Telegram-এ ফোন নম্বর লুকিয়ে রাখবেন কিভাবে?

আজ আমরা জানবো কিভাবে Telegram-এ ফোন নম্বর লুকিয়ে রাখতে হয় (How to hide your phone number on Telegram)

টেলিগ্রাম বা Telegram অ্যাপটি সম্পর্কে আজ আমরা সবাই জানি, আর এটি যে শুধু একটি মেসেজিং অ্যাপ তা একদমই না,

এটি তারও অধিক কিছু যা আমাদের একটি মেসেজিং অ্যাপ ব্যবহারের দিক থেকে পূর্ণ স্বাধীনতা প্রদান করে থাকে।

একথা অস্বীকার করার নেই যে আর পাঁচটি সাধারণ মেসেজিং অ্যাপ এর মতোই এতেও আপনি টেক্সট ও ভয়েস মেসেজ, ভয়েস কল,

ভিডিও কল ও গ্রুপ চ্যাট ইত্যাদি করতে পারেন। তবে টেলিগ্রাম তার এই সমস্ত ফিচারস বা বৈশিষ্ট্য বাদেও যার জন্য,

সব থেকে বেশি জনপ্রিয় তা হল টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ যেখানে লক্ষ লক্ষ মেম্বার্স যুক্ত হতে পারে এবং টেলিগ্রাম বট (bot).

Telegram আমাদের সবারই খুব প্রিয় একটি মোবাইল অ্যাপ, যা সম্প্রতি বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং আজ আপনি,

প্রতি ১০ জন স্মার্ট ফোন বা এন্ড্রোইড মোবাইল ইউসারদের মধ্যে থেকে প্রায় ৭ জন এর ফোনেই টেলিগ্রাম ইনস্টল পেয়ে যাবেন।

তবে সমস্ত কিছুর মতোই কিছু ভালো দিক এর পাশাপাশি কিছু জিনিস ব্যবহার করার ক্ষেত্রে প্রাইভেসী বা সুরক্ষার বিষয়টিও আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হয়।

আর ঠিক সেরকম টেলিগ্রাম ব্যবহার করার জন্য আপনাকে ফোন নম্বর এবং বিভিন্ন বেক্তিগত তথ্য প্রদান করতে হয়।

যা হয়তো আপনি নাও চাইতে পারেন যে তা দ্বিতীয় কোন বেক্তি যাকে আপনি চেনেন বা চেনেননা সে জানতে ও দেখতে পারুক।

তাই টেলিগ্রাম বা Telegram-এ কিভাবে নিজের ফোন নম্বর সহ বেশ কিছু ব্যক্তিগত তথ্য লুকিয়ে বা হাইড করতে হয় চলুন (how to hide phone no in Telegram) তা আমরা জেনেনি।

আরো জানুন: কিভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট টেলিগ্রামে ট্রান্সফার করবেন

কিভাবে টেলিগ্রামে (Telegram) নাম ও ফোন নম্বর লুকিয়ে রাখবেন?

ধাপ ১: প্রথমে আপনার মোবাইল অথবা ডেস্কটপ যা ব্যবহার করেন, সেখান থেকে Telegram অ্যাপটি ওপেন করুন।

ধাপ ২: টেলিগ্রাম ওপেন হয়ে গেলে একদম প্রথমেই ওপরের বাম দিকে যে ৩টি লাইন দেখতে পাচ্ছেন, এখন সেখানে ক্লিক করুন।

কিভাবে Telegram অ্যাপ ফোন নম্বর লুকিয়ে বা হাইড করতে হয়

ধাপ ৩: ক্লিক করতেই ওই বাম দিকেই এখন আপনি বেশকিছু নেভিগেশন অপসন দেখতে পাবেন, তার মধ্যে কিছুটা নিচের দিকে “Settings” ক্লিক করুন।

how to hide phoneor mobile number on telegram

ধাপ ৪: এখন আপনার সামনে আপনার টেলিগ্রাম অ্যাপের সেটিংস (Settings) পেজটি ওপেন হয়ে যাবে। যেখানে,

telegram phone number privacy

Privacy & Security” একটি অপসন পাবেন এখন তার মধ্যে ক্লিক করুন।

ধাপ ৫: Privacy & Security এর মধ্যে ক্লিক করার পর, প্রথমেই বেশ কিছু টেলিগ্রাম প্রাইভেসী নিয়ন্ত্রণ সংক্রান্ত অপসন দেখতে পাবেন।

কিভাবে টেলিগ্রাম ফোন নম্বর লুকিয়ে রাখতে হয়

যার মধ্যে দ্বিতীয় স্থানে আছে “Phone No“. এখন সেই > Phone Number তার মধ্যে ক্লিক করুন এবং,

  • Who can see my phone number: “Nobody
  • Who can find me by my number: “My Contacts
টেলিগ্রাম মোবাইল নম্বর ও নাম লুকিয়ে রাখতে হয়

এই দুটি অপসন সিলেক্ট করেনিন। ফলে আপনার ফোন নম্বর কেউ দেখতে পাবে না এবং দ্বিতীয়ত আপনার ফোন নম্বর অনুযায়ী,

শুধুমাত্র যারা আপনার কন্টাক্ট লিস্টের মধ্যে আছে তারাই আপনাকে টেলিগ্রামে খুঁজে পাবে, তাছাড়া অন্য কোন বেক্তি দেখতে পাবে না।

অতিরিক্ত: ওপরের সেটিংস গুলি করার পর এখন আপনি যদি এক ধাপ পিছিয়ে আসেন, দেখতে পাবেন যে সেখানে,

ফোন নম্বর লুকিয়ে রাখা ছাড়াও, নিজের প্রোফাইল ফটো, নাম, লাস্ট সিন এবং আরো বিভিন্ন তথ্য লুকিয়ে রাখার অপশন আছে।

আর যা আপনি টেলিগ্রামে ফোন নম্বর লুকিয়ে রাখার মতোই ওই একই ধাপে বাকি প্রাইভেসী সেটিংস গুলিও নিয়ন্ত্রণ করতে পারেন।

অবশ্যই পড়ুন : ৮টি উপায়ে টেলিগ্রাম থেকে ইনকাম করুন

আমাদের শেষ কথা:

ফোন নম্বর অবশ্যই আমাদের একটি খুবই ব্যক্তিগত যিনিস যা আমাদের কখনোই প্রকাশ্যে উন্মুক্ত করা উচিত না।

আর টেলিগ্রামে যদি আপনার ফোন নম্বর উন্মুক্ত থাকে সেই ক্ষেত্রে স্প্যাম কল ও মেসেজ এবং যেকেউ আপনার নম্বর নিয়ে গ্রুপ ইত্যাদিতে অ্যাড করতে পারে।

তাই আমি ব্যক্তিগত ভাবে আপনাদের পরামর্শ দেবো অবশ্যই আপনার Telegram-এ ব্যবহৃত মোবাইল নম্বর hide করে রাখুন।

তো বন্ধুরা আপনাদের যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন এবং টেলিগ্রাম সংক্রান্ত,

যেকোন রকমের সহায়তা বা জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আমার নিচে কমেন্ট করে জানান।