৫টি জনপ্রিয় ফ্রি এবং রেস্পন্সিভ ওয়ার্ডপ্রেস থিম

আজকে আমরা আলোচনা করবো এরকম ৫টি ফ্রি জনপ্রিয় এবং রেস্পন্সিভ ওয়ার্ডপ্রেস থিম নিয়ে কিন্তু তার আগে কিছু বিষয় জেনে। নেবো

একটি ওয়েবসাইট বিল্ড করতে বা বানাতে একটি ভালো থিম সিলেক্ট করাও এই ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে।

আপনি যদি একটি ভালো কোডেড, রেস্পন্সিভ এবং লাইট ওয়েট থিম নিজের ওয়েবসাইটের জন্য বেছে নিতে পারেন।

তাহলে আপনার ওয়েবসাইট পারফরমেন্স ভালো হবে, দ্রুত ওপেন হবে, SEO ফ্রেন্ডলি হবে, সমস্ত ডিভাইসে সাপোর্ট করবে, এবং যার ফলস্বরূপ অনেক তাড়াতারি ট্রাফিক অর্জন করতে পারবে।

অন্যদিকে যদি ঠিক এর বিপরীত হয় অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য একটি সঠিক থিম বেছে নিতে অক্ষম হন।

তাহলে আপনার ওয়েবসাইট লোডিং স্পিড অনেক ধীরগতি হবে যা কখনোই SEO ফ্রেন্ডলি না এবং আপনার গুগলে রেঙ্ক করতে অনেক সমস্যা হবে এবং আপনার ওয়েবসাইট ট্রাফিকে অনেক বড় এফেক্ট করবে।

যারা নতুন ওয়ার্ডপ্রেস ব্যাবহারকারী তারা বিশেষ করে একটি থিম সিলেক্ট করতে অনেক বিভ্রান্ত হয়।

কখনো কখনো এরকম কোনো থিম সিলেক্ট করে যার কোডিং ভালো থাকেনা, রেস্পন্সিভ ও SEO ফ্রেন্ডলি হয়না, এবং অনেক ভারী হয়। যা পরে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে।

থিম সিলেক্ট করার ক্ষেত্রে যেসব বিষয়গুলি জানা অবশ্যই দরকার:

ওয়ার্ডপ্রেসে হাজার হাজার ফ্রি এবং প্রিমিয়াম থিম আছে যা আপনি আপনার ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবেন। কিন্তু তা কখনোই এটা না যে সব থিম গুলিই আপনার ওয়েবসাইটের জন্য উপযোগী এবং পারফেক্ট।

একটি থিম সিলেক্ট করার ক্ষেত্রে আপনি যে বিষয়গুলি দেখবেন:

১. আপনার ওয়েবসাইটের লক্ষ বা বিষয়

থিম সিলেক্ট করার আগে একবার ভেবেনিন বা নোট ডাউন করেনিন আপনার ওয়েবসাইটের উদেশ্য কি এবং আপনার ওয়েবসাইটে কোন ফিচারস গুলি আপনি দরকার, ওয়েবসাইটের লে-আউট কিরকম চাইছেন যা আপনার ওয়েবসাইটের পার্সোনালিটির সাথে ম্যাচ করে।

২. থিমটি রেস্পন্সিভ হতে হবে

গুগলের মতে হাফ এরও বেশি ট্রাফিক আসে মোবাইল ডিভাইস থেকে। আপনার থিমটি অবশ্যই রেস্পন্সিভ হতে হবে যাতে সমস্ত রকম ডিভাইসে সাপোর্ট করে ও দ্রুত পেজ ওপেন হয়।

৩. ব্রাউজার ফ্রেন্ডলি কিনা

থিমটি সমস্ত ব্রাউসার সাপোর্টেড কিনা। একম অনেক থিম আছে যেগুলি সব ব্রাউজার সাপোর্ট করেনা তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন।

৪. আপনার ওয়ার্ডপ্রেসের সাথে কমপ্যাটিবল হতে হবে

আরেকটি গুরুত্ব পূর্ণ বিষয় হল আপনার কারেন্ট ওয়ার্ডপ্রেস ভার্শনের সাথে থিমটি কমপ্যাটিবল কিনা সেই বিষয়টি লক্ষ রাখবেন।

৫. সাধারণ সমস্ত প্লাগিন্স সাপোর্টেড হতে হবে

এরকম কিছু থিম আছে যা সমস্ত প্লাগিন্স সাপোর্ট করতে পারেনা। তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন যে আপনি যে ওয়ার্ডপ্রেস প্লাগিন্স ব্যবহার করবেন তা যেন থিমটি সাপোর্ট করতে পারে।

৬. লাইট ওয়েট বা হালকা এবং দ্রুত কিনা

থিম সিলেক্ট করে ক্ষেত্রে একটি বৃহৎ গুরুত্বপূর্ণ বিষয় হলো অবশ্যই যাতে আপনার থিমটি হালকা এবং দ্রুত পেজ লোডিং করতে সক্ষম হয়।

৭. সহজ কাস্টোমাইজেসন

আপনার থিমটি যাতে খুব সহজে আপনি কাস্টোমাইজ করতে পারেন। বিশেষত নতুন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী আছেন তারা অবশ্যই এই বিষয়টিতে বেশি গুরুত্ব দেবেন।

৮. থিম আপডেট

থিমটি ওয়ার্ডপ্রেস আপডেটের সাথে সাথে রেগুলার বেসিস আপডেট গ্রহণ করে কিনা অবশ্যই জেনে নেবেন।

৯. অন পেজ অপ্টোমাইজ

থিমটি অন-পেজ অপ্টোমাইজ কিনা। কারণ এটি SEO এর ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে।

১০ জনপ্রিয় থিম ডেভোলাপার এবং ভালো সাপোর্ট

যে থিমটি সিলেক্ট করবেন তা যেন অবশ্যই কোনো জনপ্রিয় থিম ডেভলোপারের হয়।

এবং কোনো প্রবলেম হলে যাতে সাপোর্ট টিমের কাছ থেকে দ্রুত সাপোর্ট পাওয়া যায় এই বিষয়টি দেখে নেবেন।

১১. পসিটিভ ইউসার রিভিউস

সবার শেষে থিমটির রিভিউস কিরকম তা পোরে নেবেন। রিভিউস পসিটিভ ও বেশি হলে তবেই থিমটি সিলেক্ট করবেন।

এখন আপনি জানেন যে একটি থিম তা ফ্রি বা প্রিমিয়াম যাই হোক, সিলেক্ট করার আগে সাধারণ কোন বিষয় গুলি অবশ্যই দেখে নিতে হবে।

আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য ওপরের সমস্ত বিষয় গুলি যাচাই করে নিজের থিমটি সিলেক্ট করেন তাহলে আপনাকে অভিনন্দন কারণ আপনি আপনার ওয়েবসাইটের জন্য সঠিক থিম বেছে নিতে সক্ষম হয়েছেন।

৫টি জনপ্রিয় ফ্রি এবং রেস্পন্সিভ ওয়ার্ডপ্রেস থিম

তো চলুন এবার জেনেনি সেই ৫টি সেরা জনপ্রিয় ফ্রি এবং রেস্পন্সিভ ওয়ার্ডপ্রেস থিম যা ওপরের আলোচিত সমস্ত বিষয়গুলির সাথে মেলে।

১. OceanWP

oceanwp free wordpress theme
(Image credit- oceanwp.com)

যখন ফ্রি এবং বেস্ট ওয়ার্ডপ্রেস থিমের কথা আসে তখন OceanWP ছাড়া কারো নাম আসেনা। OceanWP নিঃসন্দেহে অত্যন্ত পাওয়ারফুল, ফাস্ট, ফুল রেস্পন্সিভ ও হালকা ওয়ার্ডপ্রেস থিম।

OceanWP এমন একটি থিম যা অনেক প্রিমিয়াম থিমকেও হার মানায়। যার এখন টোটাল ডাউনলোড হলো ২৫ লক্ষেরও বেশি এবং ৩,৫০০ ও বেশি পসিটিভ রিভিউস।

বিশেষ বৈশিষ্ট্যগুলি:

  • দ্রুত পেজ লোডিং এবং হালকা থিম।
  • ফুল রেস্পন্সিভ।
  • অন পেজ SEO অপটোমাইজ।
  • সহজ কাস্টোমাইজ।
  • ডেভোলপার সাপোর্ট।
  • ই-কমার্স রেডি।
  • প্লাগিন্স কম্প্যাটিবল।
  • থিম আপডেট এবং গ্রেট ডেভলোপার সাপোর্ট।

২. GeneratePress

generatepress ফ্রি ওয়ার্ডপ্রেস থিম
(Image credit- generatepress.com)

ওয়ার্ডপ্রেসে যদি সব থেকে হালকা এবং সব থেকে দ্রুত পেজ লোডিং কোনো থিম থাকে তাহলো তা GeneratePress থিম।

ব্যবহারে সহজ, ফুল রেস্পন্সিভ এবং সব থেকে হালকা ও দ্রুত ওয়ার্ডপ্রেস থিম যা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ২৬ লক্ষের বেশি ডাউনলোড এবং ১০০০ মতো পসিটিভ রিভিউস। ফাইল সাইজ ৪০kb ও কম।

আপনি যদি নতুন ব্লগার হন তাহলে আমি বেক্তিগত ভাবে বলবো আপনাকে এই থিমটি ব্যবহার করতে। যদি আপনার বাজেট থাকে তাহলে অবশ্যই এর প্রিমিয়াম ভার্সনটি কিনুন।

  • অনেক হালকা এবং দ্রুত পেজ লোডিং।
  • ফুল রেস্পন্সিভ।
  • অসাধারণ পারফরমেন্স।
  • গ্রেট সাপোর্ট।
  • SEO অপ্তমাইজ।
  • সহজ ব্যবহার ও কাস্টমাইজ।
  • প্লাগিন্স কম্পেটিবল।
  • ব্রাউজার কমপ্যাটিবল।
  • থিম আপডেট।

৩. Astra

Astra free best wordpress theme
( Image credit- astra.com)

আরেকটি দ্রুত জনপ্রিয় হওয়া ফ্রি, সুপার ফাস্ট, এবং হালকা ওয়ার্ডপ্রেস থিম হলো Astra যার সাইজ ৫০kb মতো।

Astra ফ্রি ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা একটি থিম যা প্রতিদিন সাত হাজারেরো বেশি লোক ডাউনলোড করছে এবং যার ৩,৮০০ ও বেশি পসিটিভ রিভিউস আছে।

শুধু ভালো পারফরমেন্স এবং দ্রুত স্পিডই না আপনি সুন্দর ডিজাইন এবং কাস্টোমাইজেসন ও করতে পারবেন। Astra ই-কমার্সের জন্য সব থেকে সেরা থিম।

  • দারুন ডিজাইন এবং কাস্টোমাইজসন।
  • ফাস্ট পেজ লোডিং এবং হালকা থিম।
  • ফুল রেস্পন্সিভ সমস্ত ডিভাসের জন্য।
  • এ-কমার্স রেডি।
  • SEO অপ্টোমাইজ।
  • গ্রেট পারফরমেন্স।
  • ডেভলোপার সাপোর্ট।
  • ব্রাউসার কমপ্যাটিবল ও আপডেট গ্রহণ।

৪. Neve

Neve free best responsive wordpress theme
(Image credit- themeisle.com)

Neve হলো একটি ক্লিন এবং সহজ ব্যবহারযোগ্য মাল্টি পারপাস থিম। যা আপনি আপনার ব্লগ, পোর্টফোলিও, ই-কমার্স, স্টার্টআপ, ছোট খাটো বিসনেস এবং এজেন্সির জন্য ব্যবহার করতে পারবেন।

এর আকর্ষনীয় স্ট্যাটিক ওয়ান পেজ ইন্টারফেস যা সবার নজর কারে। তার সাথে দ্রুত পারফরমেন্স ও পেজ লোডিং স্পিড যা এই থিমকে আরো ব্যবহার যোগ্য করে তোলে।

আপনি যদি ই-কমার্স বা বিসনেস এর জন্য থিম খুচ্ছেন তাহলে নিঃসন্দেহে Neve আপনার জন্য বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিম।

এক লক্ষের বেশি একটিভ ওয়েবসাইট এবং ৩০০ বেশি পসিটিভ রিভিউস।

  • ফাস্ট এবং হালকা।
  • সুন্দর ডিজাইন ও ব্যবহারে সহজ।
  • ঘন ঘন থিম আপডেট।
  • ই-কমার্স রেডি।
  • সমস্ত ডিভাইস রেস্পন্সিভ।
  • সমস্ত ব্রাউজার কমপ্যাটিবল।
  • এবং ডেভলোপার সাপোর্ট।

৫. ColorMag

neve ফ্রি ওয়ার্ডপ্রেস থিম
( Image credit- themegrill.com)

ColorMag হলো রেস্পন্সিভ মাল্টি-পারপাস থিম যা ব্লগ, ম্যাগাজিন এবং নিউস সাইটের জন্য একদম উপযোগী।

যার মধ্যে আপনি সুন্দর লে-আউট, দ্রুত পেজ লোডিং ও ভালো পারফরমেন্স পাবেন যা অনেক ইউসার ফ্রেন্ডলি এবং SEO ফ্রেন্ডলি।

ব্লগারদের এবং নিউস সাইটের জন্য বিশেষত যদি টেক ব্লগ করতে চান তাহলে আপনার জন্য এটি পারফেক্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। এক লাখের বেশি একটিভ ব্যবহারকারী এবং ৯০০ ও বেশি পসিটিভ রিভিউস।

  • দ্রুত পেজ লোডিং ও ভালো পারফরমেন্স।
  • সমস্ত ব্রাউজার কমপ্যাটিবল।
  • সমস্ত ডিভাইস রেস্পন্সিভ।
  • SEO ফ্রেন্ডলি।
  • গ্রেট থিম লে-আউট
  • ভালো ডেভলোপার সাপোর্ট।

একটি ভালো ওয়েবসাইট থিমের ক্ষেত্রে যে বিষয় গুলি সব থেকে গুরুত্ব পূর্ণ তাহলো দ্রুত লোডিং স্পিড, রেস্পন্সিভ এবং SEO অপটিমাইজ।

যা ওপরের ৫টি থিম থেকেই আপনি পাবেন। আপনি যদি নতুন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী হয়ে থাকেন এবং চাইছেন যাতে আপনার ওয়েবসাইট সহজ ব্যবহার যোগ্য ও দ্রুত লোডিং হয় তাহলে ওপরের ৫টি থিম এর মধ্যে যেকোনো একটি সিলেক্ট করে নিজের ওয়েবসাইট শুরু করতে পারেন।

আশা করছি এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য যেকোনো একটি থিম সিলেক্ট করতে পারবেন।

এই পোস্ট থেকে যদি এতো টুকু সাহায্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে নিন।

এবং কোনো যদি প্রশ্ন বা বিভ্রান্তি থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানান।