আজকে আমরা দেখে নেবো এরকম ৭টি AI ওয়েবসাইট বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সাইট যা আপনাকে অবাক করে দেবে।
AI বা Artificial Intelligence যা ইতি মধ্যেই সবার মধ্যে বেশ সারা ফেলেছে এবং এটাই সত্যি যে হয়তো আর
কিছু বছর এর মধ্যে AI -ই সব জায়গা জুড়ে রাজ করতে চলেছে। তো আপনিও যদি সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেল
ইত্যাদিতে এই এআই (AI) সম্পর্কে শুনে থাকেন এবং জানার আগ্রহ বাড়িয়ে থাকে তাহলে আমি নিশ্চিত যে আজকের
এই পোস্টটি আপনার অবশ্যই ভালো লাগবে। আর শুধু ভালো লাগাই না এখানে যে ৭টি Artificial Intelligence ওয়েবসাইট
সম্পর্কে আমরা জানবো সেগুলি আপনাকে বেক্তিগত ভাবে এবং কর্মক্ষেত্রেও বেশ সাহায্য করতে পারে তা নিশ্চিত।
তবে আর সময় ব্যয় না করে, চলুন এখনই ফটাফট সেই সেরা ও মজাদার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সাইট গুলি জেনেনি।
বেস্ট ৭ টি AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইট হল

১. AI. Image Enlarger
আমাদের লিস্টের প্রথম সাইটটি হল imglarger.com. এটি একটি অল ইন ওয়ান AI ইমেজ টুল যা আপনার অবশ্যই ব্যবহার করা উচিত।
AI. Image Enlarger একটি ফ্রি সাইট আপনি এখানে লো কোয়ালিটি ইমেজকে আই কোয়ালিটি বা আপস্কেল করতে পারবেন,
এছাড়াও Photo enhanced, AI photo retouch, photo sharp, AI photo background remove, photo colorize এর মতো
আরো বেশ কিছু টুল পেয়ে যাবেন যা আপনাকে অবাক করে দেবে। তাই অবশ্যই সাইটটি ভিসিট করুন।
২. Unscreen
আমরা অনেকেই জানি যে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা সরানোর তো এপ্লিকেশন ও ওয়েবসাইট আছে যেরকম
ওপরের বা ১ নম্বর সাইটটি দ্বারাই করতে পারবেন। কিন্তু ভিডিও থেকেও যদি ব্যাকগ্রাউন্ড সরানো যেত কতই না ভালো হতো বলুন!
তাহলে আপনাকে আর চিন্তা করতে হবেনা কারণ আমাদের এই দ্বিতীয় সাইটটি Unscreen এটি একটি AI video background
রিমোভ করার সাইট যা আপনার কাজ আরো সহজ করে দেবে। এই সাইটটি চেক করতে কিন্তু একদম ভুলে যাবনে না।
৩. OpenAI
এই লিস্টে এটি হলো আমার সব থেকে পছন্দের দুর্দান্ত একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সাইট যা আপনাদের ব্যবহার করতে বলবো।
আপনি ওপরের লিংকে ক্লিক করে সাইটটিতে প্রবেশ করুন এবং সেখানে যা জানতে বা করাতে চান লিখে সাবমিট করুন ,
সব কিছুর উত্তর আপনাকে এই AI সাইটটি করে দেবে। যেরকম, আপনি যেকনো বিষয়ে ইমেইল, লেটার, প্যারাগ্রাফে
থেকে শুরু করে গণিত ইত্যাদি সমস্ত কিছু এখানে লিখে সাবমিট করে এই সাইটটি দ্বারা করিয়ে নিতে পারবেন কিছু সেকেন্ডের মধ্যে।
৪. Magic Eraser
নাম দেখেই হয়তো অনেকেই গেস করেছেন। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন এই এআই ওয়েবসাইট দ্বারা আপনি যেকোনো
