গেস্ট ব্লগিং কি

জানুন গেস্ট ব্লগিং কি এবং কেন গুরুত্বপূর্ণ?

আজকে আমরা জানবো গেস্ট ব্লগ সম্পর্কিত সাধারণ কিছু বিষয় যেরকম গেস্ট ব্লগিং কি? এর উপকারিতা এবং কিভাবে করবেন?

গেস্ট পোস্টিং বা ব্লগিং কি?

গেস্ট ব্লগিং কে গেস্ট পোস্টিং ও বলা হয় এটি হল একটি কনটেন্ট মার্কেটিং এবং এসইও টেকনিক যেখানে কেউ অন্য একটি ব্লগ সাইটের জন্য কনটেন্ট বা ব্লগ পোস্ট তৈরি ও পাবলিশ করে থাকে।

একজন গেস্ট ব্লগার তার নিজের ব্লগ সাইটের Niche এর সাথে সম্পর্কিত অন্য ব্লগ সাইটে আর্টিকেল লেখেন ও পাবলিশ করেন কারণ:

এর মাধ্যমে সে তার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারে, নিজের সাইটের ডোমেইন অথরিটি বাড়াতে পারে, সে তার ব্র্যান্ড প্রমোট করতে পারে এবং নতুন ভিসিটর্সদের সাথে সম্পর্ক তৈরি করতে পারে।

কেন গেস্ট পোস্টিং গুরুত্বপূর্ণ বা এর সুবিধা কি?

গেস্ট ব্লগিং করার বিভিন্ন সুবিধা বা লাভ থাকে। এর মাধ্যমে ব্লগাররা যে সুবিধা পায় তা হল এসইও ইম্প্রোভ ও ব্যাকলিংক তৈরি

এছাড়াও কেউ তার অভিজ্ঞতা অন্য সাইটে ভাগ করার মাধ্যমে সেখানে সে নিজের এবং তার ব্রান্ডের অথরিটি তৈরি করতে পারে।

তার ব্র্যান্ড বা ওয়েবসাইটের একই Niche এর অন্যান্য ব্লগারদের সাথে সম্পর্ক তৈরি হয় এবং সম্পূর্ণ নতুন অডিয়েন্সদের কাছে তার ব্রান্ডকে প্রকাশ করতে পারে।

অন্যদিকে যখন কোন ওয়েবসাইট গেস্ট পোস্ট বা অতিথি পোস্ট করার সুযোগ দেয় সেই ক্ষেত্রে সে তার সাইটের ভিসিটর্সদের সবসময় নতুন ও ফ্রেশ কনটেন্ট প্রদান করতে পারে।

যার ফলে তার সাইটে যখনই ভিসিটর্স আসে সব সময় কিছু না কিছু কনটেন্ট পেয়ে থাকে।

অবশ্যই জেনে রাখুন যে গেস্ট ব্লগিং বা অতিথি ব্লগিং এর মাধ্যমে দুই পক্ষ যথা ব্লগার এবং সে যেই সাইটে গেস্ট পোস্টিং করছে সেই সাইটটি,

এই উভয়পক্ষই লাভবান হয়। কারণ যেরকম ব্লগার তার সাইটে ট্রাফিক বাড়াতে পারে এবং তার ব্র্যান্ড প্রমোট করতে পারে।

সেরকমই যেই সাইটে অতিথি ব্লগিং বা গেস্ট পোস্টিং করা হয় সে সবসময় নতুন কনটেন্ট পায় এবং তার ভিসিটর্সদের তার সাইটে একটিভ বা ধরে রাখতে পারে।

গেস্ট পোস্টিং করার আগে যে বিষয়গুলি জানা প্রয়োজন

১. শুধুমাত্র সেই সাইট গুলিতেই অতিথি পোস্ট বা গেস্ট পোস্ট লিখুন যা আপনার সাইটের Niche এর সাথে সিমিলার।

তার সাথে যাতে সেই সাইটটির ডোমেইন অথরিটি ভালো থাকে এবং সাইটটি জনপ্রিয় হয় ও সেখানে পর্যাপ্ত ভিসিটর্স আসে।

২. গেস্ট পোস্ট লেখার সময় অবশ্যই চেষ্টা করুন হাই কোয়ালিটি এবং ইউনিক কনটেন্ট তৈরি করার। আর এই হাই কোয়ালিটি এবং ইউনিক কনটেন্ট লেখার বা তৈরী করার সময় যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হল।

আপনার আর্টিকেলের রিডার্সরা বা আপনার আর্টিকেল যারা পড়বে তারা যাতে অবশ্যই কিছু না কিছু শিখতে ও জানতে পারে।

কারণ আপনি যদি আর্টিকেলের মধ্যে আপনার ওয়েবসাইট বা ব্র্যান্ড প্রমোট করার বিষয়টি অধিক গুরুত্ব দেন সেই ক্ষেত্রে কখনোই তা ইউনিক এবং কোয়ালিটি কনটেন্ট মনে হবে না।

