৬টি ফ্রি ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপস

আজ আমরা দেখবো ৬টি সেরা ও ফ্রি ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপস ফোনে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য।

ইউটিউব হল সব থেকে জনপ্রিয় এবং বিশ্বের ১ নাম্বার ভিডিও প্লাটফর্ম যা সমস্ত স্মার্টফোন ব্যবহারকারী ভিডিও দেখার জন্য ব্যবহার করেন।

তবে একথাও অস্বীকার করার না যে আমাদের বিভিন্ন প্রয়োজনে কখন ইউটিউব ভিডিও ডাউনলোড করার দরকার পরে।

যেরকম আপনি যদি অফলাইন ভিডিও সেভ করতে চান, অথবা আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হন সেই ক্ষেত্রে,

এছাড়াও কপিরাইট ফ্রি ভিডিও বা মিউজিক ডাউনলোড করা সহ এরকম বিভিন্ন প্রয়োজনে আমরা ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চাই।

তবে আপনাদের অবশ্যই বলে রাখবো যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা ইউটিউবের টার্মস বা শর্তাবলীর বিরুদ্ধে।

এবং এর ফলে ইউটিউব আপনাকে পেনাল্টিও দিতে পারে। তাই ভিডিওর মালিকের অনুমতি ছাড়া ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার পরামর্শ কখনোই আমরা দেবোনা ও দিচ্ছিনা।

এই সমস্ত ঝুঁকি পাশে রেখে আপনি যদি ফোনে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চান তাহলে চলুন আমরা দেখেনি

এরকম ৬টি সেরা ও ফ্রি এন্ড্রয়েড ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপস (best android YouTube video downloader apps)

আরো পড়ুন: কিভাবে অনলাইন ফেসবুক ও ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়

ফ্রি এন্ড্রয়েড ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপস

সেরা ৬ অ্যান্ড্রয়েড ইউটিউব ভিডিও ডাউনলোড করার অ্যাপস

প্রথমেই আপনাদের বলে রাখি যে যেহেতু ইউটিউব ভিডিও ডাউনলোড করা গুগল বা ইউটিউব এর শর্তাবলী বিরুদ্ধে,

তাই আপনি নিচে উল্লেখিত কোন এপ্লিকেশনই Google Play Store এর মধ্যে পাবেন না। আপনাকে গুগল থেকে ডাউনলোড করতে হবে।

অথবা আমি প্রতিটি ভিডিও ডাউনলোডার অ্যাপ এর নামে লিংক দিয়ে দেবো আপনি সরাসরি ক্লিক করেও ডাউনলোড করতে পারবেন।

১. Vidmate

Vidmate বা ভিডমেট হল জনপ্রিয় একটি অ্যাপ মোবাইল ফোন থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য।

এই অ্যাপটি ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য সেরা এপ্লিকেশন মানা হয় কারণ এটি অনেক রিলায়েবল ও ফ্রি।

আর আপনি এখানে ইউটিউব ছাড়াও আরো যেসমস্ত ভিডিও প্লাটফর্ম আছে সেখান থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও আপনি এর সার্চ বার থেকে অথবা ক্যাটাগরি অনুযায়ীও ভিডিও, মুভি, মিউজিক ও টিভি শো ইত্যাদি ডাউনলোড করতে পারেন।

ভিডমেট অ্যাপস ডাউনলোড করার জন্য আপনি ওপরে হেডিং বা নাম এর মধ্যে ক্লিক করে ডাউনলোড করতে পারেন।

২. Snaptube

সম্প্রতি স্নাপটিউব বা Snaptube অ্যাপটি বেশ জনপ্রিয় এবং অনেকেই এন্ড্রয়েড মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে ব্যবহার করছেন।

এই এন্ড্রয়েড অ্যাপটির দ্বারা আপনি ইউটিউব এর সাথে সাথে আরো ১০ টিরও বেশি সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন।

এটি সম্পূর্ণ ফ্রি একটি মোবাইল এপ্লিকেশন যার দ্বারা আপনি 144p থেকে শুরু করে সর্বোচ 4K কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও আপনি চাইলে ইউটিউব ভিডিওর পরিবর্তে সেই ভিডিওটি অডিওতে বা মিউজিকে কনভার্ট করে ডাউনলোড করতে পারেন।

Snaptube খুবই দ্রুত একটি Android YouTube downloader যা আপনি মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য ব্যবহার করতে পারেন।

৩. YouTube Go

বন্ধুরা YouTube Go হল গুগল এরই অফিসিয়াল একটি এপ্লিকেশন যেখান থেকে আপনি ফ্রিতে ও বৈধ ভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন।

আপনি যদি অফলাইনে ভিডিও দেখার জন্য ভিডিও সেভ বা ডাউনলোড করতে চান, তাও আবার সম্পূর্ণ বৈধভাবে।

সেই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের YouTube Go ভিডিও ডাউনলোডার অ্যাপস -টি ডাউনলোড করার পরামর্শ দেবো।

তবে এখান থেকে ডাউনলোড করা ভিডিও আপনি শুধু এর মধ্যে থেকেই দেখতে পারবেন এবং ওপরের বাকি অ্যাপস গুলির মত

আপনি এর দ্বারা অন্যান্য প্লাটফ্রম থেকে ভিডিও ডাউনলোড করার সুযোগ পাবেন না, শুধু ইউটিউব ভিডিওই পাবেন।

আরো জানুন: সেরা ৬টি মোবাইল ওয়ালপেপার ডাউনলোড করার ওয়েবসাইট

৪. InsTube

আমাদের এই Best free YouTube video downloader apps লিস্টের মধ্যে আরো একটি সেরা ভিডিও ডাউনলোডার হল InsTube

আপনি এর মধ্যে থেকে ইউটিউব ছাড়াও আরো ১০০+ ভিডিও সাইট থেকে ভিডিও, মুভি, টিভি শো ও মিউজিক ডাউনলোড করতে পারেন।

InsTube সম্পূর্ণ একটি ব্রাউজার এর মত যাকে আপনি ভিডিও ব্রাউজারও বলতে পারেন আর যা সত্যিই অনেক পাওয়ারফুল।

এই ইউটিউব ভিডিও ডাউনলোডারটির শুধু একটি ডাউন বা খারাপ দিক হল আপনাকে অ্যাড এর সম্মুখীন হতে হবে।

তাছাড়া, InsTube অনেক রেলিয়াবেল, ফাস্ট এবং অবশ্যই সেরা একটি free android video downloader app.

৫. YT3 YouTube Downloader

YT3 ইউটিউব ডাউনলোডার খুইবি ছোট, সিম্পল এবং দ্রুত একটি এপ্লিকেশন ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য।

এপ্লিকেশনটি কম্পেক্ট হওয়ার সাথে সাথে খুবই দ্রুত স্পিডে ভিডিও ডাউনলোড করতে সাহায্য করে এবং আপনি

এর প্রিভিউ বাটানে ক্লিক করে একবার দেখেও নিতে পারেন যে আপনি কোন ভিডিও বা সঠিক ভিডিওটি ডাউনলোড করছেন কিনা।

আপনি এর সার্চ বার থেকে যে ভিডিও ডাউনলোড করতে চান তা সার্চ করে সরাসরি ডাউনলোড বাটানে ক্লিক করুন এবং,

সেই ভিডিও MP4 বা MP3 যেই ফরম্যাটে ডাউনলোড করতে চান তা সিলেক্ট করে আপনার ফোন ডাউনলোড করেনিন।

6. Telegram Bot

আপনি কি জানেন, Telegram বা টেলিগ্রাম যা জনপ্রিয় একটি ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এর দাড়াও ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন।

একদম ঠিক শুনেছেন, এরকম বেশ কিছু টেলিগ্রাম bot আছে যাদের দ্বারা আপনি খুব সহজে এবং সেফ ভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

এখানে সেফ বলছি কারণ টেলিগ্রাম একটি সিকিউর এপ্লিকেশন আর ওখান থেকে ভিডিও ডাউনলোড করলে ম্যালওয়্যার ইত্যাদির কোন ভয় থাকেনা।

যেরকম বললাম যে বেশ কিছু bot দ্বারা আপনি এই কাজ করতে পারেন, তাদের মধ্যেই একটি সেরা bot হল @utubebot

আপনি এই bot টির সাহায্যে যে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান তার লিংক এখানে পেস্ট করুন, দেখবেন

খুব সহজেই সেই ভিডিও ডাউনলোড এর লিংক এই bot -টি আপনাকে জেনারেট করে দিয়ে ভিডিওটি ডাউনলোড করার অপশন প্রদান করে দেবে।

অবশ্যই পড়ুন: ৭টি ফ্রি অ্যান্ড্রয়েড রিংটোন ডাউনলোড অ্যাপস

আমাদের শেষ কথা,

তো বন্ধুরা আপনাদের যদি এই ৬টি ফ্রি ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপস গুলি ভালো লেগে থাকে তাহলে,

অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন এবং কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকলে নিচে কমেন্ট করে তা আমাদের জানাতে পারেন।

এবং সবার শেষে ইউটিউব ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে কোন রকমের নীতিভঙ্গ থেকে বিরত থাকার অনুরোধ করব।