ফটোর মধ্যে থেকে অপছন্দনীয় বা অপ্রয়োজনীয় অবজেক্ট ম্যাজিক এর মতো সরিয়ে বা রিমুভ করে ফেলতে পারবেন।
সত্যিই অসাধারণ একটি ওয়েবসাইট বিশেষ করে ফটোগ্রাফার ও ডিসাইনারদের জন্য অবশ্যই হেল্পফুল হবে এবং
এই সাইটটি একদমই ফ্রি আর আপনাকে কোনো রকমের একাউন্ট তৈরিও করতে হবে না সাইটটি ব্যবহার করার জন্য।
৫. Big Speak
Bigspeak হল একটি AI টেক্সট টু স্পিচ ওয়েবসাইট যেখানে আপনি text টাইপ করে তা স্পিচ বা ভয়েস এর মধ্যে রূপান্তর করতে পারবেন।
বিশেষ করে এখন অনলাইন কনটেন্ট ক্রিয়েটরদের এবং কোনো প্রজেক্ট এর জন্য এই সমস্ত ফিচারস গুলির খুব দেখা যায়।
Bigspeak, text to speech এর সাথে সাথে আরো বেশ কিছু কাস্টোমাইজেশন প্রদান করছে যেরকম আপনি
পুরুষ বা মহিলা ভয়েস নির্বাচন করতে পারেন তাও আবার বিভিন্ন দেশের কথা বলার টান অনুযায়ী। এছাড়াও
আপনি এই ওয়েবসাইটে AI Audio Transcription -ও একটি অতিরিক্ত টুল পেয়ে যাবেন যা খুবই হেল্পফুল।
৬. MyHeritage
আমাদের এই লিস্টের আরো একটি চমৎকার AI ওয়েবসাইট হল MyHeritage যেখানে আপনি যেকোনো নতুন ও পুরানো
ইমেজ বা ফটোকে এনিমেট করতে পারবেন একদম রিয়েল ভিডিও বেক্তির মতো। এছাড়াও সাদা কালো ফটোকে
কালার করা থেকে শুরু করে ফটো বা ইমেজ কোয়ালিটি ঠিক করার মতো আরো অনেক টুল এখানে দেখতে পেয়ে যাবেন।
৭. Autodraw
অটোড্র খুবই হেল্পফুল এবং তার সাথে সাথে মজার একটি ওয়েবসাইট। আপনি কম্পিউটার মাউস অথবা মোবাইল স্ক্রিনে
টাচ করে আপনি যা আঁকতে চান তা যতটা পারেন আঁকুন দেখবেন এই সাইটটি অটোমেটিক তা ডিটেক্ট করে আপনাকে
নিজে থেকে একদম পারফেক্ট সেই জিনিটি Draw করে দেবে এবং সেই ইমেজ বা ড্রয়িংটা আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোডও করতে পারবেন।
ছোট থেকে শুরু করে বড় সবার জন্য অবশ্যই এই সাইটটি কাজে আসবে তাই বুকমার্ক করে রাখতে একদম ভুলে যাবেন না।
বোনাস: Let’s Enhance ও Letsenhance
এই দুটোই Image Enhancer সাইট যেখান থেকে আপনি কোয়ালিটি না হারিয়েই ইমেজ আপস্কেল করতে পারবেন।
এবং আপনার যেকনো low quality ফটো বা ইমেজকেও একদম ক্রিস্টেল ক্লিয়ার পরিষ্কার ও হাই কোয়ালিটিতে
কনভার্ট করতে পারবেন এই দুটি ওয়েবসাইট ব্যবহার করতে।
আমাদের শেষ কথা,
তো বন্ধুরা এই হলো ৭টি সেরা ও ফ্রি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI ওয়েবসাইট যা খুবই হেল্পফুল আর তারসাথে মজাদার।
আপনাদের যদি এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাকিদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করেদিন।
আর যদি এই ৭টি Artificial Intelligence ভালো লাগে তাহলে অবশ্যই নিচে মন্তব্য বক্সে নিজের কমেন্ট ছেড়ে যান।
এবং এরকম আরো পোস্ট বা আর্টিকেল পাওয়ার জন্য আমাদের সাইট অনুসরণ করতে কিন্তু একদম ভুল যাবেন না।