তার মানে এই না যে আপনি ওয়েবসাইট বা ব্র্যান্ড প্রমোট করবেন না, অবশ্যই করবেন কিন্তু কোয়ালিটির বিষয়টি বা অডিয়েন্সের দিকটি অধিক গুরুত্ব দিয়ে।

৩. গেস্ট পোস্টিংয়ের মাধ্যমে আপনার সাইটের লিংক কনটেন্টে যুক্ত করে খুব সহজেই ওই সাইট থেকে আপনার সাইটে ভিসিটর্স নিয়ে আসতে পারেন।

কিন্তু কনটেন্টের মধ্যে একাধিক বার আপনার সাইটের লিংক যুক্ত করা কখনোই উচিত না এতে আপনার কনটেন্টটি স্পেমি দেখায় এবং যার ফলে আপনি রেঙ্কিংয়ের ক্ষেত্রে গুগল থেকে পেনাল্টিও পেতে পারেন।

কিভাবে গেস্ট ব্লগিং করবেন?

গেস্ট ব্লগিংয়ের মাধ্যমে একটি ব্লগ সাইটে ভিসিটর্স নিয়ে আসার সাথে সাথে ব্যাকলিংকও তৈরি হয় যা অফ পেজ এসইও ইম্প্রোভার মাধ্যমে গুগলে রেঙ্ক করতে সুযোগ বৃদ্ধি করে।

কিন্তু কোনো সাইটে গেস্ট পোস্ট লেখার মাধ্যমে নিজের সাইটে ট্রাফিক নিয়ে আসা ও ব্যাকলিংক তৈরি করার জন্য অবশ্যই আপনাকে এরকম কিছু সাইট খুঁজে বার করতে হবে যেখানে আপনি গেস্ট ব্লগিং করতে পারবেন।

তো চলুন এবার জেনেনি যে কিভাবে এই সমস্ত সাইট খুঁজে বার করবেন।

১. গুগল সার্চ

আপনার ব্লগ সাইটের বিষয়ের ওপরেই এরকম যে সাইটগুলি আছে যারা গেস্ট পোস্ট লেখার সুযোগ প্রদান করে তা খোঁজার জন্য আপনি গুগলে এরকম ভাবে সার্চ করতে পারেন:

  • “guest blogger”
  • “guest posting”
  • “writers needed”
  • “write for us”
  • “blog for us”

অর্থাৎ আপনি যেই বিষয়ের বা টপিকের ওপর গেস্ট পোস্ট লিখতে চান প্রথমে তা লিখে “guest blogger” বা “write for us” ইত্যাদি যুক্ত করে গুগল সার্চ করুন।

যেমন, আমি যদি baby product নিয়ে ব্লগ লিখতে চাই সেই ক্ষেত্রে “baby product guest blogger” বা “baby product blog for us”

সেই ক্ষেত্রে গুগল থেকে আপনার কাছে এরকম অনেক সার্চ রেজাল্ট আসবে যেই সাইট গুলিতে আপনি গেস্ট পোস্ট লিখতে পারবেন।

২. সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ফোরাম সাইট

গেস্ট পোস্ট লেখার জন্য একটি খুবই সাধারণ উপায় হল ফেইসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং Reddit ও Quora এর মতো সাইট গুলিতে গেস্ট পোস্ট লেখার আবেদন জানাতে পারেন।

আপনি এই সমস্ত সাইট থেকে আপনার ফ্রেন্ডস বা ফলোয়ারদের সরাসরি জিজ্ঞাসা করতে পারেন তারা কেউ গেস্ট ব্লগার চায় কিনা।

৩. সরাসরি গেস্ট ব্লগিং করার জন্য আবেদন

আমাদের অবশ্যই এরকম অনেক সাইট জানা থাকে বা আছে যা আমাদের ব্লগ সাইটের বিষয়ের সাথে সিমিলার সেই ক্ষেত্রে।

আপনি সরাসরি সেই সাইট থেকে তাদের Contact us বা যোগাযোগ পেজে গিয়ে তাদের সাইটে গেস্ট পোস্ট লেখার ইচ্ছা জানাতে পারেন।

এছাড়াও এরকম অনেক সাইট আছে যারা আগে থেকেই তাদের মেনু বাড়ে “write for us”পেজ যুক্ত করে রাখে সেই ক্ষেত্রেও আপনি আবেদন করতে পারেন।

আপনি গেস্ট ব্লগিং নিয়ে যদি আরো ভালো ভাবে জানতে চান বা একটি আলটিমেট গাইড চান তাহলে এখানে ক্লিক করুন

আমাদের শেষ করা:

আমি এখানে খুবই সাধারণ ভাবে গেস্ট ব্লগিং কি, এর গুরুত্ব বা সুবিধা এবং কিভাবে করবেন এই বিষয়গুলি তুলে ধরলাম।

যাতে সহজে আপনার গেস্ট পোস্টিং বা ব্লগ সম্পর্কে একটি ধারণা পান।

আপনাদের যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং আমায় কমেন্ট করে জানান।