৯টি সেরা অ্যাপ মোবাইলে টিভি দেখার [FREE]

আজকে আপনাদের জন্য আরো একটি হেল্পফুল পোস্ট নিয়ে এসেছি। আজ আপনাদের বলবো ৯ টি ফ্রি মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ

আর এখানের সমস্ত মোবাইল টিভি এপ্লিকেশন গুলিই ফ্রি যেখানে আপনারা লাইভ ও অফলাইন টিভি, নিউজ, খেলা

মুভি ও ওয়েব সিরিজ দেখতে পাবেন সম্পূর্ণ ফ্রিতে নিজের মোবাইল ও তার সাথে সাথে স্মার্ট টিভি থাকলে তার মধ্যেও।

তবে শুরু করার আগে আপনাদের একটি বিষয় অবশ্যই বলে রাখবো যে এই সমস্ত এপ্লিকেশন এরমধ্যে আপনি কিন্তু

সীমিত কিছু চ্যানেলই বা লাইভ প্রোগ্রাম, মুভি ও ওয়েব সিরিজই পাবেন। কারণ আমরা জানি যে ফ্রিতে কখনই সব কিছু পাওয়া যায়না।

কিন্তু তার মানে এই না যে এই লিস্টের অ্যাপ গুলি কাজে আসবে না বা আপনি কোনো মুভি, সিরিজ বা লাইভ প্রোগ্রাম পাবেন না।

অবশ্যই পাবেন এবং প্রায় অনেক জনপ্রিয় তবে চ্যানেল, শো, ও মুভি ইত্যাদি পেয়ে যাবেন। তো আর বেশি সময় নষ্ট না করে চলুন আমরা দেখেনি ৯ টি সেরা অ্যাপ মোবাইলে টিভি দেখার জন্য।

আরো পড়ুন: ৬টি ফ্রি ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপস

ফ্রি ৯ টি মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ হল

ফ্রিতে মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ
ফ্রিতে মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ

১. Bongo

মোবাইলে টিভি দেখার উপায় হিসাবে সবার প্রথমে শুরু করলাম আমাদের বাংলা লাইভ টিভি, মুভি ও ওয়েব সিরিজ দিয়ে।

বংগো বা Bongo খুবই সুন্দর একটি অ্যাপ যার দ্বারা আপনি লাইভ চ্যানেল ও তার সাথে Movie, TV Show এবং Web series ইত্যাদি দেখতে পাবেন।

এই এপ্লিকেশনটি ফ্রি হওয়ার সাথে সাথে এর সাবস্ক্রিপশনও আছে যা আপনি ব্যাবহার করে প্লাটফর্মটির প্রিমিয়াম থেকে শুরু করে

সমস্ত অনলাইন বা লাইভ ও অফলাইন কনটেন্ট এক্সেস অথবা ব্যবহার করতে পারেন কারণ এর সাবস্ক্রিপশন বেশ কমই আছে।

২. Jio TV ও Jio Cinema

ভারতে বেশিরভাগই আমরা জিও বা Jio সিম ব্যবহারকারী। আর এর একটি ভালো দিক হল যে মোবাইল রিচার্জ এর সাথে

জিওর বেশ কিছু কমপ্লিমেন্টারি এপ্লিকেশন ও তার কনটেন্ট আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারি। যার মধ্যে দুটি হল Jio TVJio Cinema

আর আমরা অনেকেই এরকম আছি যারা জিও টিভি ব্যবহারই করি না। তাই অনেকেই জানেন না যে এর দ্বারা সম্পূর্ণ

ফ্রিতে লাইভ টিভি নিউস, স্পোর্টস বা খেলা থেকে শুরু করে হিন্দি, বাংলা ও হলিউড মুভিই ও সিরিজও ফ্রিতে দেখা যায়।

তাই আপনি যদি একজন Jio সিম ব্যাবহারকারী হন তাহলে এখনই নিজের ফোনে Jio TV ও Jio Cinema এপ্লিকেশনটি ডাউনলোড করেনিন।

৩. YuppTV

মোবাইল ফোনে টিভি দেখার জন্য আরো একটি ফ্রি প্লাটফর্ম বা অ্যাপ হল YuppTV আর যা আপনাদের অবশ্যই পছন্দ হবে।

কারণ এটি হল একটি ইন্ডিয়ান অনলাইন লাইভ টেলিভিশন ও মুভি প্লাটফর্ম যেখানে সাধারণ ভাবেই আপনি হিন্দি, বাংলা

ইংলিশ সহ আরো বেশ কিছু ভাষার লাইভ টিভি চ্যানেল পেয়ে যাবেন। যেরকম ধরুন লাইভ নিউস, সিরিয়াল, মুভি, টিভি শো ও খেলা ইত্যাদি।

YuppTV অ্যাপটি আপনি Play Store এর মধ্যে পেয়ে যাবেন। তাই কিভাবে মোবাইলে টিভি দেখা যায় এই প্লাটফর্মটি ব্যবহার করার পর কোনো প্রশ্ন থাকবে না।

৪. Tubi

মোবাইলে টিভি দেখার জন্য আরো একটি সেরা অ্যাপ হল Tubi TV. এবং এই প্লাটফর্মটি ব্যবহার করার জন্য আপনাকে

কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না। অর্থাৎ ফ্রিতে ইংলিশ, হিন্দি ও বাংলা মুভির বেশ কিছু কালেকশন আপনি পেয়ে যাবেন।

এটি সম্পূর্ণ বৈধ যা আপনি প্লে স্টোরে এটি পেয়ে যাবেন অথবা চাইলে সরাসরি ওয়েব বা অফিসিয়াল সাইট দাড়াও ডাউনলোড করতে পারেন।

