অফ পেজ এসইও কি

অফ পেজ এসইও (Off-Page SEO) কি এবং কিভাবে করবেন?

পূর্বে আমরা এসইও কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা জানবো অফ পেজ এসইও কি এবং কিভাবে করতে হয়।

এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের নিজের অভিজ্ঞতা থেকে এবং নিজের ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করবো।

তো আমরা আগে জেনেছি যে এসইওর পুরো অর্থ হল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন।

অর্থাৎ এটি হল এমন একটি টেকনিক যার মাধ্যমে কোনো সাইট বা তার পেজগুলিকে অপ্টিমাইজ করে সার্চ ইঞ্জিনের অনুকূল করে তোলা হয়।

যাতে সেই সাইট বা সাইটের পেজগুলি সহজে সার্চ ইঞ্জিনে রেঙ্ক করতে পারে এবং অধিক ট্রাফিক নিয়ে আস্তে পারে।

আবার এসইওর কিছু গুরুত্বপূর্ণ ভাগ বা পার্ট আছে যার মধ্যে প্রধান পার্টিগুলি হল অন পেজ ,অফ পেজ এবং টেকনিকাল এসইও।

এর মধ্যে অন পেজ এসইও সব থেকে গুরুত্বপূর্ণ এবং যা নিয়ে আমরা পূর্বেই আলোচনা করেছি আপনি চাইলে দেখতে পারেন।

তো চলুন এবার আমাদের আজকের বিষয় Off-Page SEO কি এবং কিভাবে করতে হয় সেই বিষয় জেনেনি।

অফ পেজ এসইও কি?

Off-Page SEO বলতে সেই সমস্ত কার্যকলাপ গুলিকে বলা হয় যা আপনি ওয়েবসাইটের বাইরে থেকে করে থাকেন সার্চ ইঞ্জিনে রেঙ্ক করার জন্য।

অর্থাৎ এটি সেই সমস্ত কৌশলগুলিকে বোঝায় যা আপনি সার্চ ইঞ্জিন পেজের মধ্যে আপনার সাইটকে রেঙ্ক করানোর জন্য করে থাকেন সাইটের বাইরে থেকে।

খুব সাধারণ ভাবে বললে এই এসইও পদ্ধতিটি হল লিংক বিল্ডিং এবং প্রমোশন করা। চলুন এবার আমরা এর গুরুত্ব জেনেনি।

অফ পেজ এসইও কেন জরুরি?

যেখানে সার্চ এলগোরিদম এবং রেঙ্কিং ফ্যাক্টরসগুলি সর্বদা পরিবর্তন হচ্ছে সেখানে আমরা কেউই সঠিক ভাবে জানিনা যে এগুলি কিভাবে কাজ করে।

সার্চ ইঞ্জিনগুলি সর্বদা চেষ্টা করছে একটি সঠিক উপায় খুঁজে বার করার যার মাধ্যমে সঠিক ও বেস্ট সার্চ রেজাল্টগুলি সার্চারদের কাছে তুলে ধরতে পারে।

যদিও আমরা সঠিক ভাবে সম্পূর্ণ এলগোরিদম কেউই জানিনা কিন্তু এসইওর ওপর যে সমস্ত স্টাডি করা হয়েছে সেখানে দেখা গেছে যে।

On page, Off Page এবং অন্যান্য কিছু কোয়ালিটি এসইও ফ্যাক্টর্স গুলির মাধ্যমে বা টেকনিক ব্যবহার করে ওয়েবসাইটকে রেঙ্ক করা যায়।

একটি ওয়েবসাইট যদি সফল ভাবে অফ সাইট এসইও করতে পারে তাহলে সেই সাইটটি যে সমস্ত সুবিধা পায় তা হল।

  • এতে সেই ওয়েবসাইট SERPs বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে সর্বোচ রেঙ্ক করতে পারবে যার ফলে অধিক ট্রাফিক আসবে।
  • পেজ রেঙ্ক বাড়বে ০-১০ এর মধ্যে এবং যত ওপরে বা প্রথমে রেঙ্ক করবে গুগলের কাছে সেই সাইটের গুরুত্ব বাড়বে।
  • একটি সাইট যখন হাইয়ার রেঙ্ক করবে তার সাথে সে আরো নতুন কাস্টমারদের পাবে অর্থাৎ আরো লোকের কাছে প্রকাশ পাবে।
  • সাইট অথরিটিও বৃদ্ধি পাবে এবং তার সাথে সেই সাইটের প্রতি ব্যবহারকারীদের বিশ্বাস ও ভরসা তৈরি হবে।

