জানবো সেরা ৫টি ফ্রি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপ ( Current affairs apps) সম্পর্কে যা আপনাকে রাখবে সর্বদা আপটুডেট সরকারি চাকরির পরীক্ষার জন্য।
সরকারি বা গভার্মেন্ট জব এর জন্য প্রতিযোগিতা প্রথম থেকেই ছিল এবং এখোনো তা আছে, বলতে গেলে আরো অধিক মাত্রায় আছে।
ছাত্র ও ছাত্রীরা তাদের পড়াশোনার পাশাপাশি আবার অনেকে স্কুল বা কলেজ শেষের পর সর্বদা চেষ্টা করে যাচ্ছে
বিভিন্ন রকমের কম্পেটেটিভে বা প্রতিযোগী মূলক গভর্মেন্ট জব এর জন্য সঠিক ভাবে প্রস্তুতি নিয়ে তৈরি থাকার জন্য।
এরকম বহু স্টুডেন্টসও আছে যারা বছর এর পর বছর নিজেকে প্রস্তুত করছে বিভিন্ন স্টেট, ইন্টারস্টেট বা আউটার স্টেট এর
রেলওয়ে, SSC, Bank, সিভিল সার্ভিস ও এমবিএ ইত্যাদির মতো বিভিন্ন সরকারি কাজ গুলির জন্য। আর যার জন্য তারা
দৈনিক ৮-১০ ঘন্টা এমনকি আরো বেশি সময় ধরে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে আবার অনেকে এই প্রস্তুতি নেওয়া শুরু করছে।
তো আপনাদের মতোই ছাত্র-ছাত্রী বা পরীক্ষার্থীদের জন্য আমি এরকম ৫টি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপ (Current Affairs app)
শেয়ার করবো যাদের মাধ্যমে আপনি নিজেকে আরো আপডেট রাখতে পারবেন আপনার মুঠো ফোনের মাধ্যমে।
কারণ কারেন্ট অ্যাফেয়ার্স (Current affairs) এবং জেনারেল নলেজ (GK) সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরিরি পরীক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ।
আর এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স বা বর্তমান ঘটনা অ্যাপস গুলি নিচে উল্লেখ করবো তা সম্পূর্ণ বাংলা এপ্লিকেশন।
অর্থাৎ আপনি ভারত অথবা বাংলাদেশ যেখানেই থাকুন না কেন আপনার দেশের বর্তমান ঘটনা সম্পর্কে সর্বদা আপডেট পাবেন।
আরো জানুন: কিভাবে ছবি থেকে পিডিএফ ফাইল তৈরি করবেন – Image to PDF
সেরা ৫টি ফ্রি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স (current affairs)অ্যাপ

১. Daily Current Affairs পরীক্ষা প্রস্তুতি (By Study School)
আমাদের তালিকার প্রথম এপ্লিকেশনটি হল ‘ Daily Current Affairs পরীক্ষা প্রস্তুতি’ এটি একটি ছোট অনলাইন এডুকেশন অ্যাপ।
যেখানে আপনি ডেইলি বাংলাতে বর্তমান ঘটনা গুলির আপডেট পাবেন যা অবশ্যই সমস্ত সরকারি চাকরি সম্পর্কিত ।
এছাড়াও আপনি এই ফ্রি এপ্লিকেশনটির মধ্যে ডেইলি বা প্রত্যহ মোক টেস্ট এর সুবিধাও পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে।
আর আপনি যদি কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রেও পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারেন।
প্লে স্টোরে এটি হল সব থেকে জনপ্রিয় এবং শীর্ষস্থানে থাকা Bangla current affairs application যা আপনি ব্যবহার করতে পারেন।
২. Daily current affairs and Gk in Bengali (By Knowledge Account)
প্রথম অ্যাপটির সাথে এর নামের সদৃশ থাকলেও এটি সম্পূর্ণ ভিন্ন একটি পাবলিশার এর Bengali Current Affairs app.
কিন্তু এটি আপনার জন্য সব থেকে সেরা বা আদর্শ একটি কারেন্ট অ্যাফেয়ার্স এপ্লিকেশন প্রমাণিত হতে পারে। কারণ এখানে আপনি,
যেসমস্ত সরকারি চাকরি পরীক্ষার ওপর আপডেটস পাবেন, হয়তো এর বাইরে কিছু না হয় বললেই চলে যেরকম এখানে আপনি,
- Railway Recruitment Board
- Bank Jobs
- Staff Selection Commission
- Teaching Jobs
- Defence Jobs
- Public Service Commission
- All Other Govt. Jobs In WB (specially) and individual states of India
ওপরের এই সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য বাংলাতে Daily Current Affairs update, Daily Mock Test,
General Knowledge এবং General Awareness এর মত সমস্ত বৈশিষ্ট্য বা ফিচারস গুলিই এখানে পেয়ে যাবেন।
আপনাদের অবশ্যই জানিয়ে রাখবো যে আপনি এখান থেকে ফ্রিতে বাংলা ই-বুক ও পিডিএফ ডাউনলোড করতে পারবেন,
সমস্ত কম্পেটেটিভে ম্যাটেরিয়ালস গুলি বাংলা সহ ইংরেজিতেও পাবেন, পূর্ববতী বছরের প্রশ্নপত্র পাবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ
Exam Notification, Govt. Job Alerts এবং Exam Important Updates গুলিও এই একই এপ্লিকেশন এর মধ্যে পেয়ে যাবেন।
৩. Bengali Current Affairs and GK
এই বর্তমান ঘটনা এপ্লিকেশনটি খুবই কম্পেক্ট অর্থাৎ ছোট কিন্তু এর ভেতরে থাকা কনটেন্ট বা ইনফরমেশন সত্যিই অসাধারন।
আপনি এখানে ইম্পরট্যান্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি বিভিন্ন সাবজেক্ট এর ওপর GK MSQ বাংলাতে পেয়ে যাবেন।
এরা দাবি করে যে এখানে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজ সংক্রান্ত ১৫,০০০ এর বেশি প্রশ্ন ও MCQ পেয়ে যাবেন।
যা ডেইলি বেসিস এখানে আরো নতুন প্রশ্ন যুক্ত বা আপডেট করা হয়। এছাড়াও যারা WBCS Exam পরীক্ষার্থী বা পস্তুতকারী,
তারা এখানে আলাদা ভাবে স্পেশাল নোটসও পাবে। এছাড়াও বন্ধুদের সাথে প্রতিযোগিতা করার সুযোগ সহ মান্থলি স্কোর বোর্ডও দেখতে পাবে।
অবশ্যই পড়ুন: অনলাইন আধার কার্ড রেশন কার্ড লিংক কিভাবে করবেন?
৪. কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ (By Class Notes BD)
যদিও বাকি current affairs apps গুলি থেকে ভারত সহ বাংলদেশে থাকা ছাত্রছাত্রীরাও তাদের প্রশ্ন ও উত্তর পাবেন।
তাও শুধুমাত্র বাংলাদেশ পাঠক বা যারা বাংলাদেশ থেকে পড়ছেন শুধুমাত্র তাদের জন্য এই নির্দিষ্ট অ্যাপটি তুলে ধরছি।
তো আপনারা এই এপ্লিকেশনটির মধ্যে আপনার দেশের সরকারি সমস্ত চাকরি ও অন্যান্য পরীক্ষার current affairs MCQ -তে পেয়ে যাবেন।
তার সাথে এখানে আপনি একই ভাবে GK এর সমস্ত লেটেস্ট ও ওল্ডেস্ট ইনফরমেশনও পেয়ে যাবেন বাংলা ভাষাতেই।
এছাড়া আপনি যদি চান সমস্ত বর্তমান ঘটনা সংক্রান্ত আপডেটস, প্রশ্ন এবং GK এর তথ্যগুলি একই সাথে ইংরেজিতেও পড়তে পারবেন।
এটি বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় একটি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপ, আপনার যদি আগে না জানা থাকে তাহলে অবশ্যই ব্যবহার করুন।
৫. Dailyhunt
বন্ধুরা Dailyhunt কোন নির্দিষ্ট কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপস না, এটি একটি নিউজ ওয়েবসাইট বা এপ্লিকেশন। যা ভারত ও বাংলাদেশ এই দুই দেশের জন্যই উপলব্ধ আছে।
আমরা জানি যে বর্তমান ঘটনা সম্পর্কে আপডেট থাকার দুর্দান্ত একটি উপায় হলো নিউজ পেপার বা খবর পত্রিকা।
যা আমাদের বাবা-কাকা এবং তাদের আগের লোকেরাও ব্যবহার করেছেন এবং আমরা আজও এই পত্রিকা, বর্তমান ঘটনা সম্পর্কে আপডেট থাকার জন্য পড়ে থাকি।
আর ঠিক এই কারণেই আপনাদের সামনে একটি নিউস এপ্লিকেশন ডেইলিহান্ট কে তুলে ধরলাম। এখানে আপনি
নিজের দেশ অনুযায়ী যেরকম ভারত বা বাংলাদেশ এবং বিদেশের খবরও খুবিই চটজলদি, ছোট আকারে এবং প্রত্যহ পাবেন।
Dailyhunt জনপ্রিয় একটি নিউজ প্লাটফর্ম তো বটেই, তবে শুধু এটিকেই উল্লেখ করার কারণ হল এটি নির্দিষ্ট ভাবে ভারত ও বাংলাদেশ এই দুই দেশের এর জন্যই উপলব্ধ আছে।
আরো জানুন: কিভাবে ইমেইল লিখতে ও পাঠাতে হয়? – How to send Email
আমাদের শেষ কথা,
তো বন্ধুরা এই হল ৫টি সেরা ও বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs) অ্যাপ, যাদের আপনি বৈশিষ্ট্য অনুযায়ী নির্বাচন করে ব্যবহার করতে পারেন।
যেহেতু আমরা বেশিরভাগ সময়ই আমাদের মুঠো ফোনের সাথে ব্যয় করি, তাই আপনিও যদি সরকারি চাকরিরি জন্য
প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই এই এপ্লিকেশন গুলি নিজের ফোনে ডউনলোড করে ব্যবহার করার পরামর্শ দেবো।
যদিও বেশিরভাগ সরকারি চাকরি প্রত্যাশীরা খুবই পরিশ্রম করে চলেছে এবং ফোনের মধ্যে তারা সময় ব্যয় করেনা বা করার সময় পায়না।
শেষমেশ এটাই বলবো যে যারা প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন তাদের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো আগামী ভবিষ্যতের জন্য।