১০টি সেরা গুগল ক্রোম এক্সটেনশন ২০২২

ইন্টারনেটে উপলব্ধ ওয়েব ব্রাউজার গুলির মধ্যে গুগল ক্রোম (Google Chrome) হল সব থেকে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় ওয়েব ব্রাউজার।

সমস্ত ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি ইউসার তাদের ফোন ও কম্পিউটারে গুগল ক্রোম ব্যবহার করেন।

তাহলে বুছতেই পারছেন যে ক্রোম ব্রাউজার ঠিক কতটা জনপ্রিয় ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে। আর তা হবেই না কেন,

গুগল ক্রোম অন্যান্য ব্রাউজারের তুলনায় অনেক ফাস্ট, সিম্পেল এবং নতুন নতুন ফিচারসে পরিপূর্ণ যা একে সবার থেকে আলাদা ও শ্রেষ্ঠ বানায়।

এরকমই একটি বৈশিষ্ট্য হল এর প্রচুর এবং অসাধারণ সব দরকারি গুগল ক্রোম এক্সটেনশন, যা আপনাকে আরো স্বাধীন ভাবে ইন্টারনেট সার্ফ করতে সুবিধা প্রদান করে।

আর আজকে আমরা এরকমই ১০টি সেরা ফ্রি Google chrome extension (গুগল ক্রোম এডঅন) সম্পর্কে জানবো যা আপনার অবশ্যই জানা ও ব্যবহার করা উচিত।

বেস্ট গুগল ক্রোম এক্সটেনশন

১. Grammarly

গ্রামারলি হল একটি ডিজিটাল রাইটিং এসিস্টেন্ট টুল বা স্পেল চেকিং এক্সটেনশন যা আপনার ইংলিশ রাইটিংয়ে ভুল সংশোধন করতে সাহায্য করে।

অর্থাৎ আপনার ইংরেজি লেখা স্ক্যান করে দেখে যে সেখানে কোন শব্দের, ব্যাকরণের ও বিরাম চিহ্ন এর ভুল আছে কিনা।

আর যদি তা থাকে তাহলে গ্রামারলি তৎক্ষণাৎ তা চিহ্নিত করে এবং তার সাথে সেখানে কি ভুল হয়েছে আর তার সংশোধনটি কি হবে তা সাজেস্ট করে।

আপনি একজন ছাত্র হন বা কর্মজীবী, ইংরেজি ব্যাকরণে কোনো ভুল ভ্রান্তি ছাড়া একজন দক্ষ বা পেশাদারদের মত ইংরেজি লিখতে এটি আপনাকে অনেক সাহায্য করবে।

বিশেষ করে আপনি যদি অনলাইন রাইটিং করে থাকেন বা একজন ব্লগার হন যিনি ইংলিশ কনটেন্ট লেখেন তাহলে আপনার অবশ্যই এটি ব্যবহার করা উচিত।

২. Poper Blocker

এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি ভিসিট করার পর যদি সাইটের কোন একটি লিংক বা অপশনে ক্লিক করেন,

তাহলে দেখবেন সেই নির্দিষ্ট পেজটি ওপেন না হয়ে অন্য একটি পেজ বা ট্যাব ওপেন হয়ে যায় যাকে আমরা পপ আপ বলে থাকি।

আর সত্যি বলতে যা খুবই বিরক্ত কর হয় এবং কখন কখন এই পপ আপ থেকে আমাদের ডিভাইসে ক্ষতিকারক ভাইরাসও প্রবেশ করে যায়।

আর Poper Blocker সেই সমস্ত অবাঞ্ছিত পপ আপ গুলি যাতে না হয় সেই দিকে লক্ষ রাখে।

৩. Touch VPN

ভিপিএন সম্পর্কে তো আমরা সবাই জানি যার পুরো নাম হল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা Virtual private network

যার মাধ্যমে আমরা নিজের প্রাইভেট নেটওয়ার্ক সক্রিয় ও আইপি এড্রেস পরিবর্তন করে নিজেদের সঠিক লোকেশন লোকাতে পারি।

এবং যে সমস্ত ওয়েবসাইট ব্লক বা এক্সেস করা যায়না সেই সাইটগুলিও ভিসিট ও এক্সেস করতে পারি এবং আরো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি।

