আজকে আমরা জানবো এখন কার একটি ট্রেন্ডিং বিষয় ChatGPT কি? এবং কিভাবে এই চ্যাট জিপিটি ব্যবহার করতে হয়।
স্বাভাবিক ভাবেই সোশ্যাল মিডিয়া সাইট বা শর্ট ভিডিও প্লাটফর্ম যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে এ বিষয়ে অবশ্যই শুনে থাকবেন।
আর আজকে এই বিষয়ে আমরা বিস্তারিত অনেক কিছু জানবো কিন্তু অল্প সময়ের মধ্যে। তাহলে চলুন আমরা জেনেনি।
কিন্তু তার আগে আপনাদের একটু জানতে হবে AI বা এআই কি? কারণ চ্যাট জিপিটি -কে বুছতে গেলে এটা আপনার জানা উচিত।
এই AI এর পুরো অর্থ হল Artificial intelligence, যে কাজগুলি সম্পাদন করার জন্য মানুষের বুদ্ধিমত্তার অনুকরণ করে
এবং ধীরে ধীরে এর উপর ভিত্তি করে নিজেদেরকে পুনরাবৃত্ত ভাবে আরো উন্নত করতে পারে যেরকম আমরা মানুষেরা করে থাকে।
অর্থাৎ একটি কম্পিউটার বা কম্পিউটার চালিত মেশিনকে এরকম ভাবে প্রোগ্রামিং করা হয় যা মানুষের মতোই কাজ গুলি করে দিতে পারে।
এবং মানুষের মতোই সেই কাজের মধ্যে থেকে শিখতে থাকে এবং আরো উন্নত করে তোলে।

ChatGPT কি? (What is ChatGPT?)
তো এই চ্যাটজিপিটি বা ChatGPT হল Open AI দ্বারা তৈরি বৃহৎ ভাষা মডেল বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট।
আর যেহেতু এটি একটি AI প্লাটফর্ম তাই সে বিভিন্ন বিষয়বস্তুকে আমাদের অর্থাৎ মানুষের মতো করেই বুছতে পারে এবং বিভিন্ন ভাষায় সেই বিষয়ের উত্তর দিতেও সক্ষম হয়ে থাকে।
যদি একদম সহজ ভাবে বোঝাই তাহলে, এই Chatbot বা ChatGPT কে এমন ভাবে প্রোগ্রাম করা হয়েছে যা কোনো বেক্তির মতোই
আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর ও বিশ্লেষণ করতে সক্ষম যা আপনি এখানে বা এর কাছে জানতে চাইবেন।
যেহেতু এটি একটি AI Chatbot তাই এখানে আপনি যা জানতে চান তা লিখে বা টাইপ করে জানতে হবে যেরকম আমরা Google এ করি।
তবে গুগল এর মতো এটি আপনাকে কোন ওয়েবসাইটে যেতে বলবে না, সরাসরি আপনাকে আপনার পছন্দের ভাষায় এবং
যত টুকু জানতে চান তা সেরকম ভাবেই আপনার মতো করে গুছিয়ে তার উত্তর দেবে যা আপনি ব্যবহার না করলে বিশ্বাসই করবেন না।
তাহলে চলুন আর বেশি সময় ব্যয় না করে আমরা এখন জেনেনি কিভাবে এই চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন।
অবশ্যই পড়ুন: ১০টি সহজ নতুনদের জন্য ফ্রিল্যান্সিং কাজ ২০২৩
কিভাবে ChatGPTএকাউন্ট তৈরি করতে হয়।
ChatGPT ব্যবহার করা এরকম কোনো কঠিন কাজ না। বেশ কিছু ওয়েবসাইট বা বলতে পারেন সার্চ ইঞ্জিন ব্যবহার করার মতোই।
তো যাইহোক তাও নিচে আমি আপনাদের বলছি একদম ধাপে ধাপে কিভাবে আপনি চ্যাট জিপিটি এক্সেস করতে পারবেন।
ধাপ ১: সবার প্রথমে আপনার পছন্দের যেকোনো একটি ব্রাউজার খুলে সেখান থেকে সার্চ করুন ChatGPT, এবং সবার প্রথমের লিংকে ক্লিক করুন।
ধাপ ২: এখন আপনার সামনে OpenAI ওয়েবসাইটটি খুলবে। কারণ আগেই বলেছি OpenAI, ChatGPT তৈরি করেছে।
যাইহোক ওয়েবসাইটে প্রবেশ করার পর সেখানে > Try ChatGPT এর মধ্যে ক্লিক করুন।
ধাপ ৩: এখন আপনাকে বলা হবে Sign In ও Sign Up করার জন্য। যেহেতু আমরা প্রথম ChatGPT ব্যবহার করবো।
তাই Sign Up এর মধ্যে ক্লিক করবো।
ধাপ ৪: Sign Up করার জন্য আপনি দুটি উপায় পাবেন একটি হল Email ও Password ব্যবহার করে করা। অথবা
Continue with Google এর মধ্যে ক্লিক করেও আপনি Sign Up করতে পারেন। আপনার পছন্দের উপায় নির্বাচন করে চ্যাট জিপিটি লগইন করুন
আপনি যদি Email ও Password সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপনাকে Email ভেরিফাই করতে হবে। এবং উভয় ক্ষেত্রের জন্য নিচের ধাপটি অনুসরণ করুন।
ধাপ ৫: এরপর আপনাকে নিজের First Name ও Last Name প্রদান করতে হবে। তারপর নিচে Continue ক্লিক করুন।
এবং তারপর আপনাকে নিজের Phone Number দিতে হবে। তা প্রদান করে Send code via SMS ক্লিক করুন।
এখন আপনার প্রদান করা নাম্বারে একটি 6 ডিজিট এর কোড আসবে তা বক্সে প্রদান করলেই আপনার সামনে ChatGPT ড্যাশবোর্ড খুলে যাবে।
আরো জানুন: কিভাবে ছবি থেকে পিডিএফ ফাইল তৈরি করবেন – Image to PDF
চ্যাট জিপিটি বা ChatGPT কিভাবে ব্যবহার করতে হয় ?
এখন আপনি চ্যাটজিপিটি একাউন্ট তৈরী করে নিয়েছেন আর আপনা সামনেই এর ড্যাশবোর্ড ওপেন হয়ে আছে।
দেখুন নিচের দিকে একটি সার্চ বক্স বা Search Box আছে এখন সেখানে আপনি এই ChatGPT চ্যাটবট দ্বারা যা করতে চান বা জানতে চান
তা সেই সার্চ বক্সে লিখে প্রশ্ন করুন, দেখবেন কিছু সেকেন্ডের মধ্যেই খুবই সুন্দর, সহজ, ও সরল ভাবে তার উত্তর আপনার সামনে প্রদান করে দেবে।
উদাহরণ হিসাবে যদি বলি যেরকম, আপনি লিখতে পারেন “Write a letter to the bank regarding the phone number change”
তারপর Enter বা Send বাটানে ক্লিক করার সাথে দেখবেন আপনাকে একদম পারফেক্ট ভাবে একটি লেটার বা চিঠি এর বিবরণ তৈরী করে দিয়েছে।
আর সাথে যদি আপনি ব্যাঙ্ক নাম, শাখা, আপনার পুরানো ফোন নম্বর ও নতুন ফোন নম্বর প্রদান করে দেন সেই ক্ষেত্রে তো
আপনাকে একদমই পাকা পোক্ত একটি চিঠি তৈরী করে দেবে যা আপনি সরাসরি কপি পেস্ট করে ব্যাংকে পাঠিয়ে দিতে পারবেন।
আমি যেই উদাহরণটি দিলাম তা তো এর একটি নমুনা মাত্র। তাহলেই বুছতেই পারছেন তো এই ChatGPT ঠিক কতটা
বুদ্ধিমান ও পাওয়ার ফুল AI টুল। আমি তো আপনাদের বলবো আপনি যেরকম কোনো মানুষকে কিছু জিজ্ঞাসা করেন
বা বুঝিয়ে বলতে বলেন সেরকম ভাবেই ChatGPT কি জিজ্ঞাসা করুন তাহলে আসলে বুঝতে পারবেন চ্যাট জিপিটি কিভাবে কাজ করে।
অবশ্যই পড়ুন: ৭টি অসাধারণ AI ওয়েবসাইট যা আপনি বিশ্বাস করবেন না
আমাদের শেষ কথা,
আশা করছি আপনাদের স্বল্প সময়ের মধ্যে যথাযথ ভাবে বলতে পেরেছি এই চ্যাট জিপিটি কি, কিভাবে লগইন ও ব্যবহার করবেন।
আপনাদের পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আপনার মতামত নিচে জানিয়ে যান তা আমরা অবশ্যই পড়বো।
আর এরকম আরো পোস্ট, গাইড এবং অনলাইন টিপস ও ট্রিকস এর জন্য আমাদের সাইট অনুসরণ করতে ভুলবেন না।
আমি কয়েক দিন ধরে এটি ব্যবহার করছি, এবং অনেক কিছু অজানা ছিল; যাইহোক, আমি আপনাকে আমার হৃদয়ের মন থেকে ধন্যবাদ জানাই, ভাই; আপনি খুব সুন্দর পোস্ট করেছেন ধারাবাহিকভাবে। ভাল থাকুন; আমি আপনার কাছ থেকে এই পোস্ট এর মত আরো তথ্যপূর্ণ পোস্ট চাই!
অসংখ্য ধন্যবাদ! আমিও চাইবো আপনি আমাদের সাইট এইভাবেই ভিসিট করতে থাকুন।