On page এবং Off Page SEO মধ্যে পার্থক্য

যদিও আমরা ওপরে এদের ব্যাখ্যা থেকেই পার্থক্যগুলি নির্ণয় করতে পারি তাও এদের মধ্যে মূল পার্থক্যের বিষয় দুটি হল।

On-Page SEO

১. এই ক্ষেত্রে আপনাকে কনটেন্ট, ডেসক্রিপশন, টাইটেল এবং মেটা ট্যাগ অর্থাৎ আপনার সাইটের ভেতরের এলিমেন্টস গুলি অপ্টিমাইজ করতে হয়।

২. এবং অন পেজ ফ্যাক্টর্সগুলি হল কনটেন্ট মার্কেটিং, কীওয়ার্ড অপ্টিমাইজেশন, ইন্টারনাল লিঙ্কিং পেজ স্পিড অপ্টিমাইজেশন ইত্যাদি।

Off-Page SEO

১. এই ক্ষেত্রে আপনি সাইটের বাইরে থেকে কিছু কার্যকলাপ চালান যা আপনার সাইট বেশি ট্রাফিক, সাইটের লিঙ্কিং এবং সাইট বহিঃপ্রকাশ পায়।

২. অফ পেজ ফ্যাক্টর্সগুলি হল ব্যাকলিংক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং গেস্ট ব্লগিং ইত্যাদি।

Off-Page SEO কিভাবে করবেন

যেভাবে অফ পেজ এসইও করতে হয়
Off-Page SEO যেভাবে করবেন

অফ পেজ এসইওর পুরো বিষয়টিই হল লিংক বিল্ডিং বা ব্যাকলিংক তৈরি করা আর তার জন্যই একে এর হৃদয় হিসাবেও গণ্য করা হয়।

ব্যাকলিংক কি এবং কিভাবে তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে আমাদের সাইটে বিস্তারিত ভাবে আগেই একটি আর্টিকেল পাবলিশ করা আছে।

যা আপনি চাইলে অবশ্যই দেখতে পারেন ব্যাকলিংক বা লিংক বিল্ডিং সম্পর্কে আরো ভালো ভাবে বোঝার জন্য।

তো চলুন এবার জেনেনি এরকম কিছু সহজ উপায় অফ পেজ এসইও করার জন্য।

১. গেস্ট ব্লগিং বা গেস্ট পোস্টিং

লিংক বিল্ডিং বা ব্যাকলিংক তৈরির জন্য গেস্ট ব্লগিং একটি অসাধারণ উপায় এবং আমার মতে সব থেকে গুরুত্বপূর্ণ ফ্রি উপায়।

গেস্ট ব্লগিং হল যখন আপনি অন্য কেনো সাইটের হয়ে কনটেন্ট তৈরি করেন একজন গেস্ট বা অতিথি হয়ে। তাই অনেকে একে অতিথি পোস্টিংও বলে থাকে।

সাধারণত আপনি যখন অন্য কোনো সাইটে গেস্ট পোস্টিং তৈরি করেন সেখানে রিসোর্স হিসাবে আপনার সাইটের লিংকও যুক্ত করে আসেন।

এর ফলে ওই সাইটের রিডার্সরা সেই আর্টিকেলে যুক্ত থাকা লিংকের মাধ্যমে আপনার সাইটেও ভিসিট করতে পারে। আর আপনার সাইটের ভিসিটর্স বৃদ্ধি পায়।

শুধু তাই না এর মাধ্যমে আপনি নতুন কাস্টমার বা ভিসিটর্সদের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন এবং আপনার সাইটের ব্র্যান্ড প্রমোশনও হয়।

২. কমেন্টিং

একটা সময় ছিল যখন অনেকেই তাদের সাইটের লিংক অন্য সাইটের ব্লগ পোস্ট কমেন্টের মধ্যে প্রদান করে খুব সহজেই ব্যাকলিংক তৈরি করতে পারতো।

কিন্তু এখন বেশি কেউ এই পদ্ধতিটি অনুসরণ করে না কারণ অনেকেই মনে করেন যে গুগলের চোখে এটি স্প্যামি দেখায়।

কিন্তু সত্যি কথা বলতে আপনি যদি সঠিক উপায় অনুসরণ করে ব্লগ কমেন্টিং করেন তাহলে আজও খুব সহজেই এর মাধ্যমে লিংক বিল্ড করে ট্রাফিক নিয়ে আসতে পারবেন।

শুধু তাই না এর মাধ্যমে আপনি যেই সাইটে ব্লগ কমেন্টিং করেন তার ব্লগ মালিক ও অন্যান্য কমেন্টার্সদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন।

৩. ব্রোকেন লিংক বিল্ডিং

লিংক বিল্ড করার জন্য বা ব্যাকলিংক তৈরির জন্য ব্রোকেন লিংক বিল্ডিং হল আরেকটি সহজ এবং সব থেকে কার্যকরী উপায়।

ব্রোকেন লিংক বিল্ডিং উপায় গ্রহণ করার জন্য এই স্টেপ গুলি অনুসরণ করুন:

  • সবার প্রথমের এরকম কিছু ব্লগ সাইট বা ডোমেইন খুজুন যেখান থেকে আপনি ব্যাকলিংক উপার্জন বা গ্রহণ করতে চান।
  • তার পর সেই সাইটগুলির ব্রোকেন এক্সটার্নাল বা আউট বাউন্ড লিংক গুলি কিছু ব্রোকেন লিংক চেকার টুলের মাধ্যমে চেক করুন।
  • তার পর আপনার সাইটের এরকম সিমিলার কোনো পেজ খুঁজে বার করুন যা সেই ব্রোকেন লিংকের পরিবর্তে ব্যবহার করা যাবে।
  • এবং সবার শেষে সেই সাইটের রাইটার, এডিটর বা ওয়েবমাস্টারকে মেইল করে সেই বিষয়ে জানান এবং সেই ব্রোকেন লিংকের পরিবর্তে আপনার পেজের লিংকটি প্রদান করুন।

এর ফলে তারা যখন সেই ব্রোকেন লিংকের পরিবর্তে আপনার পেজ লিংক ব্যবহার করবে আপনি তখন সেই সাইট থেকে একটি লিংক পেয়ে যাবেন।

৪. সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট

এখন বেশির ভাগ সময় সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে ব্যয় করে থাকে আর আপনি এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।

কিছু সময় নিযুক্ত থেকে খুব সহজেই আপনার সাইটের অফ পেজ এসইও ইম্প্ৰভের জন্য সাইটের লিংক বিল্ড করতে পারবেন।

ফেইসবুক, ইনস্টাগ্রাম ও লিংকডইন এর মতো প্লাটফর্মে প্রোফাইল বানিয়ে আপনার সাইটের কনটেন্ট গুলি শেয়ার করুন।

আপনি এসব প্লাটফর্ম থেকে অনেক উন্নত মানের দীর্ঘস্থায়ী ট্রাফিক আপনার সাইটে নিয়ে আস্তে পারবেন।

৫. প্রশ্ন-উত্তর সাইট

Yahoo answer ও Quora সাইট গুলি হল উন্নত মানের কনটেন্ট তৈরি করার মাধ্যমে নিজের অথরিটি বা কমিউনিটি তৈরি করার একটি ভালো উপায়।

আপনি এই সমস্ত সাইটে কনটেন্ট লিখে তার মধ্যে আপনার সাইটের লিংক যুক্ত করার মধ্যে দ্রুত অনেক ইউনিক ট্রাফিক নিয়ে আসতে পারবেন।

৬. সোশ্যাল বুকমার্কিং

সোশ্যাল বুকমার্কিং সাইট গুলি হল তৎক্ষণাৎ বা দ্রুত ট্রাফিক নিয়ে আসা ও ব্যাকলিংক তৈরির জন্য সেরা উপায়গুলির মধ্যে একটি।

Reddit, Tumblr এবং Pinterest এর মতো সাইটগুলিতে নিজের ওয়েবসাইট বা ওয়েব পেজের লিংক বুকমার্ক হিসাবে সেভ করে রাখতে পারবেন।

এবং যখন আপনার বুকমার্ক গুলি বিভিন্ন লোকে দেখবে ও শেয়ার করবে তখন সেখানে যুক্ত থাকা লিংকের মাধ্যমে তারা আপনার সাইটে আসবে।

এতে আপনার সাইটে ট্রাফিক আসার সাথে সাথে আপনি ওই সোশ্যাল বুকমার্কিং সাইট গুলি থেকে ব্যাকলিংকও পেয়ে যাবেন।

আপনি যদি এই পদ্ধতি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ভালো মানের কনটেন্ট ও আকর্ষণীয় টাইটেল বা ট্যাগ লাইন ব্যবহার করুন।

আমাদের শেষ কথা:

তো বন্ধুরা আজকে আমরা জানলাম যে অফ পেজ এসইও কি, কেন এটি জরুরি এবং কিভাবে আমরা তা করতে পারি।

আশা করছি যে আপনাদের এই বিষয়ের ওপর অল্প হোক কিছু ধারণা দিতে পেরেছি। আপনি যদি Off-Page SEO নিয়ে আরো ভালোভাবে জানতে চান তাহলে নীল প্যাটেলের এই আর্টিকেলটি দেখতে পারেন এখানে ক্লিক করে

আপনাদের যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানান ও অন্যদের সাথে শেয়ার করুন।