৬টি ফ্রি ইবুক ডাউনলোড ওয়েবসাইট (Free E-Book Sites)

আজ আপনাদের এরকম ৬টি ফ্রি ইবুক ডাউনলোড ওয়েবসাইট সম্পর্কে বলবো যেখানে থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে

অনলাইনে Ebook read ও downlod করতে পারবেন। এবং এই সমস্ত সাইট গুলিতে প্রিমিয়াম অর্থাৎ পেইড বই গুলিও ফ্রিতে পেয়ে যাবেন।

এবং এখানে আপনি সমস্ত বিভাগের বাংলা, ইংরেজি ও বাংলাতে অনুবাদকৃত বই পেয়ে যাবেন ডাউনলোডের জন্য।

কম বেশি আমরা প্রত্যেকেই বই পড়া পছন্দ করি বিশেষ করে যদি তা পড়াশোনার বা স্কুল কলেজ এর বই না হয় (মজা করলাম)

আর যারা আমরা ৯০ -র দশকের ও তার আগের তারা যে অল্প বেশি সবাই বই পড়তে ভালোবাসেন তা আমি বেশ জোর দিয়েই বলতে পারি।

কিন্তু এখন যেহেতু যুগ একটু পরিবর্তন হয়েছে তাই অফলাইন বা সেই কাগজের স্পর্শনীও বই এর থেকে এখন অনলাইন বা ইবুক মানুষ বেশি পড়েন।

আর তা সে অফলাইনে হোক বা অনলাইন, বই যারা ভালোবসেন বা যারা বইয়ের পোকা তাদের জন্য এই পোস্টটি অবশ্যই পছন্দ হবে।

কারণ এখানে আমি যে ৬টি free ebook download sites সম্পর্কে বলবো তা আপনার কাছে বইয়ের স্বর্ণখনি বা লাইব্রেরি মনে হবে।

তাহলে চলুন নিচে আমরা দেখেনি সেই সেরা ৬টি ফ্রি ওয়েবসাইট কি যেখান থেকে আপনি নিজের পছন্দের ই বুক ডাউনলোড করতে পারবেন।

আরো পড়ুন:

সেরা ৬টি ফ্রি ইবুক ডাউনলোড ওয়েবসাইট হল

৬টি ফ্রি ইবুক ডাউনলোড ওয়েবসাইট পিডিএফ ফাইলে
ফ্রি ইবুক ডাউনলোড ওয়েবসাইট

তো আমাদের এই তালিকার প্রথম ফ্রি বাংলা ও ইংরাজী ইবুক ডাউনলোড ওয়েবসাইটটি হল,

১. PDF DRIVE

বাংলা, হিন্দি, ইংলিশ থেকে শুরু করে প্রায় সমস্ত ভাষার বিভিন্ন ইবুক বা Ebook আপনি এই সাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

এখানে আপনি বিভিন্ন ভ্যারাইটি বা বিভাগের অনলাইন বই পিডিএফ সহ আরো বেশ কিছু ফরম্যাটে পেয়ে যাবেন যা আপনি ভাবতেও পারবেন না।

বই প্রেমীরা যারা অনলাইন পিডিএফ ফরমেটে বই খুঁজছেন তাদের জন্য এটি হল ওয়ান স্টপ সল্যুশন যা আপনার অবশ্যই পছন্দ হবে।

এখানে যে সমস্ত ইবুক কালেকশন আছে তা আপনাকে যে মুগ্ধ করবে সে বিষয়ে কোনো রকমের সন্দেহ নেই।

২. Banglaboipdf

তো আমাদের এই তালিকার দ্বিতীয় সাইটটির নাম দেখেই বুছে গেছেন যে এটি একটি বাংলা ওয়েবসাইট যেখানে আপনি

pdf format -এ বুক ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন এখন জেনেনি যে কি কি বই এখানে আপনি পেতে পারেন।

এখানে আপনি ছোট গল্প, বড় গল্প, উপন্যাস, ইতিহাস, আধ্যাত্বিক, ভুতের গল্প ও মজার গল্প থেকে শুরু করে সমস্ত বিভাগের Bangla Ebook pdf হিসাবে পেয়ে যাবেন।

এছাড়াও এখানে আপনি আসাম ভাষার বই, কিন্ডলে ভার্সন এবং বাংলাতে অনুবাদকৃত অন্যান্য ভাষার বইও পেয়ে যাবেন।

৩. Archive.org

অনলাইন free book download sites গুলির মধ্যে আরো একটি অন্যতম হল এই সাইটটি। এখানে সম্পূর্ণ ফ্রিতে ও মুক্ত ভাবে

