কিভাবে ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ কনভার্ট করা যায়

পূর্বে আমরা জেনেছি যে কিভাবে ছবি থেকে পিডিএফ ফাইল তৈরি করতে হয় খুবই সহজে মোবাইল ও পিসি থেকে।

আর আজ আমরা জানবো ফোন বা কম্পিউটার থেকে কিভাবে ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করা যায় বা করবো।

আমরা জানি যে pdf ফাইলকে হার্ড কপি হিসাবেই ধরা হয় কারণ এটি word ফাইল এর তুলনায় অনেকটাই সিকিউর ও সলিড।

এবং সমস্ত কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান ও যাবতীয় অনলাইন ডকুমেন্টেশন গুলি পিডিএফ ফাইল এরই হয়ে থাকে ও প্রাধান্য দেওয়া হয়।

একমাত্র যখন কোন ফাইল পুনরায় বা বারংবার এডিট করার করা সম্ভবনা থাকে শুধুমাত্র সেই সমস্ত ক্ষেত্রেই ওয়ার্ড ফাইল বেশি ব্যবহৃত করা হয়।

এছাড়াও অনেক সময় Word file কাউকে পাঠানোর পর ওপর বেক্তি তা যখন ওপেন করেন তখন দেখা যায় সেখানে থাকা শব্দ বা এলিমেন্টস গুলি এলোমেলো হয়ে গেছে।

তবে কারণ যাই হোকনা কেন আপনিও যদি নিজের মোবাইল অথবা কম্পিউটার থেকে কোন ডকুমেন্টস ফাইলকে PDF ফাইলে রূপান্তর করতে চান

তাহলে চলুন আমরা তা কিভাবে করতে পারি নিচে খুবই সহজে ও ধাপে ধাপে জেনেনি।

আরো জানুন: কিভাবে পিসি থেকে মোবাইলে ফাইল শেয়ার বা ট্রান্সফার করবেন

যেভাবে Word ফাইল থেকে PDF ফাইল কনভার্ট করবেন

আপনাদের অবশ্যই বলে রাখবো যে কম্পিউটার দ্বারা ওয়ার্ড ফাইল রূপান্তর করার ধাপগুলি আপনি ফোন দ্বারাও করতে পারবেন।

তবে মোবাইলে যেভাবে Word ফাইল থেকে PDF ফাইল কনভার্ট করার উপায়গুলি বলবো তা আপনি পিসির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না।

তাই চলুন প্রথমে আমরা দেখেনি কম্পিউটার থেকে কিভাবে ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইল কনভার্ট করতে হয় তা।

১. কম্পিউটার থেকে অনলাইন ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ কনভার্ট

ধাপ ১: সবার প্রথমে আপনার কম্পিউটার ব্রাউসার থেকে ilovepdf.com এই ওয়েবসাইটটিতে চান এবং সেখান থেকে

> Word to PDF অপশনটি নির্বাচন করুন অথবা সরাসরি এখানে ক্লিক করুন

কিভাবে অনলাইন ওয়ার্ড বা word থেকে pdf বা পিডিএফ কনভার্ট করা যায়
কম্পিউটার দ্বারা অনলাইন ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট

ধাপ ২: এরপর Select Word file এর মধ্যে ক্লিক করে আপনার Doc বা ওয়ার্ড ফাইলটি নর্বাচন করেনিন।

অথবা আপনি ক্লিক এন্ড ড্র্যাগ করেও আপনি যেই ওয়ার্ড ফাইলটি কনভার্ট করতে চান সেই ফাইলটি ড্রপ করতে পারেন।

ধাপ ৩: ডকুমেন্টস ফাইলটি সিলেক্ট বা নির্বাচন করার পর ডান দিকে > Convert to PDF ক্লিক করুন। দেখবেন,

কিছু সময়ের মধ্যেই আপনার ওয়ার্ড ফাইলটি pdf ফাইলে রূপান্তর করে আপনার সামনে ডাউনলোড বাটান দিয়ে দেবে।

আর আপনি যদি পিডিএফ ফাইল ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে চান সেই ক্ষেত্রে ধাপ ১ বা প্রথম ধাপে PDF to Word নির্বাচন করে বাকি ধাপ গুলি একই ভাবে অনুসরণ করুন।

যদি pdf ফাইল word ফাইলে কনভার্ট করতে চান কম্পিউটার দ্বারা।

অবশ্যই পড়ুন: ৫টি ফ্রি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপ ২০২১

২. মোবাইলে কিভাবে ওয়ার্ড থেকে পিডিএফ ফাইল রূপান্তর করবেন

ওপরের যে ধাপ গুলি কম্পিউটার ইউসারদের জন্য বললাম তা আপনি নিজের মোবাইল ফোন এর ব্রাউজার ব্যবহার করেও

আপনার ফোন থেকেই এই কাজটি করতে পারেন সম্পূর্ণ একই পদ্ধতিতে। তবে আপনি যদি তা না চান সেই ক্ষেত্রে

খুবই ছোট একটি মোবাইল এপ্লিকেশন দাড়াও আরো সহজে নিজের ফোন থেকেই তা করতে পারেন যা আমরা নিচে জানবো।

ধাপ ১: প্রথমে আপনার ফোন থেকে Goole Play Store ওপেন করে সেখানে Convert Word to PDF লিখে সার্চ করুন।

অথবা সরাসরি এখানে ক্লিক করুন ডাউনলোড পেজে যাওয়ার জন্য।

ধাপ ২: এখন আপনার সামনে নিচের ছবিটির মতোই একটি এপ্লিকেশন আসবে তা নিজের ফোনে ডাউনলোড ও ইনস্টল করেনিন।

মোবাইল ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট করার উপায়
মোবাইল থেকে Word to PDF কনভার্ট

ধাপ ৩: এপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর তা ওপেন করুন। তারপর > Open File ক্লিক করে doc বা ওয়ার্ড ফাইলটি সিলেক্ট করুন।

ফাইলটি সিলেক্ট করার পর স্ক্রিনে > Convert অপশন আসবে তার মধ্যে ক্লিক করুন। দেখবেন কিছু সময়ের মধ্যেই

আপনার ওয়ার্ড ফাইল পিডিএফ এর মধ্যে কনভার্ট হয়ে গেছে। এবং সরাসরি আপনার সামনে তা ওপেন, শেয়ার ও ডিলেট করার অপশনও দিয়ে দেওয়া হবে।

প্লে স্টোরে এরকম Word টু pdf এর মতোই pdf to word কনভার্টরও পেয়ে যাবেন যাদের আপনি একই উপায়ে ব্যবহার করতে পারেন।

মোবাইল থেকে যদি pdf ফাইল word ফাইলে কনভার্ট করতে চান।

আরো পড়ুন: ৭টি ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড ওয়েবসাইট

আমাদের শেষ কথা,

এই হল খুবই সহজ ও দ্রুত উপায় আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ওয়ার্ড ফাইল পিডিএফ এবং PDF file word ফাইলে কনভার্ট করার।

ইন্টারনেটে এরকম আরো অনেক অনলাইন ওয়েবসাইট পেয়ে যাবেন যাদের আপনি একই ভাবে ব্যবহার করে কাজে লাগাতে পারেন।

তো আপনাদের যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথেও শেয়ার করুন আর যদি,

কোন প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।