানেলটিতে সর্বমোট ১.৭৪ মিলিয়ান সাবস্ক্রাইবার আছে।

৪. Multi Tech

  • Channel Type – Android Tech Channel
  • Total Videos – 483
  • Total Subscriber – 1.3M
  • Channel Created – 24th Dec 2015

Multi Tech ইউটিউব চ্যানেলটি একটি মোবাইল টেকনোলজি বা মোবাইল টিপস এবং ট্রিক্স সম্পর্কিত ইউটিউব ভিডিও চ্যানেল।

আপনি এই চ্যানেলটি থেকে আপনার এন্ড্রোইড ফোনের বিভিন্ন টিপস এবং ট্রিকস জানতে ও শিখতে পারবেন।

তাই আপনার এন্ড্রোইড ফোনের ও বিভিন্ন এন্ড্রোইড অ্যাপসের নতুন ট্রিকস শেখার জন্য এই ইউটিউব চ্যানেলটির ভিডিও দেখতে পারেন।

Multi Tech চ্যানেলটি তার যাত্রা শুরু করেছিল ২৪ ডিসেম্বর ২০১৫ সাল থেকে এবং এখন পর্যন্ত এই চ্যানেলটির মোট সাবস্ক্রাইবার আছে ১.৩ মিলিয়ান।

এটি একটি জনপ্রিয় মোবাইল টিপস ও ট্রিকস বাংলা ইউটিউব চ্যানেল। এখনো পর্যন্ত এই চ্যানেলটিতে সর্বমোট ইউটিউব ভিডিও আপলোড করা হয়েছে ৪৮৩টি।

৫. All Bangla Tips

  • Channel Type – Tech Channel
  • Total Videos – 456
  • Total Subscriber – 1.23M
  • Channel Created – 15th Feb 2017

এটি হল একটি জনপ্রিয় টেক বা প্রযুক্তি বিষয়ক বাংলা ইউটিউব চ্যানেল যার এখন পর্যন্ত সর্বমোট সাবস্ক্রাইবার আছে ১.২৩ মিলিয়ান।

এই চ্যানেলটিতে আজকের তারিখ পর্যন্ত ৪৫৬টি ভিডিও আপলোড করা হয়েছে। এই চ্যানেলটি তার যাত্রা শুরু করেছিল ১৫ ফেব্রয়ারি ২০১৭ সাল থেকে।

আপনি এখানে কম্পিউটার এবং মোবাইল সম্পর্কিত বিভিন্ন টিপস এবং টিউটোরিয়াল ভিডিও পাওয়ার সাথে সাথে এখানে নতুন গ্যাজেট রিভিউ ও দেখতে পাবেন।

শুধু তাই না আপনি এখানে একটি ইউটিউব চ্যানেল তৈরী করা থেকে শুরু করে কিভাবে চ্যানেলটিকে বাড়িয়ে তুলতে হবে সেই সম্পর্কিত বিভিন্ন টিউটোরিয়ালও দেখতে পাবেন।

মোবাইল, কম্পিউটার এবং ইউটিউব ও গুগল সম্পর্কিত টিউটোরিয়াল দেখতে অবশ্যই এই চ্যানেলটি ভিসিট করতে পারেন।

৬. Freelancer Nasim

  • Channel Type – Educational Video Channel
  • Total Videos – 712
  • Total Subscriber – 765K
  • Channel Created – 18th April 2016

Freelancer Nasim একটি জনপ্রিয় বাংলাদেশী এডুকেশনাল বাংলা ইউটিউব চ্যানেল এখানে ব্লগিং, WEB ডেভোলাপিং এবং ফ্রিল্যান্সিং শেখার টিউটোরিয়াল আপলোড করা হয়।

এখানে আপনি ব্লগিং, ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভোলাপিং ইত্যাদি শিখতে পারবেন এবং অনলাইন টাকা ইনকাম করার বিভিন্ন পদ্ধতি জানতে পারবেন।

এই চ্যানেলটি তার যাত্রা শুরু করেছিল ১৮ এপ্রিল ২০১৬ থেকে এবং এখনো পর্যন্ত চ্যানেলটিতে ৭১২টি ভিডিও আপলোড করা হয়েছে।

Freelancer Nasim ইউটিউব চ্যানেলটিতে ৭৫৬ হাজারের বেশি সাবস্ক্রাইবার আছে।

আপনি যদি ওয়েব ডেভোলাপিং, ব্লগিং এবং ফ্রিল্যান্সিং শিখে অনলাইন জব করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনাকে সাহায্য করবে।

৭. Sohag360 (Bengali)

  • Channel Type – Tech Video Channel
  • Total Videos – 712
  • Total Subscriber – 756K
  • Channel Created – 18th April 2016

বাংলাদেশের একটি জনপ্রিয় বাংলা টেক ইউটিউব চ্যানেল হল Sohag360 (Bengali) এখানে আপনি টেক টিউটোরিয়াল, গ্যাজেট রিভিউ এবং বিভিন্ন টেক টিপস এবং ট্রিকস দেখতে ও শিখতে পারবেন।

গ্যাজেট রেভিউস এর দিক থেকে আমার মতে Sohag360 (Bengali) চ্যানেলটি বাংলাদেশের একটি শ্রেষ্ঠ টেক চ্যানেল তাই অবশ্যই ওনার চ্যানেল ভিসিট করে দেখুন।

Sohag360 চ্যানেলটি তার যাত্রা শুরু করেছিল ৫ জুন ২০১৪ সাল থেকে যার এখন পর্যন্ত ৮৩৫ হাজারের বেশি সাবস্ক্রাইবার আছে।

এই চ্যানেলটিতে আজকের তারিখ অবধি ভিডিও আপলোড করা আছে মোট ২১৫ টি।

৮. Shampa’s Kitchen

  • Channel Type – Cooking or Bengali Recipe Channel
  • Total Videos – 712
  • Total Subscriber – 700K
  • Channel Created – 16th Dec. 2016

ইউটিউব চ্যানেলের লিস্ট বানাচ্ছি আর তার মধ্যে কোনো কুকিং বা রান্নার কোনো ইউটিউব চ্যানেল রাখবো না তা হয়না বিশেষ করে একজন বাঙালি হয়ে।

আর এই কুকিং চ্যানেলের নাম মনে পড়তেই যেই বাঙালি রেসিপি ইউটিউব চ্যানেলের নাম মাথায় আসে তা হলো Shampa’s Kitchen

আপনি এই চ্যানেলে প্রায় সমস্ত বাঙালি খাবারের রেসিপির টিউটোরিয়াল পেয়ে যাবেন যা আপনার মুখে অবশ্যই জল এনে দেবে।

বাংলা কুকিং চ্যানেলের মধ্যে ঘরোয়া খাবারের রেসিপি ভিডিও শুধু মাত্র আপনি Shampa’s Kitchen এই পাবেন।

আপনি যদি খাদ্য রসিক হন এবং নতুন পুরানো বাঙালি খাবারের রেসিপি জানতে ও বানাতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য।

Shampa’s Kitchen তার যাত্রা শুরু করা করেছিল ১৬ ডিসেম্বর ২০১৬ সাল থেকে এখনো পর্যন্ত এই চ্যানেলে ৬৭৯ গুলি ভিডিও আপলোড করা আছে।

আজকের তারিখ পর্যন্ত এই চ্যানেলে ৭০০ হাজারেও বেশি সাবস্ক্রাইবার আছে।

৯. Foodka Series

  • Channel Type – Food Vlogging Channel
  • Total Videos – 60
  • Total Subscriber – 238K
  • Channel Created – 5th Sept. 2017

Foodka Series হল একটি বাংলা ফুড ভলগিং ইউটিউব চ্যানেল যেটি ভারতের জনপ্রিয় RJ মীর আফসার আলী, ফুড ব্লগার ইন্দ্রজিৎ লাহিড়ী এবং উদ্যোক্তা সুনন্দা ব্যানার্জী চ্যানেলটি পরিচালনা করেন।

আপনি যদি ভারতের বিভিন্ন সব জনপ্রিয় নতুন ও পুরানো রেস্তোরা বা খাবারে দোকানের খাবারের স্বাদ এবং সেই খাবারের ও তার দোকানের ইতিহাস জানতে চান তাহলে Foodka Series হল এক মাত্র বাংলা ইউটিউব চ্যানেল।

মীর আফসার আলী শুধু ভারতের জনপ্রিয় RJ না উনি সেই জনপ্রিয় রিয়ালিটি শো মীরাক্কেলের Anchor ও।

মীর আফসার আলী এবং ইন্দ্রজিৎ লাহিড়ী Foodka Series এর প্রতিটি ভিডিও এতটাই নাটকীয় ভাবে তুলে ধরে যা দর্শকদের আরো বিনোদন প্রদান করে।

চ্যানেলটি শুরু করা হয় ৫ সেপ্টেম্বর ২০১৭ সাল ঠিক এবং ভিডিও আপলোড করা হয়েছে ৬০টি। চ্যানেলটির আজকের তারিখ পর্যন্ত ২৩৮ হাজারের বেশি সাবস্ক্রাইবার আছে।

আপনি যদি একজন ফুডি হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য।

১০. GrowBig

  • Channel Type – Educational or Personal Developing
  • Total Videos – 182
  • Total Subscriber – 334K
  • Channel Created – 4th June 2017

GrowBig ইউটিউব চ্যানেলটি হল পার্সোনাল ডেভোলামপমেন্ট এবং এডুকেশনাল বাংলা ইউটিউব চ্যানেল।

যেখান থেকে আপনি মূলত অনলাইন রোজগার করার বিভিন্ন উপায় সম্পর্কে জানতে ও শিখতে পারবেন। যেরকম:

  • ইন্টারনেট বাণিজ্য।
  • ডিজিটাল মার্কেটিং।
  • এফিলিয়েট মার্কেটিং
  • সোশ্যাল মিডিয়া মার্কেটি।
  • ফ্রিল্যান্সিং।
  • ব্লগিং ইত্যাদি।

এই চ্যানেলটি শুরু করা হয় ৪ জুন ২০১৭ সাল থেকে এবং পর্যন্ত এই চ্যানেলে ১৮২টি ভিডিও আপলোড করা হয়েছে।

এই চ্যানেলটির আজকের তারিখ অবধি সাবস্ক্রাইবারের সংখ্যা ৩৩৪ হাজারের বেশি।

আমাদের শেষ কথা:

আজকে আমরা জানলাম এরকম কিছু সেরা ইউটিউব চ্যানেল বা সেরা বাংলা ইউটিউব চ্যানেলের নাম যেখান থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন।

আপনার মতে যদি এরকম আরো কিছু ভালো ইউটিউবারের নাম আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমায় এবং অন্য ভিসিটর্সদের জানার সুযোগ করে দিন।

আর এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জানান এবং আপনার কোন ইউটিউব চ্যানেলটি সব থেকে ভালো লাগলো সেটিও কমেন্টে লিখুন।