কিভাবে ফেসবুকে লাইভ ভিডিও স্ট্রিমিং করবেন

আজকে আমরা জানবো যে কিভাবে ফেসবুকে লাইভ ভিডিও স্ট্রিমিং বা ব্রডকাস্ট করা যায় ল্যাপটপ বা কম্পিউটার এর মাধ্যমে।

মোবাইল থেকে ফেসবুক লাইভ কিভাবে করে সে বিষয়ে তো আমরা সবাই জানি। মোবাইল থেকে ফেসবুক লাইভে যাওয়ায় জন্য আপনাকে,

  1. ফেসবুক মোবাইল অ্যাপটি ওপেন করতে হবে
  2. তারপর সবার প্রথমেই ওপরে বাম দিকে “Live” বাটন দেখতে পাবেন তার মধ্যে ক্লিক করুন।
  3. এরপর ওপর থেকে ভিডিও প্রাইভেসী সেটিংস সিলেক্ট করে নিচে “Start Live Video” তে ক্লিক করুন।

আপনার ফেসবুক লাইভ শুরু হয়ে যাবে এবং সেখান থেকেই, যারা লাইভ ভিডিও দেখছে ও কমেন্ট করছে তাও দেখতে পাবেন।

কিন্তু আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে প্রফেশনালদের মত কম্পিউটার স্ক্রিন, ওয়েবক্যাম ও মাইক সেটআপ করে,

ফেসবুকে লাইভ ব্রডকাস্ট করতে চান বা এই মুহূর্তে সব থেকে জনপ্রিয়, ফেসবুকে গেম লাইভ স্ট্রিম করতে চান তাহলে,

আপনাকে থার্ড পার্টি facebook live streaming software ব্যবহার করতে হবে এবং, যে বিষয়ে আমরা নিচে স্টেপ বাই স্টেপ জানবো।

তাহলে আর বেশি সময় ব্যয় না করে আমরা স্টেপ বাই স্টেপ জেনেনি যে how to live stream on facebook অথবা ফেসবুকে গেম লাইভ স্ট্রিম কিভাবে করতে হয়।

যেভাবে ফেসবুকে লাইভ ভিডিও স্ট্রিমিং করতে হয়

ফেসবুক লাইভ স্ট্রিম করার জন্য ইন্টারনেটে বহু থার্ড পার্টি সফটওয়্যার উপলব্ধ আছে তবে আমরা এখানে OBS Studio ব্যবহার করবো।

কারণ OBS Studio একটি ওপেন সোর্স ভিডিও স্ট্রিমিং সফটওয়্যার এবং যা ব্যবহারেও সহজ আর ফেসবুকের জন্য আইডিয়াল।

তাই সবার প্রথমে আমরা OBS Studio ডাউনলোড ও ইনস্টল করা জানবো এবং তারপর ফেসবুকে স্ট্রিমিংয়ের জন্য কিভাবে সেটআপ করতে হয় তা জানবো।

ধাপ ১: প্রথমে OBS Studio এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী সফটওয়্যারটি ডাউনলোড করেনিন।

OBS Studio ফেসবুকে লাইভ ভিডিও স্ট্রিমিং করার সফটওয়্যার

ধাপ ২: OBS Studio ডাউনলোড হয়ে যাওয়ার পর তা আপনার কম্পিউটারে ইনস্টল করেনিন। ইনস্টল করার পক্রিয়া অনেক সহজ,

আপনি কম্পিউটারে যেরকম ভাবে বাকি প্রোগ্রাম বা সফটওয়্যার গুলি ইন্সটল করেন OBS ষ্টুডিও ইন্সটল করার পক্রিয়ায় সেই একই।

যেভাবে OBS লাইভ ভিডিও স্ট্রিমিং সফটওয়্যার ইনস্টল করবেন

ধাপ ৩: ইন্সটল হয়ে যাওয়ার পর আপনার কম্পিউটার ডেস্কটপ থেকে OBS ভিডিও স্ট্রিমিং সফটওয়্যারটি এখন ওপেন করুন।

OBS ফেসবুক ভিডিও স্ট্রিমিং সেটিংস

ওপেন হওয়ার সাথে সাথেই আপনি সবার প্রথমে একটি মেসেজ দেখতে পাবেন ঠিক ওপরের ছবিটির মতোই সেখানে

Optimize for streaming, recording is seconday” সিলেক্ট করে নিচে >>Next বাটনের মধ্যে ক্লিক করুন।

ধাপ ৪: এর পরের স্টেপে Video settings অপশন আসবে তবে এখানে OBS অটোমেটিক আপনার স্ক্রিন রিসোলিউশন ডিটেক্ট করে নেবে।

OBS studio setup for facebook live broadcasting

তাই কিছু না করে সরাসরি নিচে আবার >>Next এর মধ্যে ক্লিক করুন।

ধাপ ৫: এরপর আপনাকে Streaming information দিতে হবে, অর্থাৎ আপনি কোন প্লাটফর্মের মধ্যে ব্রডকাস্ট বা লাইভ স্ট্রিম করতে চান,

তা সিলেক্ট করতে হবে এবং সেই প্লাটফর্ম থেকে স্ট্রিমিং কীয় নিয়ে এখানে যে Stream key বাক্সটি আছে সেখানে প্রদান করতে হবে।

ক) আর তা করার জন্য সবার প্রথমে Service ড্রপ ডাউন মেনু থেকে >Facebook Live সিলেক্ট করুন। এবং OBS ষ্টুডিও ওপেনই রাখুন।

খ) এখন আপনার ব্রাউজার থেকে ফেইসবুক ওপেন করুন এবং সেখান থেকে >>Live Video এর মধ্যে ক্লিক করুন।

ফেসবুকে ভিডিও স্ট্রিমিং

গ) Live Video ওপর ক্লিক করার পর >>Stream Key ট্যাব এবং তারপর নিচে stream key -টি কপি করার জন্য “Copy” তে ক্লিক করুন।

ফেসবুক স্ট্রিমিং কীয় বা facebook stream key

এখন এই ফেসবুক ট্যাবটি ওপেন রেখে OBS ষ্টুডিও এর মধ্যে ফিরে যান।

ধাপ ৬: Stream key কপি করার পর আবার OBS ষ্টুডিওর মধ্যে ফিরে এসে সেখানের Stream key বক্সটির মধ্যে কপি করা key টি পেস্ট করে নিচে >Next ক্লিক করুন।

Next -এ ক্লিক করার কনফিগারেশন শুরু হবে তাই কিছু সময় অপেক্ষা করুন এবং তারপর একটি উইন্ডো আসবে সেখানে নিচে “Apply Settings” ক্লিক করুন।

ধাপ ৭: এরপর আপনার সামনে OBS Studio সম্পূর্ণ ভাবে ওপেন হয়ে যাবে। আপনি এখন নিচে “Source” সেকশনটি থেকে ( + ) আইকনটিতে ক্লিক করে,

এখানে সেই সমস্ত সোর্স গুলি যুক্ত করতে পারবেন যা আপনি নিজের লাইভ স্ট্রিময়ের মধ্যে ব্যবহার করতে চান। যেরকম,

ফেসবুকে গেম লাইভ স্ট্রিম সেটিংস
  • Display capture – আপনার কম্পিউটার স্ক্রিনটি রেকর্ড ও লাইভ স্ট্রিম এর জন্য।
  • Game capture – কম্পিউটার গেম রেকর্ড ও লাইভ স্ট্রিম করার জন্য।
  • Window capture – নির্দিষ্ট কোন কম্পিউটার উইন্ডো ক্যাপচারের করার জন্য।
  • Audio input capture – এক্সটার্নাল মাইক এর সাউন্ড ক্যাপচার করার ক্ষেত্রে।
  • Video capture device – এক্সটার্নাল ক্যামেরা অথবা ওয়েব ক্যাম রেকর্ডার জন্য।

এছাড়াও আরো বিভিন্ন সোর্স আছে তবে আপনার যেগুলি প্রয়োজন তা অ্যাড করে সেগুলি সেটআপ করে নিন এখানে।

ধরুন আপনি ফেসবুকে গেম লাইভ স্ট্রিম করতে চান, তাহলে Game capture টি সিলেক্ট করুন OBS অটোমেটিক তা ডিটেক্ট করে নেবে।

আর যদি OBS অটোমেটিক আপনার গেম ডিটেক্ট না করতে পারে, তাহলে তা আপনি ম্যানুয়ালি গেম উইন্ডো সিলেক্ট করতে পারেন।

অথবা যদি নিজের কম্পিউটার স্ক্রিনটি স্ট্রিম করতে চান তাহলে Display capture টি সিলেক্ট করুন দেখবেন আপনার স্ক্রিনটি প্রিভিউ হিসাবে প্রদর্শিত হচ্ছে।

কম্পিউটার স্ক্রিন বা গেম স্ক্রিনটি ডিটেক্ট হয়ে গেলে এখন ডান দিকে নিচে >>Start Streaming ক্লিক করুন।

ধাপ ৮: Start Streaming ক্লিক করার পর OBS ভিডিও স্ট্রিমিং করা শুরু করে দেবে, তাই এখন ফেসবুক ট্যাবের মধ্যে ফিরে যান।

এবং সেখানে ওপরে দেখবেন যে ভিডিও স্ট্রিমিং এর একটি প্রিভিউ সেখানে দেখানো হচ্ছে। এবার নিচের শেষ ধাপটি অনুসরণ করুন।

ধাপ ৯: এখন বাম দিকে পাশে আপনি টাইমলাইন নাকি, ফেসবুক পেজে লাইভ ভিডিও স্ট্রিম করবেন তার সিলেক্ট করুন।

এরপর ভিডিও প্রাইভেসী, ভিডিও টাইটেল এবং ভিডিও সম্পর্কে কিছু লিখতে চাইলে তা লিখে নিচে “Go Live” ক্লিক করুন।

সবার শেষে ফেসবুকে লাইভ ভিডিও স্ট্রিমিং করার জন্য Go Live  ক্লিক করুন

Go Live” ক্লিক করার পর এখন আপনি সম্পূর্ণ ভাবে ফেসবুকে লাইভ চলে যাবেন।

আমাদের শেষ কথা,

বিশেষ করে এই মুহূর্তে ইউটিউবে ও ফেসবুকে লাইভ ভিডিও স্ট্রিমিং বা লাইভ গেম স্ট্রিম অথবা ব্রডকাস্ট বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

আর সেই সমাধানের জন্য OBS Studio অবশ্যই সেরা, কারণ এটি একটি জনপ্রিয় এবং পাওয়ারফুল ফ্রি বা ওপেন সোর্স অনলাইন ভিডিও স্ট্রিমিং এবং স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার।

যার মাধ্যমে আপনি সহজেই কম্পিউটার স্ক্রিন রেকর্ডিংয়ের পাশাপাশি ফেসবুকে, ইউটিউবে, টুইচ এবং আরো বিভিন্ন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্মের মধ্যে লাইভ ভিডিও বা গেম স্ট্রিম করতে পারেন।

তো বন্ধুরা আশা করছি আপনারা জানতে পেরেছেন যে কিভাবে ফেসবুকে বাকিদের মতোই কম্পিউটার থেকে লাইভ ভিডিও বা গেম স্ট্রিম করা যায়।