বিভিন্ন ইবুক থেকে শুরু করে অডিও বুক পেয়ে যাবেন। বিশেষ করে আপনি যদি অনেক পুরানো বই এর খোঁজে থাকেন

সেই ক্ষেত্রে অবশ্যই এই সাইটটি ভিসিট করার কথা বলবো। অবশ্যই আপনাদের জানিয়ে রাখবো যে এটি একটি মুক্ত সাইট

যেখান থেকে আপনি সম্পূর্ণ বৈধভাবে বিভিন্ন জিনিস ডাউনলোড ও ধার করে ব্যবহার করতে পারবেন আর তা শুধু Ebook -ই না আরো বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট পেয়ে যাবেন।

৪. BDeBooks

এটি একটি বাংলাদেশী ওয়েবসাইট তবে এখানে আপনি পাবেন এপার ও ওপার বাংলার সব থেকে সেরা বাংলা ইবুক গুলি।

এখানে আপনি সমস্ত জনপ্রিয় বাংলা লেখক এর বই থেকে শুরু করে, ছোটদের গল্প, কবিতা, ভুতের গল্প, উপন্যাস সহ প্রচুর বিভাগের বই পেয়ে যাবেন।

এছাড়া বিদেশী ভাষার বই বাংলাতে অনুবাদ করা, টেক্সটবুক, ইন্টারনেট ও কম্পিউটার সংক্রান্ত বইও এখন পিডিএফ হিসাবে ডাউনলোড করার জন্য উপস্থিত আছে।

তবে বিশেষ করা আপনি যদি ভারতীয় ও বাংলাদেশী সমস্ত জনপ্রিয় ও মহান লেখকদের বই খোঁজেন তাহলে অবশ্যই এই সাইটটি ব্যবহার করুন।

৫. Kindle AppGoogle Play Book

Kindle ও Google Play Book এই দুটি হল ইবুক রিডার এপ্লিকেশন যা আপনি উভয় এন্ড্রয়েড ও আইফোনের জন্য পেয়ে যাবেন।

তো আপনি যদি এই ইবুক ডাউনলোড করে পড়ার জন্য মোবাইল অথবা ট্যাবলেট ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই দুটি

Ebook app ব্যবহার করার কথা অবশ্যই বলবো। যেখানে আপনি অসাধারন সব ইবুক সরাসরি এই এপ্লিকেশন দ্বারাই

অনলাইন পড়তে পারবেন ও ডাউনলোড করতে পারবেন। অবশ্যই জানিয়ে রাখবো যে এই app এর মধ্যে আপনি ফ্রি ও পেইড ই বুক লাইব্রেরি পেয়ে যাবেন।

৬. eBanglalibrary

তো আমাদের লিস্টের শেষ সেরা ও ফ্রি বাংলা ই-বুক ডাউনলোড ওয়েবসাইট হল এই ebanglalibrary.com যেখানে

আপনি বাংলা Ebook পিডিএফ হিসাবে ডাউনলোড করার পাশাপাশি আবার ডাউনলোড না করে সরাসরি আপনার মোবাইল,

ট্যাবলেট অথবা কম্পিউটার থেকে অনলাইনে বই পরে নিতে পারবেন যা আমার মতে খুবই ভালো বিষয় বা ফীচার।

এক কোথায় বললে এখানে আপনি A to Z খ্যাতনামা বাংলা লেখক ও বিভাগের বই পেয়ে যাবেন পড়ার জন্য ও ডাউনলোড করার জন্য।

এটি সেরা একটি বাংলা ইবুক ওয়েবসাইট যা আমি আপনাদের অবশ্যই ব্যবহার করার পরামর্শ দেবো একবার হলেও।

অবশ্যই পড়ুন:

আমাদের শেষ কথা,

তো এই হল আমাদের ৬টি সেরা ও ফ্রি বাংলা ইবুক ডাউনলোড ওয়েবসাইট (free bangla or bengali ebook download sites)

এখানে একটি কথা অবশ্যই আপনাদের বলবো বা অনুরোধ করবো যে বই পড়ার আসল মজা হাতে বই নিয়ে যা আমরা জানি।

তাই সময় যতই উন্নত ও পরিবর্তন হোক এই অনুভূতি গুলি বজায় রাখার চেষ্টা করা উচিত এবং লেখকদের সন্মান দিয়ে অর্থাৎ

তাদের বই পড়ার ক্ষেত্রে অর্থ দিয়ে ক্রয় করে পড়ার পরামর্শ আমি নিজে বা এই ওয়েবসাইট আপনাদের জানাচ্ছে।

2 thoughts on “৬টি ফ্রি ইবুক ডাউনলোড ওয়েবসাইট (Free E-Book Sites)”

Comments are closed.