জেনেনিন: ৬টি ফ্রি ইবুক ডাউনলোড ওয়েবসাইট (Free E-Book Sites)

৫. MX Player & MX Player Online

প্রতিটি এন্ড্রোইড ফোন ব্যবহারকারীই এই এমএক্স প্লেয়ার সম্পর্কে অবগত সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ

বহু বছর সেই ২০১১ থেকে প্রায় সমস্ত এন্ড্রোয়েড ফোন ব্যবহারকারী এই প্লেয়ারটি ব্যবহার করেছেন এবং এখনো করছেন।

আর সময়ের সাথে সাথে সাধারণ ভিডিও প্লেয়ারটি এখন মুভি, টিভি শো সহ অনলাইন কনটেন্ট প্লেটফর্মও হয়ে উঠেছে।

অর্থাৎ এটি হলো আমাদের লিস্টের আরো একটি মোবাইল এপ্লিকেশন মোবাইলে টিভি দেখার উপায় হিসাবে।

আপনি এখানে মুভি , ওয়েব সিরিজ, টিভি শো, লাইভ কনটেন্ট ও শর্ট ভিডিও কন্টেন্ট গুলিয়ে পেয়ে যাবেন একই অ্যাপের মধ্যে।

৬. Thop TV

ফোনে লাইভ টিভি চ্যানেল, খেলা এবং মুভি ও টিভি শো দেখার জন্য আরো একটি সেরাউপায় হল Thop TV আর,

এটা সত্যিই এতো ভালো প্লাটফর্ম যেখানে আপনি প্রায় সমস্ত কিছুই পেয়ে যাবেন আর যার জন্য লিস্টের ১ নম্বরে থাকতে পারতো।

কিন্তু কিছু কপিরাইট কনটেন্ট এর জন্য এটি Play store এর সাথে সাথে আপাতত ভারতে ব্যান করা আছে যার জন্য

আপনি ব্যবহার করতে পারবেন না। তবে যদি ভিপিএন ব্যবহার করতে জানেন সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না।

৭. Plex

ওপরের বাকি এপ্লিকেশন বা প্লাটফর্ম গুলির মতোই আরো একটি লাইভ টিভি এবং মুভি ও টিভি শো দেখার একদম ফ্রি জায়গা হল Plex.

এটি সম্পূর্ণ ফ্রি ও বৈধ তবে এর একটি ডাউন সাইড হল আপনি এখানে হিন্দি বা বাংলা চ্যানেল, মুভি ও টিভি শো

পাবেন না। তবে অনেক ইংলিশ বা হলিউড চ্যানেল, মুভ ও টিভি ইত্যাদি গুলি এখানে একদম ফ্রিতে উপভোগ করতে পারবেন।

এটিও মোবাইল সহ আরো বিভিন্ন ডিভাইস এর জন্যও উপলব্ধ আছে যা আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

আরো জানুন: কিভাবে টরেন্ট ব্যবহার ও টরেন্ট ফাইল ডাউনলোড করবেন?

৮. ZengaTV

বাংলা, হিন্দি ও ইংলিশ সহ আরো বিভিন্ন ইন্ডিয়ান ভাষার লাইভ নিউস, টিভি চ্যানেল এবং মুভি, শো ও বাচ্চাদের ভিডিও ইত্যাদি

সমস্ত কিছু আপনি ZengaTV -র মধ্যে পেয়ে যাবেন। তাই বলতেই পারেন এটি আরো একটি মোবাইলে টিভি দেখার সহজ পদ্ধতি করে দেয়

আপনি যদি ক্লাসিক মুভি এবং আরো বিভিন্ন রকমের কনটেন্ট দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই এই এপ্লিকেশন ব্যবহার করুন।

আর এটিও সম্পূর্ণ ফ্রি এবং ZengaTV অ্যাপটি আপনি গুগল প্লে স্টোরের মধ্যেই পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য।

৯. Broadband Connection

আমি জানি যে অনেকের বাড়িতেই হয়তো ব্রডব্রান্ড বা ওয়াইফাই ইন্টারনেট পরিসেবা নেই। কিন্তু যাদের আছে

আমরা অনেকেই জানিনা যে আমাদের বেসিক ও অ্যাডভান্স বিভিন্ন ব্রডব্রান্ড ইন্টারনেট প্যাকেজ এর সাথে

বিভিন্ন OTT প্লাটফর্ম যেরকম Amazon Prime, Zee5, Netflix, Hoichoi ও Hotstar সহ আরো বিভিন্ন সাবস্ক্রিপশন ফ্রিতে পাওয়া যায়।

এছাড়াও সাধারণ প্যাকেজে লাইভ টিভি চ্যানেল দেখার জন্য ব্রোডব্রান্ড কোম্পানির মোবাইল এপ্লিকেশনও উপলব্ধ থাকে।

তো এই সমস্ত ক্ষেত্রে আপনি ইন্টারনেট পরিষেবার সাথেই সম্পূর্ণ ফ্রিতে নিজের ফোন বা মোবাইলে টিভি দেখতে পাবেন।

অবশ্যই পড়ুন: ৫টি ফ্রি Netflix বিকল্প অ্যাপস (Free Netflix alternatives)

আমাদের শেষ কথা,

তো এই হলো ৯টি উপায় বা নিয়ম যাই বলুন না কেন ফ্রিতে মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ যা ব্যবহার করতে পারেন।

আর আপনার কোন এপ্লিকেশনটা সব থেকে ভালো লাগছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। এবং এরকম

আরো বিভিন্ন টিপস, ইন্টারনেট আপডেট এবং গাইড পোস্ট বা আর্টিকেল এর জন্য আমাদের সাইট অনুসরণ করতে একদম ভুলবেন না।