তবে আপনার উদ্দেশ্য যাই হোকনা কেন সাদার্ন ভিপিএন সফটওয়্যার এর মতোই Touch VPN আপনি সেই সমস্ত কাজেই ব্যবহার করতে পারবেন।

এই গুগল ক্রোম এক্সটেনশনটি বা Touch VPN সম্পূর্ণ ফ্রি একটি এক্সটেনশন যেখানে আনলিমিটেড ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবেন।

৪. LastPass – Free Password Manager

লাস্ট পাস হল একটি ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার যা আপনার সমস্ত অনলাইন একাউন্ট পাসওয়ার্ড স্টোর বা সেভ করে রাখতে সাহায্য করে।

এবং এর জিরো নলেজ পলিসি থাকার কারণে আপনার পাসওয়ার্ড ও সেন্সিটিভ ডাটা গুলি অনেক সিকিউর থাকে যা LastPass-ও তা দেখতে পারেনা।

আমাদের সবারই এখন বিভিন্ন ওয়েবসাইট, সোশ্যাল সাইট ও অনলাইন স্টোর ইত্যাদিতে অনলাইন একাউন্ট থাকে বা করতে হয়।

আর ওই সমস্ত পাসওয়ার্ড সবসময় মনে রাখা কারো পক্ষেই সম্ভব না আর সেই কারণে এরকম বিভিন্ন সময় আমরা পাসওয়ার্ড ভুলেও যাই।

এবং আমাদের ফরগট পাসওয়ার্ড করে পুনরায় নতুন পাসওয়ার্ড পরবর্তন করতে হয়।

আপনার সাথেও যদি ঠিক এই একই ঘটনা ঘটে তাহলে অবশ্যই LastPass এক্সটেনশন ব্যবহার করুন।

৫. Google Input Tool

Google Input Tool`হল গুগলেরই নিজেস্ব টাইপিং টুল যার সাহায্যে আপনি ২২টি ভাষায় লিখতে পারবেন যার মধ্যে বাংলাও অন্তর্ভুক্ত।

অনেকেই আছে যারা তাদের কম্পিউটারে বাংলা লিখতে চায় তাদের ক্ষেত্রে আমি Google Input Tool ব্যবহার করার পরামর্শ দেবো।

কারণ এটি খুবই ছোট এবং অভ্রান্ত একটি টাইপিং টুল যার সাহায্যে আপনি সরাসরি ব্রাউজার থেকে ব্লগ লেখার জন্য,

ফেসবুক ও অন্যান্য সোশ্যাল সাইট, এবং ফোরাম ইত্যাদি সাইটে বাংলাতে অথবা অন্যান্য ভাষাতে খুব সহজেই লিখতে পারেন।

আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস ব্যবহার করি হন আর বাংলা বা হিন্দিতে ব্লগ লেখেন তাহলে এর থেকে ভালো টাইপিং টুল পাবেন না।

৬. Click & clean

Click and clean আমার খুবই পছন্দের ও দরকারি একটি এক্সটেনশন আর যার নাম দেখে হয়তো আপনি বুঝেই গেছেন যে এর কাজ কি।

এটি আপনাকে একটি ক্লিকে ব্রাউজার থেকে সমস্ত ইউআরএল, কুকি, ডাউনলোড ও ব্রাউসিং হিস্টোরি ডিলেট করতে সাহায্য করে।

এছাড়াও আপনি এর মধ্যে আরো বিভিন্ন ফিচারস পাবেন যা ম্যানুয়ালি গুগল ক্রোম থেকে রিমুভ বা ডিলেট করা যায় না।

৭. Volume Master

ইউটিউব, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল সাইট ও ভিডিও পাল্টফর্ম এবং অনলাইন মিউজিক স্ট্রিমিং সাইট আমরা সবাই ব্যবহার করি।

আর সেখানে এরকম অনেক ভিডিও অথবা মিউজিক থাকে যাদের সাউন্ড প্রব্লেম থাকে অর্থাৎ অনেক কম সাউন্ড হয়।

সেই ক্ষেত্রে আপনি Volume Master এই এক্সটেনশনটি ব্যবহার করে খুব সহজে ভলিউম কে বুস্ট করতে পারেন।

