এটা ওয়্যারলেস টেকনোলজির যুগ, এখন আমার উপলব্ধ সমস্ত কিছুই ওয়্যারলেস খুঁজে বেড়াই, আর সেখানে ইয়ারফোন বা এয়ারবাডস এর বেতিক্রম নয়।
ওয়্যারলেস এয়ারবাডস এর চাহিদা কখনোই এতটা ছিলোনা যতটা এই ২০২১ দাঁড়িয়ে আমরা দেখছি এবং নিজেরাও চাইছে।
আর ঠিক সেই চাহিদার যোগান দিতে আজ মার্কেটে বিভিন্ন ব্র্যান্ড উপলব্ধ হয়েছে এবং তাদের মধ্যে প্রতিযোগিতায় হচ্ছে।
প্রতিযোগিতা হচ্ছে এই কারণে যে, ন্যায্য বা সঠিক মূল্যে অধিক ফিচারস যুক্ত সেরা বাজেট এয়ারবাডস কোন ব্র্যান্ড নিয়ে আসবে।
আর সেই কারণেই আজ আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ড এর বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত এয়ারবাডস এর অনেক বিকল্প বা সিলেকশন আছে।
তবে তাদের মধ্যে কোনটি বেছে নিলে আপনার জন্য সঠিক হবে তা ঠিক করাটা আমাদের সবারই বেশ কঠিন হয়ে পরে।
তাই আমি আপনাদের সাহায্য করবো এরকম ৬টি সেরা এবং বৈশিষ্ট্যপূর্ণ বা ফিচারসযুক্ত বাজেট এয়ারবাডস তুলে ধরতে,
যার ফলে আপনি খুব সহজেই নিজের সাধ্যের মধ্যে সঠিক এয়ারবাডস -টি নির্বাচন করতে পারবেন।
১. pTron Bassbuds Pro (New)
pTron ব্র্যান্ড মার্কেটে যে খুব বেশি যে পুরানো তা না, তবে এয়ারবাডস এর দিক থেকে এই কোম্পানি বেশ ভালো নাম কামিয়েছে।
বলতে পারেন যে এই কোম্পানি সম্প্রতি তাদের বেশি নাম করেছে এই গ্যাজেট বা মোবাইল এক্সেসরিজ এর হাত ধরেই।
pTron বাজেট এর মধ্যে খুবই ভালো একটি লেটেস্ট এয়ারবাডস নিয়ে এসেছে যার নাম হল pTron Bassbuds Pro (New)
Amazon এর দাম হল ₹1,299, চলুন আমরা নিচে এর ফিচারস বা বৈশিষ্ট্যগুলি দেখেনি,
- Bluetooth 5.1
- Wireless stereo earbuds
- Flat touch surface
- Type-C fast charging
- Water and sweat-resistant
- Digital display
- Built-in mic for making calls
অবশ্যই পড়ুন: ৫টি সেরা অনলাইন ইনকাম অ্যাপস ২০২০
2. boAt Airdopes 121v2
boAt হল ভারতীয় একটি ইলেকট্রনিক্স কোম্পানি যা মোবাইল এক্সেসরিজ বিক্রয়য়ের দিক থেকে সব থেকে বেশি পরিচিত।
ভারতীয় মোবাইল এক্সেসরিজ কোম্পানিগুলির মধ্যে boAt খুবই জনপ্রিয় এবং সুনামধন্য একটি ব্র্যান্ড বা কোম্পানি।
কাস্টমার এক্সপেরিয়েন্স এর দিক থেকে এই কোম্পানি বেশ সুনাম অর্জন করছে। boAt এর Airdopes 121v2 বাজেট এর মধ্যে
অসাধারণ একটি এয়ারবাডস, যার মূল্য হল আমাজোনে ₹1,299, এই মডেলের আপনি তিনটি ভেরিয়েন্ট পাবেন।
আর এর ফিচারস বা বিশেষ দ্রষ্টব্যগুলি হল,
- Wireless Bluetooth 5.0v
- Sweat-resistant
- Built-in mic for calling
- Digitel display in charging case
- Google Assistant and Siri supported
- LED indicator
3. OnePlus Buds Z
এই ব্র্যান্ড বা কোম্পানির নাম সম্পর্কে নিশ্চই কাউকে আর বলতে হবে না, কারণ OnePlus এর মোবাইল সম্পর্কে আমরা সবাই জানি।
অবশ্যই OnePlus একটি রেপুটেড ব্র্যান্ড তাই আজ স্যামসুং, এলজি, গুগল বা আপেল ইত্যাদির পাশাপাশিই এই ব্র্যান্ড দাঁড়িয়ে।
OnePlus এর Buds Z মডেল, ওয়্যারলেস এয়ারবাডস এর দুনিয়ায় বেশ জনপ্রিয় এবং অধিক বিক্রিত budget earbuds গুলির মধ্যে একটি।
যারা আগে থেকে OnePlus মোবাইল ব্যবহার করছেন তারা এয়ারবাডস ক্রয়ের ক্ষেত্রে অন্য ব্র্যান্ড এর কথা ভাবেনা বললেই চলে।
কারণ OnePlus ₹2,990 এই বাজেট এর মধ্যে এই দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির OnePlus Buds Z টি প্রদান করছে।
চলুন নিচে আমরা আমরা OnePlus Buds Z এর ফিচারস বা বিশেষ বৈশিষ্ট্য গুলি দেখেনি,
- Dynamic 3D stereo with Dolby Atmos
- 20 hrs of battery life (in earbuds 5 hrs)
- 10 Fast charging can give you 3 hrs playback
- Bluetooth 5.0
- Dual microphone with basic noice reduction
- Water and sweat resistance
4. boAt Airdopes 441 Pro
ওপরে দ্বিতীয় নম্বরে উল্লেখিত boAt এর আর একটু আপগ্রেড ভার্সন যদি আপনি চান তাহলে অবশ্যই Airdopes 441 Pro রেকমেন্ড করব।
কারণ এটি আরো স্টাইলিশ, বেটার বিল্ট কোয়ালিটি এবং সব থেকে গুরুত্বপূর্ণ অধিক ফিচারস বা বৈশিষ্ট্য এতে পাবেন।
যেখানে Airdopes 121v2 দাম ছিল ১,২৯৯ সেখানে এর দাম ২,৭৯৯ অর্থাৎ বেশ কিছুটা দাম বেশি হলেও, যেমনটি বললাম যে
এতে আপনি বেশ কিছু আপগ্রেড ফিচারসও পেয়ে যাবেন, এর ফিচারস বা বৈশিষ্ট্য গুলি হল,
- 2600mAh carry case (Up to 150hrs of battery backup)
- Sweat, splash, and water resistance
- Bluetooth 5.0
- Low-latency for gaming
- Type C cable and extra earmuffs included
- Android and ISO phone control
- Built-in mic for calling
- Capacitive touch control
আরো পড়ুন: কিভাবে ল্যাপটপে ওয়াইফাই হটস্পট চালু করবেন?
5. WeCool Moonwalk Mini Earbuds
আপনার বাজেট যদি খুবই কম থাকে এবং তার মধ্যেই এয়ারবাডস ব্যবহার করার অভিজ্ঞতা নিতে চান তাহলে,
আপনি WeCool Moonwalk Mini Earbuds ব্যবহার করতে পারেন যা খুবই বাজেট এর মধ্যে, এর দাম আমাজোনে মাত্র ₹ 700 টাকার মধ্যে।
কিন্তু এর দামে একদমই যাবেন না, কারণ এখানে আপনি এরকম বেশ কিছু ফিচারস পেয়ে যাবেন যা কয়েক হাজার টাকার এয়ারবাডস এর মধ্যে বিশেষত পাওয়া যায়।
অর্থাৎ সব মিলিয়ে বাজেট এয়ারবাডস এর মধ্যেই সমস্ত অ্যাডভান্স ফিচারস গুলি যদি উপভোগ করতে চান এটি আপনার জন্য সেরা এয়ারবাডস।
WeCool Moonwalk Mini Earbuds এর ফিচারস গুলি হল.
- Bluetooth 5.0
- Magnetic charging case
- Wireless earbuds with built-in mic
- Music and phone calls control
- Google assistance supported
- Splash proof
- Single and sharing mode and more
6. pTron Bassbuds Jets
বাজেট এর মধ্যে আরো একটি সেরা এয়ারবাডস বা earbuds হল এই pTron Bassbuds Jets, যার প্রাইস হল ₹ 1,099
এই দামের মধ্যে pTron এর এই earbuds সুন্দর দেখতে তো বটেই তার সাথে যথেষ্ট ভালো বিল্ট কোয়ালিটি দিচ্ছে।
আর ফিচারস এর দিক থেকেও কম যায়না এই earbuds টি, এখানে আপনি ব্লুটুথ ভার্সন ৫ এর সাথে ডুয়েল মাইক পেয়ে যাচ্ছেন
এছাড়াও এর ফিচারস গুলি হল,
- Bluetooth 5.0
- Touch control earbuds
- High bass sound quality
- Voice assistance supported
- Dual Mic
- Sweat and water resistance
- Calls and music control and many more
আরো জানুন: ৫টি সেরা বাজেট মাইক্রোফোন ইউটিউবের জন্য
আমাদের শেষ কথা,
তো বন্ধুরা আপনি যদি নতুন বাজেট এর মধ্যে এয়ারবাডস ক্রয় করার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে নিঃসন্দেহে নিজের পছন্দের এয়ারবাডসটি নির্বাচন করতে পারেন।