বিশেষ করে যারা ল্যাপটপ ব্যবহার করে তাদের স্পিকার এর ভলিউম অনেকেই কম হয় ফলে ফুল সাউন্ড দেওয়ার পরেও ভালো ভাবে শোনা যায় না।

সেই ক্ষেত্রে আপনি Volume Master ব্যবহার করে আপনার ল্যাপটপের স্পিকার সাউন্ড লিমিট কে এক্সটেন্ড করতে পারেন।

৮. Honey

Honey হল একটি কুপন কোড ফাইন্ডার গুগল ক্রোম এক্সটেনশন যা আপনার অনলাইন কেনাকাটার সময়,

অটোমেটিক কুপন কোড খুঁজে তা প্রোডাক্টের সাথে যুক্ত করে দেয় ফলে আপনি বিভিন্ন ডিসকাউন্ট ও ক্যাশ ব্যাক ইত্যাদি পেয়ে যান।

আপনি যদি অনলাইন কেনাকাটার সময় বিভিন্ন ধরণের ক্যাশ ব্যাক বা ডিসকাউন্ট ইত্যাদি চান তাহলে অবশ্যই এটি ব্যাবহার করতে পারেন।

Honey প্রায় সমস্ত জনপ্রিয় ই-কমার্স সাইট ও অনলাইন স্টোর গুলিতে সাপোর্ট করে।

৯. Checker Plus for Gmail

এটি একটি Gmail নোটিফিকেশন টুল বা এক্সটেনশন যা ইমেইল নোটিফিকেশন, মেইল রিড, মেইল পড়া এবং মেইল একাউন্ট না খুলেই তা ডিলেট করতে সাহায্য করে।

এটি সবার জন্য খুবই একটি দরকারি টুল বিশেষ করে যারা জিমেইল বা Gmail বেশি ব্যবহার করেন। কারণ অনেক সময় হয় কি,

Gmail এর মধ্যে আসা মেইলের নোটিফিকেশন গতানুগতিক ভাবে আসেনা আর আমাদের মেইল চেক করার জন্য বার বার,

জিমেইল একাউন্ট ওপেন করতে হয়। আর সেই সমস্ত দিক থেকে এই এক্সটেনশনটি আপনাকে অনেক সাহায্য করবে।

এটি ব্যবহার করে আপনি সঠিক সময়ে মেইল নোটিফিকেশন পেয়ে যাবেন এবং তার সাথে মেইল একাউন্ট না ওপেন করে,

আপনার মেইল পড়তে, ডিলেট করতে অথবা মার্ক এস রিড হিসাবে মার্ক করতে পারবেন।

১০. Loom for Chrome

আমাদের শেষ chrome extension -টি হল Loom যা ওপরের প্রতিটি এক্সটেনশন এর মতোই অনেক গুরুত্বপূর্ণ এবং দরকারি।

Loom for Chrome হল স্ক্রিন রেকর্ডিং এক্সটেনশন যার সাহায্যে আপনি ব্রাউজার ট্যাব অথবা সম্পূর্ণ কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারেন।

এটি একটি ফ্রি এক্সটেনশন আর আপনি স্ক্রিন এর সাথে সাথে আপনার মাইক্রোফোন এবং ওয়েবক্যামও ক্যাপচার করতে পারবেন।

আপনি যদি একজন ইউটিউবার বা ব্লগার হন তাহলে এটি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে অনেক সাহায্য করবে।

এছাড়াও কর্মক্ষেত্রে যেরকম প্রেসেন্টেশন, টেকনিকাল ইসু বা ভিডিও প্রফ ইত্যাদির ক্ষেত্রেও স্ক্রিন রেকর্ডিংয়ে করার জন্য ব্যবহার করতে পারেন।

আমাদের শেষ কথা:

আমার গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার পেছনে সব থেকে বড় কারণ হল এর এক্সটেনশন গুলি, যা অন্যান্য ব্রাউজারে খুবই কম আছে।

আর ওপরের প্রতিটি এক্সটেশনই আমি নিজেও ব্যবহার করি কারণ আমার প্রাত্যহিক নেট সার্ফিংয়ে এগুলি অনেক প্রয়োজন হয়।

আর আমি মনে করি যে এগুলি শুধু আমার না সবারই প্রয়োজন হতে পারে তাদের ডেইলি ক্রোম দ্বারা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে।